লোডশেডিঙের গান ০১

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২০/০৭/২০০৮ - ৪:৫২পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

লোডশেডিঙের মধ্যে দিয়ে আমরা যাঁরা বেড়ে উঠেছি, তাদের সাথে আগের বা পরের প্রজন্মের একটা পার্থক্য থেকেই যাবে। লোডশেডিং মানে গরম, লোডশেডিং মানে হাতপাখা খোঁজা, লোডশেডিং মানে হারিকেন জ্বালো, লোডশেডিং মানে মোমবাতি নিয়ে বাথরুমে যাও, লোড...লোডশেডিঙের মধ্যে দিয়ে আমরা যাঁরা বেড়ে উঠেছি, তাদের সাথে আগের বা পরের প্রজন্মের একটা পার্থক্য থেকেই যাবে। লোডশেডিং মানে গরম, লোডশেডিং মানে হাতপাখা খোঁজা, লোডশেডিং মানে হারিকেন জ্বালো, লোডশেডিং মানে মোমবাতি নিয়ে বাথরুমে যাও, লোডশেডিং মানে চার্জারের আলো দেখে জড়ো হওয়া পোকার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে ঘর ছেড়ে হাঁটতে বেরোও, লোডশেডিং মানে হারমোনিয়াম বাজিয়ে সবাই মিলে গান, লোডশেডিং মানে গান শুনে পড়শিরাও এসে মাদুর পেতে বসে পড়েছে, লোডশেডিং মানে এই অন্ধকারের মধ্যেই চা বানিয়ে নিয়ে আসছে কেউ, সাথে মুড়িমাখা। লোডশেডিং বড় বন্ধু আমার। যাকে হারিয়েছি এই প্রবাসে এসে। যার সঙ্গে হারিয়েছি এই ওপরে যা যা বললাম, সবকিছু।

গত কয়েকদিন সচলায়তনের এই দুর্বিপাকে মন মেজাজ খুব খারাপ। এদিকে পরীক্ষা সামনে। কিছু ভাল্লাগছে না। একটা গান নিয়ে অনেকদিন গুঁতাগুঁতি করছিলাম, আজ রেকর্ড করলাম সর্দিবসা গলা নিয়ে। আমি সাধারণত যেসব গান লিখি সেগুলি সুবিধার না একদমই, অনেকেই বাসায় হেডফোন ছাড়া শুনতে গিয়ে কেলেঙ্কারিতে পড়েছেন, তবে আজকেরটা তেমন কিছু নয়।

আমি গান লিখি মনে মনে, সুর করি গীটার বাজাতে বাজাতে। এমন আহামরি কিছু হয়নি, কিন্তু সচলের জন্যে তুলে দিলাম। দেশে আমার কিছু গান শোনানোর বন্ধু ছিলেন, যাঁদের সাথে কথোপকথনের একটা অংশ ছিলো এই লোডশেডিঙের গানগুলি। যোগাযোগ নেই এখন কারো সাথেই। আমার এই গানগুলি সেই লোডশেডিঙের সময় ফোনের অন্যপ্রান্তের সুহাসিনীদের জন্যে।

পুনশ্চে যোগ করি, গতকাল সচলের অতিথি রাশেদকে বেশ কঠোর ঝাড়ি দিয়েছিলাম। পরে মন খারাপ হলো এ-ই ভেবে, উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপালাম। বৎস্য রাশেদ, দুঃখিত, ঝাড়িটা তোমার প্রাপ্য ছিলো না কিছুতেই। মন খারাপ করো না। সময়টা খারাপ যাচ্ছে আমাদের সবার জন্যেই।



দ্বিতীয় সংস্করণটা ধ্রুব হাসানের সহযোগিতায় কিছুটা বুলন্দ করা হয়েছে। প্রথমটায় টাইফয়েড রোগীর মতো চিঁচিঁ আওয়াজ শোনাচ্ছিলো।


মন্তব্য

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অডিও এটাচ করতে গিয়ে অতিরিক্ত একটা পোস্ট প্রকাশিত হয়ে যায়। সেটা সরিয়ে দিলাম "নিজ ব্লগে"। সরাতে গিয়ে নাম টাম দিতে হল। http://www.sachalayatan.com/node/16977

এ ওটা পাওয়া যাবে।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেনেট এর ছবি

চমতকার লাগল হিমু ভাই চলুক
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

তৈলাক্ত

দেঁতো হাসি

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেনেট এর ছবি

তাইলে কি কৈতে কন? ভাল লাগে নাই গান, দূরে গিয়া মরেন? চিন্তিত
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

এই জালেম সমাজের কথায় কান দিও না রেনেট। তোমার প্রথম প্রতিক্রিয়া ঠিকাছে হো হো হো!


