বোকাদের পদ্য ০৩৮

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০৮/১২/২০০৭ - ১:০৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পৃথিবীর সব মিষ্টি মেয়ে রামছাগলের দখলে
এই সত্য জেনে নিয়ে নির্ভয়ে ঘুমাতে গেছি অনেক রাত

ষন্ডাগান্ডা রহস্যগুলির পাশাপাশি সেইসব মিষ্টি বালিকাদের কটিদেশ রয়ে গেছে হাতের মুঠোর বাইরে
এই সত্যও চীনাবাদামের পাশাপাশি ভেঙে কুড়মুড়িয়ে খেয়েছি অনেক বিকেলে

শ্রীলঙ্কার কৃষি আর বার্মার খনিজ সম্পদের ম্যাপ আঁকতে আঁকতে ঘামতে ঘামতে রগে রগে টের পেয়েছি, সব মিষ্টি বালিকাদের বাদামী ঠোঁট আর মেরুন স্তনবৃন্তে রামছাগলের ক্ষুরাঙ্কে লেখা ইকড়িমিকড়িচামচিকড়ি কুমেরীয় হরফে গল্প

গীটার বাজাতে বাজাতে ঘুম পেয়ে গেলে সেই ঘোরে মনে হয়েছে এ কোন গীটার নয়, সেই মিষ্টি মেয়েদেরই জঙ্ঘার অপরপৃষ্ঠ, রামছাগলের চারণচিহ্নের কলঙ্ক আছে কি না হাত বুলিয়ে খুঁজতে যেতেই কর্ড কেটে গিয়ে সুরতাললয় সব পন্ড হয়েছে কত কত বিষ্যুদবারে

এত কিছুর পরও, রামছাগল চাবকে খেদিয়ে মিষ্টিমেয়ে দখল করার আধঘুমের স্বপ্নটা কিছুতেই যাচ্ছে না, ওয়াটসন।

এলিমেন্টারি, বড়ই এলিমেন্টারি।


মন্তব্য

মাশীদ এর ছবি

হা হা হা!
কঠিন!


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

অভিজিৎ এর ছবি

খাইছে। হিমু কোনান ডয়েল-এর হোমসের চরিত্র এরমই হইত মনে হয়। হোমসের চরিত্র এরশাদাদুর মত পবিত্র হাসি
===========================
পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

রামছাগল ছিলাম, আছি এবং আপনার কবিতা সত্ত্বেও থাকবো। দেঁতো হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

হিমু এর ছবি

আইতাছি খাড়ান!


হাঁটুপানির জলদস্যু

সুমন চৌধুরী এর ছবি

আমি জেগে আছি -
রমলার মুখে
চুলা থেকে তোলা
প্রথম কোফতা তুলে দিতে,
রাফ্তা রাফ্তা
বিপরীত থেকে হিতে



ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

অছ্যুৎ বলাই এর ছবি

অথবা রামছাগোলরাই মিষ্টি মেয়েদের খপ্পরে
মিষ্টিমেয়েরাই হয়তো কামড়াতে ভালোবাসে খুব, কামড় খেতে নয় বলেই যত বিপত্তি।
কিংবা কামড় খেতেও। হয়তো সাময়িক!
মিষ্টিমেয়েগুলো দিনকে দিন কেমন ব্লন্ডি হয়ে যায়!
দীর্ঘমেয়াদী কামড়ে ভরসা পায় না আর।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

অয়ন এর ছবি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

রামছাগলরা কখনোই লাভা উদগিরনের সেই অদ্ভুত তিলটার সন্ধান পায় না। কেবল বোকারাই জানে কী আশ্চর্য লাভা বিষ্ফোরিত হয় ঐ তিল থেকে।

ধুসর গোধূলি এর ছবি

- প্রথম দুই লাইন পইড়াই যা বুঝার বুঝলাম!
জগতে এতো এতো সুন্দর ললনা। অথচ তাদের কারো কটিদেশই আমার বাহুবেষ্টিতো না ক্যান! মন খারাপ
_________________________________
<সযতনে বেখেয়াল>

domestic saint এর ছবি

আমিও রাত জাগি,
পাশে কমলার কোয়া
মুখে রমলা শোয়া
তার ধবল উপত্যকায়
মুগ্ধতা মাখি, কামার্ত ঘামে
নাকি রস মহুয়ায়।

অয়ন এর ছবি

এইটা কি ভাই আসলেই আপনি লিখছেন নাকি গুপ্তদার থেকে কপি মারলেন? এই জিনিস তো মনে হয় আগে পড়ছি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।