যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে বাংলা ব্লগস্ফিয়ার মুখর হয়ে থেকেছে বরাবরই। সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মহাজোট বিপুল ব্যবধানে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে, এবং তাদের নির্বাচিত হবার পেছনে যুদ্ধাপরাধী জামাতে ইসলামি ও তাদের আশকারাদাতা বিএনপিকে জনগণের ঢালাও প্রত্যাখ্যান মুখ্য ভূমিকা পালন করেছে। তাই নতুন সরকারের কাছে মানুষের অবিচল দাবী, ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধের হোতাদের বিচার চাই।
আশা ও নিরাশার দ্বন্দ্ব সততই এ প্রসঙ্গে দোদুল্যমান। কিন্তু আমরা নজরে রাখতে চাই যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে রাষ্ট্র ও সরকারের আগ্রহকে।
এই ক্যালেন্ডার পোস্টে তাই যুদ্ধাপরাধীদের বিচারের অনুকূলে গৃহীত কার্যক্রম কালানুক্রমিকভাবে লিপিবদ্ধ হোক। নতুন কিছু ঘটলেই মন্তব্যে জানান, তা মূল পোস্টে সংযোজিত হবে।
গ্ল্যাডিয়েটরের একটি সংলাপই প্রযোজ্য এখন আমাদের জন্যে। হোল্ড দ্য লাইন।
সবাই ধন্যবাদ জানবেন।
অপরদিকে বিবিসি আয়োজিত একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের পক্ষ থেকে আবুল মাল আব্দুল মুহিত ও বিএনপির পক্ষ থেকে হান্নান শাহ যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে ঐকমত্য প্রকাশ করেন।
সেক্টরস কমান্ডার ফোরামের পক্ষ থেকে সরকারের কাছে চারটি সুপারিশ পেশ করা হয়।
ঘাতক দালাল নির্মূল কমিটি সরকারের কাছে ১৯৭৩ এর আন্তর্জাতিক যুদ্ধাপরাধ (বিচার) আইনে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়েছে।
আইনমন্ত্রী জানান, আইনের মাধ্যমেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব।
যুদ্ধাপরাধীরা যেন পালাতে না পারে সে জন্য নির্দেশ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--যুদ্ধাপরাধীরা যাতে দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।
শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ আইন সমিতির বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি।
যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়টি ছিল ক্ষমতাসীন দলের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্র"তি। সংসদে গত বৃহস্পতিবার এ বিষয়ে একটি সিদ্ধান্ত প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, "তারা (যুদ্ধাপরাধীরা) যাতে বাংলাদেশ ছাড়তে না পারে সে ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা নির্দেশ দিয়েছি।"
তবে ওই ধরনের সন্দেহভাজনদের কোনো তালিকা প্রস্তুত হয়েছে কি-না সে সম্পর্কে মন্ত্রী কিছু জানাননি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী বাংলাদেশ আইন সমিতির এ সম্মেলনের উদ্বোধন করেন। এতে অন্যদের মধ্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামও উপস্থিত ছিলেন।
দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়েও সভায় অঙ্গীকার ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেডআর/এজে/এসকে/১৩৩১ঘ.
যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগে জামাতে ইসলামী চিন্তিত।
বিএনপি যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগকে সমর্থন জানিয়েছে।
মন্তব্য
অনেকের সহায়তায় স্টিকার বানানো হয়েছে ২০০০ কপি। কালকের সচলাড্ডাকে সামনে রেখে।
=============================
দারুন!
এই স্টিকার ক্যামনে সংগ্রহ করা সম্ভব?
গরীবের আবার সিগনেচার!!!
ভালো জিনিস...
_______________
এক ছাগলের দুই কান,
তুই আমার জানের জান।
_______________
::সহজ উবুন্টু শিক্ষা::
দারুণ!
এমন অজস্র ছোট ছোট উদ্যোগের সমষ্টি একদিন ব্যাপক ফল দেবেই - আমি এটা বিশ্বাস করি।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
৩১শে ডিসেম্বর, ২০০৮
নবম জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী মহাজোটের নেতৃত্বে থাকা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলনে জানান, যুদ্ধাপরাধীদের বিচারের জন্যে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র।
হাঁটুপানির জলদস্যু
"..Hold the line! Stay with me! If you find yourself alone, riding in the green fields with the sun on your face, do not be troubled. For you are in Elysium, and you're already dead!
Brothers, what we do in life... echoes in eternity."
