প্রেমিক মিলছে প্রেমিকার সাথে ঠিকই, হয়ত শান্তিও পাচ্ছে শহীদ কাদরীর কবিতার মুখে জুতো মেরে, কিন্তু নিজের বিশ্ববিদ্যালয়েই কি কেউ স্মরণ করছে এক পুরুষ আগে স্বৈরাচারের বিরুদ্ধে পথে নেমে গর্জে ওঠা ছাত্রছাত্রীদের নাম? যাদের বয়স আমাদের মতো ছিলো তখন, যারা কোন স্বপ্ন দেখেছিলো দেশটাকে নিয়ে, যাদের বুকে সাহস আর পিঠে মেরুদন্ড ছিলো?
বিশ্ববেহায়া এরশাদ বছর বছর এই দিনে এখনও বাঁচে, এখনও রমণ করে, এখনও রাজনীতি করে, এখনও হাঁটে বাংলাদেশের মাটির ওপর, চারপাশে গিজগিজ করে ইতিহাসবিস্মৃত যুগলেরা, আর ট্রাকের নিচে পিষ্ট কয়েকজন যুবকযুবতীর নাম ফিকে হতে হতে শেষ হয়ে যায় পড়ন্ত পলাশের পাঁপড়ির নিচে।
ভালোবাসা দিবসের গুষ্টি কিলাই। তারপরও ভালোবাসা জানিয়ে যাই সাহসী সেইসব মানুষের জন্যে।
মন্তব্য
এসব কথা বলেনা। আঁচলের নিচে দিবানিদ্রায় শায়িত বিশ্ববেহায়ার ঘুম টুটে যাবে যে।
নিরাশ হইওনা যদি তুমি বেহায়া হও, জয় তোমার সুনিশ্চিত।
দীপালি সাহারা ক্ষণিকের জন্য হয়তো হারিয়ে যায়, তাদের হয়তো স্মরণ করা হয়না, কিন্তু তারা চিরকালের জন্য হারায়না। কেউ না কেউ মনে রাখে।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
-
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ভালোবাসা জানিয়ে যাই সাহসী সেইসব মানুষের জন্যে।
...............
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
আগামী বছর থেকে অন্তত এই দিনে সচলায়তনে মনে করিয়ে দেয়া হোক সেই দিনটির কথা। প্রত্যক্ষদর্শী/অংশগ্রহণকারী সচল বা অতিথিরা স্মৃতিচারণ করবেন। এবং এদিন সচলে সজ্ঞানে এড়িয়ে চলা হবে পুতুপুতু দিবস!
ভাবছি বটে, কিন্তু তেমনটা কি হবে?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
একমত।
-----------------------------------------------------
দুঃখ তোমায় দিলেম ছুটি...
বুক পাঁজর আজ ফাঁকা।
দুঃখ বিদায় নিলেও সেথায়...
দুঃখের ছবি আঁকা।
দৃশা
সর্বান্তকরণে সমর্থন করছি।
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
হবেনা কেন ? হওয়াইলেই হবে ।
আমি আছি ।
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
আমি কাল কয়েকজনের সাথে কথা বললাম এই বিষয়টি নিয়ে। সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দীপালি সাহাদের নাম এবং এই দিনে কী হয়েছিলো- সেটা তারা জানবে সেটা আমি আশা করি নি। কিন্তু অবাক হলাম, ভালোবাসা দিবসে তারা এসব 'প্যাঁচাল' শুনতে চায় না।
আমরা কয়েক বন্ধু মিলে এ প্রজন্মের শিক্ষার্থীদের শোনাতে চেয়েছিলাম দীপালি সাহাদের সেই কথাগুলো। কিন্তু 'ভালোবাসা'র কাছে আত্মত্যাগের কোনো মূল্যই নেই বোধহয়!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
ব্লগস্পট ব্লগ ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
খাম অন ড্যুড ! লেটস লুক ফরওয়ার্ড । দোউজ আর অল পলিটিকস । ডোউন্ট মিক্স পলিটিক্স উইথ এথরিথিং প্লিজ ।
নীড়পাতা.কম ব্লগকুঠি
এই দিন ভালবাসার। এই দিন প্রতিরোধের। এই দিন শোকের, আর গর্জে ওঠা অসমসাহসের। একটি দিনে কতকিছু হতে পারে।
দীপালি'র রক্তভেজা সড়ক ভালবাসার উচ্ছ্বাসের সঙ্গে সাংঘর্ষিক নয় কখনই।
দিপালী সাহার প্রতি শ্রদ্ধা...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
খুঁজে যাই শেকড়ের সন্ধান...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর
এই ব্যাপারটা জানতাম না!!!
অন্যায় এবং অনাচার এর বিরুদ্ধে আন্দোলনে শহীদ এবং সামিল সবার জন্য শ্রদ্ধা...।
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
---------------------------------------
আমি সব দেবতারে ছেড়ে
আমার প্রাণের কাছে চলে আসি,
বলি আমি এই হৃদয়েরে;
সে কেন জলের মতন ঘুরে ঘুরে একা কথা কয়!
