সেই বিশাল মাঠ এখন আমার চোখে ছোট হয়ে গেছে। পাঁচ সারিতে দাঁড়ানো ছেলেদের সবাইকে এখন ক্ষুদে মনে হয়। কিন্তু মাথার ওপর পতপত করে উড়তে থাকা পতাকাটা এখনও আগের মতোই বিশাল, তার নিচে তুচ্ছ, নগণ্য আমি।
সশ্রদ্ধ চিত্তে স্মরণ করি বাংলাদেশের জন্মলগ্নে নিহত প্রতিটি মানুষকে, কৃতজ্ঞতা জানাই। ভালোবাসা জানাই দেশের সকল মানুষকে।
মন্তব্য
পরম ভালোবাসায়, শ্রদ্ধায় স্মরণ করি সমস্ত শহীদদের।
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
২৫শে মার্চ রাতে নয়, ভোরেই দিলাম পোস্ট।
হাঁটুপানির জলদস্যু
অসাধারন!!! এইটা আপনার গলা? অনেক দরদ দিয়ে গাওয়া......অনেক অনেক শুভেচ্ছা আপনাকে...আরেকটুর জন্য কান্নাটা হলোনা! অনেকদিন পর এতো দরদ দিয়ে কাউকে গাইতে শুনলাম...অসাধারন!
জয় বাংলা!
বিঃদ্রঃ রিভারব্ ইফেক্ট দিয়েছেন নাকি? গেইনটা একটু বাড়ালে মনে হয় আরো ভালো লাগতো! দুঃখিত অযাচিত নাক গলানোর জন্য।
গেইন বাড়িয়ে দেখলাম, অযথা নয়েজ বাড়ে। তাই একটু কমিয়েই দিয়েছি। ধন্যবাদ আপনাকে।
হাঁটুপানির জলদস্যু
জয় বাংলা!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শ্রদ্ধায় মাথা নত হয়ে আসে। স্যালুট সব বুদ্ধিজীবীদের । সেই সাথে আপনাকেও।
আমরা ছাড়া আর কে পারে নিজের দেশকে এমন ভালোবাসতে??
(বিপ্লব)
আপনার গলাযে মধুভরা সেটা বেতারায়তনের কথোপকথন শুনে বুঝেছিলাম। আজ রীতি মত উঠে দাঁড়াতে হলো।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
অসংখ্য ধন্যবাদ।
হাঁটুপানির জলদস্যু
জয় বাংলা!
____________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
- বাংলার জয়
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
অসামান্য সুন্দর। অনেক দিন আপনার গলায় গান শুনি না। অন্তর ধরে টান মারলেন একদম।
জয় বাংলা
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
অসাধারন কন্ঠ, সবার মধ্যে সুপ্ত দেশপ্রেম জাগিয়ে তোলার জন্য টনিক হিসাবে কাজ করবে।
ধন্যবাদ আপনাকে।
~রেনেট
এমন ভালোবাসা ঢেলে এই গানটি আগে কাউকে গাইতে শুনিনি। রোমকূপ শিহরিত হলো, হৃদয় আন্দোলিত। চোখ ভিজে উঠলে চোখের আর দোষ কি!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
হিমু ভাই, আপনার আপত্তি না থাকলে ডাউনলোড করবার জন্যে কি দেবেন গানটা? আমি সংগ্রহে রাখতে চাই।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
পছন্দের ব্লগে যুক্ত হল।
~রেনেট
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
..অসম্ভব ভালো কণ্ঠ। সংগ্রহে রাখলাম।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
উঠে দাঁড়ালাম।
সম্বল বলতে... দুইটা ভেজা চোখ।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
স্যালুট
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
... অদ্ভুত ভালোলাগায় আচ্ছন্ন করে রাখার মতো কন্ঠ !
কৃতজ্ঞতা, এই অসাধারণ পোষ্টের জন্য।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি ।
এপর্যন্ত যতজনের গলায় আমাদের জাতীয় সংগীত শুনেছি, এত মমতা কখনো টের পাইনি।
অসম্ভব রকম দরদ দিয়ে গাওয়া গানটা একেবারে ভেতরে গিয়ে লাগলো।
ভালবাসি সোনার বাংলা।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি ।
পছন্দের পোস্টে যুক্ত করলাম।
----------------------------------------------
আমাকে নিঃশব্দে অনুসরণ করে একটা নদী-
সাথে নিয়ে একটা পাহাড় আর একটা নিঃসঙ্গ মেঘ।
হিমু ভাই,
দিনটা অদ্ভুত সুন্দর করে দিলেন আপনি। অনেক অনেক সুন্দর!
