প্রথম আলোতে পড়লাম, ভৈরবে এক দুর্ধর্ষ সন্ত্রাসী সদলবলে আধ ঘন্টার ব্যবধানে এক উপপরিদর্শককে হত্যা আর চার কনস্টেবলকে আহত করেছে ছুরি মেরে।
সাদা পোশাকে প্রথমে দুই কনস্টেবল আক্রান্ত হয় সন্ত্রাসী মামুনের হাতে। পরবর্তীতে এই সন্ত্রাসীকে পাকড়াও করতে গিয়ে জাপটে ধরে এস আই মোস্তাফিজসহ আরো কয়েকজন কনস্টেবল। মামুন আগের মতোই ছুরি মেরে তাদের দফারফা করে। এবার তার সাথে যোগ দেয় তার সাঙ্গোপাঙ্গোরা।
আমি অতীতে আরো বহুবার পুলিশের এই "জাপটে" ধরতে গিয়ে আক্রান্ত হবার কথা পড়েছি। পুলিশ সন্ত্রাসীকে জাপটে ধরতে গুলি খেয়েছে, ছুরি খেয়েছে, একবার কতগুলি চীনা বখাটে এই জাপটে ধরতে আসা পুলিশকে কুংফু মেরে পর্যন্ত ধরাশায়ী করেছে।
পুলিশ কেন জাপটে ধরবে? একজন উপপরিদর্শকের কি কোন হ্যান্ডগান নেই? সন্দেহভাজন একজন সন্ত্রাসী, যে কি না কিছুক্ষণ আগে দুই সহকর্মীকে ছুরি মেরে ঘায়েল করেছে, তাকে কেন জাপটে ধরার চেষ্টা করা হবে? মামুন বদমাইশটাকে কি মাটিতে লম্বা হয়ে শুয়ে পড়তে বলা যেতো না? তেড়িবেড়ি করলে কি তাকে আহত করার উদ্দেশ্যে গুলি করা যেতো না?
আমি এই ঘটনায় মর্মাহত। নিহত পুলিশ অফিসারের স্ত্রীপুত্রকন্যাদের প্রতি শুধু অসহায় সমবেদনা জানাই। আর পুলিশকে এ ধরনের সন্ত্রাসী আক্রমণ মোকাবেলার আরো উন্নত প্রশিক্ষণ দেয়ার দাবি জানাই। বছরের পর বছর পুলিশ শুধু সন্ত্রাসীকে জাপটে ধরে কাবু করতে যাবে, এ কেমন কথা? পুলিশের বুলেট ক্রয় বাবদ কি কম টাকা বরাদ্দ করা হয়?
পুলিশের সাথে সন্ত্রাসীর জাপটাজাপটি কোন শুভ ফল বয়ে আনতে পারে না। এ কথা পুলিশকে উপলব্ধি করতে হবে।
মন্তব্য
আমাদের আইনশৃঙ্ক্ষলা রক্ষা বাহিনীর কি কোন ট্রেনিং নেই? সন্ত্রাসীকে জাপটে ধরে তাকে গ্রেফতার করার নিয়ম নাকি! দেশের সবকিছুতেই কেমন সব অসামঞ্জস্যতা। পুলিশ সন্ত্রাসীর সাথে ধস্তাধস্তি করে আবার নিরপরাধ লোককে জেলের ঘানি টানায়। ঘটনাটা পড়ে খুবই মর্মাহত হয়েছি।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
সারদায় যে ট্রেনিং দেওয়া হয় তাতে কি জাপটে ধরা থেকে ভালোকোন কায়দা শেখায় না?
অফ টপিক: কর্মদক্ষতা দেখাতে গিয়ে এম পির ভাতিজাকে শ্রীঘরে নিলে সমস্যা আসলে কতটা? কতদুর বদলী হতে পারে?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আচ্ছা, কোনো পুলিস ব্লগার কি আছেন? ব্লগিং এ নানান পেশার মানুষের দেখা পেলেও, পুলিস কাউকে দেখিনি।
এক্কেরে মুখের কথা কাইড়া নিয়া কইলা।
আছেন না কি কেউ পুলিশ ব্লগার?
