গতকাল সচলায়তনের তিনজন ব্লগার শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রণদীপম বসু ও সামহয়ানইনের ব্লগার জাগৃতি প্রকাশনের ফয়সাল আরেফিন দিপন উপমহাদেশীয় আল কায়েদার সহযোগী সংগঠন আনসারুল্লাহর হামলার শিকার হন। টুটুল, তারেক, রণদীপম কোনক্রমে প্রাণে বেঁচে গেলেও দিপন বাঁচতে পারেননি। যারা বেঁচে গিয়েছেন তাদের দীর্ঘমেয়াদি চিকিৎসার ভেতর দিয়ে যেতে হবে। আমাদের কর্তব্য যারা কলমের অধিকার প্রতিষ্ঠায় এ পর্যন্ত যারা প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন এবং যারা এই লড়াইয়ে যোগ দিয়ে হুমকির মুখে আছে তাদের পাশে দাঁড়ানো। কলম ও চাপাতির লড়াই পৃথিবীর প্রাচীনতম লড়াইগুলোর একটি। পৃথিবী এতোদুর এগিয়ে আসতো না যদি চাপাতি ক্রমাগত জিতে যেতে থাকতো। কলম জয়ী হবে, চাপাতির কোপ গায়ে নিয়ে হলেও।
কিছুক্ষণ আগে তিনজন সচল আক্রান্ত হয়েছেন। আক্রান্তরা হলে শুদ্ধস্বরের প্রকাশক আহমেদুর রশীদ টুটুল, তারেক রহিম ও রণদীপম বসু। খবরে প্রকাশ শুদ্ধস্বরের কার্যালয়ে তাদের কুপিয়ে তালা দিয়ে আক্রমনকারিরা চলে যায়। পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ফেইসবুকে অনেক অসমর্থিত খবর আসছে। এর মধ্যে রণদীপন তার ফেইসবুকে জানিয়েছেন,
২৪। আহতরা সচেতন আছেন। আত্মীয় স্বজনেরা তাদের সাথে আছেন। গতকাল ডাক্তারেরা প্রাথমিক বিপর্যয় সামাল দিয়েছেন। আপাতত রক্তের দরকার নেই। রক্তের দরকার হলে সচলায়তনে জানানো হবে। আপডেট সময় ঢাকা সময় দুপুর ১২টা।
২৩। ব্রেকিংঃ ঢাকা সময় ১লা নভেম্বর, ভোর ১টা ৩ মিনিট
আল কায়েদার মিডিয়া উইং গ্লোবাল ইসলামিক মিডিয়া ফ্রন্ট হামলার দায়দায়িত্ব স্বীকার করেছে। টুইটারে এর আগের পাওয়া স্বীকারোক্তির ইংরেজি ভার্সন তারা শেয়ার করেছে।
২২। আহত তিন ব্লগার প্রাথমিক শংকা কাটিয়ে উঠেছেন। আশা করি তারা দ্রুত সুস্থ্য হয়ে উঠবেন।
২১। অফিসিয়াল নয় এরকম একটা টুইটার এ্যাকাউন্ট থেকে আনসারউলইসলাম হত্যাকান্ড ও আক্রমনের দায় স্বীকার করা হয়েছে। ইতিপূর্বে আনসারউল্লাহ ঘোষণা দিয়েছিল তাদের সব ঘোষণা আল কায়েদার মিডিয়া গিম্ফমিডিয়া থেকে আসবে। সেখানে থেকে কোন ঘোষণা এখনো নেই।
ছবি দেখতে রাইট ক্লিক করে ভিউ ইমেইজ ক্লিক করুন।
এদের দায় স্বীকার করে প্রচারিত লিফলেটটি এরকম,
গিম্ফের মাধ্যমে খবর প্রচার করে এবং গিম্ফও রেকগনাইজ করে এরকম একটা ফোরামে হত্যাকান্ড বিষয়ে একটি সতর্কতা ঝুলছে।
এর ইংরেজি ভার্সনটা এরকম
এই একই গ্রুপ নীলয় নীলের হত্যাকান্ডের দায় স্বীকার করেছে যেটা আগে গিম্ফের মাধ্যমে আনসারুল্লাহ অস্বীকার করেছে। এখন প্রশ্ন হলো এরা কারা।
২০। তারেকের এক্সরে করা হয়েছে। দুই হাতে ফ্র্যাকচার, আর খুলিতে দুটি ফ্র্যাকচার। এর মধ্যে একটা একটু গভীর।
১৯। এখনও পর্যন্ত অসমর্থিত নিশ্চিত সূত্রে (পুলিশ ও ডাক্তার) খবর, দিপন অফিসে একা ছিলেন। টুটুলদের আক্রমনের কাছাকাছি সময়েই অফিসে ঢুকে তাকে জবাই করে দরজা তালা দিয়ে চলে গেছে ওরা।
১৮। জাগৃতির দিপনের শেষ স্টাটাসটা ছিল এরকম,
১৭। বিডিনিউজ দিপনের উপর হামলার কথা বলেছে। মৃত্যুর খবর দেয়নি। দিয়েছে। ঢাকা সময় ১৯৪০।
১৬। ব্লগার মাহমুদুল হক মুন্সী জানিয়েছেন জাগৃতির ফয়সাল আরেফিন দিপন বেঁচে নেই। শাহবাগে আজিজ মার্কেটে হামলা করে তাকে হত্যা করা হয়। জাগৃতি প্রকাশনী অভিজিৎ রায়ের অবিশ্বাসের দর্শন ও বিশ্বাসের ভাইরাস বইয়ের প্রকাশক। কালের কণ্ঠ খবরটি নিশ্চিত করেছে।
১৫। অসমর্থিত খবর জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী ফয়সাল আরেফিন দিপনের উপর শাহবাগে হামলা হয়েছে। ঢাকা সময় ১৮৩০।
১৪। তারেকের মাথায় আঘাত। সিটি স্ক্যান করা হচ্ছে আঘাত কতোটা গুরুতর বুঝতে। গুলির আঘাত নিশ্চিত হয়নি। উপরের গুলির খবরটা কেটে দেয়া হলো। ঢাকা সময় ১৮৩০।
