রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।
৫.১ জরুরী বার্তাদ্রষ্টব্য
শোন রে বালিকা, রেখে দে রে কাজ
ত্বরা করে খাটে চল
দেহ-মেঘনায় জোয়ারের বেলা
এখনি নামিবে ঢল।
৫.২ কাকতাল
পাশের বাড়ির বান্টু সোনা
বড়ই বাঁদর ছেলে
নিন্দুকে কয় ওর চেহারা
আমার সাথে মেলে।
বান্টু সোনার মা, তিনি বেশ
মিষ্টস্বভাব নারী
সময় পেলে হঠাৎ হঠাৎ
আসেন আমার বাড়ি।
৫.৩ টিউশনফিউশন
আমার ছাত্রী অতি ফাঁকিবাজ
পড়ালেখা বেশি করে না
পড়ানোর ফাঁকে দুষ্টামি করে
ঠেলে সরালেও সরে না।
যত পচা কথা বলার খায়েশ
সদাই রয়েছে মুখিয়ে
মাঝে মাঝে যত আজেবাজে চিঠি
আলগোছে দেয় লুকিয়ে।
চিঠি পড়ে আমি বড়ই হতাশ
চিত্ত গিয়েছে শুকিয়ে
মৌলিক নয়, লেখা ওর মা-র
প্রেমপত্রটি টুকিয়ে।
ফান করেছিলাম কিন্তু জবাব দিয়ে কিন্তু আপনি নিজেই বিপাকে পড়ার চেষ্টা করলেন
অ মানিক, কী বাত্তি লাগাইলা (থুক্কু ,কী শুরু করলা)
এইগুলানতো পুলাপাইনের কাম !
কি খিটকেল ! প্রথম এবং দ্বিতীয় দুটো মন্তব্যই পুরো ফাজলামি ছিল, এটাও আর যাই হোক হিমু আর সন্ন্যাসী'র লেখার ক্ষমতা নিয়ে কারুরই মনে হয় না এক ফোঁটাও সন্দেহ আছে, আমার তো নেইই, তবুও ব্র্যাকেটে ইয়ার্কি না মেরে পারি নি। ফাজলামি করাটা আমার এক ধরনের "নিরাময় অযোগ্য" (কপিরাইট - সন্ন্যাসী মহাশয়) রোগও বলা যায়
নুরুজ্জামান মাণিক, আপনার মুক্তিযুদ্ধের ওপর লেখাগুলো পড়ি, ভাল লাগে।
@স্নিগ্ধা
" কি খিটকেল ! প্রথম এবং দ্বিতীয় দুটো মন্তব্যই পুরো ফাজলামি ছিল, এটাও "আমারও আপনাকে লেখা সবগুলি মন্তব্যই পুরো ১০০% ফাজলামি ছিল, এটাও । তার সাথে আমার ২য় মন্তব্য এর
শানে নুযুল হল;ঐ দিন আমি তর্কের মুডে ছিলাম কেন জানিনা ফ্রয়েড , লাকা জানে হয়ত । সকালে এক দল প্রকোশলীদের সাথে এক মিটিং এ একচোট , তারপর আরেক মিটিং , তারপর সচল ব্লগার ফারুক ওয়াসিফ ,তারপর আপনি আর বাসায় ফিরে বুঝতেই পারছেন ।
আর যাই হোক হিমু আর সন্ন্যাসী'র লেখার ক্ষমতা নিয়ে কারুরই মনে হয় না এক ফোঁটাও সন্দেহ আছে, আমার তো নেইই, তবুও ব্র্যাকেটে ইয়ার্কি না মেরে পারি নি। (আপনি ইয়ার্কি না মারলে আমি মারতাম , )
আমারও ।
"আপনার মুক্তিযুদ্ধের ওপর লেখাগুলো পড়ি, ভাল লাগে।"ধন্যবাদ । আমার লেখাও তাহলে পড়া হয় ।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
একেবারে সুঁচালো শিঙ।
মনে হচ্ছে, কামজ সাহিত্যে নির্মলেন্দু গুণ আমাদের হিমু ভাই এর শিষ্যত্ব নিতে পারেন! ভাল হয়েছে - এই কথাটা কি বলার অপেক্ষা রাখে?
ফেরারী ফেরদৌস
মন্তব্য
৫.১ ফাটাফাটি।
আপনার ইদানীং, মনে হচ্ছে, বয়ষ্কা নারীপ্রীতি প্রবল হয়ে উঠছে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অত বাছলে কি চলে? আপনিই বলুন?
হাঁটুপানির জলদস্যু
- দোস্ত আমার জেমস বন্ডের শিষ্যত্ব নিছে মনেলয়।
_________________________________
<সযতনে বেখেয়াল>
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তিন নাম্বারটা পড়ে এতোই হাসি পেল যে 'কামরাঙ্গা ছড়া' আর 'শিঙ্গালো ছড়া'য় মন্তব্য করবো না ঠিক করেও মন্তব্য করছি ....(কেন করবো না এই প্রশ্নের উত্তরও দেবো না )
আহারে, সত্যিই তো, কি খিটকেল - টিউটর হিসেবে কি এরকম নকলবাজি সহ্য করা যায় না করা উচিৎ ?