- Maximus Decimus Meridius
___________________________________
অন্তর্জালিক ঠিকানা
আজ মাননীয় শেখ হাসিনা যুদ্ধাপরাধীদের বিচারের জন্য আন্তর্জাতিক ট্রাইবুনাল গঠনের উদ্দেশ্যে জাতিসংঘের সহায়তা চেয়েছেন বলে ইলেকট্রনিক মিডিয়ার খবরে প্রকাশ।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
রণদা, তারিখ আর সূত্রসহ দিন। তাহলে পরে সিম্পলি কপি করে পোস্টে জুড়ে দেয়া যাবে। ধন্যবাদ।
হাঁটুপানির জলদস্যু
সূত্র
০১-০১-২০০৯
চ্যানেল আই'র নিউজ লাইনে লেখা উঠতে দেখলাম, ৭১ এর যুদ্ধাপরাধীদের বিচার করতে জাতিসংঘের সহায়তা চাইলেন শেখ হাসিনা। জাতিসংঘের বিশেষ দূত ইয়ান মার্টিন যুদ্ধাপরাধীদের বিচারে সবধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
এনটিভি'র নিউজ লাইন: শেখ হাসিনার সাথে জাতিসংঘের বিশেষ দূত ইয়ান মার্টিনের সাক্ষাৎ। ৭১ এর যুদ্ধাপরাধীর বিচার করতে ওয়ার ক্রাইম ট্রাইবুনাল গঠনের জন্য জাতিসংঘের সহযোগিতা চাইলেন শেখ হাসিনা।
আগামীকাল হয়তো পত্র-পত্রিকা থেকে আরো বিস্তারিত জানতে পারবো।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
Hold the line! Stay with me! If you find yourself alone, riding in the green fields with the sun on your face, do not be troubled.
গরীবের আবার সিগনেচার!!!
০১ জানুয়ারি ২০০৯
আজ যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন শেখ হাসিনা । জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিন নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়া আওয়ামী লীগ প্রধানের সাথে সাক্ষাত করতে গেলে শেখ হাসিনা এই সহযোগিতা চান ।
সুত্র: বিডিনিউজ২৪
হিমু ভাই, প্রথম আলোকে ২ পয়সার বিশ্বাস নাই। কোন নিউজ কখন সরিয়ে ফেলে, আর্কাইভ করে ঠিক নাই। পরে হয়তো দেখা যাবে, লিংক কাজ করে না।
ইউনিকোড করে নিউজের অংশ এখানে কপিপেস্ট করলে মনে হয় ভালো হয়। আমি অমনটাই করবো।
সাথে স্ক্রিন শটটা রাখলে ভালো হবে মনে হয়।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
পরামর্শ শিরোধার্য। শিমুলের পরামর্শক্রমে খবরের চিত্রপ্রতিরূপ যোগ করা হবে খবরের সাথে।
হাঁটুপানির জলদস্যু
প্রথম আলো-র নিউজের ক্ষেত্রে ই-প্রথম আলো ইউআরএল ব্যবহার করা যেতে পারে । তাহলে ইমেজ হিসেবে মুল খবর জুড়ে দেয়া যাবে ।
খুবই ভালো উদ্যোগ
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
ভালো উদ্যোগ। ক্যালেন্ডার সিস্টেম আমার পছন্দ হইছে। পাঁচ তারা দিতে পারলাম না (অতিথি যে আমি)।
______________________________________
লীন
১৯৭১এর যুদ্ধাপরাধীদের বিচারের জন্য জাতিসংঘের সহায়তা কতটুকু দরকার, কতোদিন সময় লাগবে, আইনগত অন্যান্য দিক কী কী ; এ বিষয়ে বিবিসি বাংলা'র 'প্রত্যুষা' অনুষ্ঠানে কথা বলেন ব্রাসেলসের আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ জিয়া উদ্দীন আহমেদ (০২ জানুয়ারী ২০০৯)
”>সরকারের নৈতিক দায়িত্ব যুদ্ধাপরাধীদের বিচার - রাশেদ খান মেনন
লিংক ঠিক মতো কাজ করছে না। এখানে ক্লিক করলে ঠিক মতো আসবে।
দারুন উদ্যোগ।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
আপনার মাথায় চমৎকার সব আইডিয়া আসে, হিমু।
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
আসলেই চমৎকার আইডিয়া!!
