ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা গল্প। সামান্যই দেখা যায়।
: ... তারপর কী হোলো?
: তারপর নায়িকা দৌড়াতে লাগলো।
: নায়িকা দৌড়াতে লাগলো কেন?
: ভিলেন যে ছুটছে পেছন পেছন?
:ভিলেন পেছন পেছন ছুটছে কেন?
:ভিলেন নায়িকাকে বিয়ে করতে চায়।
: ভিলেন নায়িকাকে বিয়ে করতে চায় কেন?
: নায়িকা দেখতে বেশ সুন্দর তো, তাই।
:নায়িকা দেখতে কেমন সুন্দর?
: মমমম, কেমন সুন্দর? পাশের বাড়ির কচি আন্টির মতো সুন্দর। পাতলি কমরিয়া, তিরছি নজরিয়া। ইয়াম ইয়াম।
: তাহলে নায়িকা ছুটছে কেন?
: সে তো ভিলেনকে বিয়ে করতে চায় না।
: সে ভিলেনকে বিয়ে করতে চায় না কেন?
: ভিলেনের গোঁফ আছে, তাই।
: ভিলেনের গোঁফ আছে কেন?
: মাথায় টাক যে? মাথায় চুল নেই বলে গোঁফ রেখেছে।
: মাথায় টাক কেন?
: ভিলেন যখন ছেলেবেলায় গোসল করতো, তখন ভিলেনের আম্মু ভিলেনের মাথায় শ্যাম্পু দিতে গেলে ভিলেন চেঁচাতো। মাথায় ঠিকমতো শ্যাম্পু করতে দিতো না। তাই টাক।
: চেঁচাতো কেন?
: ভিলেন যে! কোন ভালো কাজ তার পছন্দ নয়।
: তাহলে ভিলেন নায়িকার পেছন পেছন দৌড়াচ্ছে কেন?
: ভুঁড়ি আছে যে?
: ভুঁড়ি আছে কেন?
: ভিলেনদের ভুঁড়ি থাকতে হয়।
: ভুঁড়ি থাকতে হয় কেন?
: খাওয়াদাওয়া করে তো অনেক, তাই।
: খাওয়াদাওয়া করে কেন?
: না হলে নায়কের মার সহ্য করবে কিভাবে?
: নায়ক ভিলেনকে মারবে কেন?
: বা রে, নায়কের নায়িকার পেছনে ভিলেন দৌড়ালে নায়ক তাকে পেটাবে না?
: নায়ক তাহলে ভিলেনকে মারে না কেন?
: নায়ক তো বাড়িতে, ঘুমুচ্ছে।
: নায়ক ঘুমায় কেন?
: বা রে, নায়কের খাটনি আছে না? নায়িকার সাথে নাচতে হয়, ভিলেনের সাথে মারপিট করতে হয়, নায়িকার বাবার সাথে ঝগড়া করতে হয়। অনেক কাজ বেচারার। এতসব শেষ করে যদি একটু ঘুমাতে না পারে, তাহলে কিভাবে হবে?
: নায়িকার বাবার সাথে ঝগড়া করতে হয় কেন?
: নায়িকার বাবা চায় না নায়ক নায়িকার সাথে নাচুক।
: চায় না কেন?
: হিংসুটে একটা লোক তো, তাই।
: হিংসুটে কেন?
: নায়িকার বাবারা একটু হিংসুটেই হয়।
: তারপর কী হলো?
: নায়িকা ছুটতে লাগলো। ভিলেনও ছুটতে লাগলো পেছন পেছন।
: তারপর কী হলো?
: তারপর নায়িকা একটা পাহাড়ের কিনারায় গিয়ে পৌঁছালো। আর তার পেছনে ভিলেন। সামনে বিরাট খাদ।
: তারপর?
: ভিলেন বললো, মুহাহাহাহাহা! বলো সুন্দরী, কোন কমিউনিটি সেন্টারে তোমার বৌভাত হবে?
: নায়িকা কী বললো তখন?
: নায়িকা বললো, বাঁচাও, বাঁচাও!
: তারপর কী হলো?