১৩। একজন সচল জানালেন,
আপডেট ঢাকা সময় ১৮২০।
১২। ফেইসবুকে হাবিবুল্লাহ মিজান মারফত কিছু ছবি পাওয়া গেল।
টুটুল ভাই,
তারেক রহিম
রণদীপম বসু
১১। বাংলানিউজ২৪ জানিয়েছে, সচল টুটুল জ্ঞান হারানোর আগে এটা জঙ্গি হামলা বলেছেন। সচল তারেকের "তারেকের মাথায় এবং দুই হাতে ধারালো অস্ত্রের আঘাত এবং বাম পাঁজরে গুলির চিহ্ন পাওয়া গেছে।"
১০। রণদার ছবি বাংলানিউজ২৪এ,
৯। প্রত্যক্ষদর্শীর রিপোর্ট খুনির সংখ্যা তিন। বিডিনিউজ২৪ জানাচ্ছে,
ঘটনাস্থলে উপস্থিত ওই তরুণ বলেন, তাকেসহ অন্যদের অস্ত্রের মুখে পাশের কক্ষে সরিয়ে নেওয়া হয়েছিল।“নক করা হলে দরজা খুলে দেওয়া হয়। একজন ঢুকে বলে যে সে বই নিতে এসেছে। তাকে ঢুকতে দিলে বলে, ‘আমার এক ভাই আছে’। এরপর দরজা খুললে তিনজন একসঙ্গে ঢোকে। এদের একজন স্বাস্থ্যবান। একজনের হালকা দাড়ি ছিল। যার হাতে পিস্তল ছিল, তার ১৬-১৭ বছর বয়স।”
“প্রথমে যে ঢুকেছিল তার কাছে কালো ব্যাগ ছিল। সেখান থেকে চাপাতি বের করে। আমাদের অন্য ঘরে জিম্মি করে রাখে। পরে কুপিয়ে তালা লাগিয়ে চলে যায়। যাওয়ার সময় গুলির শব্দ শুনি।”
শুদ্ধস্বরের কার্যালয়ের সামনে একটি টেইলার্সের দোকানের কর্মচারী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চিৎকার শুনে আমরা ওইদিকে খেয়াল করে দেখি একটি মোটর সাইকেলে করে তিনজন দ্রুত বের হয়ে যাচ্ছে।”
৮। বিডিনিউজে প্রকাশিত শুদ্ধস্বর কার্যালয়ের ছবি,
৬। এই মুহুর্তে তিনজনই অপারেশন থিয়েটারে। কাউকে ঢুকতে দেয়া হচ্ছে না। রক্ত যোগাড়ের চেষ্টা চলছে। ঢাকা সময় বিকাল ৫টা।
ঘটনাস্থলে উপস্থিত এক তরুণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পাঁচজন এসেছিল তারা (হামলাকারীরা)। আমার মাথায় পিস্তল ঠেকিয়ে রাখা হয়েছিল।”
হামলার সময় গুলির শব্দ পাওয়ার কথাও জানিয়েছেন ওই ভবনের বাসিন্দারা।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই তরুণ বলেন, তরুণ বয়সের ওই হামলাকারীরা ঢুকেই বলেছিল- ‘আমরা টুটুলকে মারতে আসছি’।
৪। ঢাকা থেকে একজন সচল জানিয়েছেন আক্রান্তদের অবস্থা এখন স্টেবল। ঢাকা সময় বিকাল ৪টা ৪০।
৩। তারেক ও টুটুলের অবস্থা সংকটাপন্ন। রক্ত দরকার।
২। চাপাতির সাথে এবার আগ্নেয়াস্ত্রও ব্যবহার করা হয়েছে। তারেক রহিম পেটে গুলিবিদ্ধ। বিডিনিউজ জানিয়েছে, হামলার সময় গুলির আওয়াজও শোনা গেছে।
১। চ্যানেল আই টুটুল ভাইয়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছে (লিংক)। চ্যানেল আই তিনজনই আহত এরকমটা বলছে এখন।
মন্তব্য
ক্ষুব্ধ, হতাশ
আমি ক্ষুব্ধ। হতাশ কিনা জানি না। আমি শুধু জানি যেকোন মূল্যে লড়াইটা চালিয়ে যেতে হবে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
চ্যানেল আই খবরটি সম্পাদনা করেছে। এখন তিনজনকেই আহত বলছে
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আপডেট করে দিলাম।
নীড়পাতা.কম ব্লগকুঠি
শুয়োরের বাচ্চারা। টুটুল ভাই, তারেক আর রনদা কি ক্ষতি করছে!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
আমার ধারণা টুটুল ভাই টার্গেট ছিল। অভিজিতের প্রকাশক হিসেবে। আর রণদা, তারেক এরা দুর্ভাগ্যক্রমে আজ টুটুলের সাথে ছিল।
নীড়পাতা.কম ব্লগকুঠি
কোপানর পরে দরজায় তালা দিয়ে চলে গেছে, কতটা পশু হইতে পারে!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এটা করেছে মৃত্যু নিশ্চিত করতে। এরপর নাকি পুলিশ এসে দরজা ভেঙ্গে ঢুকে তাদের উদ্ধার করেছে। অর্থাৎ বেশ একটা সময় এই তিনজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে হয়েছে। কথা হল পুলিশ আসার আগে প্রতিবেশিরা কী করছিল?
নীড়পাতা.কম ব্লগকুঠি
গুলির শব্দে পাব্লিক জড়ো না হয় কেম্নে!
