বোকাদের পদ্য ০৪৭

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২০/০৫/২০০৮ - ৩:৫১পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

খা খা রোদ, আর লাশখোর যত পাখি
খা খা বলে তারা করে আরো ডাকাডাকি
এতো যন্ত্রণা, উপশম হবে নাকি?
বোকা যীশু কাঁদে, ক্রুশে গাঁথা, চোখে পানি
"এলি, এলি, এলি ... লা মা শবক্তানি?"

কোন ঈশ্বর বাহুতে ললাট রেখে
যায় কি সে বোকা যীশুকে নীরবে দেখে?
নাকি ঈশ্বর মিছে সব কিছু থেকে?
যীশু কাৎরায়, কাঁপে সাথে ক্রুশখানি,
"এলি, এলি, এলি ... লা মা শবক্তানি?"

সাথে ক্রুশে গাঁথা দু'টি তস্করও কাঁদে
হয়তো যীশুরই যন্ত্রণা অবসাদে
মিছে আশা নিয়ে তারাও কি বুক বাঁধে?
যীশুর সঙ্গ, স্বর্গের হাতছানি ...
যীশু বলে, "এলি, লা মা শবক্তানি?"

আমিও যীশুর মতো গেঁথে আছি খুঁটে
পাথর হৃদয় শুধু নিয়ে করপুটে
আনমনে বলি অকারণে অস্ফূটে
যদিও বলার অর্থ হয় না, জানি,
"হায় ভালোবাসা, লা মা শবক্তানি?"


মন্তব্য

স্নিগ্ধা এর ছবি

লা মা শবক্তানি

মানে কি ?

হিমু এর ছবি

"এলি, এলি ... লা মা শবক্তানি?" ঈশ্বর, হে আমার ঈশ্বর, কেন তুমি আমাকে পরিত্যাগ করলে?


হাঁটুপানির জলদস্যু

s-s এর ছবি

eli eli lama sabachtani -
মানে - My God, My God why have you foresaken me?

দ্রোহী এর ছবি

ওরে !!!!!!!!!!!!!!!!!!!!!


কি মাঝি? ডরাইলা?

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍বোকাদের পদ্য, তা-ও বুঝতে পারিনি মন খারাপ
বোকাোদা হলে যা হয়...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
আমি তুষ্ট আত্মপ্রেমেই। এর সুবিধে হলো, প্রতিদ্বন্দ্বী কেউ নেই চোখ টিপি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

স্নিগ্ধা এর ছবি

ইয়ে, একটা মন্তব্যে হিমু তার জীবনদর্শন ব্যক্ত করেছে -

ফ্যাকড়া হিমুর পছন্দ নয়, তাই মনে হয় ফ্যাকড়ার উৎস হিমুকে ত্যাজিয়াছে মন খারাপ

ফাজলামি বাদ দিয়ে বলি - কবিতাটা সুন্দর হয়েছে বিশেষ করে

"হায় ভালোবাসা, লা মা শবক্তানি?"

এই লাইনটার জন্য !

সুজন চৌধুরী এর ছবি
রেনেট এর ছবি

কোবতে ভালো হয়েছে হিমু ভাই।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সবজান্তা এর ছবি

হুম


অলমিতি বিস্তারেণ

শেখ জলিল এর ছবি

আমিও যীশুর মতো গেঁথে আছি খুঁটে
পাথর হৃদয় শুধু নিয়ে করপুটে
আনমনে বলি অকারণে অস্ফূটে
যদিও বলার অর্থ হয় না, জানি,
"হায় ভালোবাসা, লা মা শবক্তানি?"

..দারুণ উপলব্ধি। খুব ভাল্লাগলো।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

আশরাফ এর ছবি

ভাল একটি কবিতার জন্য ধন্যবাদ

তীরন্দাজ এর ছবি

লাশখোর পাখী .....! বক্তব্যধর্মী উপমা!

ভালো লাগলো কবিতাটি খুব...!

**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!

**********************************
যাহা বলিব, সত্য বলিব

দুর্দান্ত এর ছবি

কি আশ্চর্য্যি, এত রাইতে দুইটা ম্যাগদালিন কই পাই?

স্বপ্নাহত এর ছবি

খুব ভাল লাগলো। বেশির ভাগ কবিতাই বুঝিনা।তবে কিছু কিছু কবিতা আছে পড়লে কেন জানি ভাল্লাগে। সেইরকম একটা ...

---------------------------

থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...

---------------------------------

বাঁইচ্যা আছি

খেকশিয়াল এর ছবি

ভয়াবহ লিখসেন হিমুদা , লাল সেলাম

----------------------------------------
রাজামশাই বলে উঠলেন, 'পক্ষীরাজ যদি হবে, তা হলে ন্যাজ নেই কেন?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

বাহ্... আপনেরে তো আজ নতুনভাবে চিনলাম... এবং তাজ্জবিত হইলাম... এবং দূর্ভাগ্যিত হইলাম যে আমি কেন আগে আপনের কবিতা পড়ি নাই...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই।


হাঁটুপানির জলদস্যু

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

অন্যরকম ।

চলুক হিমু ভাই । (ইদানিং মন ভেজা নাকি?)

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।