: ভিলেন বললো, কেউ তোমাকে বাঁচাতে আসবে না নায়িকা! এখানে শুধু তুমি আর আমি! আর একটু পর আসবেন কাজী সাহেব আর আমার দুই সাক্ষী লালু আর ভুলু।
: কাজী সাহেব কে?
: কাজী সাহেব বিয়ে দেন।
: লালু আর ভুলু কে?
: ওরা দু'জন ভিলেনের সাগরেদ।
: ওরা আসবে কেন?
: ওরা সাক্ষী দিতে আসবে।
: সাক্ষী কী?
: মমমম। বিয়ে তো একা একা করা যায় না। লোকজনকে দেখিয়ে করতে হয়। যাদেরকে দেখিয়ে বিয়ে করতে হয়, তারাই সাক্ষী?
: তারপর কী হলো?
: নায়িকা পা হড়কে পড়ে গেলো।
: তারপর?
: ভিলেন লাফিয়ে গিয়ে নায়িকার হাত ধরে ফেললো।
: নায়িকা পড়ে গেলো নিচে?
: উঁহু। ভিলেন তো তার হাত ধরে আছে। আর নায়িকা ঝুলছে ভিলেনের হাত থেকে। নিচে খাদ। অনেক নিচে।
: পড়ে গেলে মরে যাবে?
: একদম।
: তারপর কী হলো?
: তারপর? নায়িকা আবার বললো, বাঁচাও বাঁচাও।
: ভিলেন কী বললো?
: ভিলেন বললো, মুহাহাহাহাহা!
: তারপর?
: তারপর নায়িকা বললো, ছেড়ে দে শয়তান!
...
[সমাপ্ত]
মন্তব্য
- প্রশ্নগুলা কর্ছে কে? তোর ভবিষ্যত বংশধর?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
জব্বর!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
বংশধরের নমুনা যদি এইরকম হয় তো হিমু ভাইয়ের কপালে খারাপি আছে
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
দোয়া করি হিমু ভাইয়ের যেন এমন কমপক্ষে দুটো বংশধর হয় !!! ফুটোস্কোপ কি বুঝায়া বলেন ভাইয়া এত কম ব্যাখ্যায় বুঝিনাই !
আমার মনে হয় এরকম রম্য করে বাংলাদেশের সিনেমা কে ব্যঙ্গ করে একটা সিনেমা করলে হিট হবে , অনেকটা ইংলিশ হরর সিনেমা গুলো ব্যঙ্গ করে scary movie যেমন করল।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
হুম্, নায়িকা তো তুমি আছই তাইনা !!! সিনেমার প্লটে যেহেতু নায়কের উল্লেখ নাই তাই এ নিয়ে পরে ভাবা যাবে, কিন্তু ভিলেনটা কে হতে যাচ্ছে ? হিমুভাই নাকি ?? পরিচালকেরই বা খবর কি ?? সচল প্রোডাকশন হাউজের সিনেমার তো বাজারদর খুব ভাল হবার কথা। কি বলেন আপনারা ??
ভাগ্যিস নায়িকার কথায় ভিলেনরা কান দেয় না!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
মুহাহাহাহাহা!
হিমু ভাই তাঁর উইটিনেস তাঁর বংশধরদের মাঝে বিস্তার করে যাবেন বোঝা যাচ্ছে।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
শেষের লাইন পড়ার পর হাসি থামতেছে না।
আপনি মিয়া মানুষ নাহ..
আবার লিখবো হয়তো কোন দিন
আমার ধারণা, হিমু একটা ইচ্ছা-গল্পের যন্ত্র। কোনো একটা শব্দ বা বাক্য অথবা টুকরো দৃশ্য কাঁচামাল হিসেবে ধরিয়ে দিলে গল্প হয়ে বেরিয়ে আসবে।
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
-----------------------------------------------
ছি ছি এত্তা জঞ্জাল!
একমত।
সচলের সবচেয়ে প্রতিভাবান যুবক।
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
- অচল ও কাউন্টেবল।
তবে ওর সামনে বইলেন না, ব্যাটা নাকি ফুইলা যাইতে পারে। মেম্বর সাবের এরকমই ধারনা!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে... বলেছেন মন্দ না। নিচে হিমু ভাইয়ের কমেন্টটা দেখছেন?
