"আপনি বাংলাদেশের লোক।" প্রশ্ন নয়, একেবারে রায় দিয়ে দিলেন তিনি।
আমি আড়চোখে তাকালাম তার হাতের ট্রের দিকে। মাছ আর সব্জি, আর অবধারিতভাবেই ফরাসী কায়দায় ভাজা আলু। আমি আমার প্লেটে আধখাওয়া শুয়োরের পরিপাটা ভাজা মাংসে ছুরি চালানো বন্ধ করে বলি, "হুমম, একেবারে ঠিক ধরেছেন।"
ভদ্রলোক দুম করে বসে পড়েন আমার উল্টোদিকে। "শুয়োর যত কম খাওয়া যায়, ততই মঙ্গল।" আবারও রায় দ্যান তিনি। "বড় বেশি চর্বি।"
আমি রাজি হয়ে যাই। বলি, "ঠিক বলেছেন।"
তিনি কাঁটা চামচ উঁচিয়ে বলেন, "গুটেন আপেটিট১!"
আমি মুখে ততক্ষণে এক টুকরো পমেস, মানে সেই ফরাসী ছাঁটে ভাজা আলু মুখে পুরে দিয়েছি। মুখে খাবার নিয়েই বলি, "এবেনফালস২!"
ভদ্রলোক মাছের একটি সূক্ষ্ম কুচি মুখে দিয়ে বলেন, "আপনি ছাত্র।" কী মুশকিল, ইনি দেখি শুধু সিদ্ধান্তে পৌঁছে যান। কোন প্রশ্ন নেই, কোন জিজ্ঞাসা নেই, কেবল রায়।
আমি বলি, "হ্যাঁ, এখনও। আপনি?"
ভদ্রলোক হাসেন। বলেন, "আমি একজন পর্নস্টার।"
আমি একটু গম্ভীর হয়ে যাই কেন যেন। বিশ্ববিদ্যারয়ের মেনজায় বসে একজন পর্নস্টারের সাথে এক টেবিলে বসে লাঞ্চ করা অন্যায় নয় নিশ্চয়ই, কিন্তু তবুও কেন যেন মনটা ভারি হয়ে যায়।
তিনি বলেন, "গুম মেরে গেলেন একটু। কিন্তু পর্নস্টাররাও মানুষ।"
আমি বলি, "বেশ সৌভাগ্যবান মানুষ।"
তিনি এবার হেসে ওঠেন খলখল করে। বলেন, "আর সৌভাগ্য!"
আমি এবার বেশ নির্মমভাবে ছুরি চালাই শূকরের মাংসে। আমার চোয়ালের পেশী নিশ্চয়ই ফুলে ওঠে, মানসচোখে দেখতে পাই। "তা, আপনি কী ধরনের পর্নস্টার?"
ভদ্রলোক একটুকরো আলু চিবাতে থাকেন চোখ বুঁজে। বলেন, "প্রচলিত ঘরানারই। অর্থাৎ, শুধু নারীদের সাথেই কাজ করি।"
বচনের ব্যবহারে আমার মনের মধ্যে গুমোট ভাবটা আরো বেড়ে ওঠে। নারী, আবার দের! অযথাই প্রয়োজনের চেয়ে বেশি জোরে চিবাতে থাকি মাংসের টুকরোটাকে। বলি, "কতদিন হলো?"
ভদ্রলোক বললেন, "মাস চারেক। এর আগে আপনার মতোই নিরীহ লোক ছিলাম।"
আমি নিরীহ শুনে নিজের ওপর রাগ হয়। ঝালটা ঝাড়ি এক টুকরো আলু ভাজার ওপর। বলি, "বটে?"
তিনি বলেন, "হুম।"
বললাম, "আপনার আত্মীয়স্বজন আপত্তি করেননি?"
তিনি বললেন, "সবাই করেছে। রীতিমতো হইচই।"
আমি বললাম, "এত ঢাকঢোল পেটালেন কেন? এই কাজে নেমে তো লোকে শুনেছি ছদ্মনাম নেয়।"
তিনি বললেন, "আমিও নিয়েছি। আমার ছদ্মনাম কার্লো শ্নেললয়ফার৩। তাতে বিশেষ একটা লাভ হয়নি।"
বললাম, "কেন?"
