অমি রহমান পিয়াল পিতৃত্বের গুরুভার গ্রহণ করেছেন, ইমেইলসূত্রে জানতে পারলাম। তাঁর কন্যা এবং স্ত্রী, দু'জনেরই সুস্থতা কামনা করছি।
পিয়াল ভাইয়ের কন্যার জন্যে অন্তরের সব আশীর্বাদ রইলো। একই সাথে ক্ষমা চাই, এই অস্থির দেশে, অস্থির সময়ে তাকে পৃথিবীতে স্বাগতম জানাতে হচ্ছে বলে। একদিন হয়তো এই মেয়েটিই আমাদের জন্যে বাংলাদেশকে আরো সুন্দর করে গুছিয়ে তুলবে, যে কাজ আমরা তার জন্যে করতে পারলাম না।
সবাই ভালো থাকুন।
মন্তব্য
দেশ গুছানোর সময় বোধহয় ফুরিয়ে যায়নি।
- এরকম একটা ব্যাপারে খবরটা এমনে দিলি?
চিৎকার করে বলবি এই শোন শোন আমরা চাচা হয়েছি। ভুল সময়ের কথা বারবার মনে না করিয়ে দিলেই নয় রে শালা হাবশী।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
পিচ্চিরে আদর।
পিয়াল ভাই-ভাবীরে মারাত্মক অভিনন্দন।
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
অভিনন্দন অভিনন্দন অভিনন্দন।
এবং শুভকামনা!
-----------------------------------
যা দেখি তা-ই বলি...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
আবারও অভিনন্দন .... তাড়াতাড়ি ছবি জোগাড় করেন
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
আলহামদুলিল্লাহ!
অনেক অনেক অনেক অভিনন্দন পিয়াল ভাই আর ভাবীকে।
আর পিচ্চীর জন্য বস্তা বস্তা আদর।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
অভিনন্দন , এবং শুভকামনা .
কন্যার জন্যে অন্তরের সব আশীর্বাদ রইলো।
====
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"
অভিনন্দন!
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
চ্যাম্পিয়ন পিয়াল ভাই ও চিপক ভাবিকে শুভেচ্ছা!
পিয়াল-চিপক কন্যাকে আমাদের জগতে স্বাগতম!
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
পিয়াল ভাই আর পিয়ালিনিকে অভিনন্দন
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
অভিনন্দন - শুভকামনা
পিয়ালের বিয়ের ছবি পাওয়া গিয়েছিলো, বাচ্চার ছবি কোথায়? কন্যার নাম ঠিক হয়েছে? বাবা হওয়া উপলক্ষে পিয়ালের একটা পোস্ট আশা করছি।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
পিয়াল ভাইয়ের পোষ্টে অভিনন্দন জানিয়ে এসেছি। চাচা হওয়া উপলক্ষ্যে হিমুর উচিৎ একটা সিরাম ভোজের আয়োজন করা।
কি মাঝি? ডরাইলা?
- ভোজে এ্যাটেনন্ড করবে কে? ও নিজেই?
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন