প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতার চরম পর্ব চলছে। ছয়টি দল প্রতিযোগিতা করছে, তার মধ্যে একটিতে আমি আর তানভীর ভাই আছি। তৃতীয় সদস্য মোসলেহ ভাইয়ের সাথে যোগাযোগ নেই আর। প্রতিপক্ষদের মধ্যে শক্ত হচ্ছে আইবিএ আর বুয়েটেরই আরেক দল।
আমরা প্রথম পুরস্কার জিততে পারিনি, সম্ভবত আমারই একরোখামির কারণে, নাকি ফেরদৌসুর রহমান বাপ্পি, যিনি প্রায় নিশ্চিতভাবেই ফাঁসিয়ে দিয়েছিলেন আমাদের? প্রশ্ন শেষ হবার আগেই উত্তর দেয়ার একটা স্বাভাবিক প্রবণতা তৈরি হয়েছিলো প্রতিযোগীদের মধ্যে, বাপ্পি ইনজাংশন দিলেন, এমনটা হলে তাঁর খাতায় টোকা প্রশ্নটিও আঁচ করতে হবে প্রতিযোগীদের। এমনই এক ভুল করে বসলাম ব্রায়ান অ্যাডামস এর এক অডিওভিজুয়াল রাউন্ডের প্রশ্নে। মরিয়া আমি সম্ভাব্য সাতটা প্রশ্ন করেছিলাম, উত্তরসহ। বাপ্পি রাজি হননি। তাঁর প্রশ্ন নাকি ছিলো, ব্রায়ান অ্যাডামস কোন দেশের আদম, সেটি! আমরা পিছিয়ে পড়লাম ভুল উত্তরের জন্যে, তারপর অনু ভাইয়ের দল হলো চ্যাম্পিয়ান, আইবিএ রানার্স আপ, আমরা তৃতীয়। রাগের মাথায় সুইচ ছিঁড়ে ছুঁড়ে মেরেছিলাম কার দিকে যেন, মনে নেই। তানভীর ভাই শান্ত করেছিলেন "ব্যাপার না" বলে।
তৃতীয় পুরস্কার দিয়ে আমার জীবনটা ছড়াছড়ি। তারপরও খুব মন খারাপ হয়েছিলো। অডিটোরিয়ামের বাইরে গিয়ে চিৎকার করে কাঁদতে ইচ্ছা হচ্ছিলো, বেরিয়ে দেখলাম আইবিএর তন্ময় ভাই গরুর মতো ডাক ছেড়ে কাঁদছেন। অমনি জুতার খেদ ঘুচিলো আমার।
পরবর্তীতে তানভীর ভাইয়ের সাথে দেখা হয়নি প্রায় সাত বছর। সচলায়তনে এসে আবার দেখা হলো। তিনি ভুলে যাননি আমাকে, মনে রেখেছেন। তানভীর ভাইকে দেখলে তাই আমার সেই ইগোর কচলাকচলিতে হেরে যাওয়া জীবনের শেষ জিকেসি-র কথা মনে হয়, আর কান্না পায়। বাপ্পি ভাইকে পরে সুযোগ পেলেই খুঁচিয়েছি এই প্রসঙ্গ তুলে, কিন্তু তাতে তো আর ক্ষতির পূরণ হবার নয়।
শুভ জন্মদিন কমরেড তানভীর। আমার সুদীর্ঘ কুইজিং জীবনে আপনি আর জারির মুহাম্মদ ফাদলুল্লাহই সেরা কুইজিং পার্টনার। ভালো থাকুন। ব্যানের রোষানলে পড়ে সচলায়তনের প্রথম অন্ধকার দিনে আপনার জন্যে রইলো অনেক অনেক শুভেচ্ছা।
মন্তব্য
শুভ জন্মদিন তানভীর ভাই। আপনার জন্য একটি আনন্দমুখর পরিবেশ দিতে পারছি না বলে খারাপ লাগছে।
তবু, যেখানেই আছেন, ভালো থাকুন।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তানভীর ভাই।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ্যাপি বার্থডে, তানভীর!
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
শুভ জন্মদিন তুফান তানভীর ভাই।
কি মাঝি? ডরাইলা?