তিনি বললেন, "দেশ ছেড়ে আসার পর থেকেই আছি বিপদে। কাজকাম জোটাতে পারি না। লেখাপড়া করতে গিয়ে চোখে অন্ধকার দেখি। ওদিকে দেশ থেকে পাড়াতুতো কাকাদের খবরদারি। এক একজন ফোন করেন, মেইল করেন। বলেন, হালাল হারাম বেছে খাবি। আমি বলি, ঠিক আছে তাহের কাকু, খাবো। আরেকজন বলেন, মদ খাবি না। আমি বলি, ঠিক আছে মোতালেব চাচা, খাবো না। আরেকজন বলেন, তোর বাবা কতো সজ্জন লোক, তার ছেলে হয় তুই কখনোই বেশ্যাপাড়ায় যেতে পারিস না, এ ভরসা আমার আছে। আমি বলি, কী যে বলেন হানিফ চাচা, তা-ই কী হয়?"
আমি বলি, "তারপর?"
তিনি বলেন, "বহুকষ্টে একা একা এই বিশ্রী দেশে দিন কাটাচ্ছিলাম। কাজ যা পাই, বেশিদিন থাকে না। একেবারে আধপেটা অবস্থা। একদিন দেখি এক ন্যাংটো ক্লাবের বাইরে ঘটা করে বিজ্ঞাপন, এক ঘন্টার অভিনয়ের জন্য একশো মুদ্রা। আর কিছু ভাবলাম না। দুম করে ঢুকে পড়লাম।"
আমি বলি, "বলেন কী?"
তিনি বললেন, "হ্যাঁ। ওরাও আমার অভিনয় দেখে হতবাক। এমন লায়েক লোক নাকি এই লাইনে কমই জোটে। আমিও লজ্জা পেয়ে গেলাম।"
আমি বলি, "বলেন কী এসব?"
তিনি বললেন, "হুঁ। সেই থেকে শুরু। মাসখানেকের মধ্যেই বড় বড় চুক্তি করলাম কয়েকটা স্টুডিওর সাথে। আপনি যদি ইন্টারনেটে এই বিকল্প ধারার চলচ্চিত্র দেখে থাকেন তাহলে হয়তো শিগগীরই আমাকে দেখতে পাবেন পাইকারি হারে।"
কেন যেন ভালো লাগে না কথাটা।
তিনি মাছ খান আর বকে চলেন, "মাস দুয়েকের মধ্যেই দেশ থেকে তাহের কাকুর ফোন এলো। বললেন, হারামজাদা, শেষ পর্যন্ত ন্যাংটা সিনেমায় নামলি? মোতালেব চাচা বললেন, একটুও লজ্জা লাগলো না? হানিফ চাচা বললেন, তুই নিজেই একটা বেশ্যা হয়ে গেলি?"
আমি খাবি খাই। বলি, "ওরা ...?"
ভদ্রলোক বললেন, "হুমম। মনে হচ্ছে ওদের কাছে সব লেটেস্ট সিডি-ডিভিডি পৌঁছে যায়। তো, আমার পরিবারের লোকজনও ওদের যন্ত্রণায় জেনে গেলো সব। সে কী এক বিড়ম্বনা।"
আমি বলি, "কিন্তু ...।"
তিনি বললেন, "হুমম। কেউ আপনাকে বেছে খাবার উপদেশ দিলে সাবধান, কখনো ন্যাংটো ছবিতে অভিনয় করবেন না। জানাজানি হয়ে যাবে।"
১ শুভ ক্ষুধা।
২ আপনাকেও।
৩ হাইস্পিড মোটর।
মন্তব্য গল্প কাল্পনিক। ঈমানে কইতাছি হালায়।
মন্তব্য
কিন্তু..........
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
এক থাকতে থাকতে হিমুর মাথায় ইদানিং কী সব ভাবনা চিন্তা; বড়ই চিন্তার কথা। আশা করি শীঘ্রই হিমুর একটা গতি হয়ে যাবে।
আপনার কোন পরিচিত "স্টুডিও" আছে নাকি ?
হাঁটুপানির জলদস্যু
না মানে বলতে চাইছিলাম যে শীঘ্রই আপনার একজন জীবনসঙ্গী জুটুক।
আপনার কি "মনে বড়ো আশা ছিলো..."?
লেখাটা জোশ হয়েছে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আবার "ছিলো" কেন বলেন? হিমু ভাই "যত্ন করে কামড়ানো" কমায় দিছেন সেটা কেউ বলছে?
হয়ে যাবেও আপনিও!!