----------------------------------------------------------------------------------------------
"একদিন ভোর হবেই"
এই রক্তস্রোত থামানোর দুইটা উপায়।
১। যুদ্ধাপরাধীদের বিচার ও ফাঁসি ত্বরান্বিত করা। যাতে তারা আর খুনি ভাড়া করতে না পারে।
২। গুণে গুণে ৬ টা ক্রসফায়ার। খুনিরা শুধু খুনের ভাষা বুঝে। জবাবটা সেই ভাষায় হতে হবে।
আমি ক্ষুব্ধ, আমি ক্রুদ্ধ, আমি প্রতিশোধ আকাঙ্খায় মত্ত।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিরুদ্ধমতের উপর খড়গহস্ত হওয়া আমাদের উপমহাদেশিয় সংস্কৃতির অংশ। দীর্ঘমেয়াদে নীতিনৈতিকতা সংশোধনের উদ্যোগ না নিলে এইসব ঘটনা রিপিটেডলি হতে থাকবে। আর ক্রসফায়ার কোন সমাধান না। কারণ এটা ব্যক্তিনির্ভর খুনোখুনি না। আদর্শনির্ভর খুনোখুনি এগুলো। এক বইয়ের পাঠকেরা যুগে যুগে তাদের বই থেকে এইসব করার ইনস্পায়ারেশন খুঁজে পেয়েছে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
খুনের ভিত্তি কোনো আদর্শ হতে পারে না। এটা বিকৃতি। একে লাখো জনতার মনের আকাঙ্খা মনে করে ভীত থাকার কোনো কারণ নাই।
দ্রুতবিচারই করতে হবে। খুনের বদলা খুন -- সারা বিশ্বে একটা গ্রহণীয় নীতি।
সাদ্দাম, গাদ্দাফি আর তাদের ছেলেদের যদি ফায়ারে দেয়া যায়। এদেরকেও যায়।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
বিকৃতিটাই আদর্শ তাদের। সেই অর্থে আদর্শ শব্দটা ব্যবহার করেছি। আর দ্রুতবিচার অবশ্যই কাম্য। কিন্তু ক্রসফায়ার জিনিসটা বিচারবহির্ভুত।
নীড়পাতা.কম ব্লগকুঠি
মানুষে আর পশুতে তফাৎ তো তাহলে ঘুচে যায় ।
===================================
হাজারো মানুষের ভিড়ে দাড়িয়ে আমি মানুষেরেই খুঁজে ফিরি
আমাকে যখন আমার ঘরে এসে হত্যা করবে তখন আমি শুধু শুধু মরতে পারি না। এ আমার আত্মরক্ষা।
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
কলমকে বাঁচাতে আজ তরবারি দরকার।
অবিশ্বাস্য। প্রকাশক আর লেখকের মত নিরস্ত্র নিরীহ মানুষকে তাদের অপ্রস্তুতির সুযেোগে ভাড়াটে খুনিরা খুন করে যাবে নিজেদের ফাঁসি বাঁচাতে। আর আমরা এর কোনো জবাব জানি না। প্রস্তুতি ছাড়া কেউ যুদ্ধে যায় নাকি? কি প্রস্তুতি নিয়ে আমরা লড়াইতে নেমেছিলাম? চাপাতি নিয়ে এলে কলম এগিয়ে দেবো?
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
সত্যি, রুখে দাড়ানোর সময় এখন।
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
ফেইসবুকে অসমর্থিত এক সুত্রে খবর আসছে জাগৃতি প্রকাশনার ফয়সাল আরেফিনের উপর হামলা হয়েছে ।
===================================
হাজারো মানুষের ভিড়ে দাড়িয়ে আমি মানুষেরেই খুঁজে ফিরি
উপরে আপডেট করা হয়েছে ইতিমধ্যে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এই রক্তস্রোত থামানোর শান্তিপূর্ণ কোন পথ নেই। ক্রসফায়ার জাতীয় জিনিস এটাকে দমন করতে পারবে কিনা নিশ্চিত নই। সরকার বা কেউ কাউকে নিরাপত্তা দিতে পারবে বলে বিশ্বাস করি না। বিচারই যেখানে দীর্ঘসুত্রিতায় আটকে আছে, সেখানে আর কোন সুরক্ষায় বিশ্বাস করার উপায় থাকে না। কিন্তু এটা সত্যি যে আত্মরক্ষা জীবনের একটি অতি প্রয়োজনীয় প্রবৃত্তি। নিজ নিজ তাগিদেই নিজেকে রক্ষার দায়িত্ব নিতে হবে। আঘাত আসলে বড়জোর তিনটা উপায় আছে - মরবো, পালাবো, অথবা পাল্টা মার দেবো। কিন্তু আমাকে কেউ রক্ষা করবে সেটা কোন সুদূর কল্পনায়ও আসে না। আরো একটি কঠিন সত্য যে যখন কোপানো হবে, চিৎকার শুনেও কেউ আসবে না। যখন হুমকি দেয়া হবে, তখন রক্ষাকর্তার কাছে গেলে বলা হবে দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাও। ব্যস, এসব নিয়েই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি! কিন্তু আমার প্রাণের চেয়ে বেশী বাসি কিনা সেটা বুঝতে পারি না।
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?
হেরে যাব না, হারতে পারি না আমরা। চিত্ত ভয়শূন্য রেখে এবং শির উচ্চ রেখেই লড়াই চলবে। সব কিছু নষ্টদের অধিকারে চলে যেতে দিব না আমরা।
টুইটার
কলম চলবে। চিত্ত যেথা ভয়শূন্য, উচ্চ যেথা শীর।
নীড়পাতা.কম ব্লগকুঠি
আর কত! তারপরও আমরা চিল্লাইয়া জায়েজ করতে চাই দেশে কোন জঙ্গি নাই।
আর সহ্য হয় না।চিৎকার করে গলা ফাটিয়ে বলতে ইচ্ছে করে,এবার অন্তন চোখ ফেরান,দেশটাকে বাঁচান।
জঙ্গি নেই এইটা কে বলে?
