অভিমানী হাসানকে সচলে অনেকেই চেনেন না। অনেকে কি ভুলেও গিয়েছি তাকে?
সচলে দীর্ঘদিন ধরে নীরব হাসানের ব্লগিঙের বড় ভক্ত ছিলাম আমি। তার ছোট ছোট দিনপঞ্জিগুলো এখনও খুব মিস করি। কাজের ব্যস্ততায় সচলে হাসান চোখ রাখতে পারে কি না জানি না। কিন্তু তাকে শুকনা কাঁথার শুভেচ্ছা জানাতে সমস্যা কোথায়?
শুভ জন্মদিন রুনাম্যান! ভালো থাকো।
মন্তব্য
শুভ জন্মদিন
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমার তো এনারে মনে পড়তেসে না... যাই এনার লিখা পড়ে আসি...
শুভ হোক দিন!
ইনি কি নামে লিখতেন ? উনার লেখা দেখছি কি না মন পড়ে না
যাই হোক, দেখি বা না দেখি, শুভ জন্মদিন
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন হাসান!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
হ, রুনাম্যান মিসিং অনেকদিন ধইরা।
আবার লিখবো হয়তো কোন দিন
শুভ জন্মদিন হাসান।
খুব মিস করি এই ছেলেটাকে।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি দিলাম ভিজা কাঁথার শুভেচ্ছা
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
শুভ জন্মদিন
শুভ জন্মদিন
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
শুভ জন্মদিন
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
শুভ জন্মদিন রুনাম্যান!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
হ্যাপি বাড্ডে!!!
- আছিলো, একটা ভালো পোলা আছিলো। এখন বড় হৈয়া গেছে। শুনছিলাম দ্যাশে গিয়া গলায় ফাঁসির দড়ি পইড়া আসছে। হালারে এত্তো কইরা রিকুয়েস্ট করলাম, হালায় হুনলো না। রুনারে আমার গলার দড়ি বানানোর অনেক চেষ্টাতদবীর করছিলো। কিন্তু সফলকাম হয় নাই। আমি লুঙ্গি হাঁটুর উপরে তুইলা কাচাইয়া দৌড় দিছি।
হাসু মিয়া, ফিরে আসেন। কতো দিন একলগে চা-পানবিড়ি-সিকারেট খাই না!
আপনেরে জন্মদিনের শুভেচ্ছার লগে আপনে পুলারেও শুভেচ্ছা ইন-এ্যাডভান্স। (তালিয়া)
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
শুভ জন্মদিন
হ্যাপি বাড্ডে, হাসান।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
পাকিস্তানিদের আমি অবিশ্বাস করি, যখন তারা গোলাপ নিয়ে আসে, তখনও। - হুমায়ুন আজাদ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হ্যাপী বাড্ডে।
**********************
কাঁশ বনের বাঘ
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
শুভ জন্মদিন হাসান ভাই,
ফিরে আসুন আমাদের মাঝে !
--------------------------------------------------------
শুভ জন্মদিন হাসান। নিজে হাসুন আমাদেরও হাসান।
কী ব্লগার? ডরাইলা?
শুভ জন্মদিন।
_____________________________________
বিষন্নতা ছোঁয় আমায় মাঝে মাঝেই, কখনো কি ছোঁয় না তোমায়?
শুভ জন্মদিন।
যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!
শুভ জন্মদিন, হাসান!
===============================
তোমার সঞ্চয় দিনান্তে নিশান্তে পথে ফেলে যেতে হয়
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
শুভ জন্মদিন।
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
শুভ শুভ।
শুভদিন
শুভ জন্মদিন।
শুভ জন্মদিন, হাসান
শুভ জন্মদিন
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
হাসানরে না দেইখ্যা বড়মোমবাত্তি সহ জন্মদিনের শুভেচ্ছা।
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
জন্মদিনের শুভেচ্ছা।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই ছেলেটা গেলো কই? এতোজনের শুভেচ্ছা কি তার চোখে পড়বেনা?
শুভ জন্মদিন হাসান ।
-------------------------------------
"শিয়রের কাছে কেনো এতো নীল জল? "
-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।
অনেকদিন দেখিনা আপনাকে। জন্মদিনের অনেক শুভেচ্ছা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
শুভ জন্মদিন!
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
জন্মদিনের শুভেচ্ছা জানাই।
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
শুভ জন্মদিন হাসান ভাই
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
শুভ জন্মদিন...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
শুভেচ্ছা।
কিন্তু হাসানের লেখাপত্র কোথায় পাব? তাঁর ব্লগের লিংকটা দিতেন যদি।
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া
... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী
আমরা সব হাসু দেখি একজায়গায়! শুভজন্মদিন অজানা ভাইজান'কে
নতুন মন্তব্য করুন