রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।
ইয়ের সাথে আমার অনেক ইয়েই ছিলো আগে
ইয়ের জন্য হঠাৎ মনে ইয়ের ইচ্ছে জাগে
তা-ই তো করি ইয়ে
ইয়ের পাশে গিয়ে
ইয়ের মাঝেই ইয়ে রেখে থাকতে ভালো লাগে!
পুনশ্চঃ আগেও অন্যত্র প্রকাশিত। তবে বহু আগে।
মন্তব্য
yeah, yeah, yeah...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
হিমু ভাইরে, ফাণ্টূস হইছে ইয়ে আর টিয়ে।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি
------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !
হিমু তোমার শিঙালো
প্রত্যাশাকেও ডিঙালো!
এত্তো ভালো ছড়া অন্যেরা লিখে ফেললে তো ভাই খবর আছে অধম ছড়াকারের!
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
এখন থেকে মারবো কষে
এমন ছড়ায় পেডাল
রিটন ভাইয়ের কমেন্টখানা
ছড়ায় সোনার মেডাল !
হাঁটুপানির জলদস্যু
সেরম ইয়ে হইছে।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ইয়ে মানে, লেখাটা সেইরম ইয়ে, মানে, ওই তো, বুঝছেন তো, ইয়ে হইছে!
ইয়ে , আমি কিন্তু কিছুই বুঝি নাই ।
খুবই ইয়ে টাইপ ছড়া
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ইয়ে তোর বাড়ি কোথা ইয়ে রে...
রোজ দেখি সচলে
লিখে যাস সবলে
ইয়ে তোর বিয়ে কবে ইয়ে রে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
মন্তব্যে বিপ্লব।
খাইছে ! সচলে ইয়ে সবাই কি ইয়েতে মানে ভাইরাস ইয়েতে আক্রান্ত হয়ে গেলো !
এমোন পঞ্চপদী ইয়ে আইতে থাকলে রিটন ভাইয়ের দুঃশ্চিন্তা তো সহি !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
খেক খেক!! সেই রকম।
=============================
তু লাল পাহাড়ীর দেশে যা!
রাঙ্গা মাটির দেশে যা!
ইতাক তুরে মানাইছে না গ!
ইক্কেবারে মানাইসে না গ!
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
ইয়ে মানে ইয়ে...
ইয়ের কাছেই গিয়ে এবার
হিমু ভাইয়ের বিয়ে।
---------------------------------
বিষণ্ণতা, তোমার হাতটা একটু ধরি?
---------------------------------
বাঁইচ্যা আছি
সে-ইয়ে রকম হইছে। কবিতাটা পইড়া একটা ভিডিওর কথা মনে পইরা গেল।
http://www.youtube.com/watch?v=xwDfqSyMrLs
ভাল না লাগার কোনই কারণ নাই
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
হা হা ... এটা অনেক আগে দেখেছিলাম। সেই রকম একটা ভিডিও।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ইয়ে ভাই ইয়ে রে
সেইখানে গিয়ে রে
একঝাঁক টিয়ে রে
ভাজা হলো ঘিয়ে রে।
ইয়ে মানে অ্যাহেম অ্যাহেম,
ইয়ে ইয়ে ইয়ে
*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মাথাধরার ভালো ট্যাবেলেট।
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
____________________________
বন্ধুত্ব মানেই তুমি বিচ্ছেদের চুক্তি মেনে নিলে
[আবু হাসান শাহরিয়ার]
ক্লাসিক হইছে! সোনার মেডালটা আপনের গলায় লম্বা লম্বা ইয়ে দিয়ে বেঁধে দিলাম!
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সেইরম ইয়ে হইছে...
ইয়ে নিয়ে কি এ সব বিয়ে নিয়ে কেন নয়
বিয়ে করে ইয়ে করো ইয়ে দিয়ে যেন হয়
নতুন মন্তব্য করুন