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ওই ব্যাটা অডাসিটি দিয়ে এমপ্লিফাই কর। এমনিতে গান শুনলেই মনে হচ্ছে ঘুমায়ে পড়ে যাচ্ছিস। তার উপর কিছুই শোনা যায় না।

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

হিমু এর ছবি

আমার ঘুম হয় নাই দুইদিন। তাছাড়া একটু মাল খাইসিলাম। মুরগি দিয়া ভাত খাইলাম বহুদিন পর। সব মিলাইয়া একটা বেনেফিট অফ ডাউট আমারে দেতেই হবে দেতেই হবে।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- মুরগী খাইছস দেইখাই মুরগীর মতোন চিঁচিঁ করতাছস। গরু খা ব্যাটা। গতরে জেহাদী জোশ আইবো নে। একেবারে ষাঁড়ের মতো চিল্লাইয়া গাইতে পারবি।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

আইডিয়াটা মন্দ না। গরুর গোস্ত খাইলেই মনে নানারকম তাগুতি চিন্তা আসে দোস্ত। ডর্টমুন্ডের লাভ প্যারেডে কী হয় কানে কানে জানা।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- আমি যাই নাই কোনো সময়। আগে বার্লিনে হৈতো, গত বছর থাইকা ভেন্যু চেইঞ্জ কইরা ডর্টমুন্ড আনছে।
কী আর হৈবো। মাথার তালু পর্যন্ত মদ খাইয়া রাস্তায় উদোম নৃত্য করার ছাড়া তো এগো কোনো ফেস্টই হয় না!

ইয়া হাবিবি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ধুসর গোধূলি এর ছবি

- ঐ শালা, খাস নাই নাকি গত এক সপ্তায় কিছু!
ফুল সাউন্ড দিয়াও কানে কিছু মালুম হয় না। লাইভ শোনাইস অমুকদিন।

ভালো কথা। লাভ প্যারেডে যাবি নাকি ডর্টমুন্ডে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

কান পরিষ্কার কর। কানকাঠি পাওয়া যায়, কিন্না লইস। রেনেট ঠিকই শুনসে, ওর তো কোন সমস্যা হইলো না। তোর স্পীকার রসমান বা শ্লেকারে গিয়া ফালাইয়া দিয়া আয়।


হাঁটুপানির জলদস্যু

অয়ন এর ছবি

হায় লাভ প্যারেড। সারাজীবন বুঝি ক্লিপ আর স্টিলই দেখে যেতে হবে মন খারাপ

ধ্রুব হাসান এর ছবি

আপনার গলাটা আসলেই দারুনরে ভাই চলুক .
তবে যে সফট্‌টে এডিট করেন একটু ট্রিভল বা গেইনটা বাড়িয়ে দিলে আরেকটু আরাম করে শোনা যেত।

খারাপ সময় তাহলে বেশ কাজের, যদি এরম কয়েকখান গান বের হয় চোখ টিপি

হিমু এর ছবি

ধন্যবাদ ভাই। আমি দেশে থাকতে অ্যাডোব অডিশন এর চোরাই সংস্করণ ব্যবহার করতাম। এইখানে সেইটা দুষ্প্রাপ্য, অ্যাকাউস্টিকা মিক্সক্রাফট বহু আগে নামিয়ে বার্ন করেছিলাম, সেটা দিয়ে ঠ্যাকার কাজ চালাই।

নিখরচায় ভালো কোন এডিটিং সফটওয়্যার আপনার খোঁজে জানা থাকলে জানাবেন প্লিজ।


হাঁটুপানির জলদস্যু

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

অডাসিটি ইউজ কর: http://audacity.sourceforge.net/

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ধুসর গোধূলি এর ছবি
দ্রোহী এর ছবি
ধ্রুব হাসান এর ছবি

অডিশন আমার কাছে আছে, তবে আপনারে দিমু কি করে বলেন? (প্রিমিয়ার সি এস বা প্রো-ও আছে)। পাঠানোর কোন বুদ্ধি থাকলে বলেন, কালকে পাঠায়া দিমুনে।

ধুসর গোধূলি এর ছবি
ধ্রুব হাসান এর ছবি

হা হা হা হা হা হো হো হো হো হো হো
কোনটা সিদ্ধি না বান্ধবী না ম্যাজিক মাশরুম?

