পডকাস্টিং বা ভয়েস ব্লগিঙের ব্যাপারে সচলায়তনের উৎসাহ একদম শুরু থেকেই। পাশাপাশি ব্যাপারটাকে আরেকটু সরস রূপ দেয়ার জন্যেই এই আয়োজন, সচলরেডিও বেতারায়তন!
কোন নির্দিষ্ট সময় নয়, ভ্রাম্যমান বায়োস্কোপের মতোই হঠাৎ হঠাৎ এই রেডিও হাজির করার উদ্যোগ নেয়া হয়েছে। রেডিওর প্রোগ্রাম মূলত তরল ও হাস্যরসাত্মক, তবে সময়ের প্রয়োজনে বিশেষ প্রোগ্রাম (সাক্ষাৎকার, আলোচনা. সংবাদ, সঙ্গীত প্রভৃতি) এতে যুক্ত করা হবে।
রেডিওজকি শব্দটির বাংলা প্রতিশব্দ খোঁজা হচ্ছে আপাতত (আমার প্রস্তাবনা বেতারমৈষাল)।
এ ব্যাপারে আপনাদের দুই-পয়সা মন্তব্যের দানবাক্সে ফেলে যাবার অনুরোধ করা হচ্ছে।
মন্তব্য
সচল দূরদর্শন করতে পারলে আরো ভালো হইতো, পুরা লাইভ ভিডিও সাক্ষাৎকার। তবে রেডিও দিয়েই শুরু হোক!
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
হয়তো দূর ভবিষ্যতে ভিশনায়তনও যুক্ত হবে। কে জানে?
হাঁটুপানির জলদস্যু
শুরু করুন আপনারা। ছাঁচটা দেখে নেই আগে। খুব দ্রুত ভার্জিনিয়া টেকে আরেকটা স্টুডিও করে ফেলা যায় চেষ্টা-চরিত্র করলে।
স্বাগত প্রস্তাব।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
রেডিওজকি = বেতারবল্লভ
বল্লভ অর্থ রাখাল হলেও তা মনে করিয়ে দেয় 'বলা' ক্রিয়াপদটি - রেডিওজকির সবচেয়ে আবশ্যকীয় গুণ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বেতারমৈষাল এর চেয়ে বেতারবল্লভ বেশি উপযোগী, সন্দেহ নাই। তবে জকির কাজটা মৈষালের কাছাকাছি। বেতারবল্লভ অমুক বলছি, বেতারমৈষাল তমুক বলছি ... হুমমম, ঠিক ভালো শোনায় না। রেডিওজকির সংক্ষিপ্তরূপ আরজে আরো ফাঙ্কি শোনায়, কিন্তু তাতে সচলের মোজো-টা থাকে না।
আরো দিন কিছু। বেতারু হলে কেমন হয়?
হাঁটুপানির জলদস্যু
বেতারু হলে জব্বর হয়।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
বেতারু টিই সরস হইয়াছে, উহাই থাকুক।
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
_________________________
সর্বাঙ্গ কন্টকিত-বিধায় চলন বিচিত্র
কিংবা বেতারবলাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
আমার প্রস্তাব
রেডিওজকি = হতে পারে 'মেঘদূত'
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
চারটাই থাকতে পারে। একেকজনকে একেকটা দিয়ে দেয়া যায় উপাধির মত। অথবা, ছদ্মনামের ক্লাসিফিকেশনের জন্য ব্যবহার করা যায়। উদাহরন, উৎস জানান দিয়ে কিছু বলা ঝুঁকিপূর্ণ হলে বলা যায় "মেঘদূত এই মাত্র বলে গেলেন..."।
ঠিকাছে।
রোদ্দুরেই শুধু জন্মাবে বিদ্রোহ, যুক্তিতে নির্মিত হবে সমকাল।
বিকিয়ে যাওয়া মানুষ তুমি, আসল মানুষ চিনে নাও
আসল মানুষ ধরবে সে হাত, যদি হাত বাড়িয়ে দাও।
আমার "বেতারায়তন"-ই দিলে ধরছে
আপনারা সারা বছর এইগুলো জড়ো করে রেখে এখন বছরে শেষে একসাথে ছাড়ছেন। খাদকায়তন শুরু হতে না হতেই সচলেখা আর তার পিঠাপিঠি বেতারায়তনের ঘোষণা। এ কী অত্যাচারায়তন শুরু হলে রে বাবা, একটু ফুরসত দে না।
(আমি সচরাচর রসিকতা করিনা বলে বন্ধুরা আমার রসিকতা বুঝতে পারেনা। একই ব্যাপার যেন সচলে না হয় তাই বলে রাখি এটা কিন্তু একটা রসিকতা)
(হাহাহাহায়তন)
হাঁটুপানির জলদস্যু
একটা স্নানায়তন বা চৌবাচ্চায়তন থাকলেও ভাল হয়। আমার মত যারা অনেকদিন ডুব মেরে মাঝে মাঝে ভেসে উঠে তাদেরকে বাকিরা ধরে চুবাইতে পারে তাহলে।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
মাশাল্লাহ
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
নতুন মন্তব্য করুন