সিনেমা দেখার ফুরসত আমার এখন একেবারেই নেই। স্তুপীকৃত কাজের বোঝা ঘাড়ে নিয়ে তারপরও বহুদিন পর দেখলাম ২০০৬ সালের সিনেমা, দ্য ফল।
সিনেমাটি সম্পূর্ণই ফ্যান্টাসিনির্ভর, চোখ বুঁজেই একে আমার প্রিয় চলচ্চিত্র দন হুয়ান দি মার্কো কিংবা অ্যাডভেঞ্চারস অব ব্যারন মুনশাউজেনের গোত্রে ফেলে দেয়া যায়। তারপরও মুগ্ধ হয়েছি দুর্দান্ত সিনেমাটোগ্রাফি, অভিনয়, সংলাপ আর শব্দকৌশলে।
সিনেমার গোটা কাহিনী বলে দর্শকের মজা আগাম নষ্টের বদভ্যাস আমার নেই, মোটের ওপর কাঠামোটা এমন, লস এঞ্জেলসের একটি খৃষ্টীয় হাসপাতালে আলেক্সান্দ্রিয়া নামে ছোট্ট একটি মেয়ে চিকিৎসাধীন, তার হাত ভেঙে গেছে কমলা পাড়তে গিয়ে। হাসপাতালের অন্য ওয়ার্ডে চিকিৎসাধীন স্টান্টম্যান রয়। কাহিনী মৌন চলচ্চিত্রযুগের। ছোট্ট আলেক্সান্দ্রিয়া ঘুরে বেড়ায় গোটা হাসপাতাল জুড়ে, কখনো নার্সদের চিরকুট ছুঁড়ে মারে, পাদ্রীকে ছুঁড়ে মারে কমলা, বরফের গাড়িতে গিয়ে বরফ চেটে দেখে। ঘুরতে ঘুরতেই একদিন তার সাথে রয়ের পরিচয় হয়। স্টান্টবাজি করতে গিয়ে রয়ের পা মারাত্মকভাবে ভেঙে গেছে, সে পঙ্গু। আলেক্সান্দ্রিয়ার সাথে ভাব জমাতে গিয়ে রয় শুরু করে এক বিচিত্র গল্প। সে গল্পের মোড় ঘোরে আলেক্সান্দ্রিয়া আর রয়ের নিজেদের জীবনের কাহিনীর ধাক্কায়, কখনো বা আলেক্সান্দ্রিয়ার আব্দারে কাহিনী আমূল পাল্টে যায়, কখনো আলেক্সান্দ্রিয়া নিজেই জোর করে ঢুকে পড়ে রয়ের গল্পের চরিত্র হয়ে। আপাতত এইটুকু বলেই থামি, বাকিটা দ্রষ্টব্য হয়ে থাকুক।
তারসেম সিং এর পরিচালনায় রুমানিয়ান শিশু কাতিনকা উন্তারু দুর্দান্ত অভিনয় করেছে আলেক্সান্দ্রিয়ার ভূমিকায়। গোটা সিনেমাতে সংলাপ আর শব্দকৌশল দেখে আমি মুগ্ধ। হাস্যরসাত্মক উপাদানগুলি সূক্ষ্মভাবে ছড়ানো, যেমন চার্লস ডারউইন সেখানে এক অ্যাকশন ফিগার, তার পোষা বাঁদরের নাম আবার ওয়ালেস (নিওডারউইনিয়ানদের চটবার পূর্ণ অধিকার আছে)! গোটা ছবিতে রঙের ব্যবহার দেখে বাকরুদ্ধ না হয়ে উপায় নেই। যাকে বলে টিয়ারজ্যাকার, সেরকম একটা সিনেমা হবার পথে সামান্য মোড় নিতে দেখা গেছে একে, ভয় পাচ্ছি, বলিউডের চামুন্ডারা একে নকল করে মা-খালা-কাঁদানো কোন বস্তাপঁচা সিনেমা পয়দা করে কি না।
মন্তব্য
দারুন কাহিনী মনে হইতাছে ! দেখতেই হইব !
