• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

শুভ জন্মদিন, পলাশ দত্ত

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৩/০২/২০০৯ - ৬:২৬পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

পলাশ দত্ত ফুটেছেন একেবারে ১৩ ফেব্রুয়ারি, হালফিল ক্যালেন্ডার "পেগ" করার কারণে পহেলা ফাল্গুনে। কবিতা নিয়ে শশব্যস্ত পলাশ দত্তের কবিতার রস আস্বাদনে আমি ব্যর্থ, সে আমারই কবিতাজ্ঞানের খামতির কারণে। কিন্তু কবিতার প্রতি তাঁর ভালোবাসাটুকু পলাশের মতোই রক্তিম। জন্মদিনে কবি ও সচল পলাশ দত্তকে তাই শুক্না কাঁথার পারিজাত শুভেচ্ছা জানাই। তাঁর সারা বছর অফিস-সচল-কবিতা-বউবাচ্চা-বাজারসদাই-মারপিট-কাচ্চিবিরিয়ানিতে জবরজং হয়ে থাকুক, এই শুভ কামনায় ...।


মন্তব্য

সুমন সুপান্থ এর ছবি

শুভ জন্মদিন 'পৃথিবীর শেষ গ্রাম'র কবি

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

---------------------------------------------------------
তুমি এসো অন্যদিন,অন্য লোক লিখবে সব
আমি তো সংসারবদ্ধ, আমি তো জীবিকাবদ্ধ শব !

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

পলাশ আমার ভাই ছিলো। পলাশ আমার শত্রু ছিলো। এ পৃথিবীতে সে আসেনি শেষ পর্যন্ত। ছোটোবেলায় মায়ের মুখে শুনতাম, আমি দুষ্টামি করলে- ঠিক মত না খেলে - না ঘুমোলে - সত্যি সত্যি পলাশ চলে আসবে। তারপর ভাগ বসাবে আমার খেলনায়, মায়ের আদরে। সব কিছুতে। পলাশ আমার ভাই ছিলো। পলাশ আমার শত্রু ছিলো। এ পৃথিবীতে সে আসেনি শেষ পর্যন্ত।

কবি পলাশ দত্তকে শুভেচ্ছা। ভালো কাটুক প্রতিক্ষণ।।।

অনিকেত এর ছবি

পলাশ দা আপাদমস্তক এক কবি।কবিতা স্বনিষ্ঠ এমন মানুষ বড় একটা দেখা যায় না।
ফাগুনের মাসে কিংশুকের পাশে আলো হয়ে থাকা পলাশ দা কে জন্মদিনের শুভেচ্ছা---

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

কবিতা-অন্তপ্রাণ পলাশ দত্তকে জন্মদিনের শুভেচ্ছা।

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কবি পলাশকে পলাশের শুভেচ্ছা।

ইশতিয়াক রউফ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা রইলো, পলাশ দা।

হাসান মোরশেদ এর ছবি

পলাশকে চিনি আমি সেই '৯৮ থেকে । আমরা পড়ালেখার পাঠ চুকোবার দিন গুনছি । আর শাহজালাল বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হয়েছে পলাশ দত্ত ।
প্রথম দেখি ওকে গলায় গামছা বাঁধা :) ।
আমরা তখন শুক্রবার সকালে আড্ডা দেই প্রান্তিকে । সেইখানে বিশ্ববিদ্যালয়ের দুজন এসে হাজির । একজন ফারুক মেহেদী , আরেক জন গলায় গামছা, থুতনীতে রবিনহুডের মতো দাড়ি । গীতিকার গোবিন্দ হালদারের চিকিৎসার জন্য সাহায্য তোলা বিষয়ে কথাবার্তা চলছিল ।

পলাশ মাঝেমধ্যে আমাদের খান্দানী আড্ডা শিবগঞ্জ এর 'আশার আলো' তে ও যেতো । আমরা তখন 'সহবাস' প্রকাশ করি । টের পেতাম সাহিত্য নিয়ে সিরিয়াস আড্ডা দেয়াই পলাশের উদ্দেশ্য । কিন্তু 'আশার আলো' আড্ডা থেকে 'সহবাস' প্রকাশ হলে ও দৈনন্দিন আড্ডাগুলোতে সাহিত্যের বদলে ইয়ার্কি-ফাজলামীটা থাকতো বেশী । পলাশ বিরক্ত হতো ।