তবে ছাত্রীকে "যত পচা কথা বলার খায়েস" নিয়ে দোষ দেয়াটা কি ঠিক হচ্ছে ?
কামরাঙা অবহেলা করে শিঙালোয় মন্তব্য করছেন, এই DISCRIMINATION মানি না মানবো না!!!!!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
কী যে করি! আবার ফোন করেছিল মাদাম ত্যুসোর মিউজিয়াম থেকে...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
যাহ! দুষ্টু!!! লজ্জা লাগে না বুঝি??
--------------------------------------------------------
শেষ কথা যা হোলো না...বুঝে নিও নিছক কল্পনা...
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
আলু খাউ নাইলে দোষী হইয়া যাইবা।
[url="http://sujanimator.blogspot.com"]লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ [/url]
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধূসর গোধূলি মনে মনে বলেছেন, একটু কারেকশন আছে :
শোন রে বালিকার স্থলে শ্যালিকা পড়তে হবে।
----------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
হ হ।ঠিক কথা। আমিও তাই ভাবতেসিলাম
---------------------------
দুঃখ সুখের স্পর্শ নীরে
সাঁতরে বেড়াই;
নিঃসংগ এক,নিঃসংগ মেঘ।
---------------------------------
বাঁইচ্যা আছি
এটা কি বললেন "সংসারে এক সন্ন্যাসী" ! এসব কি শুনি হিমু!
তবে মোক্ষম হয়েছে!
**********************************
যাহা বলিব সত্য বলিব
**********************************
যাহা বলিব, সত্য বলিব
ঠিকাছে...
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ
অজ্ঞাতবাস
ঠিকাছে।
(আমিও আজকাল বদ্দার লাইন ধরছি )
আবার লিখবো হয়তো কোন দিন
চরম চরম!!
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
বাবা হওয়ার জন্য অভিনন্দন হিমু দা!
দ্রষ্টব্য: ৫.২ কাকতাল
আমাদের চিন্তাই আমাদের আগামী: গৌতম বুদ্ধ
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
কি মুশকিল! আমার বক্তব্যে কিন্তু আক্কালমান্দ কে লিয়ে কোন ইশারাই ছিলো না, কাফি হওয়া তো দূরের কথা......
আপনি কেন ধরেই নিচ্ছেন আমি নিন্দাচ্ছলে এটা বলেছি? এমনও তো হতে পারে ঐ দুই ছড়া সিরিজ ভবিষ্যতে বাংলা কামজ সাহিত্যে বিরাট, বিশিষ্ট বলে গণিত হবে (পৃথিবীতে আবার সবই সম্ভব কিনা!!), তাই আমি তুশ্চু প্রানী ভয়েই কোন মন্তব্য করি না?
আমি এমনিতেই একটা ভীতূ, কা'মানুষ' - আমাকে এরকম বিপাকে ফেলার চেষ্টাটা কি ভালো হলো দাদা ??
মার হাবা, মাররর হাবা~
-----------------------------------
... করি বাংলায় চিৎকার ...
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
(তালিয়া)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
চলছে ,চলবে।ওয়েবে হিট দেখে মনে হচ্ছে চলাই উচিত,বিশেষত পুংদের সাথে সাথে যখন স্ত্রীরাও পড়েন।
eru
-------------------------------------------------
সুগন্ধ বিলোতে আপত্তি নেই আমার
বস্তুত সুগন্ধ মাত্রই ছড়াতে ভালবাসে।
আমি কিন্তু পড়ি নাই.....হা হা হা
ছাত্রীর মায়ের প্রেমপত্র কপির ঘটনা টিউটর জানলো ক্যামনে? তিনিও কি? নাহ! তা কী করে হয়! এই বয়সেও র'বেন তিনি এতই রসময়?
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
অনেক মজা পাইলাম।হি হি...হা হা...।
-নিরিবিলি
৫.২ ফাটাফাটি!
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
(তালিয়া)
---------------------------------
এভাবেই কেটে যাক কিছু সময়, যাক না!
দারুণ!!!
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
হেভী হৈছে মামা।
(খাচ্চোর)
-----------
কুচ্ছিত হাঁসের ছানা
@স্নিগ্ধা
[quote]"আপনি কেন ধরেই নিচ্ছেন আমি নিন্দাচ্ছলে এটা বলেছি? "
আর আপনিই বা কি মনে করে এমন ভাবছেন যে, নিন্দার্থেই লিখেছি আমি?
ফান করেছিলাম কিন্তু জবাব দিয়ে কিন্তু আপনি নিজেই বিপাকে পড়ার চেষ্টা করলেন ?
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)