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
মনে পড়ল স্কুলে সকালে পিটি করার সময় জাতীয় সংগীত গাবার কথা। "কি শোভা কি ছায়া গো"...এই লাইনটা অনেক আবেগ দিয়ে গাইতাম...
মন্তব্যগুলো পড়ে বুঝতে পারলাম, অসাধারণ গেয়েছেন আপনি। আমার নেটের লাইন খুবই স্লো। পাতাটাই আসতে ৪ মিনিট সময় লাগল। গানটা তাই শোনা হলনা। একটা আক্ষেপ থেকে গেল...
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
চোখ ভিজে উঠলো রে ভাই।
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
অসময়ে এসে মন্তব্য করছি। হিমু আপনার কণ্ঠ এমনিতেই সুন্দর। ইফেক্টের কোন প্রয়োজন দেখি না।
কি মাঝি? ডরাইলা?
এই গানটির প্রকৃত চেতনা যদি কেউ ছুঁতে পারে, সেই ব্যক্তির দ্বারা দূর্নীতি, ঘুষ ও অনৈতিকতায় জড়িয়ে পরা অসম্ভব। আমাদের মাতৃভূমি-- আমাদের মায়ের জন্যে কে কী করছি/করেছি? দেশপ্রেম সহজলভ্য নয়, বরং গভীর উপলব্ধির বিষয়। এবং এই গানটি মনোযোগ দিয়ে শুনলে একদিন না একদিন তা জেগে উঠবেই। অসম্ভব সুন্দর আবেগ দিয়ে গেয়েছেন গানটি। অনেক ধন্যবাদ আপনাকে।
চোখ ঝাপসা করে দিলেন রে ভাই। কখন গাল বেয়ে পানি পড়লো টের পেলাম না।
ruhi_jallad@hotmail.com
এই গান চির দিনের, চির কালের। জীবনে, মরনে, ভালভাসা, বেদনায়, প্রতিটি অঙ্গের গান।
হিমুর বহুমুখী প্রতিভার এই দিকটা অজানা ছিলো।
মুগ্ধতা।
জয় বাংলা...।
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
কী মধুর কথাটা... জয় বাংলা! আর কোনো জাতির বুঝি এত সুন্দর একটা কথা আর নেই...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
বলে কয়ে ভোট দেয়ার নিয়ম আছে কিনা জানি না, তবে সন্দেশের কাছে এই পোস্টের পক্ষে ভোট দিচ্ছি।
আমার জীবনে শোনা সেরা ভার্সন এটি।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
চোখ ভিজে উঠল , মনও ... এই গান এতবার শুনেছি , আজকের মত এত সুন্দর কোথাও শুনিনি . অনেক ধন্যবাদ ভাই.
মা'র কাছে প্রথম শুনেছিলাম এই গানটি। জীবনে বোধ হওয়ার পর থেকে যতবারই গানটি শুনেছি কী অসাধারণ এক ভাললাগায় (যা ব্যাখ্যার অতীত) আমার সমস্ত ভাবনা ছটফট করে উঠেছে! আজও এর ব্যতিক্রম হলো না।
সকল শহীদদের জানাই গভীর শ্রদ্ধা।...
বিশ্বজিৎ ভট্টাচার্য বাপন
হিমু ভাই, সচলে একেবারে নতুন না হলেও সব পোস্ট এখনো পড়ে দেখার সুযোগ হয়নি। আজকে আপনার এই পোস্টটা পেলাম।
কী যে ভালো লাগলো আপনার খালি গলার "সোনার বাংলা", রীতিমত ভক্ত হয়ে গেলাম! আরো শুনতে চাই।
আহির ভৈরব
--------------------------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
কালকে রাতে এই পোস্টটা খুঁজছিলাম, শিরোনাম কী ছিলো ভুলে গেছি, তাই পাইনি। আজকে ফেসবুক লিঙ্ক ধরে পেলাম। অনেকদিন পর শুনলাম গানটা। অদ্ভুত... অসাধারণ... চোখটা ঝাপসা হয়ে গেলো...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। জয় বাংলা!
এই আবেগগুলি কেন যেন আর আগের মত কাজ করে না। বরং এই প্রশ্নগুলি মাথায় আসে - কাকে? কেন? কার জন্য? কিসের জন্য? কি লাভ? দেশ কি?
****************************************
নতুন মন্তব্য করুন