ঘটনা সত্য হোক বা কল্পনা কিন্তু লিখেছেন দারুন! আসলে এ জাতীয় ঘটনা অবাস্তব নয়! আমি এক মেয়েকে গত বছর স্ট্রিপলেস বারে ন্যাংটো নাচতে দেখে তাজ্জব বনে গেছি একেবারে; ঐ মেয়েকে ঢাকা থেকে সুন্দরী মিষ্টি সেক্সি ভালো ধরনের মেয়ে হিসেবে চিনতাম! ঢাকা ক্লাবের নানা পার্টিতেও দেখতাম মাঝে মাঝে। এখানে এসে দেখি একেবারে স্ট্রিপলেস বারে! পরে অবশ্য ও নাচ শেষ করে আমার টেবিলে এসে বললো কেন সে এই লাইনে এসছে, যদিও ও নাকি কারো সাথে শোয় না! আমার হঠাত পেট ভরে হাসি এসেছিলো এ কথা শুনে! জিজ্ঞেস করলো সে কেন হাসি! বললাম তা ফিগর দেখে বোঝা যায় আপনার অভিজ্ঞতা। পরে অবশ্য ৫-৬ মাস পর ঐ মেয়ে আবার সামাজিক মেয়ে বনে যায়! হা হা হা......সো আপনার গল্প বা অভিজ্ঞতার সাথে আমারটাও দেখি মিলে গেল!
বাহ, চেনার ধরনটা খুব ইন্টারেস্টিং!
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
সেই! ঢাকা ক্লাবের পার্টি আর স্ট্রিপলেস বার একই পুরুষ গেলে ক্ষতি নাই। একই মেয়েকে দুই জায়গায় দেখলে বিপত্তি, সুন্দরী মিষ্টি সেক্সি ভালো ধরনের মেয়ে বারের নাচিয়ে হলে সমস্যা। আবার সামাজিক হতে গেলে ৫-৬ মাস সময় লাগে, পুরুষ হলে রাতে বারে থেকে সকালে উঠেই সামাজিক হয়ে যাওয়া যায়।
---------------------------------------------------------
ভাঙে কতক হারায় কতক যা আছে মোর দামী
এমনি করে একে একে সর্বস্বান্ত আমি।
হুম !!!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- লাগে রহো হালার ভাই।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
খুক্ , খুক্ । ( কাশির ইমোকটিন )
গল্পটাতো জটিল কুটিল হইসে...
তয় নায়কের হট সীট টা আপনার জন্য বরাদ্দ থাকলে আরো একটু পুলকিত হইতাম...
গল্পটাতো জটিল কুটিল হইসে...
তয় নায়কের হট সীট টা আপনার জন্য বরাদ্দ থাকলে আরো একটু পুলকিত হইতাম...
স্বপ্নাহত
স্টুডিওর ঠিকানাটা দেন।
চাকুরি না পাইলে বিকল্প চাকুরি হিসেবে মন্দ নাহ।
আমি ও আমার স্বপ্নেরা লুকোচুরি খেলি
আবার লিখবো হয়তো কোন দিন
ইশ্ .....
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
হুমমম...
বিকল্প জীবিকা...
কিছুদিন আগে কোথায় যেন পড়লাম, ছারপোকা দিয়ে রক্ত চোষানোর কথা। এক ভদ্রলোক লিখেছিলেন, তিনি একবার বাইরে বেড়াতে গিয়ে বিছানায় শুয়ে ঘুমুতে পারছিলেন না ছারপোকাদের জ্বালাতনে, হোটেলমালিককে বলাতে সাড়ে তিনহাত জিভ কেটে তাড়াতাড়ি হোটেলমালিক বললেন, ভুলেই গিয়েছিলাম স্যার, অ্যাই ব্যাটা বেয়ারা ওদের ডেকে নিয়ে আয় গে। সাথে সাথে শুধু হাড়ে চামড়া জড়ানো দু'জন লোক এসে হাজির, আর ওরা এসেই সটান গিয়ে শুয়ে পড়ল বিছানায় । আধঘন্টা বাদে হোটেলমালিক বললেন, যান স্যার, এবার ঘুমোন গিয়ে, আর ছারপোকারা আপনাকে জ্বালাবে না আর দশটা টাকা করে ওদের দিয়ে দেবেন, ছারপোকা দিয়ে রক্ত চোষানোর ফী!
রক্ত চোষানোর তুলনায় পর্নষ্টার হওয়াটা এমন কিছু ব্যপার নয়।
শিবরাম চক্রবর্তীর লেখা ছিল ওটা।
কি মাঝি? ডরাইলা?
জাঝাময় পোস্ট।
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মিস হইয়া গেলো রে...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
very interesting ... জানি এটা fictional but বাঙালী মানুষের জীবন যে এমন হতে পারে আমার Idea ছিলোনা।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হরকাতুল জিহাদের পোলাপাইন বুইড়্যা সব গুলারে এই কামে পাঠানো দরকার।
গল্পটা কাল্পনিক আগে কইতেন, আমি তো হালায় ডরাইছিলাম
(দুরন্ত পথিক)
ওরেব্বাপরেবাপ!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
যাক, হিমুর এই পোষ্টের পর অনেক বেকারের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এই সোনার ছেলেরা দেশে গিয়ে অভিজ্ঞতাও কাজে লাগাতে পারবে।
------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হায় খোদা এই পোস্ট কেমনে মিস করলাম।
আহ! সেও একজন স্টার! যদিও অন্য ঘরানার...
