বাংলা উইকিপিডিয়ায় জীবনানন্দ দাশ সংযুক্তি পড়ে জানলাম, তিনি ১৯৫৪ সালে মৃত্যুবরণ করেছেন।
কপিরাইট সম্পর্কে আমার ধারণা শতভাগ স্পষ্ট নয়, তবে যতদূর জানি, তাঁর মৃত্যুর পঞ্চাশ বছর অতিক্রান্ত হবার পর কপিরাইটের মেয়াদও অতিক্রান্ত হয়।
আমার এ ধারণা সত্যি হয়ে থাকলে জীবনানন্দের কবিতাসমগ্রের ইলেকট্রনিক সংস্করণ ব্যবহার করা বৈধ বলে স্বীকৃত হবে।
যদি তা-ই হয়, কারো কাছে কি পিডিএফ সংস্করণটি আছে? থাকলে যদি আমাকে পাঠান, উপকৃত ও কৃতজ্ঞ বোধ করবো।
ধন্যবাদ।
মন্তব্য
ব্যাপার কি ভায়া সবাই দেখি একসাথে জীবনানন্দের কবিতা পড়ার জন্য উন্মুখ হয়েছি। আমি ভাবছি দেশ থেকে আনাবো (যদি কারো হাতে আনানো যায়)।
রেফারেন্সের জন্যে রবীন্দ্র-জীবনানন্দ রচনাসমগ্রই আসলে হাতের কাছে পেলে খুশি হই। আমি ই-বুকের খুব একটা ভক্ত নই, কিন্তু রচনাসমগ্রের কলেবর এমন যে দেশ থেকে আনানো এক বিরাট হ্যাপা। বাধ্য হয়েই এই অসংস্কৃত অনুরোধ করছি আর কি।
হাঁটুপানির জলদস্যু
এই লিংকটায় জীবনানন্দ দাসের কিছু কবিতার pdf version আছে। চেষ্টা করে দেখতে পারেন।
http://www.boshonto.com/forum/printthread.php?tid=2463
এটি একটা ফোরাম, তাই মান খুব সুবিধের না!
একটা কবিতার শিরোনামে মারাত্মক ভুল আছে।
'আকাশলীনা'-র পরিবর্তে উল্লেখ করা হয়েছে আকাশনীলা.
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
উইকিসংকলন লিংক দেয়ার জন্য রাগিব ভাইকে ধন্যবাদ।
আমিও তো জানতাম কপিরাইট ৫০ বছর। রবীন্দ্রনাথের মৃত্যুর পঞ্চাশ বছর পুর্তি উপলক্ষে এ নিয়ে বেশ লেখালেখিও হয়েছিলো পত্র পত্রিকায়। এখন জানলাম যে ৬০ বছর। আসলেই ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
হিমু ভাই আমি আপনার লেখার একজন ভক্ত, আপনার লেখার অপেক্ষায় থাকি......
আপনি এই লিঙ্ক এ ২২ টা কবিতা পাবেন
আমি বেশ খোঁজ করেছি এই জিনিস, পাই নি।
আপনি পেলে দয়া করে আওয়াজ দিয়েন...
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
নতুন মন্তব্য করুন