নীড়পাতা.কম ব্লগকুঠি
হাসিব ভাই,
হামলা,হত্যা করার পর এটাকে বিচ্ছিন্ন ঘটনা,দুর্বিত্তের হামলা বলা হয়ে থাকে,আপনার চোখ এড়ানোর কথা না।
আমরা চিল্লাইয়া বিচার চাই,আর অনন্তদার হত্যাকাণ্ডে জড়িত থাকার আলামত থাকা সত্ত্বেও ইদ্রিসেরা জামিনে মুক্তি পায়
সবাই সম্পূর্ণ সুস্থ হয়ে ফিরে আসুক।
_________________
[খোমাখাতা]
আমি আশাবাদী।
নীড়পাতা.কম ব্লগকুঠি
প্রচন্ড রাগ আর ক্ষোভ হচ্ছে। মনে হচ্ছে নিজ হাতে এদের আহত করি। বদের দল এই জামাতিগুলা।
প্রথম আলোতেও আপডেট আসছে ।
"শাহাবাগে জাগৃতি প্রকাশনার ফয়সাল আরেফীনের উপর হামলা "
ফেসবুকের অসমর্থিত সুত্র জানাচ্ছে, ফয়সাল আরেফীন আর নেই ।
মামুনুর রশীদ ।
===================================
হাজারো মানুষের ভিড়ে দাড়িয়ে আমি মানুষেরেই খুঁজে ফিরি
কালের কণ্ঠের লিংকটা উপরে আপডেট করে দিয়েছি।
নীড়পাতা.কম ব্লগকুঠি
অসম্ভবরকম রাগ হচ্ছে। আমি কিছু একটা করতে চাই, কিন্তু কি, নিজেও বুঝতে পারছিনা।
দীপন নিহত হয়েছেন। শাহবাগে হামলার ঘটনা ঘটলো। টুটুল, রনদা তুলনামূলক সুস্থ। তারেককে নিয়ে শঙ্কা রয়েছে। অবিশ্বাস্য লাগার কথা না হলেও তাই লাগছে। সব বাদ দিলেও শাহবাগে এতো মানুষের মাঝখানে সন্ধ্যায় এটা কেমন করে ঘটে?
স্বয়ম
বলার মত কিছু পাচ্ছি না। যারা দেশে আছেন, প্লিজ সাবধানে থাকেন।
মানুষ দাবি করে বাংলাদেশ কোনদিন পাকিস্তান হবে না। আমারও তাই মনে হয়। বাংলাদেশ কখনো পাকিস্তান হবে না। কেননা পাকিস্তান হওয়ার সব ক্রাইটেরিয়া ফুলফিল করা হয়ে গেছে ইতিমধ্যেই। আমরা পাকিস্তানের চাইতেও খারাপ কিছু হবো, ইনশাল্লাহ!
রিপিট ১৪ই ডিসেম্ভর।সত্যিই অসহায় লাগছে।
ক্ষোভ আর ধিক্কার! রণদীপমদারা সুস্থ হয়ে ফিরে আসুন, শুভকামনা তাঁদের জন্য।
দেবদ্যুতি
মুক্ত চিন্তা প্রকাশের সব পথ বন্ধ হয়ে আসছে বাংলাদেশে।
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
আমি পশ্চিমবাংলার ,বাংলাদেশের ব্লগগুলো অনুসরণ করি। আপনারা আমার ঘরের মানুষ। অভিজিত এবং রাজীব সহ সকল মৃত্যু সংবাদ আমাকে বিচলিত করছে।অসহায় ভাবে দেখছি রণদীপম সহ অন্যান্য দের উপর এই আঘাত। আমি কিছু করতে পারলে খুশি হব আর আবেদন করব আপনাদের লেখনি বন্ধ করবেন না। এই লড়াই না জিতলে দুই দিকের সকল বাঙালির পরাজয় হবে। প্রত্যাঘাত করা অতি আবশ্যিক। জয় বাংলা !!
রণদা, টুটুল ভাই, তারেকভাই সুস্হ হয়ে বাড়ি ফিরে আসুন।
------------
বিচারহীনতা এরকম ঘটনা বাড়তে উৎসাহিত করছে। এইসব পশুগুলোর হামলায় নিহত/আহত একটাও বিচার এ পর্যন্ত হয়েছে বলে শুনিনি। যতোদিন কঠিন শাস্তি দেয়া না হবে, ততোদিন অনন্য, শারমিনেরা দেশ ছাড়তে বাধ্য হবেন। অভিজিতেরা চুপচাপ মরে যাবেন। যাঁরা ওদের কাছের মানুষ তারা প্রতিবাদ করতে করতে এক সময় ক্লান্ত হয়ে যাবেন। আর আমরা নিয়মিত বলে যাবো 'কলম চলবে'! গান্ধীবাদী হওয়ার দিন আসলে শেষ। আপনারা যারা দেশে আছেন, হামলা হতে পারে নিজেদের উপর এমন একটা আশংঙ্কা নিয়ে দিন কাটাচ্ছেন, তাদের বলছি নিরাপদে থাকুন। নিজের আত্মরক্ষা নিজেকেই করতে হবে এটা মাথায় রেখে প্রয়োজনে অস্ত্র রাখুন সাথে। অসহ্য লাগছে আসলে সবকিছু...........
দিপন ভাইয়ের ঘুমটা অন্তত শান্তির হোক সেটা চাইছি...........