আলমগীর এর ছবি

হিমু ভাই
সফটওয়ারের চেয়ে বেশী জরুরী হলো ভাল মাইক্রোফোন, আর মিক্সার। একটা ভাল মিকের বহুৎ দাম।

আমার কাছে কণ্ঠ ভাল লাগছে, গিটারটা একটু লাউড হতে পারত।

হিমু এর ছবি

তা তো বটেই! আমার মাইক হেডফোনের সাথে জোড়া লাগানো নিতান্ত মামুলি জিনিস, আর ল্যাপির সাউন্ডকার্ডও টেনেটুনে কাজ চালানোর মতো।

যন্ত্রপাতির ব্যাপারে দেখি কী করা যায়।


হাঁটুপানির জলদস্যু

রেনেট এর ছবি

আমিও কৈলাম পরথম শুনতে পারি নাইক্কা। কিন্তু আমার ল্যাপটপের সাউন্ড এম্নিতেই খারাপ। শেষে হেডফোন লাগাইয়া একটা গতি হইল।
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

গানটা শুইনা ঘুমায়া পড়েন নাই?

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

রেনেট এর ছবি

নাহ...মাত্র ১০ ঘন্টা ঘুম দিয়া উঠলাম দেঁতো হাসি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ধ্রুব হাসান এর ছবি

মুর্শেদ ভাই আপনার টেষ্ট খারাপ বইলা সবারটাই একরকম হবে এমনতো কথা নাই, কি কন? (আবার মাইন্ড খাইয়েন না কইলাম)।

দ্রোহী এর ছবি

বেশি জুইতের হয় নাই। মানে বলতে চাইতেছি "জন আব্রাহামের দুদুর" মত হয় নাই।


কী ব্লগার? ডরাইলা?

সুমন চৌধুরী এর ছবি
প্রকৃতিপ্রেমিক এর ছবি

আমি সাধারণত গান টান বেশী শুনিনা। আমার গানের দৌড় হলো শুনতে শুনতে ভালো লাগা পর্যন্ত। তাই আমার মন্তব্যকে তেমন গুরুত্ব দেয়া ঠিক হবেনা।

ক্লিক করার পরে ডাউনলোড করতে বলল। করলাম। মিডিয়া প্লেয়ারে চালানোর সাথে সাথে আমি ভেবেছিলাম চিকন গলার কোন গান শুরু হবে। শুরু হলো ভারী গলার কবিতার মত গান। কী জানি, সেজন্যই মনে হয় ভাল লাগল। এরকম গান মাঝে মাঝে হলে তো ভালোই হয়। ধূসর আপনিও ছাড়েন, শুনি সব গুনীদের কর্মকান্ড।

হিমু এর ছবি

আমি জানতাম আপনি লোকটা ভালো। এই জালেম পাপীদের মতো নন! আপনাকে এক কাপ চা বানায় খাওয়ানো দরকার।


হাঁটুপানির জলদস্যু

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍হিমু-ধুগোর যুগলবন্দী চাই হাসি

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
মৌমাছির জীবন কি মধুর?

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

সুজন চৌধুরী এর ছবি
ইমরুল কায়েস এর ছবি

গানটা গাওয়ার আগে একবার ঘুমায়ে নিলে ভাল হত না !
কেউ একজন অপেক্ষা করে

সবজান্তা এর ছবি

ডাউনলোড করতেছি। এই ফাঁকে জানতে চাই, ইয়ে, জন আব্রাহামের দুদুটা কই পাওয়া যাবে ?


অলমিতি বিস্তারেণ

এস এম মাহবুব মুর্শেদ এর ছবি

ইন্ডিয়ায়

====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির

ফাহা এর ছবি

এমনিতে গান শুনলেই মনে হচ্ছে ঘুমায়ে পড়ে যাচ্ছি

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

ইয়ে, কোন গানের ইস্কুলের সামনে দিয়া না যাইতেন!

