বাংলা ব্লগোমন্ডলের স্ল্যঙ্গাত্মক শব্দমালা

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: মঙ্গল, ২৪/০৭/২০০৭ - ১২:৩২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

হে পাঠিকা (পাঠক, আপনিও আছেন, তবে একটু নিরাপদ দূরত্বে)!

ব্লগোমন্ডলের কিছু শব্দ আপনাকে খুলে বলতে চাই।

দাঁড়ান, আগে খুলি।

...

হ্যাঁ, এখন বলি এক এক করে।

বিপ্লব
জনপ্রিয় ব্লগার বিপ্লব রহমান (সহব্লগাররা যাকে আদর করে পাঁচু ডাকেন) এর সম্মানে কোন রেটিং ব্যবস্থায় ফুলমার্ক দেয়াকে বিপ্লব বলা হয়। যেমন, ৫/৫, বা ১০/১০, বা ...হে পাঠিকা (পাঠক, আপনিও আছেন, তবে একটু নিরাপদ দূরত্বে)!

সচলের এক নারী সদস্যকে সচলে এবং সচলের বাইরে মুঠোফোন ও ফেসবুকে অশালীন ভাষায় হয়রানির প্রতিবাদে বিপ্লব রহমানের নামাঙ্কিত বিপ্লব শব্দটির ব্যবহার বন্ধ করা হয়।

জা-ঝা, উত্তম জা-ঝা

জনৈক আরবপন্থী কিশোর কবির একটি কবিতার যুগান্তকারী চারটি লাইন,

দ্যাখো তাঁর সৃষ্টি
মানো তাঁর কথা
তাহলেই পাবে তুমি
উত্তম জা-ঝা!

এরপরই কবি টীকা দান করেন, জাঝা মানে হচ্ছে ফল। কিন্তু ব্লগারগণ তাঁর নাম উহ্য রেখে তাঁর ফলটিকে পরম কাম্য কোন বস্তু হিসেবে প্রচলন করেছেন। জা-ঝা মানে ফল হতে পারে, হুর-গেলমান হতে পারে, পুরস্কার হতে পারে, হতে পারে অনেক কিছুই।

আপাতত এ দু'টিই। পরে আরো হোলেও হোতে পারে। এখানেই যোগ করবো। নতুন পোস্ট দেবো না।


মন্তব্য

মাশীদ এর ছবি

সেই কিশোর কবির কাছে প্রশ্ন করার ইচ্ছা ছিল (কিন্তু রুচি নেই) যে জা-ঝা শব্দটি কোন ভাষার। সে আরবপন্থী বলে যদি ধরে নেই এটা আরবী শব্দ, তাহলে আমার সীমিত আরবী হরফজ্ঞানওয়ালা মনে প্রশ্ন জাগে, আরবীতে 'ঝ' এলো কোথ্থেকে?


ভাল আছি, ভাল থেকো।


ভাল আছি, ভাল থেকো।

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

হোলে হোতেও পারে। এটাও তো এসে যায়, নাকি।

কবিরে মনে রাখে না কবির টীকা দান নিয়া টানাটানি। বাংলা ব্লগ বড় তেলেসমাতি জায়গা মনে হচ্ছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ফারুক হাসান এর ছবি

এই পোষ্টকে দিলাম বিপ্লব
আর হিমু ভাইজানকে জাঝা

-----------------------
এই বেশ ভাল আছি

ফারুক হাসান এর ছবি

অরুপ ভাইজান, বিপ্লবের জন্যও একটা সিমবোল দেন তো!
জা-ঝা পাশে এরে একেবারেই মানাচ্ছে না।
-----------------------
এই বেশ ভাল আছি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

ফাহা-র মন্তব্য-আবদারটা লাখটাকার চেয়ে দামী।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

ইশতিয়াক রউফ এর ছবি

হিমু ভাইয়ের সম্মানে একটা 'সযত্নে কামড়ে দিলাম, বালিকা'। চোখ টিপি

শোহেইল মতাহির চৌধুরী এর ছবি

দুইখান দিয়াইতো রিসার্চ শেষ করলেন।
আমি আমার দ্বিতীয়টা দিয়া যাই।

এইবাড়ি আর ঐবাড়ি।

সবাই ব্যাভার করতাছে।
-----------------------------------------------
সচল থাকুন ---- সচল রাখুন

-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না

দ্রোহী এর ছবি

হিমুকে একত্রে বিপ্লব ও জাঝা দিলাম।


কি মাঝি? ডরাইলা?

ফারুক হাসান এর ছবি

বিপ্লবের সিমবোল হিসেবে চে'র ওই বিখ্যাত ছবিটা ক্যামন হয়?

-----------------------
এই বেশ ভাল আছি

হিমু এর ছবি

সমাপতন!

বিপ্লব, বিপ্লবী ... শুনলেই চে-র চেহারা ভেসে ওঠে সামনে! আহ!


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

আপনাদের এই পৃষ্ঠপোষকতায় আমি আপ্লুত। তাহলে আবার খুলি।

মিজান! পিষে ফ্যালো!