আমার বাসায় ও পলাশ আসতো মাঝেমাঝে , তখন আমাদের কবিতা নিয়ে টুকটাক কথা হতো ।

সেই পলাশ ঢাকা ফিরে গেলো । বড় কবি হলো । পলাশ দত্ত আসলেই বড় কবি । বড় বড় কবিরা তার নামে বই উৎসর্গ করেছেন, ছোট কাগজে তো অবশ্যই বড় কাগজের সাহিত্য পাতায় তার কবিতা প্রকাশ হয়, তার কবিতা নিয়ে আলোচনা হয় ।

এই বড় কবি দত্ত পলাশের কবিতার মুল্যায়ন করার ক্ষমতা আমার নেই । কিন্তু ব্যক্তি পলাশকে আমি ভালোবাসি-কারন কবিতা শুধু সে লিখেনা, কবিতাকে ধারন করে সে জীবনাচারনে ।

পলাশ দত্ত আজকের দিনে ভয়াবহ বিরল সেই কবিদের একজন যারা দলবাজী, গোষ্ঠীবদ্ধতা, ধামাধরাকে তুচ্ছ করে শুধুমাত্র কবিতার শুদ্ধতায় ডুবে থাকতে পারছে ।

জানি , এর জন্য ব্যক্তিগত ও পেশাগত জীবনে ওকে অনেক মুল্য দিতে হয়েছে, হচ্ছে এখনো ।
তবু পলাশ, আমাদের দত্ত কবি এরকমই থাক শেষপর্যন্ত ।

শুভ জন্মদিন হে!

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

-------------------------------------
জীবনযাপনে আজ যতো ক্লান্তি থাক,
বেঁচে থাকা শ্লাঘনীয় তবু ।।

শেখ জলিল এর ছবি

শুভ জন্মদিন..শেষ গ্রামের কবি।

যতবার তাকে পাই মৃত্যুর শীতল ঢেউ এসে থামে বুকে
আমার জীবন নিয়ে সে থাকে আনন্দ ও স্পর্শের সুখে!

তারেক এর ছবি

অনেক অনেক শুভেচ্ছা পলাশ দা। শুভ জন্মদিন :)
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

ধুসর গোধূলি এর ছবি
তারেক এর ছবি

গুরুর অনেক মানপত্র লেখার অভিজ্ঞতা... বুঝা যাইতেছে :D
_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

_________________________________
ভরসা থাকুক টেলিগ্রাফের তারে বসা ফিঙের ল্যাজে

অতন্দ্র প্রহরী এর ছবি

একমত ;-)

রায়হান আবীর এর ছবি

একমত।
=============================

অতন্দ্র প্রহরী এর ছবি

শুভ জন্মদিন, পলাশ'দা। কবিতাময় জীবন কাটান। শুভকামনা।

আহমেদুর রশীদ এর ছবি

পলাশ এখন গ্রাম ছাড়া নগরের কবি। সবসময় ট্রেন ফেল করে। সবকিছু ভুলে যায়। এমনকি গলার গামছাটাও ভুল করে গলায় দেবার কথা ভুলে যায় সে।

আমি কিন্তু ভুল করে নয়,শুদ্ধস্বরে বলছি -শুভ জন্মদিন।

---------------------------------------------------------

আমরা যারা শিখিনি চাষবাস,ফসলের গীত
গুলালিতে পাখি হত্যা

---------------------------------------------------------

ঘাস তুমি ঘাসের মতো থাকো মাটি ছুঁয়ে
যে দেখার সে নতজানু হয়ে ছুঁবে তোমার আঙুল
অবরুদ্ধ মাঠ থেকে তুমি লাফিয়ে নেমোনা প্লিজ পাথরের পথে
________________________________________
http://ahmedurrashid.

