প্রথম আলোতে এই আর্টিকেলটা পড়ে চোখ ভিজে উঠলো।
ছিয়াশি বছর বয়সে এসে একজন বৃদ্ধ, যিনি জমিজিরাত সব হারিয়েছেন, সন্তানদের কাছ থেকে পেয়েছেন নির্বিকার তাচ্ছিল্য, উপায়ান্তর না দেখে ভিক্ষায় নেমেছিলেন পথে, সেই পথে আবার কোন ছায়া নেই। এর কাছ থেকে ওর কাছ থেকে তালের আঁটি চেয়েচিন্তে এনে পথের দুই পাশে তালগাছ বুনে গেছেন গত কুড়ি বছর ধরে। এখনও তাঁর হাতে ভিক্ষার ঝুলি।
সেই তালগাছের ছায়ায় তাঁরই ভিক্ষাদাতারা আঁচ থেকে বাঁচে হয়তো। সেই তাল অন্যে খায়ও দেদারসে। গহের আলী গা করেন না। কোন প্রত্যাশাও নেই তাঁর গাছগুলির কাছ থেকে। তিনি এক নির্বিকার সাধুর মতো তাঁর সকল শূন্য করে শুধু গাছ বুনে চলছেন। গাছের ফল পর্যন্ত তিনি খান না। তাঁর দুধ-মাখা ভাত কেবলই কাকে খায়।
মানুষটির বয়স এখন ১০৬। তিনি এখনো ভিক্ষা করতে বাধ্য হন।
চোখের পানি মুছতে মুছতে লিখছি এই লেখাটা। এই লোকগুলির জন্য দেশটা টিকে আছে। আর আমরা শালা চুতমারানিরা এদের ঘাড় ভেঙে খাই চলি ফুটানগিরি চোদাই। এঁদের কিছুই হয় না জীবনে। এঁদের পেট খালি থাকে, বুক খালি থাকে, পিঠ ভরা থাকে আমাদের চাপানো বোঝায়।
শেইম অন আজ।
মন্তব্য
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
দীর্ঘশ্বাস
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
পড়ে গলা ধরে গেল। এদের কদর থাকেনা, এরা কদর চায়ওনা। এদের মত মানুষের জন্যই হয়তো বিধাতা আমাদের এখনো টিকিয়ে রেখেছেন।
শ্রদ্ধা।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
দীর্ঘশ্বাস!
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
অবিশ্বাস্য।
আরেকটি শ্রদ্ধাজাগানিয়া সংবাদ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শ্রদ্ধা এবং ক্ষমা প্রার্থনা সেই বৃদ্ধের কাছে
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
আপনারা কি আমার ওপরে রাগ করবেন জাতি নিয়ে কথা তুললে? আমরা বাঙালি, আমরা বড় ইমোশনাল জাতি, বড় অনুভূতিপ্রবণ জাতি এসব কথাই তো সবসময় বলা হয় আমাদের নিয়ে, বা আমরাই বলি আমাদেরকে নিয়ে... কিন্তু আমি আশপাশে এমন সব নিষ্ঠুরতা, অবজ্ঞা, অপমান, বঞ্চনা এবং আরো অনেক কিছুর দৃশ্য দেখি, এবং কখনো কখনো শুনি, যা শুনে মনে হয়, আমরা ব্যাসিকেলি একটা খবিশ প্রজাতি ছাড়া কিছুই না... পরিবারের বাইরের মানুষের কথা দূরে থাক, পরিবারের ভেতরের মানুষের প্রতিই এমন সব আচরণ করা হয়, তাতে মনে হতে পারে আমরা এখনো নিয়াণ্ডার্থাল মানুষ, গাছের কোটরে পাহাড়ের গুহায় থাকি, আর খাবারের অভাব হলে নিজেদের ভেতরের মানুষকে কেটে খাই...
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়!
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
সহমত @ মৃদুল আহমেদ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
প্রথম আলোকে ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা তুলে ধরার জন্য। লেখা পড়ে আমারো চোখে জল এসে গেছিল .
হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল।
পথের দেবতা প্রসন্ন হাসিয়া বলেন, মূর্খ বালক, পথ তো আমার শেষ হয়নি তোমাদের গ্রামের বাঁশের বনে । পথ আমার চলে গেছে সামনে, সামনে, শুধুই সামনে...।
দূর্নীতি বিষয়ক লেখার পাশাপাশি এরকম বিষয়গুলো সংবাদপত্রে প্রচার পেলে সেটা মানুষকে উদ্বুদ্ধ করবে এবং সার্বিকভাবে ভাল হবে। প্রথম আলোর এই প্রয়াসকে ধন্যবাদ।
বৃদ্ধের জন্য ভেজা চোখে শ্রদ্ধা।
_____________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সকালে প্রথম আলোতে আর্টিকেলটা পড়ারপরে চোখে যেন কি হলো ...
আর ভাবলাম ...কি করলাম জীবনে...
~
বাকহারা হয়ে গেলাম লেখাটা পড়ে।
আর কিছু বলতেও লজ্জা করছে।
--------------------------------------------------------
আম্রা শালা চুতমারানিরা আসলেই কতো মানুষের ঘামে আর শ্রমে বাইঁচা আছি, কে জানে।
আবার লিখবো হয়তো কোন দিন
আর্টিকেলটা পড়েই আরেক আমেরিকান হিরোর কথা মনে পড়ে গেল। সামনে সময় পেলে এই ব্যাপারে পুরো পোস্ট দেব মনে হয়। আপাতত এইটুকুই জনি আপেলসিডের গল্প
http://en.wikipedia.org/wiki/John_appleseed
কিছু মানুষ কেন এত ভাল হয়
আমরা শুধু উপলব্ধি করার কথা বলি।
তারপরেও করার মতো করা হয়ে ওঠে না তেমন করে কখনোই।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
শালার জীবনের অর্ধেকের বেশি পেরিয়ে এলাম । একটা গাছও লাগানো হলো না কারো জন্য ।
ধিক্কার ।নিজেকেই ।
কিছু বলার নাই আসলে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি বরং বিস্মিত এই ভেবে যে, বৃদ্ধের তেমন কোনো চাওয়া নেই লুন্ঠিত পৈতৃক জমি ছাড়া! সেই দখলদার শকূনদের বোধোদয় ২০বছরেও হলো না! এ লজ্জা কি তাদের স্পর্শ করবে?
____________________________________
ব্যাকুল প্রত্যাশা উর্ধমুখী; হয়তো বা কেটে যাবে মেঘ।
দূর হবে শকুনের ছাঁয়া। কাটাবে আঁধার আমাদের ঘোলা চোখ
আলোকের উদ্ভাসনে; হবে পুন: পল্লবীত বিশুষ্ক বৃক্ষের ডাল।
___________________________
লাইগ্যা থাকিস, ছাড়িস না!
আমার এক বড় ভাই একটা ক্লাস এইটের পুলারে পড়াইত। উনার কাছে শুনছিলাম, একদিন ইংলিশ মিডাম এর ওই পুলার নাকি মন খ্রাপ কারণ,উনার ড্যাডি উনারে "নিউ খার" দেয়ার কথা ছিল লাস্ট বাড্ডে তে। কুনো কারণে পায় নাই।
তোরাই থাক এইদেশে। আমরা আর ক্যাডা! আমরা তো মানুষ না, দুইবেলা খাওয়ার জন্য যে বয়োজ্যেষ্ঠ মানুষটি আমাদের কাছে হাত পাতেন, "মাফ কর" কিংবা ছেঁড়া দুটাকা দিয়েই অনেক বড় দায়িত্ব পালন করেছি বলে ভাবি।
*******************************
আমার শরীর জুড়ে বৃষ্টি নামে, অভিমানের নদীর তীরে
শুধু তোমায় বলতে ভালবাসি, আমি বারেবার আসব ফিরে
এটাকেই ম নে হই ইংরেজিতে বলে Larger than Life
নতুন মন্তব্য করুন