শিঙালো ছড়া ০৯

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১০/১০/২০০৮ - ৬:৫০অপরাহ্ন)
ক্যাটেগরি:

রীতিমতো বড়দের ছড়া। শ্লীলবায়ুগ্রস্তদের পাঠ নিষেধ। সংসারে এক সন্ন্যাসীর "কামরাঙা ছড়া" সিরিজ দিয়ে বহুলাংশে অনুপ্রাণিত। শিরোনামে আংরেজি HORNY কথাটার বাংলা অনুবাদের দুশ্চেষ্টা করা হয়েছে।

shingalo

পেরেমপতরো ১.

পাহাড়ের চুড়া করে দেবো গুঁড়া
তুমি যদি বলো শুধু
মুখ ফুটে তুমি চাইলে দোয়াবো
ডাইনোসরের দুদু।

পেরেমপতরো ২.

প্রেমিক আসিয়া এমন কামড়
দিলো প্রেমিকার গায়
বলি, প্রেমিক আসিয়া এমন কামড়
দিলো প্রেমিকার গায়
ডেটল ফেটল আসিলো না কাজে ...
সেপটিক হয়া যায়।



পুনশ্চঃ বহু আগে অন্যত্র প্রকাশিত।


মন্তব্য

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

কামড়টা কই দিছিলো?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রণদীপম বসু এর ছবি

আরে খাইছেরে ! হেতি তো দেখি ভয়ঙ্কর পেরেমিকের পাল্লায় পইচ্ছে !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

জুলিয়ান সিদ্দিকী এর ছবি

সত্যনাশ! সেপটিক হইলে উপায় কি? কাইট্যা বাদ দেওন ছাড়া তো পথ দেখি না! দেঁতো হাসি
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।

___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!

ভূঁতের বাচ্চা এর ছবি

চরম মজা পাইছি !!!

--------------------------------------------------------

খেকশিয়াল এর ছবি

তুমি চাইলে দোয়াবো
ডাইনোসরের দুদু

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সাকিব এর ছবি

বস দারুন লেখছেন...

ডাইনোসরের দুদু এটা মনে হলেই হাসি থামাতে পারছি না...

মুজিব মেহদী এর ছবি

এখন কী হবে উপায়?
................................................................
তোমার হাতে রয়েছি যেটুকু আমি, আমার পকেটে আমি আছি যতটা, একদিন মনে হবে এটুকুই আমি, বাকি কিছু আমি নই আমার করুণ ছায়া

... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ... ...
কচুরিপানার নিচে জেগে থাকে ক্রন্দনশীলা সব নদী

টিকটিকির ল্যাজ এর ছবি

দ্বিতীয়টা ছড়াটা পুরাই উড়ন্ত হইছে! দেঁতো হাসি

কামরুল হাসান এর ছবি

দ্বিতীয়টা পুরা পাঙ্খা হইছে।

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

যত্ন করে কামড়ানোর এই নমুনা? অ্যাঁ

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
Life is what happens to you
While you're busy making other plans...
- JOHN LENNON
(আজ তাঁর বয়স হতো ৬৮)

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

ধুসর গোধূলি এর ছবি

- প্রেমিকারে এই প্রেমপত্র লেখলে হিমুর মতোই জীবন সাহারা হয়ে রবে! - এইটা শ্রদ্ধেয় ধুগো মহাদেবের গ্যারান্টী।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

অভ্রনীল এর ছবি

পরথমখান উড়ন্ত আর পরেরখান দুরন্ত!! "ডাইনোসরের দুদু" পরথম বারের মত শুনলাম মনে কয়...

যাউগ্যা... কেউ এই পত্র দিয়া টেরাই মারলে জায়গায় থেইক্যা আওয়াজ দিয়েন... ফলাফল সম্পর্কে জানতে এই নাদান বড়ই উদ্গ্রীব...
_________________________________
| নাদানের ছোট্ট জগৎ |
auto

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

যত্ন করে কামড়ায় নাই। ঐজন্য সেপ্টিক হয়ে গেছে ।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।