দৃশা এর ছবি

শুভ জন্মদিন।
------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।

দৃশা

শামীম এর ছবি

কবি পলাশ দত্তকে আনুষ্ঠানিক ভাবে দৈহিক বয়স বাড়ার শুভেচ্ছা।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

পলাশ দত্ত আজকের দিনে ভয়াবহ বিরল সেই কবিদের একজন যারা দলবাজী, গোষ্ঠীবদ্ধতা, ধামাধরাকে তুচ্ছ করে শুধুমাত্র কবিতার শুদ্ধতায় ডুবে থাকতে পারছে ।

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

নিবিড় এর ছবি

শুভ জন্মদিন পলাশ দা ।
*********************************************************
মানুষ তার স্বপ্নের সমান বড় ।

খেকশিয়াল এর ছবি

শুভ জন্মদিন পলাশদা

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

তানিয়া এর ছবি

শুভ জন্মদিন কবি

অমিত আহমেদ এর ছবি

শুভ জন্মদিন।
ভালো থাকুন, সংসার আর কবিতা নিয়ে :)


ওয়েবসাইট | ব্লগস্পট | ফেসবুক | ইমেইল

দেবোত্তম দাশ এর ছবি

জন্মদিনের শুভেচ্ছা পলাশদা।
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

এম. এম. আর. জালাল এর ছবি

বসন্তের শুভেচ্ছায় সিক্ত কবিকে জন্মদিনের লাল পলাশের রক্তিম অভিনন্দন।


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"


এম. এম. আর. জালাল
"ফিরে দেখুন একাত্তর ঘুরে দাঁড়াক বাংলাদেশ।"

রেনেট এর ছবি

শুভ জন্মদিন পলাশদা। ভালো থাকুন।
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.

---------------------------------------------------------------------------
একা একা লাগে

পরিবর্তনশীল এর ছবি

হ্যাপি বাড্ডে।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল

সবুজ বাঘ এর ছবি

ফাল্গুনে পলাশ দৈত্য সুনায় সুহাগা
জর্মদিনে তারে নিদারুণ শুভ ইচ্ছা।

জাহিদ হোসেন এর ছবি

কবিকে জন্মদিনের শুভেচ্ছা। আরো বড় হোন।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।

অনিন্দিতা চৌধুরী এর ছবি

শুভ জন্মদিন

রণদীপম বসু এর ছবি

অন্তত জন্ম নেয়ার জন্য দিন নির্বাচনে আপনি যে সঠিক এটা কি আর বলার অপেক্ষা রাখে ! পলাশ রাঙানো মাসের পয়লা দিনটাকে তাই বুঝি বেছে নিয়েছিলেন ? আর জন্মঋণে আপনি যাঁদের কাছে বাঁধা, তাঁদের দেয়া নামটাও খুব প্রাসঙ্গিক হয়ে ধারণ করে আছেন।
আপনার কবিসত্তা নিয়ে চমৎকার কথাগুলো তো হাসান মোরশেদই দারুণভাবে বলে দিয়েছে !

শুভ জন্মদিন পলাশ দা। কাব্য'কে বুকে নিয়ে ভালো থাকুন সব সময়। সুস্থ থাকুন, সুন্দর থাকুন।

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মাহবুব লীলেন এর ছবি

শুভ জন্মদিন

রায়হান আবীর এর ছবি

শুভ জন্মদিন।

=============================

অভিজিৎ এর ছবি

শুভ জন্মদিন ভ্রাতঃ



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

অভিজিৎ এর ছবি

শুভ জন্মদিন ভ্রাতঃ



পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)


পান্ডুলিপি পোড়ে না। -- বুলগাকভ (মাস্টার এন্ড মার্গেরিটা)

শিক্ষানবিস এর ছবি

শুভ জন্মদিন...

ঘানার কবি মলাগোফ্রুমা এর ছবি

কবিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ।

নুরুজ্জামান মানিক এর ছবি

পারজাত শুভেচ্ছা ।

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

ষষ্ঠ পাণ্ডব এর ছবি

সকলেই কবি নয়, কেউ কেউ কবি। সেই কেউ কেউ এর একজন প্রিয় পলাশ দত্তকে জন্মদিনের শুভেচ্ছা।



তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।


তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।

দময়ন্তী এর ছবি

জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা
---------------------------------------------------
"নিভন্ত এই চুল্লিতে মা
একটু আগুন দে
আরেকটু কাল বেঁচেই থাকি
বাঁচার আনন্দে৷'

-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'

তানবীরা এর ছবি

বিলম্বিত শুভেচ্ছা।

তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

উজানগাঁ [অতিথি] এর ছবি

দেরীতে হলেও শুভ জন্মদিন। কবির সাথে দেখা হয় না অনেক দিন। সেই সিলেট ছেড়ে যাওয়ার পর শুধূ একবার দেখা হয়েছিল বই মেলায়। তাও বছর সাতেক হয়ে যাবে বোধ করি।

ভালো থাকবেন কবি।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।