প্রিয় সচলবৃন্দ,
২০০৭ শেষ হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই।
সুজন চৌধুরী ও আমার একটি যৌথ প্রকল্পের জন্যে প্রয়োজন বারোটি ছবি। জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত প্রতি মাসে একটি করে ঘটনার ছবি, যেসব ঘটনাকে আপনি এ বছরের উল্লেখযোগ্য ঘটনাবলী বলে মনে করেন।
ছবির ইউআরএল দিয়ে মন্তব্য করতে পারেন এ পোস্টে।
আপনাদের সহায়তা একান্ত কাম্য।
ধন্যবাদ। ঈদ ও বড়দিনের শুভেচ্ছা।
ভবদীয়,
হিমু।
মন্তব্য
নভেম্বর- সাইক্লোন সিডর। ইউআরএল দিলাম না। ওয়েবেই অনেক ছবি আছে।
প্রেক্ষাপট কি শুধু বাংলাদেশ নিয়ে? না সারা পৃথিবী?
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
আপনার বিবেচনায় যা কিছু গুরুত্বপূর্ণ।
একটু ইউআরএল দেন না বস কষ্ট করে।
হাঁটুপানির জলদস্যু
সিডর নিয়ে তো অনেক ছবিই আছে। কেভিন ম্যাকডোনাল্ড-এর সিডর-আফটারম্যাথ শিরোনামের এই ছবিগুলো আমার বেশী ভাল লেগেছে।
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
এপ্রিলঃ চো সাং-হুই এবং ভার্জিনিয়া টেক ম্যাসাকার, ল্যারি কিং লাইভের ৫০ বছর পূর্তি
জুলাইঃ হ্যারি পটার অ্যান্ড দ্য ডেথলি হ্যালোজ, লাইভ আর্থ
মাত্র দুইটা দিনের জন্য সাদ্দামের ফাঁসিটা জানুয়ারিতে পড়লো না! আপাতত মাথায় যা আসলো লিখে দিলাম। লিংক বের করা যাবে সব ঘটনার তালিকা হলে।
জানুয়ারীঃ বাংলাদেশের নতুন তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়
ফেব্রুয়ারীঃ অস্কার পুরস্কার- ডিপার্টেড সেরা ছবি।
মার্চঃ ওয়ার্ল্ড কাপ ক্রিকেট আরম্ভ। বাংলাদেশের টাইগারদের হাতে ভারতীয় দল কুপোকাত ।
এপ্রিলঃ ভার্জিনিয়া টেক ম্যাসাকার
মেঃ কিছু পাইলাম না। এসি মিলান লিভারপুলরে ২-১ গোলে হারায়ে ইউয়েফা কাপ চ্যাম্পিয়ন। বাংলাদেশে কিছু?
জুনঃ টনি ব্লেয়ারের পদত্যাগ। গর্ডন ব্রাউন নতুন মাল।
জুলাইঃ যুদ্ধ বিধ্বস্ত ইরাক এশিয়ান কাপ ফুটবল চ্যাম্পিয়ন। বাংলাদেশে কিছু?
অগাস্টঃ বাংলাদেশে বন্যা
সেপ্টেম্বরঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ, জলপাইয়ের আক্রমণ কি এ সময়ে? জলপাইরে কিক মারতেছে ছবিটা দেয়া যেতে পারে।
অক্টোবরঃ জামাতের পাপিষ্ঠদের উলটাপালটা কথাবার্তা।
নভেম্বরঃ সাইক্লোন সিডর
ডিসেম্বরঃ বালিতে ক্লাইমেট চেইঞ্জ সম্মেলন
লিঙ্ক খুঁজে পাওয়া যাবে আশা করি। না পাইলে পরে দিমু।
========
"পুনরায় রৌদ্রহীন রৌদ্রে আমি, পথহীন পথে"
দৃকের গ্যালারি ।
শহীদুলের ব্লগ ।
ধন্যবাদ! আরো আরো ছবি দিন সবাই।
হাঁটুপানির জলদস্যু
নতুন মন্তব্য করুন