দোষ দেবো না। "হকি-মম" সারাহ প্যালিনকে দেখে আমিই উত্তেজিত বোধ করি। মহিলা স্টুপিড হলেও দেখতে বেশ উষ্ণ, তাই কিছুক্ষণ পর নড়েচড়ে বসতে হয়।
বিশ্ববিদ্যালয় জীবনের শুরুর দিকে একবার এক বন্ধুর সাথে তর্ক হচ্ছিলো, মানুষের ব্রেইনস অ্যাগেইনস্ট লুকস কার্ভ নিয়ে। আমার বক্তব্য ছিলো ব্রেইনস মাল্টিপ্লায়েড বাই লুকস ইকুয়ালস টু আ কনস্ট্যান্ট, হাইপারবোলিক একটা কার্ভ পাওয়া যাবে প্লট করলে, ঠিক যেমন বয়েল-ম্যারিয়ট ল, কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের চাপ আর আয়তনের গুণফল একটি ধ্রুব সংখ্যা।
অর্থাৎ, মাগজিক X শারীরিক = ধ্রুবক
ছবিতে কার্ভটি দেখুন। শারীরিক আবেদনের সাথে তাল মিলিয়ে মাগজিক আবেদন কমছে।
বন্ধুটি তর্ক করছিলো যে এর মধ্যে যে কোন একটি ভ্যারিয়েবলের মাথায় একটি ঘাত বসাতে হবে, এবং এই ঘাতের ওপর ভিত্তি করে মানুষের শ্রেণীবিভাগ করা যাবে। ধরা যাক বন্ধুটির নাম চুদির্ভাই, এবং তার নামের আদ্যাক্ষর অনুসারেই সেই এক্সপোনেন্টকে C দিয়ে ভূষিত করা হবে, এক্ষেত্রে,
মাগজিকC X শারীরিক = ধ্রুবক
ওর ক্ষেত্রে তিনজন ভিন্ন মানুষের জন্যে তিনটি ভিন্ন কার্ভ, যেখানে তিনটি কার্ভের জন্য C এর মান যথাক্রমে ১, ১.২৫ এবং ১.৫।
যাই হোক, যা বলতে চাইছিলাম, আমাদের দু'জনের বক্তব্যই কমবেশি এক ছিলো, বন্ধুটির ক্ষেত্রে নুয়্যান্স একটু বেশি যোগ করা হয়েছিলো, এ-ই যা। আমরা দু'জনই বলতে চেয়েছিলাম, সুরৎ ও জিসম খোলতাই হলে আকল কমতে বাধ্য। পাশাপাশি আক্কেলের বাম্পারফলন হলে চেহারাও বিদঘুটে হতে বাধ্য। জলজ্যান্ত সব উদাহরণ সামনে, স্টিফেন হকিংকে দেখুন, ডারউইনকে দেখুন, জর্জ বার্নার্ড শ'কে দেখুন, আমাকে আর আমার বন্ধুটিকে দেখুন! পাশাপাশি দাঁড় করান মেরিলিন মনরোকে। সালমান শাহকে। জিনা লোলোব্রিজিদাকে।
কার্ভফিটিং নিয়ে আমাদের তেমন সমস্যা হয়নি। কিছু ব্যতিক্রম থাকবেই, যারা একই সাথে দেখতে দারুণ এবং বুদ্ধিও বাহারী, তারা নিতান্তই চ-বর্গীয় প্রাণী। তাদের হিসাবে না ধরলেও চলে।
তো যা বলছিলাম, শুধু তত্ত্ব কপচালেই হবে না, তত্ত্বের প্রয়োগও তো চাই। সারাহ প্যালিনের ঘটনা পড়ে মনে পড়ে গেলো সেই ব্রেইনস ভার্সাস লুকস কার্ভের কথা। মহিলা দেখতে গরম হলেও মাথা ফাঁকা। বিভিন্ন ইন্টারভিউ দেখে মনে হয়েছে বিল মার এর কথাই সত্যি, ম্যাকেইন-প্যালিন জুটি হচ্ছে দ্য ম্যাভেরিক অ্যান্ড দ্য মিল্ফ।
আসিফ জার্দারি সারাহ প্যালিনকে দেখে রীতিমতো ক্ষেপে উঠেছে। নিউ ইয়র্কে প্যালিনের সাথে সম্প্রতি সাক্ষাতের পর সে আর নিজেকে সামলে রাখতে পারছে না। জার্দারির আক্ষরিক মন্তব্যগুলি এমনঃ
“You are even more gorgeous in life...”