____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

মাঝ রাতের বর্ষণ এর ছবি

লেখা মুগ্ধ ছিলাম এতোদিন ধরে, এবার গলা মুগ্ধ হলাম ! (তেলের দাম এরেক্টু বাড়াইয়া দিসি কি ? দেঁতো হাসি )

সৌন্দর্য্যে কাতর হয়ে পরার পরপরই হতাশ হয়ে পরি, তাঁর নশ্বরতায় ...

হিমু এর ছবি

একদম! তবে বাঁশ তেল সব জায়েজ। যখন যেইটা খুশি দিয়ে যাবেন।


হাঁটুপানির জলদস্যু

ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত, আমি কইলাম তোমার দোস্ত মানুষ। একটা বঁশে হৈবো না। পুরা বাঁশঝাড় দেওনের অধিকার দিতে হৈবো কইলাম আমারে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

শেখ জলিল এর ছবি

অনেক আশা নিয়ে ক্লিক করলাম লোডশেডিং-এর গান শুনবো বলে..কিন্তু চোরাই পথ বলে কি?
Windows Media Player cannot play the file. The file is either corrupt or the Player does not support the format you are trying to play.

তবে গানের বর্ণনাটা বেশ।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

সৌরভ এর ছবি

সবাই দেখি গান না শুইনাই মন্তব্য করসে।

গান শুনলাম। মন্টা উদাস হইয়া গেলো। ধুরমিয়া, আপনে একটা...
(কী যে কমু, মনে হয় কওয়া উচিত, প্রতিভার ডিব্বা)

কী খায়া বড় হইসিলেন, কন তো।


আবার লিখবো হয়তো কোন দিন

সুমন চৌধুরী এর ছবি

জনাব্রাহার্মেদুদু শুন্তে চাই



ঈশ্বরাসিদ্ধে:

ভূঁতের বাচ্চা এর ছবি

হিমু ভাইয়ের দোস্তরা দেখি সমানে পঁচাইতেছে ভাইয়াকে, ব্যাপারটা কিন্তু ঠিকনা ভাইয়ারা। হিমু ভাই হইতেছেন শখের গায়ক, গীটারের সাথে গানটা মনে ভালই ধরছে আমার। এখানে বলা বাহুল্য আমি গান তেমন বুঝিনা, হিমু দাদার জন্য আমার পরামর্শ হল আরেকটু চর্চা চালিয়ে যান ভাইয়া। আপনার গলায় এটা আমার প্রথম শোনা গান, বেশ ভাল লাগছে। গলায় কিন্তু আপনার সুর আছে তবে আরেকটু সাধনা চাই। ঐদিকে সন্ন্যাসীদা ধুগো-হিমুদা ডুয়েট চেয়ে গেলেন। ডুয়েট করতে চাইলে তো ললনা ছাড়া চলেনা তাইনা !! অদূর ভবিষ্যতে কোনও ললনার সাথে গাওয়া হিমুদার ডুয়েট আশা করতেই পারি। তবে ধুগোদার কথা ঠিক বলা যাচ্ছেনা। চেপে ধরতে হবে আরকি। যেমনই গাও ধুগোদা তোমার নিস্তার নাই গান না দেওয়া পর্যন্ত।

--------------------------------------------------------

ধুসর গোধূলি এর ছবি

- তেলের লগে লগে এইবার ঘিয়ে'র দামও চড়বো মনে হৈতাছে।
মাখাও পাবলিক, আরো বেশী কইরে মাখাও!
রাধার রিকোয়ারমেন্ট নাকি নয় মণ আছিলো, তবে এতো অল্পতে ধুগো নাচবে না। দেঁতো হাসি
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

ভূঁতের বাচ্চা এর ছবি

তাহলে তো আংগুল বাঁকা করতেই হচ্ছে ধুগোদা। আপনাকে নাচাবার ২ নম্বর তড়িকাও আমাদের জানা আছে। এই দুর্মূল্যের বাজারে ঘি দিয়ে নাচাবার সাধ্য ও সামর্থ্য কোনোটাই নাই আমাদের।হেঃ হেঃ হেঃ। তাই আপনার শুভাকাঙ্খী হিসেবেই বলছি ভালয় ভালয় দিয়ে দিন।

--------------------------------------------------------

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।