টেনশনে আছি। কয়েকটা পোস্ট অর্ধেক লিখে ঘ্যাচাং করে দিলাম। একটা সায়েন্স ফিকশান শেষ করে আনছিলাম, পাঞ্চ লাইনটা লিখতে গিয়ে খটকা লাগলো, গোড়া থেকে পড়ে এসে ভাবলাম, এরকম একটা বাজে গল্প লিখলে কি সরাসরি পোস্ট করা উচিত না মডারেশনে পাঠানো উচিত? ঘ্যাচাং করে দিলাম।
টেনশন বহু কারণে। ক্লান্তিও যোগ হয়েছে সাথে। হপ্তা দুয়েক ধরে এগোতে চেষ্টা করছি থিসিস নিয়ে, সাথে যোগ হয়েছে কামলা, আরো নানা দুশ্চিন্তা, ছোট ছোট উদ্বেগ, ছোট ছোট হতাশা, ছোট ছোট পৈটিক ট্রাবলবাবল ... আর ২৫ তারিখ থেকে দেশে দুর্যোগ তো আছেই।
তাই ভাবলাম একটা হালকা পোস্ট লিখি।
কিন্তু কাজটা কঠিন করে দিলো সচলের মানবাধিকার সংগঠন জাকাজা ভায়রা পরিষদ।
জাকাজা পরিষদের কাছ থেকে ডাকে একটি চিঠি এসেছে। স্বাক্ষর অস্পষ্ট, স্ট্যাম্প অস্পষ্ট, পোস্টাল সীল অস্পষ্ট। শুধু মুক্তাক্ষরে লেজার প্রিন্ট করা আমার নামধাম। পরে জেনেছি, সব মডারেটরের কাছেই পাঠানোর ইচ্ছা ছিলো, ফান্ডে টান পড়ায় স্ট্যাম্প কিনতে পারেনি পরিষদ। কোষাধ্যক্ষ ধূসর গোধূলির দিকে সন্দেহের তীর ছুঁড়ছে পরিষদের বাকি সদস্যরা। চব্বিশ ইউরো পুরোটাই নাকি গোধূলি মেরে খেয়েছে।
যাই হোক, সেসব নিতান্ত অবান্তর কথা। জাকাজা পরিষদের ফান্ড লুট হলে আমার কী? বিশেষত, বখরা পাবার সম্ভাবনা যেখানে ক্ষীণ?
চিঠি পড়ে মুগ্ধ হয়ে গেলাম। মানবাধিকার সংগঠন হিসেবে জাকাজা একটি অতুলনীয় দৃষ্টান্ত স্থাপন করার পরিকল্পনা করেছে।
জাকাজা ভায়রাভাই পরিষদ একটি শালি ব্যাঙ্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে। সন্ধানীর আদলে স্বেচ্ছাসেবী শালিদাতাদের কাছে তারা শিগগীরই একটি আহ্বানপত্র পেশ করবে। তারই কৌশলপত্র সেটি।
জাকাজার পক্ষ থেকে অস্পষ্ট স্বাক্ষরধারী কেউ একজন জানাচ্ছেন [যাকে এখন থেকে সংক্ষেপে জাকাজা বলা হবে],
- এই প্রকল্পের নাম হবে "সন্ধ্যাপ্রদীপ" [শুরুতে সন্ধ্যাবাতি লেখা হয়েছিলো, কেউ একজন তা কেটে আবার লিখেছে গুটি গুটি প্যাঁচানো হরফে, পড়া দায়, সেটি সন্ধ্যা মুখোপাধ্যায়ও হতে পারে, বলা মুশকিল।] কারণ হিসেবে জাকাজা উল্লেখ করেছেন, তাদের জীবনে নেমে এসেছে গোধূলির অন্ধকার। সব নাকি ধূসর ঠ্যাকে। জীবনের বসন্তশিমুল নাকি ঝরে পড়ছে। যে অমিত সম্ভাবনা ছিলো, যে সৌরভ ছিলো তাদের জীবনে, সবই ম্লান। তাই সেই কালেকটিভ আঁধারে আলো জ্বালাতেই এই উদ্যোগ।
- সুন্দরী ও তন্বী শালিদের দুলাভাইদের প্রতি শালিদানের উদাত্ত আহ্বান জানিয়েছে জাকাজা। বলেছে, আপনার দেয়া এক ব্যাগ শালি বাঁচাতে পারে কোন মুমূর্ষুর প্রাণ।
- জাকাজার সবার শালিপসন্দ এক নয়। কেউ হিজাবী ভালোবাসেন, কেউ বিকিনা। কেউ শালির টানে দেশে ফিরতে চান, কেউ শালিকেই টেনে দেশছাড়া করতে চান। কেউ আবার একাধিক শালিকে নিয়ে স্বপ্ন দ্যাখেন। তাই তারা বিভিন্ন মানদন্ডের বিচারে কয়েকটি গ্রুপ, যথা, এ বি এবি এবং ও তে সম্ভাব্য শালিদের ভাগ করেছেন। একটি নিরপেক্ষ কমিশনের মতানুযায়ী এই গ্রুপের শালিদের যথাক্রমে পজিটিভ ও নিগেটিভে ভাগ করা হবে।
- পরবর্তী পয়েন্টে জাকাজা এই নিরপেক্ষ কমিশনের প্রধান হতে আমার প্রতি প্রস্তাব জানিয়েছেন।