কিছুই বলতে পারছি না। কেউই নিরাপদ না আমরা
০২
তিনজনকেই দেখেছি। রণদা আর টুটুলের সাথে কথাও বলেছি। তারেককে দেখেছি। জেনেছি প্রথম ধাক্কাটা নাকি সামলানো গেছে। আমার সান্ত্বনা এখন এটুকুই
অর্থহীন। তবুও বলবেন আমরা তাদের পাশে আছি।
নীড়পাতা.কম ব্লগকুঠি
তারেক রহিমের ব্যাপারে ডা সিটি স্ক্যান করার পর যেভাবে বললেন, তাতে আমি পুরোপুরি আশাবাদী। বাকি দুইজনের অবস্থা আরেকটু ভালো। নতুন করে ইনফেকশন না ছড়ালে আশাকরি উনারা সুস্থ হয়ে উঠবেন দ্রুতই।
ব্লগবাড়ি । ফেসবুক
তারেক এখনো শংকামুক্ত না। তবে তার বয়স কম। শারিরীকভাবে ফিট। এতোগুলো কোপ গুলি খেয়েও এখনও স্থিতধী আছে। আমি আশাবাদি সে ধকল কাটিয়ে উঠবে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
হুম। আমিও আশাবাদী।
ব্লগবাড়ি । ফেসবুক
বিকেলে এক সেমিনারে গিয়েছিলাম, বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয় নিয়ে একটি বক্তৃতা শুনতে। ফিরে দেখি ফেসবুক সয়লাব রক্তে আর একই কথাগুলোর পুনরাবৃত্তিতে। এক দিনে দুই জনকে টার্গেট। এক ঘটনা সামলাতেই আমার অনেক সময় লেগে যায়, স্নায়ু দুর্বল।
মজার ব্যাপার হল সেমিনারে অনেক তথাকথিত মান্যগণ্য বুদ্ধিজীবীর সমাবেশ ছিল। অথচ একজনের মুখে এ বিষয়ে একটি কথাও শুনিনি। বেরোনোর পরে ফিসফাস শুনেছি দু'একজনের, শুদ্ধস্বর নামটা কানে এসেছে, তখনো জানতাম না কিছু। বলার ভঙ্গিতেও বোঝার কোন উপায় ছিল না।
আস্ত একটা সমাবেশে 'বাঙালীর নৃতাত্ত্বিক পরিচয়' নিয়ে জ্ঞান-গম্ভীর আলোচনা হচ্ছিল। অথচ একটা মানুষও একটা শব্দও খরচ করল না এরকম একটা ক্রাইসিস নিয়ে! ওরা যে সফল হয়েছে, বিজয় অবশ্যম্ভাবি, তা এরকম অন্যায় নিরবতার জন্যই।
টুটুল ভাই, রণদীপমদা, তারেক রহিম- ওনাদের সুস্থতা কামনা করছি। যে কোন ভাবে সাথে থাকার চেষ্টা থাকবে।
-----------
ফারাবী
নৃতাত্ত্বিকরা বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে এঞ্জিও খুলে নসুপনাতে সময় কাটান। তাদের এইসব তুচ্ছ দেশি জিনিস নিয়ে সময় নষ্ট করার সময় নেই।
নীড়পাতা.কম ব্লগকুঠি
। নৃতাতাত্ত্বিকদের কত বড় বড় কাজ। বড়বড় প্রতিষ্ঠানের প্রজেক্ট দিয়ে নিজেদের পকেট ভরতে হবে আর ক্লাসের সবচেয়ে মেধাবি ছেলেমেয়েগুলাকে চাকুরি দিতে হবে সেইসব প্রজের্ক্টে ডেটা কালেক্টর হিসেবে। আহা! এইসব ছেড়ে কোন ব্লগার কোপ খেল তাতে তাদের কী? (আমি নৃতত্ত্বের শিক্ষার্থী। এদেশের নৃতাত্ত্বিকদের কার্যকলাপ বিলকুল জানি)। কোনো আশা নেই তাদের থেকে, বাদ দেন।
দেবদ্যুতি
নৃতাত্ত্বিকদের নাম শুনেই দেখলেন তো, বানানের পর বানান ভুল করলাম। আর কী চান ওদের থেকে?
আশা করা অনেক আগেই ছেড়ে দিয়েছি। নৃবিজ্ঞানীদের থেকেও অন্যান্যদের কাছ থেকে বেশি আশা করছিলাম, সেটাও মাঠে মারা গেছে।
নৃতত্ত্বের ছাড়াও ত ওখানে বিভিন্ন বিষয়ের সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষকরা ছিলেন। তাদের মুখেও রা শুনিনি।
পরে বক্তৃতার একজন আয়োজক বললেন, জোনায়েদ সাকি নাকি বিষয়টি তার কথাপ্রসঙ্গে এনেছিলেন। তিনি ব্লগার নিয়ে কিছু বলেছেন কি না জানা নেই, বা আমি শুনিনি, বাঙালী জাতিয়তাবাদ হিন্দুত্ব-প্রভাবিত বলে ওনাকে বেশ ক্ষুদ্ধ মনে হওয়ায় সব কথায় আমি মনোযোগ দিতে পারিনি।
একের পর এক, চলছেই। মানুষগুলো কলম থামাচ্ছেন না এবং চাপাতি নেমে আসছে তাঁদের উপর।
--------------------------------------------------------
এক লহমা / আস্ত জীবন, / এক আঁচলে / ঢাকল ভুবন।
এক ফোঁটা জল / উথাল-পাতাল, / একটি চুমায় / অনন্ত কাল।।
এক লহমার... টুকিটাকি
অসহ্য লাগছে আসলে, সবকিছু দুঃস্বপ্নর মত লাগছে! ...।
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
তিনজনের অবস্হা এখন কেমন কেউ জানেন এ ব্যাপারে? সম্ভব হলে আপডেট দেন কেউ প্লিজ!