সকলের কাছে একটি অনুরোধ। আমি শিমুলের পরামর্শ ও সহযোগিতায় ই-প্রথম আলোর ইমেজ সার্ভিস ব্যবহার করছি। আপনার যদি যুদ্ধাপরাধীদের বিচার প্রসঙ্গে অন্য পত্রিকায় ভিন্ন খবর পান, অনুগ্রহ করে খবরের একটি ইমেজ আমাকে দেবেন। আমি ফ্লিকারে আপলোড করে এখানে জুড়ে দেবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি প্রতিশ্রুতি দিচ্ছি, যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এই ক্যালেন্ডার চলমান থাকবে। চা খেতে যাবো না।
হাঁটুপানির জলদস্যু
- প্রথম আলোতে প্রকাশিত এই খবরটা প্রাসঙ্গিক কিনা বুঝতে পারছি না। তুলে দিলাম ইমেজ আকারে।
মন্ত্রীসভার শপথে জামাতকে বর্জন
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
এই পোস্টরে তাইলে কোনাকাঞ্চিতে ঝুলায়া রাখলে ভালো হইতো না?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এই খবরটিও গুরুত্বপূর্ন মনে হলো তাই তুলে দিলাম। বিচার হতেই হবে, তবে তা যেন হয় যথাযতভাবে।
bdnews24_04 jan
দারুণ হচ্ছে! কিন্তু এটা নীড়পাতার "কোনাকাঞ্চিতে ঝুলায়া রাখলে ভালো হইতো না?"
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
একলা পথে চলা আমার করবো রমণীয়...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
আমাদের সময়ে প্রকাশিত যুদ্ধাপরাধীদের বিচারের টার্মস অব রেফারেন্স নিয়ে লেখা সংবাদটি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হলো। যদিও এটা এখনও সরকার পর্যন্ত পেৌঁছায়নি তবু এই সংবাদে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত হয়েছে।
টার্মস অব রেফারেন্স
-----------------------------------------------
সচল থাকুন... ...সচল রাখুন
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
পড়তে পারছি না বস, সব মহেঞ্জোদোড়ো। আপনি একটা স্ক্রিনশট দেন।
হাঁটুপানির জলদস্যু
তুলে দিলাম। এখানে
সংসদের প্রথম অধিবেশনেই যুদ্ধাপরাধের বিচারে আইন করুন
মুক্তিযুদ্ধ যাদুঘরে স্বাধীনতার সপক্ষের শক্তিকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়ায় সেক্টর কমান্ডারস ফোরামের পক্ষ থেকে জনগণকে অভিনন্দন জানাতে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তারা এ মত দেন।
তথ্যসুত্রঃ বিডিনিউজ ২৪
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
আমিও একমত - যুদ্ধাপরাধীদের বিচার না হওয়া পর্যন্ত এই ক্যালেন্ডার চলমান থাকুক।
আজকের (জানুয়ারি ২৩, ২০০৯) প্রথম আলো থেকেঃ
খবরটি বিডিনিউজ ২৪ থেকেঃ
যুদ্ধাপরাধী ঘোষণা মামলার বাদী চেয়ে পত্রিকায় বিজ্ঞাপন দেবে আদালত
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সহায়তা করবো: আইনমন্ত্রী
বিডিনিউজের খবর অনুযায়ীঃ
ঢাকা, জানুয়ারি ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- স্বরাষ্ট্র মন্ত্রণালয় যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নিলে সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ।
"স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে উদ্যোগ নিলে আইন মন্ত্রণালয় থেকে আইনি সহায়তা দেওয়া হবে," সোমবার বিকেলে সাংবাদিকদের কাছে বলেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
শফিক আহমেদ এসময় মন্তব্য করেন, ট্রাইব্যুনাল গঠন করে ১৯৭৩ সালের 'আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট' অনুযায়ীই যুদ্ধাপরাধীদের বিচার করা সম্ভব।
তিনি বলেন, "যুদ্ধাপরাধীদের বিচারের জন্য দালাল আইন পুনরুজ্জীবিত করার প্রয়োজন নেই। ১৯৭৩ সালের আর্ন্তজাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট এখনো রয়েছে। ওই আইনেই তাদের বিচার করা সম্ভব। তবে এ আইনের আওতায় যুদ্ধাপরাধীদের বিচার করতে হলে ট্রাইব্যুনাল গঠন করতে হবে।"