কি ব্লগার? ডরাইলা?
- দুইটাই পেয়ারের হৈছে মেম্বর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
কোনটা বেশি পেয়ারের?
কি ব্লগার? ডরাইলা?
- যেইভাবে স্যালুট মারতাছে, হাঁটুতে আর জং ধরতে পারবো না। এইটাই মনেহয় বেশি পেয়ারের হৈছে!
বাই দ্য ওয়ে, হযু কমিশনারকে দেখা যায় লাইনে। তিনি কি আছেন নাকি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হযু লাইনে থাকে সারাক্ষণ .....
কি ব্লগার? ডরাইলা?
- নামের শেষে যারযার টাইটেল ব্যবহার করাটা একটা ভদ্রতা মেম্বর সাব।
হযু সারাক্ষণ লাইনে থাকে মানে কি? এইটা আবার কেমন কথা? বলতে হবে হযু কমিশনার!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
@ দ্রোহী
সিগনেচারটা অতি জব্বর হইসে।
আমার কাছে একখান ইমো আছে। অনেকটা এই টপিকেই। আপ্নেরে দেখাই:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
আপনার ইমোটাও দারুন।
কী ব্লগার? ডরাইলা?
- অনু ভাই মানে কি ডিবেটর অনু ভাইয়ের কথা বলছিস!
সে যাকগে, তানভীর ভাইকে তিন তিনটা শুকনো কাঁথাসহ জন্মদিনের শুভেচ্ছা।
বুড়িয়ে যান নি বড় ভাই। সচলায়তনের ওপর কালোঅচল থাবা পাশ কাটিয়ে প্রথম আলোর খবরটির মতো অনেক সুন্দরম হয়ে উঠুক আপনার দিনটি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ওনি আমার মিতা । আমিও একটা কাহিনী বলি।
বার্থডে বয় তখন সদ্য সচল। নাম নিয়েছিলেন তানভীর আই। আমার পেন নেইম আর রিয়েল নেমের সাথে দুটোই মিলে যাওয়াতে অনেকের ধারণা ছিলো থার্ড আই এবং তানভীর আই সম্ভবত একই ব্যক্তি। শুরু হলো আড্ডা ঘরে যুক্তি তর্ক গল্প...তানভীর ভাই আমার থার্ড আই এর সম্মানে নিজের নামের পাশে আই বাদ দিয়ে সেই থেকে তানভীর নামেই লেখা শুরু করলেন।
শুভ হোক আপনার জন্মদিন।
---------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
-------------------------------
স্বপ্নকে ছুঁতে চাই সৃষ্টির উল্লাসে
জন্মদিনে প্রদীপ্ত লাল শুভেচ্ছা
____________________________________
জন্মদিনের উপহার
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
শুভ জন্মদিন!
বদ্দা জনম দিনর শুভেইচ্ছা লন সিটাগঙ্গর ফোয়ার তুন...
বালা থাইক্কুন।
শুভ জন্মদিন তানভীর ভাই
তানভীর ভাই, জন্মদিন আসলেই আনন্দের। উৎসব না হলেও প্রলয় নিশ্চই হবে আজ। আমার এখানে স্টর্ম ওয়ার্নিং দিয়েছে। আর ইদানিং স্টর্ম ওয়ার্নিং দিলেই আাপনার কথাই আগে মনে পড়ে। আপনার জন্মদিনে তাই ঝড়ো শুভেচ্ছা।
শুভ জন্মদিন তানভীর । ভালো থাকুন ।
-------------------------------------
বালক জেনেছে কতোটা পথ গেলে ফেরার পথ নেই,
-ছিলো না কোন কালে;
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
শুভ জন্মদিন, তানভীর। ভালো থাকুন, সুস্থ থাকুন, সচল থাকুন।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শুভ জন্মদিন , তানভীর ভাই
---------------------------
থাকে শুধু অন্ধকার,মুখোমুখি বসিবার...