বিভিন্ন কারণে এর বিস্তৃতি পটভূমি ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। তবে অত্যন্ত আবেগমথিত, ক্ষুধার্ত একটি বুলি এটি। যখন কারো পোস্ট পড়ে আপনি রীতিমতো ঈমানী বুলন্দিতে তপ্ত হয়ে উঠবেন, তখন ব্যবহার করতে পারেন প্রাচ্যের অক্সফোর্ডের অন্দরে কন্দরে একদা ধ্বনিত, প্রতিধ্বনিত এই শব্দত্রয়ী।

ঠিকাছে

বাংলা ব্লগারদের অনেকের বদ্দা তরুণ সুমন চৌধুরী প্রণীত একটি ছোট্ট, মৃদু ঐকমত্যের গর্জন। প্রায়শই দেয়া হয়।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- অই বলদা, বদ্দা তরুণ এইটা তোরে কেডা কইছে? হালায় ধাপ্পা মারার জাগা পাশ না?
_________________________________
<সযতনে বেখেয়াল>

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মিজান! পিষে ফ্যালো!

গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মিজান, পিষে ফ্যালো

ফারুক হাসান এর ছবি

ঠিকাছে ঠিকাছে।

কিন্তু মিজান! পিষে ফ্যালো! এইটা প্রথম শুনলাম।

-----------------------
এই বেশ ভাল আছি

ফারুক হাসান এর ছবি

সমাপতন!

বিপ্লব, বিপ্লবী ... শুনলেই চে-র চেহারা ভেসে ওঠে সামনে! আহ!

অমি রহমান পিয়াল এর ছবি

ক্যামনে কি?


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই


তোর জন্য আকাশ থেকে পেজা
এক টুকরো মেঘ এনেছি ভেজা
বৃষ্টি করে এক্ষুনি দে তুই
বৃষ্টি দিয়ে ছাদ বানিয়ে শুই

অমিত এর ছবি

______ ____________________
suspended animation...

সুমন চৌধুরী এর ছবি

মিজান পিষে ফেল!
.......................................
ঋণম্ কৃত্বাহ ঘৃতম্ পীবেৎ যাবৎ জীবেৎ সুখম্ জীবেৎ

হাসিব এর ছবি

হেলমেট পইরা নিস ।


আমি এক গভীরভাবে অচল মানুষ
হয়তো এই নবীন শতাব্দীতে

অতিথি এর ছবি

যাক হিমুর শরীরটা ইদানিং জুইত আছে। যাই লিখুক আর তাই লিখুক লিখছে তো।

নজমুল আলবাব এর ছবি

"খুব ভাল লিখেছেন। কপি-পেস্ট করে রাখলাম। পরে পড়ে নিব।"( আদৌ পড়ি নি, পড়লেও বুঝি নি।)
"কিপ ইট আপ।" (আপনার নাম দেখেই বুঝতে পেরেছি আপনি আমার মনের কথা বলবেন, তাই আর লেখাটা পড়লাম না।)
"হা হা হা, আপনি আমার লেখাটা ভাল করে পড়ে দেখুন।" (আপনি কি বলতে চাচ্ছেন তা বুঝি নি)
"জরুরি কাজে বাইরে যাচ্ছি, ফিরে এসে পোস্ট দিব।"
(আপনার কথার উত্তর দিতে হলে আমাকে ঘন্টা দুই গুগল নিয়ে বসতে হবে, উইকিতে এর রেফারেন্স নাই।)

"সহমত।" (যখন আপনার যা বক্তব্য তা পোস্টেই দেওয়া হয়েছে, কিন্তু আপনি কিছু না বলে কোনভাবেই থাকতে পারছেন না।)
"ইসলামপন্থী" ( জামাত)
"ইসলামবিদ্বেষি" (জামাতের বক্তব্যকে সমর্থন করে না যে।)
"অ্যাঁ" (হতবুদ্ধি, বাকরুদ্ধ, বিস্মিত,মুগ্ধ, হতাশ, উদাস,.....)

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

ঞঁ: পড়েছি কিংবা ঠিক আছে বুঝাতে।
বাহ! : প্রশংসা বাক্যের আগে বাহ! বলে শুরু করা একরকম উৎসাহ দেয়ার উদাহরণ।।
রিফিউটেশন/প্রেজুডিস/প্যারাডক্স/প্যারানয়েড : আলোচনা ঘোলা করে পিছলে যাবার জন্য এ শব্দগুলো ব্যবহৃত হয়। এছাড়াও ইংরেজী বলে ভড়কে দেয়ার জন্যও কৌশলে এগুলো টানা হয়।
_________________________
'আজকে না হয় ভালোবাসো, আর কোন দিন নয়'

তারেক এর ছবি

খাইছে! ব্যাপক !
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

নজমুল আলবাব এর ছবি

হ, ব্যাপক জাঝা

হযবরল এর ছবি

হায় মিজান

হিমু এর ছবি

ক্যাম্নেকী?

বদ্দা ও অরপির যৌথ পরিবেশনায় জনপ্রিয় প্রশ্ন, ক্যাম্নেকী? এর ম্লেচ্ছ রূপান্তর হতে পারে, হোয়াট'স আপ, ড্যুড? কিংবা ক্যামনে কী? কিংবা কী বলিতে চাহ? সহ আরো অনেক কিছু।


হাঁটুপানির জলদস্যু

shafquat এর ছবি

এইটা অজিতে 'হাঊডি' ও হতে পারে ... হাসি

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাত খুলে লিখে যান

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুজন চৌধুরী এর ছবি

কথাটা আসলে কাপড় তুইল্লা
___________________________
লাল গানে নীল সুর হাসি হাসি গন্ধ......