এদিকে আইনমন্ত্রীর এ বক্তব্যের পর সোমবারই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্ত মন্ত্রিপরিষদ কমিটির প্রথম সভা শেষে প্রতিমন্ত্রী সোহেল তাজ যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলে জানিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ যুদ্ধাপরাধীদের বিচারে উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়ে বলেন, "এবারের নির্বাচনে মহাজোটের একটি প্রতিশ্র"তি ছিল যুদ্ধাপরাধীদের বিচার করা যা দেশের প্রায় দেড় কোটি তরুণ ভোটারসহ দেশবাসী গ্রহণ করেছে। তাই মানুষের রায় বিবেচনায় রেখে যুদ্ধাপরাধীদের বিচারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভূমিকা রাখবে।"
এদিকে সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি রেনেটা লক ডেসালিয়েন সঙ্গে বৈঠকে পররাষ্ট্র মন্ত্রী দীপু মণি যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহায়তা চান।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
সংসদ নির্বাচনে জয়লাভের পরপরই ১ জানুয়ারি আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত ইয়ান মার্টিনের সঙ্গে সাক্ষাতে যুদ্ধাপরাধীদের বিচারে সহায়তা চেয়েছিলেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতিসংঘ প্রতিনিধির সঙ্গে পররাষ্ট্র মন্ত্রীর বৈঠকে যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে আলোচনা হয়েছে। এ সময় মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় আনতে সরকারের দৃঢ় প্রত্যয়ের কথা ব্যক্ত করেন।
এ বিষয়ে জাতিসংঘ প্রয়োজনীয় সহযোগিতা দেবে বলে জাতিসংঘ প্রতিনিধি মন্ত্রীকে আশ্বস্ত করেন।
পরে রেনেটা লক ডেসালিয়েন সাংবাদিকদের বলেন, "সরকার যুদ্ধাপরাধীদের বিচারের বিষয়ে জাতিসংঘের সহযোগিতা চাইলে এ বিষয়ে কিভাবে সহায়তা দেওয়া যায় তা খতিয়ে দেখা হবে।"
গত ২৪ জানুয়ারি 'একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির' ১৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত এক সভায় সরকারের বেশ কয়েকজন মন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে সরকারের অঙ্গীকার জোরালোভাবে পুনর্ব্যক্ত করেন।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
একটি পরামর্শ চাইছি সবার কাছে। ক্যালেন্ডারটি কি কয়েক অংশে বিভক্ত করা ঠিক হবে, নাকি একটি পূর্ণাঙ্গ পোস্টই থাকা উচিত?
যেসব মন্তব্য থেকে আপডেট করা হয়েছে, সেগুলো মুছে দিচ্ছি পেজ লোড করার সুবিধার জন্যে। ধন্যবাদ।
হাঁটুপানির জলদস্যু
আমার প্রস্তাব-
প্রতি মাসের ক্যালেন্ডার আলাদা আলাদা পোস্টে করা যায়।
মাস শেষে উল্লেখযোগ্য শিরোনামের একটা সামারি হবে।
এভাবে ছয়মাস বা বছর (কিংবা আজীবন?)এর সংকলন করা যায়।
আচ্ছা এই বইটাকে ই-বুকে কনভার্ট করা যায় না? তাহলে প্রতিমাসে ই-বুকের আওতায় একটি করে পৃষ্টা যোগ করে খবর সংগ্রহ করা যাবে। আর আপডেটের পর মন্তব্যগুলো মুছে ফেলাই ভালো হবে। এমনিতেই অনেক ইমেজে পৃষ্টা লোড হতে অনেক সময় লাগবে।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
একমত।
পোস্টটাকে ব-e করে ফেলা হোক।
ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল
ভালো আইডিয়া (y) ।
হাঁটুপানির জলদস্যু
প্রথম আলো
ফেব্রুয়ারি ১৮, ২০০৯
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
ফেব্রুয়ারির জন্য আরেকটা খুলেছি।
হাঁটুপানির জলদস্যু
একটা ছবি না পোস্ট করে পারলাম না...
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
হিমু,
আপনি অসাধারণ কাজ করেছেন। ব্যক্তিগত কাজে আমার খুব দরকার ছিল জিনিসটার।
আরব দেশ থেকে ফিরে প্রধানমণ্ত্রী এবিষয়ে কিছুটা নিরব রয়েছেন। সংশয় হয়!
আপনি প্লিজ নিরব হবেননা। জানুয়ারীর পরের খবরগুলো দিন।
আবারও ধন্যবাদ।
-অর্জূন মান্না
নতুন মন্তব্য করুন