বোকাদের পদ্য ০৩৭

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বিষ্যুদ, ০৬/১২/২০০৭ - ৫:৫৬অপরাহ্ন)
ক্যাটেগরি:

হায়, পাখি, আমি তোমার নাম না জেনে
তোমাকে নিয়েই কবিতা লেখার দাবি
সেই কবে থেকে বুকে পুষে পুষে ঘুরে
আজ লেখবার স্পর্ধার কথা ভাবি।

দেখেছো, মানুষ হতে পারে কত বোকা
উড়ে যেতে চায় তোমার হিমের দেশে
তুমি তো তোমার ঝাঁকের সাথেই কবে
দূর দক্ষিণে চলেছো এখন ভেসে।

হয়তো আমার বাড়ির পাশের ঝিলে
শরীর ডুবিয়ে ঊষ্ণ রোদের স্রোতে
হবে কুটিকুটি ঝরাপাতাদের সাথে
হেসে বোকা মানুষের কথা মনে হতে।

হায়, পাখি, আমি ঝাঁক বাঁধা ভুলে গেছি
তোমার কবিতা লিখবার অবকাশে
এখন, কবিতা আঁকা হয়ে গেলে পরে
অচেনা বাতাস কাঁপন ধরায় শ্বাসে।

পাখি, তুমি শালী এমন জানলে আগে
হতাম থোড়াই ঝাঁকে সংশয়বাদী
এই সীসারং আকাশের নিচে বসে
ইচ্ছা করছে চিৎকার করে কাঁদি।


মন্তব্য

অছ্যুৎ বলাই এর ছবি

খুব টাচি কবিতা।

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

সুমন চৌধুরী এর ছবি

বুঝলাম।
কবিতা নামাইলা অনেকদিন পর।



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসান মোরশেদ এর ছবি

দেখেছো, মানুষ হতে পারে কত বোকা
উড়ে যেতে চায় তোমার হিমের দেশে

তাইতো!
জার্মান দেশে বরফ পড়া শুরু হইলো নাকি?
-----------------------------------------
মৃত্যুতে ও থামেনা উৎসব
জীবন এমনই প্রকান্ড প্রচুর ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

তীরন্দাজ এর ছবি

বোকা মানুষটির পদ্য এত ভাল লাগল যে, কাজের ভীড়েও লগইন করতে বাধ্য হলাম।

**********************************
যাহা বলিব সত্য বলিব

**********************************
যাহা বলিব, সত্য বলিব

হিমু এর ছবি

সবাইকে ধন্যবাদ।

জার্মান দেশে বরফ পড়া শুরু হয়েছে বহু আগেই, পোড়ার কাসেল শহরে প্যাচ প্যাচ বৃষ্টি।


হাঁটুপানির জলদস্যু

প্রকৃতিপ্রেমিক এর ছবি

হুম। হিমু যেকোনভাবেই হোক তার দুরবস্থার কথা আমাদের জানাবেই জানাবে। তবে হিমু যে কবিতাও লেখে তা জানতামনা।

দেখেছো, মানুষ হতে পারে কত বোকা
উড়ে যেতে চায় তোমার হিমের দেশে

আসলেই আমরা সবাই বোকা। তবে বরফ কিন্তু খুব একটা খারাপ জিনিস না। দেশে বরফ নাই কারণ প্রকৃতি হয়তো তার গরীব মানুষগুলোকে আরো কষ্টে ডুবিয়ে মারতে চায়নি।

মৃন্ময় আহমেদ এর ছবি

মারহাবা।

আর নয় অকারণ দুঃখ দুঃখ খেলা
এবার হাসিমুখ নিশিদিন সারাবেলা

'

=========================================
নিজেকেই নিজে চিনি না, পরকে চেনার মিছে বাহানা

সুজন চৌধুরী এর ছবি

বটে !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

দ্রোহী এর ছবি

সাধু সাধু!


কি মাঝি? ডরাইলা?

মুজিব মেহদী এর ছবি

হায়, পাখি, আমি ঝাঁক বাঁধা ভুলে গেছি
তোমার কবিতা লিখবার অবকাশে
এখন, কবিতা আঁকা হয়ে গেলে পরে
অচেনা বাতাস কাঁপন ধরায় শ্বাসে।

চালাক মানুষের বোকাদের পদ্য নামধেয় মেধাবী কবিতা।
...................................................................
অসংখ্য 'নেই'-এর ভিড় ঠেলে
জ্বলজ্যান্ত 'আছে' খুঁজে পাওয়া হলো আসল ফকিরি

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

মুজিব মেহদীর মন্তব্য থেকে চোথা পারলাম।

চালাক মানুষের বোকাদের পদ্য নামধেয় মেধাবী কবিতা।

এরচেয়ে লক্ষ্যভেদী মন্তব্য অন্তত আমার মাথায় আসবে না।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পাখি, তুমি শালী এমন জানলে আগে

বোকা মানুষেরও ক্রোধ আছে!

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।