ধুসর গোধূলি এর ছবি
হিমু এর ছবি

ইজি থাকতে হবে

কেউ যখন খুব গরম হয়ে যায় তখন তাকে ঠান্ডা করার জন্য বাক্যটি ব্যবহৃত হয়। এখানে গরম নানার্থে ব্যবহৃত হচ্ছে। ঠান্ডা গরমের বিপরীত শব্দ।


হাঁটুপানির জলদস্যু

আরিফ জেবতিক এর ছবি

এই পোস্টটিকি রেস্টৃকটেড ?তাইলে দুই চারটা যোগ করতে পারি।

হিমু এর ছবি

দিক্কার!

কোন ব্যাপারে ধিক্কার জানাতে হলে।

খুদাপেজ

কাউকে বিদায় জানাতে হলে।

একটু "ঘুড়ে" আসি

আপাতত কোন প্রসঙ্গে কথা আর না বাড়াতে হলে।

জরুরি কাজে বাইরে যাচ্ছি

কারো সাথে তর্কে প্যাঁচে পড়লে।

আইপিসহ ব্যান করা হোক

কোন কিছুকে নির্মূল করার দাবি জানাতে হলে।

তাছাড়া ব্লগ একটি উত্তরাধুনিক মাধ্যম

নিজের কুকীর্তি ঢাকার জন্যে ধোঁয়াটে কথা বলে প্রসঙ্গান্তরের জন্যে।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

সিরাম
মানে লেখা খুব মন-পসন্দ্ হয়েছে। লেখা চালিয়ে যান।

কস্কী মমিন
What the f**k এর বাংলা সংস্করন। f**k মানে firetruck।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

কোপানি
ফাটাফাটি লেখা!!!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

খুউব খিয়াল কইরা
সাবধানে কাজ সারতে হবে। বিপক্ষ দল কিন্তু হুঁশিয়ার!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

'খুউব'।

উ' বলতে হবে টান দিয়ে... ঃ)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ঠিক কর্লাম। আপনের ধন্যবাদ।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পুরোন কথা মনে পড়ে গেল। কি আনন্দদায়ক সময়ই না আমরা কাটিয়েছি। একেকটা চরিত্র কি ভীষন আনন্দদায়কই না ছিল!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

আসলেই অনেকদিন হয়ে গেল ছাগুরাম সুলভ দেখি না। দেঁতো হাসি

হিমু এর ছবি

খুব খারাপ লক্ষণ। মন দিয়ে লেখালেখি করুন। এইসব ছাগুটাগু দেখার চিন্তা বাদ দিন।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দ্রোহী ভাই নাকি গেলো কুরবানীর ঈদে ছাগল না পেয়ে শেষে ভেজিটেবল কুরবানী দিছে শুনলাম! দেখি এই ব্যাপারে ইন্টেল কী বলে! চোখ টিপি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দুনিয়াজুড়া পচুর গিয়ানজাম
হতাশা ব্যক্ত করতে।

ধৈর্য্য ধরে আছি সুনা
বড় আদরের ডাক!

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

চা খেয়ে আসি

কোন লেখা অসমাপ্ত অবস্থায় রেখে চম্পট দিতে চাইলে।

তীব্র পেতিবাদ

প্রতিবাদ জানাতে চাইলে।

মুন-সার্টিফায়েড প্রোগ্রামার

এখান-ওখান থেকে কোড চুরিচামারি করে জোড়াতালি সফটওয়্যার নির্মাতা।

গদাম

কোন কিছুকে সক্ষোভে প্রত্যাখ্যান করতে হলে।

সিরিকাস

সিরিয়াস আলোচনা।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

চলবে...
কোন সিরিজের নীচে এটা থাকা মানে সেই সিরিজের এখানেই সমাপ্তি। খোদা হাফেজ। গুড বাই। টাটা। গোমস্তাস।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি , গড়াগড়ি দিয়া হাসি ,গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

চেঞ্জ উই নিড

অন্যের তর্কে ঢুকে দুই পক্ষকেই ক্ষ্যামা দেয়ার অনুরোধ করতে হলে।

জা-কা-জা

আপনার যদি সুন্দরী শালি থাকে, আসেন আলাপ করি দেঁতো হাসি


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাইনাচ দিলাম
একেবারে ভাল্লাগে নাই। দূরে গিয়া মরেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি

- লোহার জাইঙ্গা
(উদাহরণঃ লোহার জাইঙ্গা লাগান মেম্বর)

সামনে আছে চরম বিপদ (মতান্তরে বংশদণ্ড), এইটা বুঝাইতে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাকাপ
ব্যাপক ভালো হইছে।

ব্যাপারটা আসলে একরকম প্যারাডক্স, ডিপেন্ড করে কন্টেক্সটের উপর
আমার সুবিধামতো হালাল-হারাম করে নিবো।

পিঠ চুলকাইলাম
প্রশংসা করলাম।

হিমু এর ছবি

লা'নত


দু'আ

নিজে গালমন্দ না করে ঈশ্বরকে দিয়ে করিয়ে নিতে চাইলে লা'নত। একইভাবে নিজে প্রশংসা না করে ঈশ্বরকে দিয়ে করিয়ে নিতে চাইলে দু'আ।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

(বৃটিশ অ্যাকসেন্ট)

কাউকে ঘাবড়ে দিতে চাইলে কোন ইংরেজি বুলি ঝেড়ে প্যারেনথসেসে উল্লেখ করুন বৃটিশ অ্যাকসেন্টের কথা।


