হুদাহুদি গুগল ম্যাপস এ গিয়ে লিখলাম, ঢাকা।
বুড়িগঙ্গা নদীর নীল আঁকিবুঁকি ভেসে উঠলো। আর কিছু নেই, সব ফকফকা। বুঝলাম, এখনো গুগলের রোডম্যাপে ঢোকার দরজা খুঁজে পায়নি ঢাকা শহর।
স্কেল নিয়ে মাউজ খানিক নাড়াচাড়া করার পর চমকে উঠলাম। ভারতের শহরগুলোর অন্ধিসন্ধি ঠিকই দেখাচ্ছে গুগল। কিছুদিন আগেও ভারত বাংলাদেশের মতোই নিরালঙ্কৃতা ছিলো।
শহরগুলোর আঁকিবুঁকি দেখা যায় গুগলম্যাপে, কলকাতা, কানপুর, দিল্লি ...। ডানে বামে ঘুরি। পাকিস্তানও বাংলাদেশের মতোই, বার্মাও। থাইল্যান্ড আর চীন চলে এসেছে গুগলম্যাপের রাস্তাঘাট চেনানোর আওতায়। পশ্চিম দিকে চললে দুবাই আর মিশরের কিয়দংশ।
এসব পরিস্থিতিতেই একটা দীর্ঘশ্বাস ফেলতে ইচ্ছা করে।
মন্তব্য
সেটাই। দেখে মনে হয় হাজার বছর আগের ঢাকা। অফিসে যখন সেরম কোন ডেডলাইন থাকে না, তখন আমার প্রিয় কাজ হচ্ছে গুগল আর্থ এ করে ঢাকার রাস্তাগুলাতে বেড়ানো।
______ ____________________
suspended animation...
আসলেই - - -।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'
আমার ভাই একবার ঢাকা স্টেডিয়াম থেকে ব্যাকট্র্যাক করে আমাদের মিরপুরের বাসা বের করসিলো। ঘাম ছুটে গেসিলো বেচারার। আমি তো কবেই হাল ছেড়ে দিসিলাম।
ভারতে কিন্ত গুগল আর্থের ইমেজ নিয়ে শোরগোল হয়েছিল সিকিউরিটি ইস্যুতে। এর পরে গুরুত্বপুর্ন স্থাপনাগুলো মাস্কড করা হয়। বাংলাদেশ এই দিক দিয়ে খুব সিকিউরড কারন কোন তথ্যই নেই।
জিপিএস বেইজড স্যাটেলাইট নেভিগেশন কিন্তু এখন আর সামরিক প্রযুক্তি নয়। খুব স্বল্প দামে (১৮০ ইউরোতে) পোর্টেবল নেভিগশন পাওয়া যায় যা দিয়ে সারা ইউরোপের অলি-গলিতে চষে বেড়ানো যায় বলুন তা গাড়ী বা সাইকেলে করে (এমন কি হাটার সময় ও ব্যবহার করা যায়)। মোবাইল ফোন ও পাম টপেও একই প্রযুক্তি এসেছে। দামী মডেলগুলোতে আপনাকে রাস্তায় চারটি লেন থাকলে বলে দেবে আপনি কোন লেনে যাচ্ছেন- এত একিউরেট। সত্যিই ম্যাপের প্রয়োজন হয়না, ঠিকানা দিন আর গন্তব্য নিয়ে যাওয়ার দায়িত্ব কথা বলা এই নেভিগটরগুলির। মডেলভেদে স্পিড লিমিট ওয়ার্নিং, ট্রাফিক ইনফরমেশন এবং অটোমেটিক রুট এডজাস্ট, ইয়েলো পেজেস (অর্থাৎ সাইট সিইং অথবা পেট্রোল পাম্পের ইনফরমেশন ইত্যাদি মেমরিতে থাকে)।
এ সবই কিন্তু সম্ভব হয়েছে জিপিএস বেজড ম্যাপিং সিস্টেমের বানিজ্যিকরনের মাধ্যমে। এরা ব্যবহার করে মুলত টেলি এটলাস এবং ন্যাভটেকের ম্যাপিং ডেটা। এগুলো বছর বছর আপডেট হয়।
জিপিএস প্রযক্তি জাপানে কার্যকর (বাংলাদেশে আসা গাড়ীগুলোতে নেভিগেটর থাকে কিন্তু কাজ করে না)। কিন্তু বাংলাদেশে কবে আসবে সেটাই প্রশ্ন। আমার জানামতে সরকারীভাবে এত ডিটেইলভাবে ডিজিটাইজড ম্যাপিং এখনও করা নেই। একটি বিদেশী কোম্পানি বেশ কিছু এরিয়াল ফটোগ্রাফী/ম্যাপিং করিয়েছিল।
ম্যাপস ডট কমে বাংলাদেশের যে ডিজিটাল ম্যাপ পাওয়া যায় তাতে ডিটেইলস রোড ম্যাপ নেই:
Data included on this map:
Province Capitals: Yes
Major Cities: Yes
Cities/Towns: Some
Highways/Freeways: Yes
Roads: No
National Parks: Yes
আমার মনে হয় বেসরকারী উদ্দ্যোগেই ব্যাপারটি আগানোর সম্ভাবনা রয়েছে।
কাজেই দিল্লী এখনও দুর অস্ত।
××××××××××××××××××××××××××××××××××
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
পৃথিবী কথা বলছে আপনি কি শুনছেন?
আমারো চিটাগাং এর বাসা খুঁজে বের করতে খবর হইছিল।
ধন্যবাদ রেজওয়ান ভাই দরকারী তথ্যগুলোর জন্য। আমি তো এতদিন ভাবতাম গুগলের বোধহয় বাংলাদেশ পছন্দ না।
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
ছি ছি, এইসব ফ্রি সফটঅয়্যার দিয়ে যদি আমাদের সবকিছু দেখা যায় তাহলে বিদেশীরা আমাদের সব তথ্য যেনে ফেলবে। তথ্য পাচারের এই ঝুঁকি আমাদের সরকার কখনোই নিবে না। সরকারের এই দেশপ্রেমের নিদর্শন হিসাবে তাদের জন্য আমার তরফ থেকে জাঝা বর্ষিত হল।
কি মাঝি? ডরাইলা?
ব্যাটারা সাবমেরিন কেবল নিয়ে তো বিশাল ভুল করছে... সব তথ্য পাচার হয়ে যাচ্ছে রে..... ... ...
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
উইকিম্যাপিয়াতে বাংলাদেশ বেশ ক্লিয়ার ...
আমাদের বাসা দেখা গেল...পুরা ফকফকা... ট্যাগ করে রাখলাম 'আমাদের ঘর' নামে ...কর্তৃপক্ষের মনে হয় পছন্দ হয়নাই ... মুইছা দিল
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে
নতুন মন্তব্য করুন