শিঙালো ছড়া ০২

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ০৬/০১/২০০৮ - ১০:২৩অপরাহ্ন)
ক্যাটেগরি:

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।

shingalo

বৈষ্ণব ধাঁচঃ বসুন্ধরায় একদিন

বালিকার আঁখি হেরি কাজ বাকি
ফেলে রেখে মাতি কামে
পলকে ঝলকে ইঙ্গিত ছলকে
হৃদি ঝড় নাহি থামে।
ওষ্ঠে হাসি শুধু অধরের মধু
পানে জাগে সে কি তৃষা
ক্ষীণ বিম্ব তায় কুচ পীন হায়
দেখিয়া হারাই দিশা।
সূক্ষ্ম ওড়না লয়ে রাখে রয়েসয়ে
বেহায়া বাতাস ওরে
লুটে করে তারে বেপর্দা, আহারে
দেখিলে মস্তিষ্ক ঘোরে।
চলনের তালে উঠিছে কাঁকালে
সে কি বর্ণাতীত ছন্দ
হেরি সে সিনারি নিয়ন্ত্রিতে নারি
অবলোকনের আনন্দ।
সহসা হঠাৎ ঘটে বজ্রপাত
ড়্যাবের শকটে চড়ি
মূর্তিমান যম এক নরাধম
নামে হাতে লয়ে ছড়ি।
বালিকা ছুটিয়া তারে ধরে গিয়া
করে তারে মধু-HUG
মন বলে বাছা প্রাণ আগে বাঁচা
এলাকা ছাড়িয়া ভাগ।
ড়্যাবের রমণী হোক সে অমনি
চেহারা-ফিগারে হট
টাঙ্কি মেরে মেরে শেষে হবি কি রে
ক্রসফায়ারেতে শট?


মন্তব্য

লুৎফুল আরেফীন এর ছবি

সুন্দর হইছে!! দেঁতো হাসি

জি.এম.তানিম এর ছবি

মধু! মধু!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

সুজন চৌধুরী এর ছবি

হুম ছন্দময় তরলতা।
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ইশতিয়াক রউফ এর ছবি

হিমু হইতে সাবধান!!

সবজান্তা এর ছবি

এহেন বিয়োগান্তক শেষ না দিলেই কি হতো না ?

এ ট্রাজেডিতো বিষাদ সিন্ধুকেও ছাপিয়ে যায় !
------------------------------------------------
অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

বলতে পারেন, এ হচ্ছে বিস্বাদ-সিন্ধু!


হাঁটুপানির জলদস্যু

রানা মেহের এর ছবি

ড়্যাব এর কাছে
প্রেম হেরে গেল???

-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।