সচলায়তনে আমাদের নিজের মধ্যে সিদ্ধান্ত আক্রান্তদের মেডিকেল রেকর্ড বিস্তারিত প্রকাশ না করা। সংক্ষেপে এক লাইন দু লাইনের মধ্যে জানানো হবে। এই মুহুর্তে তিন জনই শংকামুক্ত। তিনজনকেই সুস্থ্য হয়ে উঠতে কিছু মেডিকেল প্রসিডিউরের মধ্য দিয়ে যেতে হবে। কারো কম কারো বেশি।
নীড়পাতা.কম ব্লগকুঠি
১. একাত্তর জার্নাল দেখলাম। ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একজন এম এ আজিজ বেশ সময় ধরে বলে চললেন যে ব্লগাররাই হত্যাকান্ড ইনিশিয়েট করছে। টেবিলে থাকা অন্য দুজন শ্যামল দত্ত আর ফারজানা রূপা না না করে গেলেন কিন্তু প্রতিক্রিয়ায় কোন পাল্টা যুক্তি দিতে পারলেন না।
২. প্রথম আলো বলতেছে, লালমাটিয়া এলাকায় অঘটনের বিষয়ে গোয়েন্দা সংস্থা আগেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেছিল।
৩. সরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন বিবিসির সাথে।
কোন কিছুর এক সুতোরও পরিবর্তন নেই যেন।
__________________
জানি নিসর্গ এক নিপুণ জেলে
কখনো গোধূলির হাওয়া, নিস্তরঙ্গ জ্যোৎস্নার ফাঁদ পেতে রাখে
সব ঠিকঠাক হচ্ছে, একটুও বিচ্যুতি নাই। তারপর বলা হবে, ঘটনা তদন্তে আল-কায়েদার সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। চিরুনি অভিযান চালানো হবে অচিরেই।
দিন পাল্টাবে, কিন্তু ভার্সন একই.....
স্বয়ম
সম্ভব হলে একাত্তর জার্নালের ভিডিওটা এখানে জুড়ে দেবেন। এসবের রেকর্ড থাকা ভাল।
নীড়পাতা.কম ব্লগকুঠি
প্রথমে বইয়ের লেখক, তারপর প্রকাশক, তারপর কে? বইয়ের ক্রেতা? পাঠক? বরাহকুলরা কখনও কি উপল্বদ্ধি করতে পারবে স্বাধীন চিন্তাকে চাপাতি দিয়ে স্তব্ধ করা যায়না? কলম চালু থাকুক।
আমি তোমাদের কেউ নই-> আতোকেন।
তাকফীরি সন্ত্রাসীদের (লাঃ) তালিকাভুক্ত কিছু লেখক-সংগঠক এবং তাদের কাছের মানুষদের নিরাপত্তা প্রদান এই সরকারের সহজ-সামর্থ্যের মধ্যে। একটু-আধটু স্বদিচ্ছা থাকলেই হয়। মানবতা, নরমাটিভ ইসলাম, এবং দেশের এই শত্রুদের কঠোরভাবে মোকাবেলা এবং দমন করা তাদের নৈতিক দায়িত্ব এবং রাজনৈতিক কর্তব্য। সমস্যাটা সেইখানেই। নিওলিবেরাল, ডারউইনিয়, এবং "স্বার্থপর-জীন" চালিত এই ধনতন্ত্রের আদর্শহীন এবং ক্ষীণদৃষ্টিপূর্ণ রাজনীতিবানিজ্যে নৈতিকতার ঠাই নাই, এবং কখনই ছিলোনা। আশা করাটাও বোধহয় এক ধরনের মৃতু্যসম্বন্ধীয় সরলতার আজাইরা বহিঃপ্রকাশ। ঠিক আছে, সরকার তাহলে ইবলীসি এই দানবদের (লাঃ) বিরুদ্ধে আমাদের আত্মরক্ষার পথগুলি একটু সুগম করে দিতে পারেন। মারণাস্ত্র ধারণের লাইসেন্স পাওয়া এই দেশে বড়ই কঠিন এবং প্রচুর টাকা পয়সার ব্যাপার। এই বাজে অবস্থার একখান প্রতিকার করা হোক। ট্রেইনিং দেওয়ার মানুষ আছে।
আপনার কমেন্ট বোধগম্য না। সম্ভবত আপনার নিজের কাছেও না। র্যান্ডমলি কিছু টার্ম আওয়ালেই সেটা ভাব প্রকাশ করে না।
নীড়পাতা.কম ব্লগকুঠি
উনি মনে হয় টেক্সান। বলতে চাচ্ছেন সবাইকে অ্যাসল্ট রাইফেল বরাদ্দ দেয়া হউক।
ওটুকুই বুঝেছি। এর বাইরে অনেককিছু বললেন। কিছুই বুঝিনি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
আর কত চাপাতি সঙ্গীত শোনা !!???
- সত্য তরীর নাবিক
মানুষজনের নির্লিপ্ততায় হতভম্ব আমি।
_____________________
আমরা মানুষ, তোমরা মানুষ
তফাত শুধু শিরদাঁড়ায়।
এইটা ঠিক নির্লিপ্ততা না। ঠিকই আছে, এরকমটাই হবার কথা - এই ধরণের একধরণের শান্ত ও সমাহিত মন সবার।
নীড়পাতা.কম ব্লগকুঠি
নির্লিপ্ততায় হতভম্ব হইছিস!! উৎকট সব কমেন্ট শুনিস নাই??
ব্লগবাড়ি । ফেসবুক
মোটামুটি হতবাক হয়ে গেছি! ফেসবুকে বেশী থাকা হয়না দেখে বেশ অনেক খন জানতামও না। আর মানুষজনের ব্যাপারটা এতোই গা সওয়া হয়ে গেছে যে কারও কোনও আওয়াজ নেই! লেখক-প্রকাশকের পরে যে এখন পাঠক এসে গেছে তালিকায় তা কি কারও ঘটেও ঢুকেনা?
