ফুটোস্কোপিক গল্প হচ্ছে ফুটোস্কোপ দিয়ে দেখা গল্প। সামান্যই দেখা যায়।
...
ঈশ্বর তখন বললেন, "হও!"
অমনি সবকিছুর সৃষ্টি হয়ে গ্যালো।
ঈশ্বর সন্তুষ্টমনে একটা আপেল চিবাতে চিবাতে অন্য কাজে চলে গেলেন।
তারপর বহু বছর কেটে গেলো। পৃথিবীতে টেকটোনিক প্লেটেরা অনেকবার জায়গা বদল করলো, বহু তাগড়া তাগড়া প্রজাতি বিবর্তিত হয়ে চুনোপুঁটিতে পরিণত হলো, বহু নগণ্য স্তন্যপায়ী প্রাণী ফুলেফেঁপে দু'পায়ে ভর দিয়ে হাঁটা শুরু করলো।
তারপর আরও বহু বছর কাটলো। ক্যালেন্ডারে তখন ২০০৮ খ্রিষ্টাব্দ। শেষমেশ এক স্বর্গদূত এসে কাঁচুমাচু হয়ে বললো, "স্যার, একটু দেখবেন?"
ঈশ্বর আপেলটা নামিয়ে রেখে বললেন, "কই, দেখি?"
তিনি সব দেখলেন। দেখে একেবারে চুপ মেরে গেলেন।
স্বর্গদূত বললো, "কিছু বলবেন না স্যার?"
ঈশ্বর তখন বললেন, "ধুরো, বাল!"
...
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
LOL
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
হিমু ভাই জবাব নাই!!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
হা হা হা...........
জিনিয়াস কমু না ফাউল কমু বুঝতে পারি না মাঝে মাঝে!!!
কী ব্লগার? ডরাইলা?
চিহ্নটা ঠিক হইছে তো? অন্য জায়গা থেকে ধার করে এনে দিছি।।
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দুর্দান্ত! লা-জওয়াব!
_________________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
গড়াগড়ি কীভাবে দিবো, সেইটা চিন্তা করতেসি।
আবার লিখবো হয়তো কোন দিন
হা হা হা মজার =)
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
সবাইকে আমার কইলজাচিপড়ানো ভালোবাসাসহ ধন্যবাদ!
হাঁটুপানির জলদস্যু
ক্ল্যাসিক।
নতুন মন্তব্য করুন