হাঁটুপানির জলদস্যু

হিমু এর ছবি

ফ্যাসিবাদী

কারো সাথে গিয়াঞ্জাম করতে গিয়ে সুবিধা করতে না পারলে প্রয়োগ করুন এটি।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- পাপিষ্ঠ

আপনার প্রতি দুষ্ট-দূরাত্মামূলক অভিসন্ধি নিক্ষেপ করা কাউকে আরামসে ডাকুন এই নামে।

(উদাহরণঃ ওরে পাপিষ্ঠ মোঢিমু, তুই ফেসবুকে কেনো আমার কমেন্ট হাপিশ করলিরে!)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

স্নিগ্ধা এর ছবি

ব্যাপারটা আসলে একরকম প্যারাডক্স, ডিপেন্ড করে কন্টেক্সটের উপর

হা হা হা, মূলত এটাই আমার পুরা থিসিসের সারমর্ম! একদম পারফেক্ট 'এক কথায় প্রকাশ'! ব্লগোস্ফিয়ারে আমি এক বছরের শিশু, তাও সচলায়তনের মধ্যেই হামাগুড়ি। আমার মত নাদানের জন্য এই পোস্ট খুবই দরকারী। আর, লিস্টিটা খুব পছন্দ হইসে হাসি

আচ্ছা, সচলায়তন আমার পয়সা দেবে কবে ......

হিমু এর ছবি

২০ বছরের বাচ্চা মেয়ে

কুতর্ক করতে গিয়ে ধরা খেলে পিঠ বাঁচানোর জন্যে নিজেকে ২০ বছরের বাচ্চা মেয়ে বলে দাবি করুন।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- ইয়ে মারার উপ্রে আছি

নানান কিসিমের বহুত ক্যাচালে আছেন, এটা বুঝাতে নির্দ্বিধায় ঝেড়ে দিন উপরের বাক্যটি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি

- তব্দা খাওয়া (মতান্তরে তাব্দা)

অপ্রত্যাশিত 'সেইরম' কিছু দেখছেন চোখের সামনে? তবে আর দেরী কেনো, বলে ফেলুন এখনি "পুরাই তব্দা খাইয়া গেলাম হালায়...!"
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দময়ন্তী এর ছবি

আরে বা:!
আমি দুটো যোগ করি ৷ আমাদের কমিউনিটিতে বহুল প্রচলিত ৷
ধন্যযোগ - ধন্যবাদ অর্থে
এফ সি - ফেলে চুমু - এটা একটা ভাললাগার ইউনিট ৷ যেমন "তোমাকে ১০০ এফ সি দিলাম'', কিম্বা "৫০০ এফ সি' ৷
টি সি - তুলে চুমু - এটাও ঐ ঐ ঐ , তবে কম প্রচলিত ৷
আ: ক: বা: - আর কদিনই বা বাঁচব! নির্বেদ বোঝাতে ব্যবহৃত ৷

----------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বাকাপ হইছে।

ধুসর গোধুলির সকল যোগ্যা শালীকে আমি এফ-সি, টি-সি আবার এফ-সি, আবার টি-সি, আবার এফ-সি আবার টি-সি, ১০০১টা টি-সি/এফ-সি দিলাম। চোখ টিপি
(সচলে আমিই এই টার্মের প্রথম ইউজার। রেকর্ড বুকে গেলো।)

ধুসর গোধূলি এর ছবি

- হিমু'র একটা পানশালা ছিলো না, যেখানে ফাকরুল ভাই জনৈক ললনাকে বলেছেন, "আমি তোমাকে একশটি টিপ দিতে চাই!"

আপনার ১০০১টা সেই ঘটনাকে মনে করায়। ধুসর গোধূলি'র শালীরে (মতান্তরে বহুবচন) উত্তম জাঝা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি

- এফ.সি শুনেতো রিচার্ড গেরে আর শিল্পা শেঠী'র সেই "পাইছি তোরে দিয়া লই" ঘটনার কথা মনে পড়ে গেলো! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

দময়ন্তী এর ছবি

খাইসে!!
আরে এ চুমু সে চুমু নয় ৷ এ চুমু একেবারে নিস্পাপ, নির্ভেজাল একটি ভাললাগার ইউনিট মাত্র ৷

কিন্তু লেখার মাঝখানে হঠা`t একটা শব্দের সাইজ বাড়ায় কি করে?
----------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

ধুসর গোধূলি এর ছবি

- এটা করতে হলে আপনাকে লেখার আগে চোখ বন্ধ করে কয়েক মিনিট ধরে ভাবতে হবে 'কতটুকু' বাড়াতে চান! তারপর চোখ খুলে বুকে ফুঁ দিয়ে লেখা শুরু করে দেন। লেখা শেষ করার পর মাউস দিয়ে যে অংশটা বড় করতে চান সেটা হাইলাইট করে মাউস দিয়ে কতোক্ষণ ডানে-বামে টানাটানি করেন, তারপর ধুগো'র নাম নিয়ে "মন্তব্য করুন" বোতামে টিবি দিয়ে দেন। এনশাল্লাহ আপনার ইচ্ছা মোতাবেক শব্দ হঠাৎ বড় হয়ে যাবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পেইজের নীচে জিজ্ঞাস্য লিংক থেকে জেনে নিতে পারেন।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