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
বাঙ্গালি যেকোন বিষয়ে মত দিতে ভালবাসে। রাস্তায় পড়ে থাকা আধুলি থেকে প্রধানমন্ত্রী শাড়ি পর্যন্ত সবকিছুতেই সবার খুবই শক্ত মতামত থাকে। কোন বিষয়ে তারা চুপ মানে হলো ঐ বিষয়ে সে এরকম একটা মত ধারণ করে যেটা পাবলিকলি বলতে লজ্জা। আমাদের পরবর্তী ধাপ হলো এই লজ্জাটা কাটিয়ে ওঠা। বেশি বেশি এক্সপোজার লজ্জা কাটিয়ে ফেলবে।
নীড়পাতা.কম ব্লগকুঠি
বেশি বেশি এক্সপোজার লজ্জা কাটিয়ে ফেলবে।--> 'এক্সপোজার' এর ত কিছু কমতি দেখছি না। এই নির্লিপ্তির কোন গভীর মানে নেই আমার মনে হয়। 'ব্লগার'-লেখকদের নাস্তিক কাতারে ফেলে তারা অত্যন্ত স্বস্তির সাথে দিন গুজরান করতেছে।
দেশি-বিদেশি নিউজ মিডিয়ায় সংবাদ দুটো যেভাবে এসেছে তাতে করে বাংলাদেশের সেকুলার ভাবমূর্তির বারোটা বেজে গেছে মনে হয়।
গুগল নিউজ থেকে ইউনিক সোর্সগুলো মোটামুটি কম্পাইল করে একটা লিস্ট বানায়ে রাখলাম।
NY Times:
http://www.nytimes.com/2015/11/02/world/asia/bangladesh-publishers-attacked-al-qaeda-claims-responsibility.html?_r=0
Los Angeles Times:
http://www.latimes.com/world/asia/la-fg-publisher-2-others-stabbed-in-bangladesh-in-latest-attack-on-secular-voices-20151031-story.html
Fox News:
http://www.foxnews.com/world/2015/11/01/bangladesh-book-publisher-killed-3-wounded-in-militant-attack/
bdnews24.com
http://bdnews24.com/bangladesh/2015/10/31/aqis-claims-responsibility-for-attacks-on-bangladeshi-publishers-in-a-tweet-message
swissinfo.ch
http://www.swissinfo.ch/eng/two-writers-and-publisher-attacked-in-bangladesh-/41752068
Gulf News
http://gulfnews.com/news/asia/bangladesh/two-secular-bloggers-publisher-attacked-in-bangladesh-1.1610452
The Guardian:
http://www.theguardian.com/world/2015/oct/31/faisal-abedin-deepan-bangladesh-secular-publisher-hacked-to-death
The Economic Times:
http://economictimes.indiatimes.com/news/international/world-news/two-writers-and-publisher-attacked-in-bangladesh/articleshow/49610524.cms
Daily Mail Australia
http://www.dailymail.co.uk/news/article-3298144/Publisher-hacked-death-three-attacked-spate-violence-blamed-radical-Muslims.html
International Business Times:
http://www.ibtimes.com/publisher-secular-writings-killed-bangladesh-string-violent-attacks-2164004
The Wall Street Journal
http://www.wsj.com/articles/two-publishers-are-attacked-in-bangladesh-1446315727
Yahoo! News
http://news.yahoo.com/2-writers-publisher-stabbed-attack-bangladesh-capital-113412539.html
TIME
http://time.com/4095606/bangladesh-secular-publisher-killed/
The Times of India
http://timesofindia.indiatimes.com/world/south-asia/Secular-Bangladesh-publisher-hacked-to-death-2-writers-injured-in-attack/articleshow/49609817.cms
SALON
http://www.salon.com/2015/10/31/2_writers_publisher_stabbed_shot_in_attack_in_bangladesh/
Mirror
http://www.mirror.co.uk/news/world-news/fears-radical-islamists-man-killed-6745122
RT
https://www.rt.com/news/320342-publisher-hacked-bangladesh-attack/
South China Morning Post
http://www.scmp.com/news/asia/south-asia/article/1874446/publisher-slain-atheist-writer-and-two-secular-bloggers
New Straits Times Online
http://www.nst.com.my/news/2015/10/two-secular-writers-publisher-attacked-bangladesh
Global Voices
https://globalvoices.org/2015/10/31/bangladesh-book-publishers-suffer-fatal-attacks-in-wake-of-blogger-killings/
The Indian Express
http://indianexpress.com/article/world/neighbours/bangladesh-three-bloggers-attacked-one-critical/
durhamregion.com
www.durhamregion.com/news-story/6064926-2-writers-publisher-stabbed-shot-in-attack-in-bangladesh/
The Times of Israel
http://www.timesofisrael.com/publisher-of-secular-books-killed-3-wounded-in-bangladesh/
Jakarta Post
http://www.thejakartapost.com/news/2015/10/31/2-writers-publisher-stabbed-attack-bangladesh-capital.html
Bangkok post
http://www.bangkokpost.com/news/world/750144/secular-publisher-murdered-three-badly-wounded-in-new-bangladesh-attacks
BBC
http://www.bbc.com/news/world-asia-34688245
France24
http://www.france24.com/en/20151031-publisher-secular-books-killed-bangladesh-Abedin-Deepan
The Christian Science Monitor
http://www.csmonitor.com/World/Asia-South-Central/2015/1031/Bangladesh-Publisher-of-secular-books-killed-3-wounded-in-attacks
CNN
http://www.cnn.com/2015/10/31/asia/bangladesh-blogger-killed/
Voice of America
http://www.voanews.com/content/bangladesh-secular-publisher-killed/3031241.html
Chandigarh Tribune
http://www.tribuneindia.com/news/world/publisher-killed-two-secular-bloggers-attacked-in-bangladesh/152842.html
RTE
http://www.rte.ie/news/2015/1031/738787-bangladesh/
The Boston Globe
https://www.bostonglobe.com/news/world/2015/10/31/publishers-stabbed-bangladesh-attacks-rise/cHKtR0RVbwhcWMcpKe94oL/story.html
Khaleej Times
http://www.khaleejtimes.com/international/rest-of-asia/secular-publisher-killed-3-others-injured-in-bangladesh-attacks