ওয়েবসাইট | ফেসবুক | ইমেইল
ভাই, এই সুপারলেটিভের যোগ্য আমি না। এই ধরনের মন্তব্য করে লজ্জায় না ফেলার জন্য অনুরোধ রইলো। তোমার এই মন্তব্যের সুযোগে গুলাবি চেয়ারম্যান আমাকে একটা বাম্বু দিয়ে গেলো !
হাঁটুপানির জলদস্যু
সেই রকম মজা হৈছে।
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
হিমু ভাই, জোস হইছে...
-ইনান
একেবারে তুরুপ, আপনি পারেনও ভাই!
এইবার এই প্রশ্নগুলা নিয়া আরেকটা গল্প দ্যান:
নায়িকারা কেন সবসময় ছেড়ে দিতে বলে? ওরা কি সবসময় ধরা থাকে? থাকলে, ধরা নায়িকা কড়া হয় কী করে? আর কেন সবসময় তারা খাদের কিনারে দাঁড়িয়ে থাকে? খাদের কিনারে নায়িকারা কী করতে যায়?
হাঁটাপথে আমরা এসেছি তোমার কিনারে। হে সভ্যতা! আমরা সাতভাই হাঁটার নীচে চোখ ফেলে ফেলে খুঁজতে এসেছি চম্পাকে। মাতৃকাচিহ্ন কপালে নিয়ে আমরা এসেছি এই বিপাকে_পরিণামে।
ছেড়ে দিতে বলার জন্যে নায়িকা আর টাইম পাইলোনা !!
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
ইহা একটা গল্প হইয়াছে। অত্যন্ত মধুর ও মুখরোচক গল্প। পড়িয়া মনে হইলো মুহাহাহাহা করিয়া হাসিয়া গগন বিদীর্ন করি।
-----------------------------------------------
সোনার স্বপ্নের সাধ পৃথিবীতে কবে আর ঝরে !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হাসি থামাতে পারছি না। বংশধরদের এই নমুনা...।
-নিরিবিলি
: তারপর নায়িকা বললো, ছেড়ে দে শয়তান! মন পাবি, কিন্তু দেহ পাবি না
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
কাট ডায়ালগ ভুল !!
ভিলেন কখনও মনের পিছনে ছুটেনা.
তারপর নায়িকা বললো, ছেড়ে দে শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না ।
তারপর ভিলেন বলে উঠলো,
ওটাই তো চাই সুন্দরি... হা হা হা...
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
সবাইকে ধন্যবাদ। আপনাদের দোয়ায় আমি যেন যত্রতত্র বংশধর ছড়িয়ে দিয়ে পৃথিবীটাকে ধনধান্যপুষ্পবসুন্ধরায় ছারেখার করে ছাড়তে পারি! গাঁও গাঁও মে বাচ্চালোগ যাতে আমার মতো হয়।
হাঁটুপানির জলদস্যু
পড়ে ভালো লাগলো। এই রকম স্লিম ফিগারের গল্প আপনার মতোন কয়েকজন সচলের নিতান্ত একার সম্পত্তি! সন্দেহ নাই।
___________________________
বুড়োরা সবাই সমস্বরে বললো, "নবজন্ম", আমি চাইলাম "একটা রিওয়াইন্ড বাটন"
বংশধরও তাইলে কচি আন্টিরে চেনে-
হা হা হা
হাসতে হাসতে গড়াগড়ি অবস্থা...
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আইডিয়াটা দারুণ... সত্যি আপনে পারেনও...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
গল্পের শ্রোতা এবং গল্পবলিয়ে দুজনেই দেখি পাশের বাড়ির কচি আন্টির ভক্ত!
হিমুর ব্যাপারে কী বলব? ধূসরের কথাই সই।
কি মাঝি? ডরাইলা?
কে জিগায় আর কে শোনে- এইটা খুঁজতে গিয়া মাঝখান থাইক্যা মজাটা হারাইলাম।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
নতুন মন্তব্য করুন