মগবাজারি পেইড ব্লগার

মগবাজারে অবস্থিত জামাতের কেন্দ্রীয় অফিস থেকে নিয়োগকৃত ব্লগার যারা সংগ্রাম , নয়াদিগন্ত ও দিনকাল থেকে কাটপেস্ট করতে দক্ষ ।

সুশীল
ব্লগার লেখিবার পূর্বে যে ইস্যু মরিয়া গেল ...এই ধরনের লেটলতিফ ব্লগার যারা হইচইয়ের সময় পক্ষ না নিয়ে চুপ থাকে এবং পরে একসময় এসে সবাইকে খুশী রেখে পোস্ট দেয় । সবাইকে বাসি যে ভালো...এটা হচ্ছে এই ব্লগারদের মূলনীতি ।

সৌরভ এর ছবি

হাহ হা। নীলপরী! অনেক কিছু মনে পৈড়া গেলো।


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি

হায়রে সুইট পাগলী দেঁতো হাসি



অজ্ঞাতবাস

অবাঞ্ছিত এর ছবি

আমি নতুন, তয় মনে হইল

"মঞ্চায়" বেশ পপুলার হাসি

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...

আরিফ জেবতিক এর ছবি

সৌরভ এর ছবি

ঘটনা তাইলে এই!


আবার লিখবো হয়তো কোন দিন

শামীম এর ছবি

কিঞ্চিত অফটপিক:

রেসিস্ট
যারা দেশি ডিম/মুরগী ছাড়া খাই না বলে খাওয়ার টেবিলে বা অন্য জায়গায় ঢং করে। বলা বাহুল্য অন্য ডিম/মুরগী (ফার্মেরগুলো)গুলোও বংশ পরষ্পরায় এদেশেই জন্মেছে এবং বড় হয়েছে - কাজেই ওদেরকে দেশি বলে স্বীকার না করার প্রবণতাটাকে রেসিস্ট বলে মনে হয়।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মাঝে মাঝে পোস্টটারে বের করে পড়ি। একবার চোখ বুলান শেষ হলে হাসতে
হাসতে দেখি চোখে পানি চলে আসছে। জটিল কালেকশন হইছে একটা। পছন্দের পোস্টে যোগ করলাম।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

আরিফ জেবতিক এর ছবি

শুধু জটিল কালেকশন হইছে এমন না , অনেক বেশি স্মৃতিও ধরে রাখা আছে এই পোস্টে । একেকটা টার্ম পড়লেই একেকটা সময়ের কথা মনে হয়ে যায় ।

ধুসর গোধূলি এর ছবি

- শুক্না কাঁথা
ইসবগুলের ভুষি

এটা সচলায়তনের জনৈক মোটারাম মোঢিমু'র স্বতোক্তি। কথিত আছে, তিনি বেশ বড়সড় হয়েও বিছানায় ইয়ে করে দিতেন বলে বুড়া বয়সেও তাঁকে প্লাষ্টিকের শুক্না কাঁথা মুড়ে পৌষের কামড় সহ্য করতে হয়েছে। তাই তিনি কারও 'শুভ জন্মদিন' সণ্ণিকটে এলেই সবার আগে এসে, তোড়েজোরে হাঁক ছেড়ে একটা শুক্না কাঁথার শুভেচ্ছা জানিয়ে যান।

ইসব গুলের ব্যাপারটাও নাকি তাঁর সাথে ওতপ্রোতভাবে জড়িত। এখানেও কথিত আছে, ঘন্টাখানেক লাগান বলে তিনি অন্যের বাথরুমে কাজ সাড়তে স্বস্তি পান না পাছে সবাই তাঁর ইসবগুলপ্রীতি জেনে যায়!

তো আপনারা এসব দুষ্টু কথায় কান দিবেন না একদম। ওপরের প্রবাদদ্বয় নির্বিঘ্নে ব্যবহার করুন কাউকে শুভেচ্ছা জানাতে ও শুভাশীষে ভুলাতে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

খ্রাপ, খুপখ্রাপচ্রমখ্রাপ

খারাপের ডিগ্রি। যেমন, আজ মন্টা খুপখ্রাপ।

হামজা দিয়ে টেনে তোলা

নিম্নগামী কোন কিছুকে প্রাণান্তকর চেষ্টায় ওপরে তোলা। উদাহরণ দিয়ে ধূসর গোধূলিকে খাটো করতে চাই না। সে এম্নিতেই খাটো।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- হামদু

কোনো স্বঘোষিত গালিভার দুষ্টু লোক আপনাকে নিয়ে বাজে কথা বলে? নিশ্চিন্তে এই আদরমাখা খাচড়া গালিটা ঝেরে দিন তার প্রতি আমার নাম করে।
উদাহরণঃ এই যে ধুসর গোধূলি'র নাম 'ডাইরেক্ট' ব্যবহার করে সিংহের পোঁদে নিজের হাবশী অঙ্গুলি প্রবিষ্ট করলিরে হামদু!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সৌরভ এর ছবি

হামজা কী?
হামদু এইখানে কাকে বলা হইতেসে?
আগেই বলছি আপনারা জার্মান ভাষায় কথা বলবেন না। জাতি জার্মান বোঝে না। দেঁতো হাসি


আবার লিখবো হয়তো কোন দিন

শামীম এর ছবি

বি.আই.ডব্লিউ.টি.এ. (বাংলাদেশ ইনল্যান্ড ওয়াটার ট্রান্সপোর্ট অথরিটি)-এর উদ্ধারকারী জাহাজের নাম হামজা
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