World Bulletin
http://www.worldbulletin.net/todays-news/165853/publisher-of-slain-blogger-attacked-in-bangladesh
Irish Times
http://www.irishtimes.com/news/world/asia-pacific/bangladeshi-publisher-hacked-to-death-in-dhaka-1.2412959
Omaha World-Herald
http://www.omaha.com/news/world/writers-publisher-stabbed-in-attack-in-bangladesh-capital/article_7ae9e56f-6eaf-5aa2-a589-ef05a15e8b39.html
Macleans.ca
http://www.macleans.ca/news/world/publisher-of-secular-books-hacked-to-death-in-bangladeshs-capital/
Malay Mail Online
http://www.themalaymailonline.com/world/article/publisher-murdered-three-badly-wounded-in-new-bangladesh-attacks
Financial Express Bangladesh
http://www.thefinancialexpress-bd.com/2015/11/01/114477
New Kerala
http://www.newkerala.com/news/2015/fullnews-142287.html
Vatican Radio
http://en.radiovaticana.va/news/2015/10/31/radicals_attack,_kill_again_in_bangladesh_%E2%80%8E/1183578
3 News NZ
http://www.3news.co.nz/world/secular-bangladesh-publisher-killed-2015110115
Gulf Times
http://www.gulf-times.com/bangladesh/245/details/461061/publisher-killed,-three-badly-injured-in-bangladesh-attacks
Baily News & Analysis
http://www.dnaindia.com/world/report-publisher-s-murder-protests-in-bangladesh-against-government-apathy-2140919
Belfast Telegraph
http://www.belfasttelegraph.co.uk/news/world-news/secular-books-publisher-hacked-to-death-in-bangladeshi-capital-34157763.html
NDTV
http://www.ndtv.com/world-news/hours-after-attack-on-bloggers-atheist-publisher-hacked-to-death-in-dhaka-1238520
UPI.com
http://www.upi.com/Top_News/World-News/2015/10/31/More-bloggers-injured-publisher-killed-by-Bangladeshi-extremists/1101446316388/
International Business Times
http://www.ibtimes.co.uk/bangladesh-publisher-secular-books-faisal-arefin-deepan-hacked-death-1526626
ITV News
http://www.itv.com/news/update/2015-10-31/secular-book-publisher-hacked-to-death-in-bangladesh/
Nine Central
http://news.niticentral.com/2015/10/31/bangladesh-publisher-killed-by-islamists/
The Nation
http://nation.com.pk/international/31-Oct-2015/bangladeshi-blogger-avijit-roy-s-publisher-dipan-hacked-to-death
Scroll.in
http://scroll.in/latest/1241/publisher-of-slain-bangladesh-blogger-hacked-to-death
Evening Standard
http://www.standard.co.uk/news/world/publisher-hacked-to-death-amid-fears-of-growth-in-radical-islam-in-bangladesh-a3103836.html
89.3 KPCC
http://www.scpr.org/news/2015/10/31/55379/bangladeshi-man-who-published-slain-blogger-s-work/
The Express Tribune
http://tribune.com.pk/story/983084/bangladesh-teachers-students-rally-against-latest-killing/
The Hindu
http://www.thehindu.com/todays-paper/tp-international/series-of-attacks-on-bangladeshi-writers/article7828424.ece
NYSE
http://nysepost.com/publisher-hacked-to-death-and-three-others-attacked-in-32479
India Today
http://indiatoday.intoday.in/story/secular-book-publisher-killed-in-dhaka-3-wounded/1/511565.html
BuzzFeed
http://www.buzzfeed.com/poppymcpherson/islamist-terror-is-shaking-bangladeshs-secular-foundation#.eiVAj46e4
Huffington Post India
http://www.huffingtonpost.in/2015/11/01/avijit-roy-publisher-kill_n_8443830.html
Dhaka Tribune
http://www.dhakatribune.com/bangladesh/2015/oct/31/aqis-claims-responsibility-attacks-publishers-bloggers
Zee News
http://zeenews.india.com/news/india/cpim-condemns-bangladesh-hacking-takes-jibe-at-nda-govt_1816917.html
The Daily Star
http://www.thedailystar.net/country/un-condemns-publisher-killing-165586
New Sentinel
http://www.news-sentinel.com/news/us-and-world/Police-say-publisher-of-secular-books-has-been-hacked-to-death-in-Bangladesh-s-capital
Demotrix
http://www.demotix.com/news/8930928/blogger-publisher-rashid-tutul-attacked-his-office-dhaka
এই রকম সব ঘটনায় অনেকেই ব্লগে, ফেসবুকে ঘোষণা দেন - 'কলম চলবেই'। তাঁদের প্রতি বিনীত জিজ্ঞাসা, আপনার কলম (কী-বোর্ড) কি চলছে?
আপনার দেয়া ঘোষণার প্রতি আপনি যদি সৎ হয়ে থাকেন তাহলে ঘটনার বর্ণনা, বিশ্লেষণ, ভবিষ্যত গতিধারা, অতীত ইতিহাস, সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠান-সংস্থার ভূমিকা, সাধারণ নাগরিকের করণীয়, প্রতিবাদ, প্রতিরোধের ধারা, ফলোআপ - এসব নিয়ে নিরন্তর লিখে যান। লেখা অব্যাহত রাখুন ব্লগে-ফেসবুকে-টুইটারে-ছাপানো পত্রিকায় (যদি ছাপায়)। সমাজের অচলায়তন ভাঙার জন্য লিখুন, ধর্মান্ধতা-সাম্প্রদায়িকতা-জঙ্গীবাদের বিরুদ্ধে লিখুন, মুক্তিযুদ্ধের চেতনা-প্রগতিশীলতা-মানবতা-অসাম্প্রদায়িকতার পক্ষে লিখুন। যুদ্ধাপরাধীদের কীর্তিকলাপ নিয়ে লিখুন, তাদের অ্যাপোলজিস্টদের নিয়ে লিখুন, আন্তর্জাতিক চক্রান্তের বিরুদ্ধে লিখুন।
আপনি নিজে লিখুন তাহলে অন্যরাও লিখতে উৎসাহিত হবে। নয়তো শুধু 'কলম চলবেই' ঘোষণা দিয়ে চুপচাপ বসে থাকলে দিনশেষে হায়েনার দলই জিতে যাবে।
হাসিব ভাই, এরকম লেখা বারবার লিখতে আপনার কত কষ্ট হয় অনুভব করতে পারি।
ধন্যবাদ জানবেন।
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
নতুন মন্তব্য করুন