---------------------------------
বাঁইচ্যা আছি
শুভ জন্মদিন তানভীর ভাই।
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
আহ, সাত বছর আগের সেই সব দিন! মনে পড়লে যেমন ভালোও লাগে, তেমনি এখনো ফেরদৌস বাপ্পীর টুঁটি চেপে ধরতে ইচ্ছে করে। আজ সচলায়তনের এমন অন্ধকার দিনে সেইসাথে আরো অনেকেরই টুঁটি চেপে ধরা গেলে শান্তি লাগত!
জিকেসি নিয়ে হিমুর খারাপ লাগাটা স্বাভাবিক। বলতে গেলে হিমু প্রায় এককভাবেই আমাদের দলটাকে ফাইনালে টেনে তুলেছিল এবং ফাইনালে ‘ঝটপট’ বাপ্পী তার ছোট বাম হাত ঢুকানোর আগ পর্যন্ত হিমুর দুর্দান্ত পারফর্ম্যান্স অব্যহত ছিল। আজ সচলায়তনে হিমুর লেখা, গল্প পড়তে আমার খুব ভালো লাগে, একটা অন্যরকম অনুভূতি হয়। সাত বছর (২০০০ সালের ঘটনা, মানে আট বছর আগে হবে আসলে) আগে যখন ‘সচলায়তনের হিমু’কে কেউ চিনত না; তখন এই লম্বা চুলের, লিকলিকে, চশমা পড়া একটু ‘আঁতেল’ গোছের ছেলেটা আমাকে কী দারুণভাবেই না মুগ্ধ করেছিল।
ছোটবেলায় আমার জন্মদিন সবসময় রোজার মাসে পড়ত। তাই জন্মদিন ঘটা করে পালন করার কোন স্মৃতি আমার নেই। আর বুড়াকালে তো প্রশ্নই আসে না। তবে এখানে কাল এক পিচ্চির জন্মদিন। তার উসিলায় একটু আনন্দ-ফুর্তি হবে এই যা।
যারা শুভেচ্ছা জানিয়েছেন- হিমু, রেনেট, এস এম মাহবুব মোর্শেদ, সুবিনয় মুস্তফী, দ্রোহী, চিটাইংগা জামাই রাগিব (আসলে চিটাইংগা ফোয়াই), ধূসর গোধূলী (এই গরমে তিন তিনটা কাঁথা দিলেন?), মিতা থার্ড আই, জুলিয়ান সিদ্দিকী, স্নিগ্ধা, সিটাগঙ্গর ফোয়া জিফরান খালেদ (অনেও বালা থাইক্কুন), অনিকেত, প্রকৃতিপ্রেমিক (হা হা, সাবধানে থাইকেন), হাসান মোরশেদ, সন্ন্যাসীদা, স্বপ্নাহত, মুশফিকা মুমু- সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
তিনটা কাঁথাই রাইখা দেন বস। পরে কারো লাগলে আপনে দিয়া দিয়েন।
আইচ্ছা আপনে আর হিমু কি তাইলে এক দলেই ছিলেন?
এই কমেন্টটা তো এতক্ষণ খেয়াল করি নি! হ্যাঁ, এক দলেই ছিলাম, বুয়েট থেকে চারটা টিম ছিল। আমরা ছিলাম মনে হয় বুয়েট-৪ দলে।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
অনেক অনেক শুভেচ্ছা তানভীর ভাইয়ের জন্য।
আশাকরি প্রিয়জনদের সাথে কাটাচ্ছেন আজকের প্রতিটি সুন্দর মুহূর্ত। আন্তরিক শুভকামনা আপনার জন্য।
--------------------------------------------------------
ভূতোদা, প্রিয় মানুষ সব তো দেশে...এখানে একলা টোনাটুনি। ধন্যবাদ আপনাকে।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
দুর্দিনে শুভ জন্মদিন।
রাজাকার রাজা কার?
এক ভাগ তুমি আর তিন ভাগ আমার!
শুভ জন্মদিন।
দৃশা
শুভ জন্মদিন যদি সচলেরও শুভ দিন হয় তাহলে আরো ভাল হয় ...