“Now I know why the whole of America is crazy about you”
এক ফোটোগ্রাফার যখন দু'জনকে দ্বিতীয়বারের মতো করমর্দন করতে বলেন ছবির খাতিরে, জার্দারি সহাস্যে জানায়,
“If he is insisting, I might hug ...”
ব্লগার আলতাফ খান জানাচ্ছেন,
পাংশু মুখে নিজের স্ত্রীর হত্যাকান্ডের ব্যাপারে তীব্র শোক জ্ঞাপনের পরপরই জার্দারি ভাইসপ্রেসিডেন্টের পদে রিপাবলিকান প্রার্থী ও আলাস্কার সুন্দরী সারাহ প্যালিনের সাথে সাক্ষাৎ করেন, এবং পর পর দুইবার তাঁর চোখ-ধাঁধানো রূপের প্রশংসা করেন।
শাকির লাখানি ভাবছেন, জার্দারির এই আচরণ ইসলামসম্মত নয়১,
আমি ভেবে পাই না, একটি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট কিভাবে একজন অনাত্মীয়া মহিলাকে জাবড়ে ধরার কথা ভাবতে পারেন। কিন্তু জার্দারি এমনকি এ-ও বলেছেন যে তাঁর এইড জোরাজুরি করলে তিনি তাঁকে (প্যালিনকে) জড়িয়ে ধরবেন, যেখানে এইড তাঁকে (জার্দারিকে) কেবল করমর্দনের কথা বলেছেন ...।
আদনান সিদ্দিকী জানাচ্ছেন,
গতকাল সারাহ প্যালিনের সাথে সাক্ষাতের সময় তিনি তার আবেগ নিয়ন্ত্রণ করতে পারেননি এবং সবক'টা দাঁত বার করে দেখিয়েছেন (নিশ্চিত নই সেগুলি খাঁটি কি না, কারণ শোনা যায় জেলে থাকার সময় সেগুলোকে উপড়ে ফেলা হয়েছিলো) ...।
...
পুরো সাক্ষাতের সময় জার্দারিকে স্ত্রীর ব্যাপারে কোন শোকপ্রকাশ করতে দেখা যায়নি, যেমনটা তিনি পাকিস্তানের প্রতিটি প্রেস কনফারেন্সে করে থাকেন। ...
ইউটিউবের কল্যাণে ভিডিওটা দেখতে পাবেন এখানেই।
জার্দারির জন্যে সদুপদেশ দেয়া যেতে পারতো। এরপর এরকম হট ক্যান্ডিডেটদের সাথে সাক্ষাতের আগে আলি সাহাব যেন খাল্লাস হয়ে যান। মাথায় মাল নিয়ে ডিপ্লোম্যাসি না করাই ভালো।
আর রিপাবলিকানরা এখন গর্ব করে বলতে পারবে, "লুক অ্যাট হার, শি ইজন্ট ইন দ্য অফিস ইয়েট, অ্যান্ড অলরেডি শি ইজ মেকিং থিংস হার্ড ফর দ্যা প্যাকিস্টানিজ!"