ফেরারী ফেরদৌস
বাংলাদেশের চট্টগ্রামের মেয়ে জেসমিন ইতোমধ্যে বিশ্বের বিখ্যাত পর্ণ স্টার... এবং বেশ অনেক বছর যাবত তিনি ঘোষনা দিয়াই কাজটা করতেছেন। নেটেও তার ভিডিও পাওয়া যায়। তার ওয়েবসাইট থেকে তার পরিচিতিটা তুলে দিলাম।
Jazmin (born May 15, 1985, Chittagong, Bangladesh), alternatively spelled Jazmine, Jasmin, Jesmin, Jasmine or Yasmin, is a Bangladeshi-born American pornographic actress, reported to be the first ever pornstar of Bangladeshi descent. She made her first appearance in the adult entertainment industry in 2003, and through 2006 has acted in over sixty porn movies.
Apart from acting in hardcore porn films she also does adult modeling, belly dancing, and is reported to have a training in Jeet Kune Do. Based in the US she is one of the few Bangladeshi female actors able break into western entertainment industry scenario, the others being Shefali Chowdhury and Konnie Huq, who work at the other end of the spectrum of respectability from Jazmin.
এইটা কাল্পনিক না... ঈমানে কইতাছি হালায়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
দু:খজনক ব্যাপার হচ্ছে অনেক ওয়েবসাইটে জেসমিনকে ভারতীয় বলে পরিচয় দেয়া হয়।
ভাই আপনার কথায় মনে হচ্ছে খুব গর্বের একটা ব্যাপার ফসকে গেলো...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
কেন পর্ণস্টার হওয়া কি খারাপ কিছু?
নাহ...খারাপ কিছু সেটা তো বলিনি। পেট চালানোর জন্য শরীর বেচে দেয়ার ব্যাপারটা সুখ কিংবা গর্বের কিছুও না নিশ্চয়ই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
পেট চালানো কথাটায় আমার আপত্তি আছে। অনেক পর্ণস্টার শখের বশে এই ইন্ডাস্ট্রীতে আসে। এমনকি একজনের রাটজার্স ইউনিভার্সিটিতে ফুল একাডেমিক স্কলারশিপ ছিল।
আর শরীর বেচা ব্যাপারটা পুরোপুরি আপনার পারসেপশনের উপর নির্ভর করে। দিনমজুরী আর পতিতাবৃত্তি দুইটা আমার কাছে একইরকম লাগে। দুইটাই তো শরীর বেচে খাওয়া।
আপনার দৃষ্টিতে পতিতাবৃত্তি বা পর্নস্টার হওয়া কি সম্মানজনক কোন পেশা বলে মনে হয়?শখের ব্যাপারটা ব্যাতিক্রম।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
বিপ্রতীপ ব্লগ | ফেসবুক | আমাদের প্রযুক্তি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমি কিন্তু দুইটাকে আলাদাভাবে দেখেছি।
আর সম্মানজনক পেশা বলতে কি বুঝাইছেন সেটা আমার কাছে ঠিক পরিষ্কার না।
Brother that info is not from her website. Her website features different type of info about her. All those info that you posted are from wikipedia and In that website you can add whatever you want as soon as you log in. That's a open public domain. So I think instead of saying from her website you should say From wikipedia.com and you should quote the website because that's under copyright law.
সাম্প্রতিক মন্তব্য না থাকলে এই গল্প চোখেই পড়তোনা। এবং মিস করতাম ভয়ঙ্কর গল্পটা।
গল্পের গাথুনিটা এমন টনটনা, অসাধারণ।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
আবার পড়লাম
দারুন লেখা! পাড়াতুতো চাচাদের কাছে লেটেষ্ট সংগ্রহ! এমনকি বাড়ীতেও।
আমিতো ওইসব পাড়াতুতো চাচাদের চেয়ে এই লোকটাকেই সন্মান দেবো, যতটুকু দেবার।
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
এই লেখাটা আসিল কই ! অসাধারন একখান গল্প হইসে হিমু ভাই !
-----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ঈমানে কইতাছি হালায়।
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
খেক খেক খেক ।। ব্যাপক মজা পাইলাম
ব্যাপক লাগলো!
লেখার ভঙ্গীটা মজার!
অপর্ণা মিতু
নতুন মন্তব্য করুন