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে জানি, পুলিশের কর্তব্যে গাফিলতির অনেক অভিযোগ থাকলেও, তাদের অবসর খুব কম। ব্লগিং করার মতো সময় বোধহয় একমাত্র অবসরপ্রাপ্ত পুলিশেরই থাকতে পারে।
হাঁটুপানির জলদস্যু
হাহাহাহাহা, আমার মনে হয় ছোট পুলিশদের যতো দৌড়াদৌড়ি বা জাপটাজাপটি করতে হয়, উচ্চপদস্থদের ততো করতে হয় না। তাদের সময় হয়তো আছে।
তানবীরা
---------------------------------------------------------
চাই না কিছুই কিন্তু পেলে ভালো লাগে
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ইয়ে, আছি ;) - মাসরুফ হোসেন
খবর দেখে মনে হচ্ছে থানার কর্তার হুকুম ছিল যেকোন মূল্যে অক্ষত ধরে আনার। তা না হলে তাঁর এমন ভুল করার কথা নয়। অবশ্য এটা আমার সম্পূর্ণ অনুমান।
সাধারণ ক্ষেত্রে দুর্ধর্ষ এরকম ডাকাত/ ছিনতাইকারীকে প্রথমে বেজায়গায় আচমকা আঘাত করে ফেলে দিয়ে তারপর ১৫-২০ সেকেন্ডের মধ্যে দোলমা বানানো হয়, এতে ভয় পেয়ে প্রায়ই সাঙ্গপাঙ্গরা পালায়। এটাই পুলিশের প্রচলিত কায়দা। আর পুলিশের দল একটু বড় হলে ওদেরকে সাঙ্গপাঙ্গসহ পাকড়াও করা কোন ব্যাপারই নয়। সারদা ট্রেনিং হয়ত মডার্নাইজেশন দরকার কিন্তু মামুনকে ক্ষতকরে ধরার জন্য যথেষ্ট।
শুধু বাংলাদেশেই নয় , ইংল্যান্ডে পুলিশ সাথে পিস্তল বন্ধুক এইগুলা রাখেনা । কি এক অদ্ভুত দক্ষতায় তারা সন্ত্রাসী কে জাপটে ধরে । অনেকবার এই দৃশ্য দেখেছি । তবে গায়ে শক দেয়ার জন্য লম্বামত কি একটা যেন রাখে । নাম ভুলে গেছি । এই করেই গত বছর প্রায় তিনজন পুলিশ অফিসার এইখানে নিহত হয়েছেন । তারপরেও পিস্তলের ব্যাবহার বাড়েনি খুব সিলেক্টেড কিছু অপারেশন ছাড়া ।
নিহত পুলিশ অফিসারের পরিবারের প্রতি সমবেদনা রইল । মন খারাপ হবার মতন সংবাদ ।
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
---------------------------------------------------------------------------
কারও শেষ হয় নির্বাসনের জীবন । কারও হয় না । আমি কিন্তু পুষে রাখি দুঃসহ দেশহীনতা । মাঝে মাঝে শুধু কষ্টের কথা গুলো জড়ো করে কাউকে শোনাই, ভূমিকা ছাড়াই -- তসলিমা নাসরিন
আমেরিকায় এই দিক দিয়ে শক্ত। পুলিশ গাড়ী থামালে নিয়ম হচ্ছে রাস্তার ডান পাশে শোল্ডার বলে অতিরিক্ত যায়গায় গাড়ী থামিয়ে দু হাত স্টিয়ারিং উপরে রাখা। এর ব্যতিক্রম দেখলে পুলিশ হোলস্টারে হাত দিয়ে সাবধানে সামনে আসে। ড্যাশবোর্ডে থেকে কোন কাগজ বের করতে হলে পুলিশকে বলতে হবে আমার এই কাগজটা ড্যাশবোর্ডে। পুলিশ গো অ্যাহেড বললে আগাতে হয়। সঙ্গে আগ্নেয়াস্ত্র থাকলে আগে থেকে জানান না দিলে বিপদ। তারপরেও যে র্দূঘটনা ঘটে না তা নয়। তবে প্রস্তুতি তো আছে!
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
নিহতের জন্য সমবেদনা। তবে জাপটে ধরা বলতে পত্রিকায় যেমনটা লেখা হয় বাস্তবতা হয়তো তেমনটা নয়। "জাপটে ধরা" না বলে অন্য কোন যুতসই শব্দও হয়তো নেই। ঘটনার বর্ণনাতেও হয়তো জাপটে ধরার কথাই বলা হয়েছে। তবে আমি চোখ বন্ধ করে যেটা দেখতে পাই তা হলো অস্ত্রধারী বা চাকুধারী কোন সন্ত্রাসীকে পুলিশ কেন, কেউই "জাপটে" ধরতে চাইবেনা। তাই আমার সন্দেহ ঐ শব্দটার প্রতি।
পুলিশের ট্রেনিং অবশ্যই উন্নত করা দরকার। আবার পুলিশ কিছু করা শুরু করলে কেউ কেউ বলা শুরু করে "দেশটা পুলিশি রাষ্ট্র হয়ে যাচ্ছে"। অথচ কথায় কথায় আমরা যেসব দেশের উদাহরণ দেই তারা পুলিশ দিয়েই সব নিয়ন্ত্রণে রেখেছে।
- ব্যাপারটা আসলে কিছুই না। আমাদের পুলিশ ভাইরা কোনো ইয়াসমীনকে একা পেলেই জাপটে ধরে, মামুনকেও একা পেয়ে মনেহয় জাপটে ধরার খায়েশ চাগাড় দিয়ে উঠেছিলো পুলিশ ভাইদের!