মন্তব্য
সবাই উত্তেজিত।
ছবিটা আরেকটু বড় হলে জার্দারির দাত কয়টা গোণা যাইত।
- শ্রীমতি প্যালিনের সাথে ঈদ মুবারাক (ওবামা বারাক না কিন্তু) করতাম চাই!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই গাধীর সাম্প্রতিক ব্লান্ডার
এবং তার কমেডী
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
এইটা কী দিলেন ভাই, হাসতে হাসতে ভাত হজম হয়ে গেল।
()
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
প্যালিনকে দেখে আমার ছাগুর কথা মনে পড়ে। যুক্তিহীন, অর্থহীন বকরবকর বকরবকর করে যেতে পারে ক্রমাগত।
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
কে জানে, জিআরই পরীক্ষায় পাস করলে হয়তো নেক্সট টাইম ছাগুই ম্যাকেইনের রানিং মেট হবে!
যাই হোক, ছাগু প্রসঙ্গ পুঁতে ফেললাম মাটির নিচে!
হাঁটুপানির জলদস্যু
hah hah hah............. হাসতে হাসতে পেটটা ফেটে যাচ্ছে হিমু ভাই!
সিন রে ভাই। সিন।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আমিও একটা হাগ দিতে যামু চিন্তা কর্তাছি
-----------------------------------------------------
We cannot change the cards we are dealt, just how we play the hand.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
ভদ্রমহিলা দেখি VOGUE ম্যাগাজিনেরও মডেল হয়েছেন। সাধে কি আর পাকিস্তানিদের জন্য 'Things are Becoming Harder " !!
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
প্যালিন এর সবগুলো ভিডিও ফুটেজকে জোড়া দিয়ে ঈদে একটা অনুষ্ঠান দেখানি যায় এটিএন বাংলায় ।
জার্দারিকে দোষ দেই না, এমন কোন অপ্রত্যাশিত কিছু তো আর করেনি সে! আফটার অল, হি ইজ আ পাকিস্তানী! ওদের তো যে কোন মেয়ে দেখলেই মাথা খারাপ হয়ে যায়, তার উপর এ তো আবার 'হকি-মম'!
বাকি বিশ্লেষণ আর 'শেষ প্যারা' পড়ে খুব একচোট হাসলাম
এক্কেরে গড়াগড়ি দিয়া হাসি
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
আমি সুন্দরীদেরকে ভালোবাসতে ভালোবাসি।
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
ছাগাতুন্নেসা
লাইন ছাড়া চলেনা রেলগাড়ি
লাইন ছাড়া চলেনা রেলগাড়ি
উই আর সরি, দিস ভিডিও ইজ নো লংগার অ্যাভেইল্যাবল
জনাব মুর্শেদের ইউটিউব বাংগালরে হাইকোর্ট দেখাইলো !
তয় প্রথমে দুশ্চিন্তা বিষয় হলো, যুবতি মেয়েকে বাদ দিয়ে মেয়ের মার দিকে চাইলে যার গা উষ্ণ হয়ে উঠে, তার লুকস কার্ভ থিওরী কতোটা মাগজিক এবং কতোটা শারীরিক, সে প্রশ্নে না গিয়েও বলা যায় সে যুবকের ভবিষ্যৎ এক্কেবারে গেছে !
তবে থিওরীটা মনে ধরেছে। কেননা আমার মতো ভাকাট্টা ছুরৎধারীদের পক্ষে বলেছে। এখন এই থিওরী অনুযায়ী লেখক সাহেবের চেহারা দেখার ইচ্ছা জাগ্রত হইছে।...কেমনে দেখি ? সূত্রের সত্যতা যাচাই করতে হবে না !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এখানে জো বাইডেন আর সারা প্যালিনের একটা তুলনামূলক সাক্ষাৎকার আছে।
Watch CBS Videos Online
হাঁটুপানির জলদস্যু
____________________________________
যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো,
তুমি কি তাদের ক্ষমা করিয়াছ, তুমি কি বেসেছ ভালো?
নতুন মন্তব্য করুন