হযবরল এর ছবি

এইটার আদিরুপ হচ্ছে,
"উদ্ধারকারী জাহাজ হামজা"
বাংলাদেশের সকল ধরণের লঞ্চ ডুবিতে এই হামজা'ই ছিলো একমাত্র ভরসা। কেউ যদি অভ্যাস কিম্বা শখের বশে আপদ ঘাড়ে নিয়ে, নিজের ** মারা খান, তবে তাকেই বলা হয় উদ্ধারকারী জাহাজ হামজা।

সৌরভ এর ছবি

এইটা একটা ক্ল্যাসিক কালেকশন হৈতেসে।

হাহাপগে

হাসতে হাসতে পড়ে গেছি।
ছাগু ও সুশীল বিরোধী পোস্টে পিঠ চাপড়ানিতে ব্যবহার হতো। পরের দিকে, মগবাজারি পেইড ব্লগার (আরিফ জেবতিক এর কমেন্ট দ্রষ্টব্য) দের হাস্যকর পোস্টে মজা পেয়ে বলা হতো।


আবার লিখবো হয়তো কোন দিন

জুয়েল বিন জহির এর ছবি

হরকসম মন্তব্য পড়তে পড়তে ভাবছিলাম যাক্, ম্যালা কিছু শিকতাছি। কিন্তু পড়া শেষ কইরা দেকি যা পড়লাম তার কিছুই মনে করতে পারছি না! ক্যাম্নে কী?

একজন ব্লগ পাঠক  এর ছবি

আমারগুলাও নেন ,

মুন সার্টিফায়েড
সান সার্টিফায়েড কম্পু ইঞ্জিনিয়ারের বিএ পাশ এসিসটেন্ট ।

আরিফ জেবতিক এর ছবি

খিয়াল কইরা/খুব খিয়াল কইরা
ধুনফুন বুঝাইয়া পোস্টের কনটেন্ট থেকে দূরে সরে যাচ্ছে , চাইপা ধরো ওরে...এটা বুঝাইতে সহব্লগারের ইঙিত ।

ছাগু মুখ দিলে পোস্ট বাড়ে না
এটা হচ্ছে বাংলা প্রবাদ -"ছাগলে মুখ দিলে গাছ বাড়ে না " এর ব্লগীয় সংস্করন । এখানে বুঝানো হচ্ছে যে ছাগল নামীয় ব্লগারটি এখন কনটেন্ট থেকে সরে অন্য কমেন্ট করে পোস্টের আলোচনাকে ব্যাহত করতে এসেছে ।

লাল মিয়া এর ছবি

এই পোস্টটা স্টিকি করা হোক



লাইন ছাড়া চলেনা রেলগাড়ি


লাইন ছাড়া চলেনা রেলগাড়ি

একজন ব্লগ পাঠক  এর ছবি

aro koyekta paisi :

ছাগু, ছাগুরাম:
তিনঠ্যাঙঅলা ছাগলমস্তিস্ক ব্লগারের জন্য আদরের নাম । এটা যে একটা ছাগল সেটা প্রথমে অরূপ আবিষ্কার করেন বলে বাজারে শোনা যায় । পরবর্তীতে একই প্রতিভার সবগুলাকেই ছাগু নামে চিহ্নিত করে ফেলে পাবলিকে ।

কেপি টেস্ট পজেটিভ
কেপি টেস্ট হচ্ছে কাঠালপাতা টেস্টের সংক্ষিপ্ত রূপ । কোন ব্লগার ছুপা ছাগল হয়ে থাকলে কখনো কখনো আচরনে তার পাকিস্তানপ্রীতি প্রকাশিত হয়ে যায় । তখন সেটাকে কেপি টেস্ট পজেটিভ বলা হয় ।

লোল ফেলা
পঞ্চাশোর্ধ ব্লগারের প্রস্টেটগ্ল্যান্ডের মেডিকেলীয় অসুবিধার কারনে কমবয়সী নারী ব্লগারদের পোস্টে গিয়ে ন্যাকা ন্যাকা কবিতা লেখার নাম লোল ফেলা । এধরনের ব্লগারকে লোলপুরুষও বলা হয় ।

হযবরল এর ছবি

বাঙ্গি ফাটানো

এক দোস্ত প্রেমে মশগুল, অন্য দোস্ত আইসে বল্লো "কি রে বাঙ্গি ফাটাইছস ?"
এর মানে বলা যায় getting matured। মার্কিনদেশে এটার অনুবাদ হচ্ছে,
home run দেওয়া।

হিমু এর ছবি

চউক্ষে পানি আয়া পড়লো

ছদ্ম শোক প্রকাশের জন্য।

আমাদের সময় শাসন ছিলো কড়া

নিজেকে কোন ক্ষেত্রে ভেটেরান হিসেবে জাহির করতে হলে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- মরমী
মুখে মধু অন্তরে বিষ,
এরেই কয় মরমী সূফিস।

বুঝেন নাই? থাক, বুঝার দরকার নাই! হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

কীর্তিনাশা এর ছবি

ইয়া হাবিবি

এইটা যদিও ধুগো দাদার সিল মারা তবে ইদানিং অনেকেই ব্যাবহার করে। কারো পোস্ট খুব ভালো হইলে এই মন্তব্য করা যায়।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কিপিঠাপ
Keep it up এর নেগেটিভ বাংলা সংস্করন। জনৈক ম্যাৎকার-বালককে দমাইবার উদ্দেশ্যে প্রথম ব্যবহৃত। পরে ইহা দাবনলের মত ছড়িয়ে পড়ে।

