২০০৯ এ সবাইকে জানাই শুভাশিস। এই বছরটি হাসি আর আনন্দে পূর্ণ হয়ে থাকুক আপনাদের জীবনে। প্রেমহীনদের জীবনে দাম্পত্য দুর্দশার আড়ালে গোপন প্রেম আসুক, প্রেমপূর্ণদের জীবনে বয়ে আসুক দাম্পত্য দুর্দশার ঝঞ্ঝাবাত। নিঃসন্তানদের কোল আলো করে গন্ডায় গন্ডায় বাচ্চা হোক। কোষ্ঠকাঠিন্যের রোগীর মুখে ফুটুক ত্যাগের মহিমাসিঞ্চিত হাসি। জানুয়ারি থেকে ডিসেম্বর মারামারি-কাড়াকাড়ি-হুড়াহুড়িতে প্রতিপক্ষকে ঘায়েল করে সবাই বিজয়ী হোন। সকলের ঘর সুন্দরী পড়শিনীর পদচারণায় মুখর হয়ে উঠুক। আর কাজের ফাঁকে সচলের উইন্ডোটি ওপেন করা থাকুক কম্পিউটারে।
প্রীতি-প্রেম-পরকীয়ায় জর্জরিত হয়ে কাটান সারাটি বছর, এ-ই অধমের কামনা।
মন্তব্য
বুঝতে পারছি বছরটা হিমুর জন্য হয়তো সুখকর হবে না, সেটা আগাম টের পেয়েই এমন শুভাশিস (!)
আর কাজের ফাঁকে সচলের উইন্ডোটি ওপেন করা থাকুক কম্পিউটারে।
এইটুকু ছাড়া বাকি শুভ (!) কামনা গুলো দরকার নাই, এমনিতেই অনেক ঝামেলায় আছি
হ্যাপি নিউ ইয়ার....
.............................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
নতুন এক বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে শুরু হোক নতুন একটি বছর। আমরা স্বপ্ন দেখতে ভালবাসি। স্বপ্নই আমাদের বাঁচিয়ে রাখে।
সবাইকে স্বপ্নিল শুভেচ্ছা।
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
গন্ডায় গন্ডায় .... এট্টু বেশি হইয়া গেল না ...
পোস্টে ।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।
সচলের সবাইকে জানাই - HAPPY NEW YEAR!!
আর হিমু ভাই বছর জুড়ে সুখে থাক
বিয়ে করে বউয়ের সাথে
এক গন্ডা বাচ্চা ফ্রি পাক!!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- আংরেজী নতুন বছরের পয়লা লগ্নে তোর জন্য ইসবগুলের ভুষির শুভেচ্ছা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই না হইলে হিমু ভাই !!! আবারও চমেৎকার লেখা।
আপনাকেও নতুন বছরের শুভকামনা জানাই।
আফসোস, আমার কোন সুন্দরী পড়শী নাই, প্রেমিকা দূরে থাক। আর বুয়েটের বালিকাদের যেই কোয়ালিটি, সার্চ লাইট নিয়া খুঁইজাও প্রেমোপযোগী সুন্দরী পাইলাম না কোন। প্রেম পিরিতির খেতা পুড়ি।
আশার বিষয় একটাই, একাউন্ট সচল না হইলেও সচলেই আছি, থাকবো।
সবাইকে হ্যাপি নিউ ইয়ার।
আমিন.. শুভ নববর্ষ।
__________________________
I think , therefore i am - Descartes
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
হ্যাপ্পি নিউ ইয়ার!
-----------------------------------
আমার ইচ্ছে হলো বাজাতে গীটার, মন আমার, মন আমার, মন আমার-
-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ ।
শালি প্রসঙ্গ এড়িয়ে যাওয়ায় ধুসর গোধুলীর বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে আশঙ্কায় দিক্কার জানাই।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
ভালো উইশ হইছে হিমু ভাই।
যদিও আমি নিজেরে ওই রিসিভার্স লিস্টে (যা যা বর্ণনা দিলেন, কাদের জন্য কী উইশ) দেখতেই পাইতেছি না, তবু থ্যাংকস।
হ্যাপি নিউ ইয়ার, টু ইউ, টু অল।
----------------------------------
"আমার চতুর্পাশে সবকিছু যায় আসে-
আমি শুধু তুষারিত গতিহীন ধারা!"
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হাল্লি-গুল্লি শুভেচ্ছা দিলেন সকলের জন্য !
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
একদম ঠিকাছে।
শুভ নববর্ষ।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আহা ! কী মধুর আশির্বাণী..!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
নতুন বছরে হিমুর ঘর মুখর হয়ে উঠুক ধুসর গোধূলির পদচারণায়।
গরীবের আবার সিগনেচার!!!
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
হ্যাপি নিউ ইয়ার।
থ্যাংক্যু থ্যাংক্যু... শুভইচ্ছা করবার জন্য... যদিও মনে কিঞ্চিত ধইন্দা লাগায় দিসেন এই গুলা আসলেই শুভ-ইচ্ছা কিনা... যাহাই হোক... পরসমাচার এই যে আপ্নেরেও শুভইচ্ছা...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
পুরোপুরি হিমুয়িত লেখা
শুভ নববর্ষ।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
নতুন মন্তব্য করুন