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
ইন্টারেস্টিং মনে হচ্ছে সিনেমাটা। আইএমডিবি রেটিংও বেশ ভাল (যদিও রেটিং দেখে কখনো সিনেমা দেখি না)। কিছু স্ক্রীনশট দেখলাম। ফাটাফাটি রকম সুন্দর! টরেন্ট খুঁজে বের করে, মাত্র ডাউনলোড করতে দিলাম।
যুদ্ধাপরাধীদের বিচার চাই
মৌন চলচ্চিত্রযুগের কাহিনী বলতে কি বুঝালেন, একটু ভেঙে বলবেন?
আলোচ্য অংশটুকু আপনার মন্তব্য থেকে খপি করা হয়েছে। আমার মুনেহয় লেখক এখানে নির্বাক ছবির যুগের খতা বোঝাতে চেয়েছেন। যখন আখার ইঙ্গিতে সব বোঝানো হতো কুনো খতা হইতো না। হিমু ভাই, আমি ঠিখ খইছি না?
জি অয়।
হাঁটুপানির জলদস্যু
সেটা তো ভাই আমিও বুঝসিলাম। জানার ছিল, মৌন চলচ্চিত্রযুগের সাথে "দ্য ফল"-এর কাহিনীর সম্পৃক্ততা কোথায়। মানে, বৈশিষ্ট্যগুলো জানার ইচ্ছা ছিল।
ভুলও হতে পারে, তবে আমার ধারণা- হয়ত এই ছবিটার সিনেমাটোগ্রাফী এতটাই হৃদয়গ্রাহী (হিমু ভাইও লিখেছেন সেটা) যে, সে কারণেই তুলনা করা হয়েছে একে মৌন চলচ্চিত্রযুগের কাহিনীর সাথে (অনেকটা "এভরি পিকচার টেলস আ স্টোরি"-র মাধ্যমে যেটা বোঝা যায়)...
যুদ্ধাপরাধীদের বিচার চাই
সিনেমাটার কাহিনী মৌন চলচ্চিত্রযুগের। রয় নির্বাক সিনেমার স্টান্টম্যান।
দেখি নাই। দেখার ইচ্ছে হচ্ছে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে
হুম...... ইন্টারেষ্টিং মনে হচ্ছে । দেখতে হবে ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
আমারো এখন সিনেমা দেখার ফুরসত্ নাই... কবে যে হবে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আগ্রহীদের জন্যে ভিডিও এমবেড করে দিলাম।
হাঁটুপানির জলদস্যু
প্রিয় ক্রিটিক রজার ইবার্ট এই মুভি সম্পর্কে বলেছেন,
দেখতেই হবে। যদিও রটেন টম্যাটোস রেটিং কম: ৫৯%। এ পর্যন্ত অনেক সিনেমাই দেখলাম রটেন টম্যাটোসে বেশী সুবিধা করতে পারেনি কিন্তু রজার ইবার্ট একেবারে চারের মধ্যে চার দিয়ে বসে আছেন। সেই সিনেমাগুলো অধিকাংশ সময়ই আমার খুব ভাল লাগে।
ডিরেক্টর "তারসেম সিং" তো দেখি ইন্ডিয়ান।
@রনি ভাই, ডাউনলোড করে রেখে দিয়েন। রায়হানের মারফতে আপনার কাছ থেকেই আমি জোগাড় করব।
— বিদ্যাকল্পদ্রুম
কালকের মধ্যেই নেমে যাবে আশা করি। সমস্যা নাই, আমি রায়হানের মাধ্যমে তোমার কাছে পাঠায়া দিবনে।
যুদ্ধাপরাধীদের বিচার চাই
"দ্য ফল" দেখি নাই! তবে "দ্য ফল গাই" দেখতাম খুব। শুরুতে যখন নাম দেখাতো তখন ইয়ে পরা নায়িকাকে দেখে পুরো ইয়ে অবস্থা ......
কী ব্লগার? ডরাইলা?
দেখতে হবে ছবিটা। সুন্দর মনে হচ্ছে।
- দ্য ফল ছবিটা ইয়ে করতে হবে সময় করে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আচ্ছা ফেসবুকের বাংলা কী হবে ?
মুখ-গ্রন্থ, না কি গ্রন্থ-মুখ ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
দেখলাম। অদ্ভুত সুন্দর একটা মুভি! হিমুভাইকে ধন্যবাদ মুভিটার সম্পর্কে বলার জন্য।
------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
নতুন মন্তব্য করুন