গতকাল রাতে আবু বকর সিদ্দীকের "জলরাক্ষস" পড়ছিলাম। বইয়ের শেষ প্রচ্ছদে শওকত ওসমান আর ভূমিকাতে স্বয়ং লেখক বলেছেন বইটি প্রকাশিত হবার পর এরশাদের সামরিকশাহী লেখকের বিরূদ্ধে মামলা করেছিলেন, লেখককে সংক্ষিপ্ত বিচারের মুখোমুখি করেছিলেন। আমরা জানি তার প্রায় বিশ বৎসর পর এই লেখকেরই কন্যা বিদিশা সেই বিশ্ববেহায়ার অঙ্কশায়িনী হয়েছিল। চেতনা বোধহয় প্রজন্মান্তরে বাধাহীনভাবে প্রবাহিত হয় না। নয়তো পিতাকে নির্যাতন আর অপমানকারীকে আলিঙ্গন করতে কন্যার বাঁধে না কেন? কোথাকার কোন জাফর-জয়নাল-দীপালি সাহা কবে কোন সড়ক দুর্ঘটনায় মরেছিল তা নিয়ে এই আধুনিক প্রজন্ম কেন মাথা ঘামাবে? নতুন প্রজন্মকে স্মার্ট বানানোর প্রত্যয় নিয়ে নামা শফিক রেহমান-তালেয়া রেহমানরা তাহলে কী শেখালো?
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
(চলুক)
(চলুক)
(চলুক) (চলুক)
(চলুক) (চলুক)
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
এই ভ্যালেন্টাইন ডে জিনিসটার যন্ত্রনায় আমার এমনিতেই ব্যাপক বিরক্তি। এসএমএস ডিলিট করতে করতে আঙ্গুল ব্যাথা হয়। উফ্... পোলাপানে যে কী পাইছে!!
দীপালী সাহাদের কথা আজ আর কেউ মনে রাখে না, মনে রাখে না জাফর জয়নাল বসুনিয়াদের।
আজকের এই ভ্যালেন্টাইন সমৃদ্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি আর নব্বইয়ের বালক চোখে দেখা ঢাকা বিশ্ববিদ্যালয় দেখি... কর্পোরেট বানিজ্যবৃদ্ধিকারক দিবস দেখি আর স্মৃতিতে ভাসে মিছিলে মিছিলে প্রকম্পিত সেই সময়...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
বস,
ব্লগার হিসেবে আপনাকে গুরু মানি। কেন মানি সেই প্রশ্ন যদি কেউ করে তাহলে তাকে আমি শুধু এই পোষ্টটি পড়তে বলবো। আর কিছুরই প্রয়োজন দেখি না।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ইউ আর নাথিং বাট আ ভেরি ডেঞ্জারাস ম্যান হিমু, ভেরি ভেরি ডেঞ্জারাস। লেট ইউ বি ডেঞ্জারাস অল দা টাইম।
বিশিষ্ট রবীন্দ্র ও বুদ্ধদেব গবেষক বাংলাকবির বাংলামাসে অনবদ্য বাংলায় মন্তব্য! বেশ উপভোগ করা গেল!!
ভাষান্তর করলে বিষয়টি দাঁড়ায়:
"হিমু, আপনি সাঙ্ঘাতিক ভয়ঙ্কর মানুষ ছাড়া আর কিছু নন, খুব খুব ভয়ঙ্কর। সবসময় এরকম ভয়ঙ্কর থাকবেন।"
আহা এমন বাংলা বোঝার ক্ষমতা যদি আমার থাকতো !!!
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
সহমত
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
----------------------------------------------------
আমার এই পথ চাওয়াতেই আনন্দ
নিজের উপরই ঘেন্না হচ্ছে...............
Molecule
আমারব্লগে লেখেন সেই মলিকিউল??
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
লজ্জা পেলাম মনে রাখিনি বলে,লজ্জা পেলাম কেউ মনে করিয়ে দেয়নি বলে।
লজ্জিত হই আমিও। বীরপ্রজাতির এক জরাক্লিষ্ট উত্তরাধিকার, হায়!
স্যরি ভাই। জানা ছিল না। প্রথমেই ব্যানার দেখে একটু অবাক লাগল। নামগুলোর সাথে পরিচিত না।
জানলাম, আরেকটু বিস্তারিত জানান। নাইলে পোস্টের শেষে কিংবা মন্তব্যের উত্তরে কোথাও কিছু লিংক শেয়ার করেন না কেউ।
আরো একটু জানি। আরো একটু বেহায়া হই।
- মুক্ত বয়ান।
লেখাটা আগে চোখে পড়ে নি তো।
নাহ্, দৈনিক প্রথম আলোতে দীপালিদের নিয়ে কোন খবর পেলাম না তো। ব্যাপারটা কি এরই মধ্যে বিস্মৃতি্র অতলে চলে গেছে? নাকি…
দেরি করে জানলাম,
নতমুখে শ্রদ্ধাটুকু জানিয়ে দিই...
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
দেরি করে জানলাম,
নতমুখে শ্রদ্ধাটুকু জানিয়ে দিই...
--------------------------------------------------
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
________________________________________
"আষাঢ় সজলঘন আঁধারে, ভাবে বসি দুরাশার ধেয়ানে--
আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে"
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
হ'
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বেশী দিন আগের লেখা নয়! তবুও একটু মনে করিয়ে দিলাম।
নতুন মন্তব্য করুন