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দম বন্ধ হওয়ার দিনেও বলতে চাই, শুভ জন্মদিন তানভীর ভাই
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন তানভীর ভাই । (আরে বাংলা দেখি লেখা যাচ্ছে!)
happy birthday
---------------------------------
জানিনা জানবোনা... কোন স্কেলে গাইছে কোকিল
গুনিনা আমি গুনিনা...কার গালে কটা আছে তিল
শুভ জন্মদিন তানভির ভাই। আগামী দিনগুলো শুভ হোক। শুভ হোক সচলের পথ চলাও।
----------------------------
সচল আছি, থাকবো সচল!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
শুভ জন্মদিন তানভীর ভাই। ভালো থাকুন।
(অফটপিক: যারা কুইজে অংশ নেয় তাদের আমি ডড়াই)
ইশতিয়াক রউফ, দৃশা, দিগন্ত, সবজান্তা, ইমরুল কায়েস, রায়হান আবীর, কীর্তিনাশা, ফারুক হাসান (আমিও ডরাই কুইজ মাস্টারদের -বাপ্পীঈঈঈ)- এই দুর্দিনেও কষ্ট করে শুভেচ্ছা জানানোর জন্য আপনাদের সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
একটু একটু করে আমাদের স্বাভাবিক লেখালিখি শুরু করা উচিৎ। নইলে তো সচলের এক্সেস বন্ধ করে দেয়ার উদ্দেশ্যই সফল হতে দেয়া হবে।
এই দম বন্ধ করা সময়ে তানভীর ভাইয়ের জন্মদিনের উপলক্ষটি বেশ স্বস্তিই দিচ্ছে। শুভ জন্মদিন তানভীর ভাই।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
ব্যান ব্যান করে এই পোস্টটা দেখিই নি এ বেলা।
শুভেচ্ছা রইল তানভীরের প্রতি।
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
শুভ জন্মদিন..
---------
অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা। (সুইস প্রবাদ)
------------
...অনেক সময় নীরবতা
বলে দেয় অনেক কথা...
শুভ জন্মদিন তানভীর ভাই
একসময় বিটিভিতে একটা সাধারণ জ্ঞানের অনুষ্ঠান হইতো বলুন দেখি নামে। উপস্থাপনা করতেন রাকিবুদ্দিন (বিতার্কিক) আর এর একটা খণ্ডাংশ উপস্থাপনা করতেন ফেরদৌস বাপ্পী... ঝটপট পর্ব। সেটা করেই মূলত তিনি পরিচিতি পান। ৯৪ কি ৯৫ সালে সেই অনুষ্ঠানে অংশ নিয়ে আমি দলগতভাবে একটা পর্বে চ্যাম্পিয়ন হইছিলাম।
বাপ্পী ভাইয়ের সাথে পরিচয় আমার তারো আগে... ময়মনসিংহে লিও ক্লাবের ক্যাম্প করতে গিয়া... যদিও সেই ক্যাম্পে আমার বেশি নজর ছিলো ফারিয়া লারা আর লাজিনা মুনার প্রতি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ফারিয়া লারা না সেই বৈমানিক মেয়েটা ছিল? লাজিনা মুনা এখন কই? আপনে তাগো পিছে ঘুরতেন! সেলিনা হোসেনকে সেদিন দেখলাম ডালাসে। আর বাপ্পীরে পাইলে একটা ছ্যাঁচা দিয়েন।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
নিঘাত তিথি, মুজিব মেহদী, শ্যাজা, নজরুল ইসলাম- সবাইকে অনেক অনেক আন্তরিক ধন্যবাদ।
= = = = = = = = = = =
ঊষার দুয়ারে হানি আঘাত
আমরা আনিব রাঙা প্রভাত
আমরা ঘুচাব তিমির রাত
বাধার বিন্ধ্যাচল।
শুভ জন্মদিন তানভীর ভাই ... হাসিখুশি থাকেন
................................................................................
objects in the rear view mirror may appear closer than they are ...
শুভ জন্মদিন!!! (২০১২)
জন্মদিনের শুভেচ্ছা জানবেন।
------------------------------------------------
প্রেমিক তুমি হবা?
(আগে) চিনতে শেখো কোনটা গাঁদা, কোনটা রক্তজবা।
(আর) ঠিক করে নাও চুম্বন না দ্রোহের কথা কবা।
তুমি প্রেমিক তবেই হবা।
নতুন মন্তব্য করুন