রেজোলিউশন ২০০৮

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ৩১/১২/২০০৭ - ১১:৪৪অপরাহ্ন)
ক্যাটেগরি:

নতুন বছরে আমার যা করণীয়।

  • স্প্যানিশ ভাষা শিক্ষা এবং এর মাধ্যমে মূলত দক্ষিণামেরিকার বালিকাদের সঙ্গ উপভোগ।

  • ঘোলা করে জল খাওয়া, অর্থাৎ শেষমেশ জাভা শেখা।

  • আসছে সামারে ফাটিয়ে সাঁতার কাটা।

  • হখশুলষ্পোর্টৎসেন্ট্রুমে গিয়ে বিখাউজ কোন ক্রীড়ায় প্রশিক্ষণ নেয়া, উদাহরণ, কেনদো, অসিক্রীড়া অথবা বাইচ।

  • কাসেল বনাম বহির্কাসেল ক্রিকেট প্রতিযোগিতা (হাবিবুল বাশার ক্যাপ্টেনসি মেমোরিয়াল কাপ টুর্নামেন্ট) এর আয়োজনের জন্য কয়েকজনকে উসকানো।

  • সচলায়তনের জার্মানি সমাবেশ আয়োজন করা।

  • একাধিক লেখা জমে আছে, সেগুলি শেষ করা।

  • একটা অ্যাকাউস্টিক গীটার কেনা।

  • অ্যানিমেশন প্রকল্প "জল পড়ে পাতা নড়ে" সফল করা।

  • ফাটিয়ে লেখাপড়া করা।

  • আমার টেবিলটা পরিষ্কার করা।


মন্তব্য

অয়ন এর ছবি

Guten Rutsch ins neue Jahr

সুজন চৌধুরী এর ছবি

হুম
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

মুহম্মদ জুবায়ের এর ছবি

ওরে বাপ রে! কী কঠিন কঠিন সব সংকল্প! চোখ টিপি

আমি হলে শেষেরটা দিয়ে শুরু করতাম, তাতেই জানুয়ারি কাবার! বাকিগুলো হয়তো পরবর্তী বছরের জন্যে... হাসি

-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!

সৌরভ এর ছবি

সচলায়তনের জার্মানি সমাবেশ আয়োজন করা।

আগস্ট-সেপ্টেম্বর মাসের দিকে করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আপ্নাদের কৃতার্থ করতে পারি।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

সিস্টারিন'ল প্রজেক্ট বাদ পড়লো নাকি?

সৌরভ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

নজমুল আলবাব এর ছবি

বাহ, খাসা প্রস্তাবনা একেবারে গুল্লি

ভুল সময়ের মর্মাহত বাউল

নৈষাদ এর ছবি

খুব খুব ভাল লাগল শেষ রেজোলিউশনটা দেখে। কেউ তো একজন অন্ততপক্ষে আছে...।প্রতি বছর বছর-শুরুর রেজ়োলিউশনে এবং জন্মদিনের রেজ়োলিউশনে এটা মাস্ট- টেবিল পরিষ্কার করব এবং এর পর থেকে পরিষ্কার থাকবে। আজও হয়ে উঠল না...।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।