এক যুবকের স্বপ্নালু চেহারা দেখা যাবে প্রথম দৃশ্যে। বন্ধ জানালার কাঁচের ভেতর দিয়ে আসা ঘোলা আলোয় দেখা যাচ্ছে তার মুখে এক মৃদু যন্ত্রণার অভিব্যক্তি।
নেপথ্যে বেজে চলছে অর্ণবের গান, সে যে বসে আছে একা একা ...।
যুবক চোখ বন্ধ করে, মাথা ঝাঁকিয়ে যেন ঝেড়ে ফেলতে চায় কোন দুঃসহ স্মৃতি, তারপর কাতর গলায় "ওহ" বলে দু'হাতে মুখ ঢাকে সে। অর্ণব গেয়ে চলে, সে যে বসে আছেএএএএএ ...।
পরবর্তী দৃশ্যতে দেখা যায় যুবক দরজার সামনে দাঁড়িয়ে, দরজার পাট বন্ধ করার শেষ মূহুর্তটা শোনা যাবে মাইক্রোফোনে। অর্ণবের গান মিলিয়ে যাবে।
যুবকের মা মুখে আঁচল দিয়ে এসে তার একটি বাহু আঁকড়ে ধরে শুধু অস্ফূট কণ্ঠে বলবেন, "খোকা ...!"
যুবক মায়ের হাত ছাড়িয়ে স্খলিত পায়ে এগিয়ে যাবে ডাইনিং টেবিলের দিকে। সেখানে আবছা আলোছায়ায় বসে আদর্শবাদী কঠোর শীর্ণ চেহারার বাবা।
যুবক মাথা নিচু করে একটা চেয়ার টেনে বসবে।
বাবা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াবেন, কয়েক পা এগিয়ে যাবেন ডান দিকে ফিরে। তাঁর কঠোর চেহারার প্রোফাইল দেখানো হবে কয়েক সেকেন্ড।
তিনি গম্ভীর, মন্দ্র স্বরে প্রশ্ন করবেন, "হলো?"
এবার যুবক ভেঙে পড়বে, টেবিলে কনুইয়ের ওপর মাথা রেখে ডুকরে উঠবে, "না বাবা! পারলাম না! আমাকে ক্ষমা করে দিও ...।"
বাবা ঘাড় ফিরিয়ে তাকাবেন পুত্রের দিকে। তারপর ধীরে এগিয়ে গিয়ে একটি হাত রাখবেন যুবকের কাঁধে।
নেপথ্যে একটি কণ্ঠস্বর বলে উঠবে ...
মন্তব্য
হা হা হা !!!
জট্টিল!!!
হাহ হা.. ।
ঞ্ঝঝাক্কাশ!
আবার লিখবো হয়তো কোন দিন
জট্টিল!
ভুসি কোম্পানী এই স্ক্রিপ্ট না খাইলেও একটা অলটারনেটিভ অপশন খোলা রাখা দরকার ওরস্যালাইন(টেস্টি)কোম্পানীর লাইগা। কিঞ্চিত অদলবদল করা লাগব। বাপে এইক্ষেত্রে গম্ভীর গলায় জিগাইব "থামল?"
নেপথ্যে কোন কোকিলা কন্ঠী কইব "টেস্টি ওরস্যালাইন"
যে জানালার লগে খাড়াইব সেইটা বাথরুমের আশপাশে হইলে ভাল।
এক কথায় মনমোহক হইছে স্ক্রিপ্ট... অমিতাভ,ফারুকী লুফে নিল বলে!!
দৃশা
ফাটাফাটি
এই অ্যাডের মডেল চরিত্রে হিমু অভিনয় করলে খুব সাবলীল হবে।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হলো আর থামলো-
দুইটাই জট্টিল!
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
ঝাক্কাস্
আরেফীন
- ঝাক্কাসের বাপ
গোধূলি
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা ।
এইটা একটা ক্লাসিক!!!!!!!!!!!!!!!
হিমুর জন্য ৫ টাকা বরাদ্দ করা হল।
কি মাঝি? ডরাইলা?
সবাইকে ধন্যবাদ। আরো আরো নিজ্ঞাপন নামাবো ভাবছি। তবে রয়েসয়ে।
এরপর কীসের নিজ্ঞাপন বানালে ভালো হয়?
হাঁটুপানির জলদস্যু
কনডম আর জন্মনিয়ন্ত্রণের বড়ির।
আপনার নিজ্ঞাপন সিরিজ পড়ে আমি কাত!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আসলে কোন বাঙালিনী নারীকণ্ঠ পেলে রীতিমতো রেডিওর মতো করে শোনানো যেতো ... কিন্তু ঐ বস্তুটি আপাতত নাগালের বাইরে।
কনডম আর বড়ি ... হুম! গীটারটা হাতে পেলে কিছু গানও যোগ করা যেতো, আহা, সেই ছেলেবেলায় শোনা গান, আহা মিষ্টি, কী যে মিষ্টি, এই সুন্দর, ছোট সঅংসার ...! কনডমের গান লেখা বোধ করি সহজ নয়।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন