কার্টুনিস্ট নাই ক্যানো?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০৬/০৬/২০০৭ - ১১:৫২অপরাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যার ইনে অনেকদিন ব্লগালাম। তার আগেও অনেকদিন ব্লগিয়েছি। কিন্তু কোন কার্টুনিস্ট ব্লগার পেলাম না। এত রাজনৈতিক ডামাডোলের মধ্যেও কোন পলিটিক্যাল কার্টুনিস্ট বেরিয়ে এলো না ব্লগে। এ বড় দুঃখজনক। সচলায়তনে কার্টুন চাই।

মন্তব্য

হযবরল এর ছবি
এইরকম কার্টুন দরকার।
সুমন চৌধুরী এর ছবি
আনোয়ার সাদাত শিমুল এর ছবি
হো হো
এস এম মাহবুব মুর্শেদ এর ছবি
দেখি পেইন্টব্রাশে গুতায়ইয়া কিছু করা যায় কিনা‍!
আরিফ জেবতিক এর ছবি
কী বোর্ড দিয়ে ঝট করে লেখা যায়,কিন্তু কার্টুন আগে আকতে হবে,তারপর স্ক্যান...বড়ো হ্যাপা।
সৌরভ এর ছবি
একটা সবুজ এলিয়েন নাক খুঁটছে? ------ooo0------ এই আমি যদি জেগে উঠি অন্য কোন সময়ে অথবা অন্য কোন পৃথিবীতে ,তবে কি পারতাম আমি অন্য একজন হয়ে উঠতে ?

আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি
উঁহু! রীতিমতো পলিটিক্যাল কার্টুন দরকার।
উৎস এর ছবি
হিমু, কেমন হয় কার্টুনের একটা অটোজেনারেটর বানাতে পারলে?
হযবরল এর ছবি
রাজনৈতিক কার্টুন চাই ? হুম। আমার বেরাদরকে বলতে হয় দেখি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।