স্টোরি অব স্টাফ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ২৪/১২/২০০৭ - ৮:১২অপরাহ্ন)
ক্যাটেগরি:

রেজওয়ান ভাইয়ের সৌজন্যে একটা লিঙ্ক পেয়েছিলাম গতকাল, মন্তব্যের মাধ্যমে শেয়ারও করেছিলাম, কিন্তু মনে হয়েছে সবার দৃষ্টি বোধহয় এর দিকে আকর্ষণ করতে পারিনি। তাই পোস্টাকারে আবার দিলাম।

ভিডিওটা আমার কাছে বেশ লেগেছে, বিশেষ করে অ্যানিমেশনের অংশটা। এরকম কিছু অ্যানিমেশন হয়তো সচলায়তনেও আমরা কিছুদিন পর দেখতে পাবো, কে জানে!

উপস্থাপনাটির নাম স্টোরি অব স্টাফ। বিশ্বজুড়ে ভোগের আগ্রাসী চেহারা এবং পৃথিবীর ওপর তার প্রভাব নিয়ে চমৎকার একটি পরিবেশনা।



ফাও হিসেবে যোগ করছি একটি স্বোৎসারিত কৌতুক।

উপদেষ্টাঃ কমিশনার, কতদূর?
কমিশনারঃ ৫০% হয়ে গেছে স্যার।
উপদেষ্টাঃ বলো কী?
কমিশনারঃ জ্বি স্যার। কার্টনটা পাওয়া গেছে। প্রত্নসম্পদ পাওয়া এখনো বাকি।


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

বড্ড ভয় লাগে যখন বিগ পিকচারটা কেউ চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। এই মহিলার কথা বলার দম আছে, কথার দাম আছে আর আছে ভয়ংকর ভবিষ্যতের দিকে পা না বাড়ানোর হুশিয়ারি।
প্রেজেনটেশনের এই স্টাইলটা আমার কাছে দারুন মনে হয়েছে। যদিও একটু সময়সাপেক্ষ, টেকনিক্যাল ব্যাপার স্যাপার আছে, তবে এটা অনেক বেশি কম্যুনিকেটিভ, ইন্টারেস্টিং আর সহজবোধ্য।
হিমুর মত আমিও আশাবাদী সচলায়তনে অচিড়েই এমন কিছু দেখবো। এই স্টাইল অনেক বেশি আবেদনময়।
আমার কাছে এই কারণেই মনে হচ্ছে যে ভয়েস ব্লগিং ভবিষ্যতে ভালো জনপ্রিয়তা পাবে।
রেজওয়ান এবং হিমু আপনাদের দুজনকেই অনকে ধন্যবাদ।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

ফারুক হাসান এর ছবি

ভালো কথা,স্বরচিত কৌতুকের জন্য (বিপ্লব)
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।