ম্যাৎকার
ছাগুরামের চিৎকার। কোন কিছু বুঝাইতে না পারিনা আগড়ুম বাগড়ুম বলা কিংবা শাপ শাপান্ত করা শুরু করিলে তাহাকে ম্যাৎকার করা বলা হয়। ছাগুরামের মানে এই পূর্বেই এই পোস্টের একটি কমেন্টে দেয়া হয়েছে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

সুফী
এইটার মানে পরে কমু। দেঁতো হাসি

বল কেলাডা তওবা কইরা চার
এইটা বুঝতে হলে নিচের এই গান শুনতে হবে।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

লাস্টেরটার উৎপত্তি কি ব্লগে?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

দ্রোহী এর ছবি

কয়েকজনকে দেখলাম ব্যবহার কর্তে!!!!!!!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কি দেখলাম!!! খিদা মরে গেছে। ইয়ে, মানে...

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

সুমন চৌধুরী এর ছবি

এই পোস্টটা স্টিকি করা হোক

চুড়ান্ত ফাউল পোস্টের ক্ষেত্রে



অজ্ঞাতবাস

আলাভোলা এর ছবি

চুড়ান্ত = চূড়ান্ত হাসি, এক পয়েন্ট।
--
আমার এই দেশেতে জন্ম, যেন এই দেশেতেই মরি...

সুমন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি

ছৈল্ত ন

চলবে না। উদাহরণঃ পদে পদে এমন হয়রানি ছৈল্ত ন।

শুভকামান!

শুভকামনার আরো তীব্র, গোলন্দাজি সংস্করণ। উদাহরণ, আপনার প্রতি রইলো প্রাণঢালা শুভকামান!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- খুদাপেজ

সঠিক উদাহরণ পাইতেছিনা খুঁইজা। অন্য কেউ পাইলে যোগ কইরা দিতে অনুরোধ জানাইয়া এখানেই বিদায় নেই, খুদাপেজ।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অনার্য সঙ্গীত এর ছবি

খুদাপেজ = (কপট ভদ্র ভাষায়) "দূরে গিয়া মরেন" অথবা "মুড়ি খান গিয়া"

উদাহরণ, অনেক প্যাচাল হইছে এইবার যান, খুদাপেজ।

"আর ভাল্লাগেনা, ভাগতাছি" অর্থেও ব্যাবহার হয়। যেমন, সকাল থাইকা গ্যাজাইতেছি, অহন খুদাপেজ।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

হিমু এর ছবি

নুরুমানিকের্বামহাত

কোনো পোস্টে ভালো লাগা খ্রাপভাবে জানানোর জন্য ব্যবহৃত সবুজ রঙের আঁশযুক্ত একটি থামসাপসম্বলিত হাত।

আতঙ্কে হাত পা ...

এর অর্থ, "হ, ভয় পাইসি, অ্যালা চুপ যান!" বাংলাব্লগের হরর ঘরানার প্রবাদপুরুষ নাফে এনামের লেখায় পাঠকের প্রতিক্রিয়া থেকে সংগৃহীত।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বিপ্লব রহমান এর ছবি

ড়্যাসিডেন্ট ভাঁড় = চম্র বিনোদন। গড়াগড়ি দিয়া হাসি


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...


একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...

অতিথি লেখক এর ছবি

এই প্রথম জা ঝা মানে কি জানলাম!!

বাকি শব্দ গুলো পোস্টে যোগ করে দিলে বেশি ভাল হত ।
জাঝা, বাকাপ

বোহেমিয়ান

হিমু এর ছবি

হেজিমোনি

নির্দিষ্ট অর্থ নাই। তরল পদার্থের মতো যে পাত্রে রাখবেন তার আকার ধারণ করবে। তবে জনপ্রিয় অর্থ, গিয়ানজাম। উদাহরণ, আজকে অফিস যাবার পথে বিরাট হেজিমোনিতে পড়েছিলাম।



বুকে BOOK রেখে বন্ধু চলো আজ যাবো বরাহশিকারে মোরা ধার ধার ধার দিও বল্লমে ♪♫

ধুসর গোধূলি এর ছবি

- হৈ ব্যাটা, জনপ্রিয় অর্থ দিয়া তো বিরাট 'হেজিমোনি' করে ফেললি। এখন তো আবার তাফরীরের দরকার পড়বো। আধুনিক বুখারি আর তিরমীযীরা কাইজ্যা লাগায়া দিবো। এই কাইজ্যা উসকে দেয়ার জন্য তুই নির্ঘ্যাৎ মহা হেজিমোনিতে পড়বি। তোরে আদালতে দোষী সাব্যস্ত কইরা তোর উপর হেজিমোনি আরোপ করা হৈবে। দোয়া করি, তোর যেনো ভালোয় ভালোয় হেজিমোনি হয়!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

তিথীডোর এর ছবি

একখানা ক্ল্যাসিক কালেকশন!
গড়াগড়ি দিয়া হাসি

________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

কামঢ়ু
এক ধরনের ফলবান সাহিত্য ধারা। উদাহরন:

এই ব‌্যাটা তো দেখি কামঢ়ু সাহিত্য লিখছে! পড়ি আর থ হয়ে যাই।

সাফি এর ছবি

এটাতো বাংলা ব্লগমন্ডলে না সচলের জন্য প্রযোজ্য নাকি?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

পুনম পাণ্ডে
মানে পরম প্রাপ্তি বা পুরষ্কার। অনেকটা 'উত্তম জাঝা'র সমার্থক। তবে একটু ইয়ে আরকি। চোখ টিপি

উদাহরন:

অতএব তাহাদের জন্য পরকালে থাকবে পুনম পাণ্ডে। অবশ্যই তিনি সর্বশক্তিমান এবং মহান।

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

বুবস পুরষ্কার
গায়ে মানে না আপনি মোড়ল নিজের অস্তিত্ব জাহির করতে গিয়ে যেমন পুরষ্কার ঘোষনা করেন তেমনি কিছু আয়োজন করা, আদতে যা মূল্যহীন।

উদাহরন:

চান্দু এবারে বুবস পুরষ্কারে ভুষি-তো হোলো।

দময়ন্তী এর ছবি

এইটা একটু সেক্সিস্ট লাগছে| মন খারাপ

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

দুঃখিত। ববস পুরষ্কার শব্দটাকে কায়দা করতে গিয়ে শব্দটা একেবারে বেকায়দা হয়ে গিয়েছে। অন্য কোনো উদ্দেশ্য ছিলোনা।

তবে মনে করুন এটাকে ডিকস পুরষ্কার বললে কি সেক্সিস্ট হোতো?

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

হাঁটু
না হাঁটু পানির জলদস্যু নয়। হাঁটুতে বুদ্ধি যাদের। মতান্তরে জলপাই মামারা।

উদাহরন: হাঁটুর হাতে কলম ছিলো ছুড়ে মেরেছে, ওফ বড্ড লেগেছে!

জলপাই মামা
এরা সাধারণতঃ বুট জুতার পরেন, জংলী সবুজ জামা পরেন এবং চোখ লাল করে "ঘুড়ে" বেড়ান। মতান্তরে এদের হাঁটুও বলা হয়।

উদাহরন: জলপাই মামা, জল পাই কোথায় বলতে পারেন? (ঢিচকাঁও...)

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এটার একটা আপডেটেড ভার্সন পোস্ট করা দরকার। যে শব্দগুলো আর প্রচলিত নেই এবং নতুন যেগুলো যুক্ত হয়েছে সেগুলো মিলিয়ে।

যাযাবর ব্যাকপ্যাকার এর ছবি

গঠনা
সেইইইই রকমের কোন ঘটনার অন্তর্নিহিত ব্যাপার-স্যাপার।

ডুপ্লি ঘ্যাচাং
মন্তব্য করতে গিয়ে ডবল হয়ে গেলে, একটাকে সম্পাদনা করে এটা লিখে দেয়া হয়ে থাকে।

ইদানীং আরেকটা প্রয়োজন, এক জায়গার মন্তব্য খালি লাফিয়ে বেজায়গায় চলে যাবার কারণে - মন্তব্য লাফাং সাজেস্ট করছি!

___________________
ঘুমের মাঝে স্বপ্ন দেখি না,
স্বপ্নরাই সব জাগিয়ে রাখে।

অনার্য সঙ্গীত এর ছবি

ধুর্বাল

বিরক্তি বোঝাতে।

______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

মগবাজার
এরা মূলতঃ জাxত ঘেঁষা লেখক গোষ্ঠী। বাংলাদেশের মুক্তিযুদ্ধ সংক্রান্ত কিংবা মুক্তবুদ্ধির পরিচায়ক কোনো লেখা, আলোচনা বা কোনো পদক্ষেপের বিরুদ্ধে ধোঁয়াটে কথাবার্তা বলতে এতে দেখা যায়। আসল লক্ষ্য হোলো কনফিউশন তৈরী করা। যাতে করে মূল প্রসঙ্গ থেকে মানুষের নজর সরে যায়।

উদাহরন:
এইবাঁদুড়কে চেনেন না! সে তো মগবাজারের প্রোডাক্ট!

মগবাজারী পেইড ব্লগার
মগবাজারের বিশেষ রাজনৈতিক দলের অর্থপুষ্ট ব্লগার।

উদাহরন:
শুনেছেন নাকি? ড়াষেন তো এখন মগবাজারী পেইড ব্লগার!

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

এইটা দেখলাম আগেই দেয়া হয়ে গেছে। :-|

সজল এর ছবি

আপনার উদাহরণ সহ বুঝিয়ে দেয়ার ব্যাপারটা পছন্দ হইলো।

---
মানুষ তার স্বপ্নের সমান বড়

অতিথি লেখক এর ছবি

২০১১-র পর থেকে কি কোন নতুন শব্দ আসেনি? একটা আপডেটেড পোস্ট দরকার। এছাড়াও বিভিন্ন ব্লগারের নিকনেম যেমন দ্রোহী কেন "মেম্বর", সুমন চৈাধুরী কেন "বদ্দা" ইত্যাদি শানে নযুল ও ইন্টারেস্টিং হবে।

অতিথি লেখক এর ছবি

এইডা একটা সিরাম কাজের পোস্ট!! অন্তত আমার মত ব্লগমন্ডলে নতুন ঘুরঘুর করা পাব্লিকের জন্য।

সুবোধ অবোধ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।