বাংলাদেশ 'পুলিশ রাস্ট্র' না হলে আসলে এই সর্বময় জাপটা জাপটির কালচার শেষ হবে না। আচ্ছা এতো যে রাবার বুলেটের কথা শুনি ভিবিন্ন মিছিল মিটিঙএ ছোড়া হয়, ঐ রাবার বুলেট আর হস্ত বন্দুক সাথে রাখা কি কবীরা গুণাহ নাকি? শক দেয়ার জন্য পৌনে হাতি ডান্ডার মতো জিনিষটা আমাদের পেট ঢোলা, আনফিট পুলিশ ভাইদের কাছে রাখলে অসুবিধা কি?
সেদিন চোখের সামনে জার্মান পুলিশের এ্যাকশন দেখলাম। ইয়া বিশাল সাইজের একটা দুষ্টু লোকেরে কোৎ করে কৈ মাছের মতো ধরে পটপটভটভটখটখট ভাষায় কী জানি বলতেছে। একটু পরে দেখি গাড়ির পেছনে ঠেলে ঢুকিয়ে রওনা দিছে নিকটস্থ পুলিশ ফাঁড়িতে। কী স্মার্ট এটিচিউড!
আমাদের পুলিশ ভাইরা স্মার্টলী উৎকোচ গ্রহন বাদ দিয়ে এই রকম আসল স্মার্ট হওয়ার ট্রেনিং সারদা থেকে কবে পাবেন কে জানে! :(
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আমার তো মনেহয় ওরা নিজেদের গুলিভরা বন্দুকের উপর ভরসা রাখতে পারেনা।
ফায়ার করলে গুলি বের হবে কিনা সেটা নিয়ে মনেহয় তারা সন্দেহে থাকে।
------------------------------
--------------------------------------------------------
খুব সম্ভবত আমাদের পুলিশ ভাইদেরকে শিক্ষা দেয়া হয় নিরীহ প্রতিবাদী ছাত্র-শিক্ষক কিংবা জনগণকে বেপরোয়া ব্যাটন চার্জ করে কিভাবে কুপোকাৎ করতে হয় এবং ধরে ধরে নির্বিচারে চালান দিতে হয়। এদেরকে রাষ্ট্র হয়তো গুরুতর সন্ত্রাসী মনে করছে। কারণ এরা যে সরকারের সমালোচনা করে !
আমরা যাদেরকে অরিজিনাল সন্ত্রাসী মনে করছি রাষ্ট্র হয়তো সেটা মনে করছে না। কেননা এই সন্ত্রাসীরা তো আর নিজের কাজ বাদ দিয়ে রাষ্ট্রের সমালোচনা করছে না। তারা তাদের কাজেই ব্যস্ত থাকে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পিস্তলের যত্রতত্র ব্যবহারও ভালো নয়। কিন্তু জাপটে না ধরে পায়ে তো গুলি করা যায়! আসলেই ভালো ট্রেনিং দেয়া হয়না। মনে হয় ওদেরকে শুধু মিছিলে লাঠি পেটানো আর টিয়ার গ্যাস ছোড়ার ট্রেনিংটাই যত্ন করে দেয়া হয়!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
রাবার বুলেট এর ব্যবহার করতে দিলে সবচে ভালো হয়।
নিহত পুলিশ পরিবারের জন্যে শোকপ্রকাশ করছি।
(শব্দশিল্পী)
আপডেটঃ
সন্ত্রাসী মামুনকে প্রাইমারী স্কুলের শিশুরা তাদের শ্রেণীকক্ষে শায়িত অবস্থায় পেয়ে এবং চিনতে পেরে তাকে জাপটে ধরে এবং রিইনফোর্সমেন্ট ডেকে এনে পুলিশে সোপর্দ করে!
মামুন হারামী সেই জাপটানিতেই কাবু হলো শেষমেশ। তবে বাচ্চাদের হাতে।
বাঘের বাচ্চাদের অভিনন্দন।
হাঁটুপানির জলদস্যু
সাবাশ বাচ্চা বাঘেরা !!
-----------------------
--------------------------------------------------------
প্রশ্ন হলো এই জবানবন্দী যদি সত্যি হয় তাহলে বলতেই হচ্ছে পুলিশ কত বড় আহাম্মক। একটা সন্ত্রাসীকে ধরে চেক না করেই, হাতে হ্যান্ডকাফ না লাগিয়েই মোটরসাইকেলের মাঝখানে বসিয়ে থানায় নিয়ে যাচ্ছিল!
মান সম্মান গেলো পুরা , যদিও এই ঘটনার সময় আমি পুলিশে ছিলাম না :( - মাসরুফ হোসেন
আবারো একই রকমের ঘটনা
নতুন মন্তব্য করুন