- জাকাজা জানিয়েছেন, আগ্রহী শালিদাতাদের জানা প্রয়োজন, শালিদানের জন্য রক্তদানের মতো তিনমাস চারমাস অপেক্ষা করতে হয় না। সোমত্থ শালি থাকলে একসাথেই কয়েক ব্যাগ দান করা যায়। তবে শালি নিতান্তই ল্যাবা শিশু হলে তারা কয়েক মাস অপেক্ষা করতে সম্মত আছেন।
- তরুণ শালিদাতাদের আহ্বান জানানো হয়েছে, তারা যেন শ্বশুর শাশুড়িকে শালি উৎপাদনের গুরুত্ব ব্যাখ্যা করে তাঁদের নতুন হানিমুনের টিকেট খরিদ করে দেন, এবং অবিবাহিত চাচা শ্বশুর, মামা শ্বশুর, খালা শাশুড়ি ও ফুপু শাশুড়িদের বিবাহ দানে সত্বর ঝাঁপিয়ে পড়েন। জাকাজা ইংরেজিতে বলেছেন, লিভ নো স্টোনস আনটার্নড।
- জাকাজা সবশেষে সচলায়তনে এই প্রস্তাবটি তাদের পক্ষ থেকে পেশ করার জন্য একটি আনুষ্ঠানিক স্টিকি পোস্ট দিতে আমাকে অনুরোধ জানিয়েছেন।
আমি শুধু দু'টি কথাই বলতে চাই।
ছি ছি ছি! এসব কি ভালু?
মন্তব্য
আহা, হিমু - পৈটিক ট্রাবল একটু গ্যাপ দিয়েছে দেখছি! অহো, লেখা পড়েই বুঝেছি আপনি কত ভালু!! পরোপোকারার্থে কেমন নিরুপায় হয়ে আপনি সভার পতি হতে রাজী হয়েছেন!! (কাঠিন্যের) অনুরোধে এমন জোলাপের ঢেঁকি গেলার নজির নিতান্তই নজিরবিহীন - আপনাকে ইসবগুল!!
আমার খালি একটা ইইইইক্টু ক্ল্যারিফিকেশনের দর্ক্কার ছিলো - আচ্ছা এ, এবি, ও গ্রুপের শালীদের কিভাবে ভাগ করা হচ্ছে? মানে, ডিসি'র রাস্তায় নানা বর্ণের, নানা ঢঙ্গের, নানা ভঙ্গির শালী দেখা যায় কিনা - তাই আপনাদের দুস্কু দূর কর্ত্তে আমি বদ্ধপরিকর, সেজন্য ক্রাইটেরিয়া জানতে পারলেই কাজে ঝাপিয়ে পর্ত্তুম ......
ইয়ে আপু, আমার দাওয়াতটা কি এখনও ভ্যালিড আছে? একটু ডিসি ঘুরে আসতে মন চায়!
বিষয়টি এখনও অনিষ্পন্ন। কিন্তু ভাগযোগের এইসব সূক্ষ্ম মারপ্যাঁচ যেন আমাদের থামিয়ে না রাখে, সে বিষয়ে একটি আহ্বান সম্বলিত অ্যাপেনডিক্স দেখতে পাচ্ছি জাকাজা ভায়রাভাই পরিষদের চিঠিতে। কাজেই বিলম্ব না করে শালিব্যাঙ্কে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্টে শালি জমা দিন। আপাতত ফিক্সড ডিপোজিটের সুযোগ নাকি নেই।
শালিকা খেলাপীদের সামাজিকভাবে বয়কটের জন্য একটি প্রক্রিয়া হাতে নেয়া হচ্ছে। বাংলা ব্লগস্ফিয়ারের জনপ্রিয় এক আইনজীবি কনভেনরের দায়িত্ব পালন করবেন বলে জানা গেছে।
আচ্ছা,
যদি সব প্রশ্নের উত্তরই ইতিবাচক হয় ...
হ্যাঁ, হ্যাঁ। তিনিই...
- এই উকিলে কাজ হৈবে না বারিষ্টার লাগিবে। এই হালায় পরে নিজেই কয়েক ব্যাগ শালী হাতাইয়া কাটা পাতলা মারিবে।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হে হে হে----
হাহাহাহাহাহাহাহাহা
সেরম পোস্ট
---------------------------------------------------------------------------
If your father is a poor man, it's not your fault ; but If your father-in-Law is a poor man, it's definitely your fault.
---------------------------------------------------------------------------
একা একা লাগে
জাতি আজ জানতে চায়, বিবাহিতা সচলাদের ননদেরা অবহেলিত ও উপেক্ষিত কেন?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
ঠিক। ননদ তো আসলে মেয়েদের শালিই। এই ননদ-শালির বিভেদরেখা টেনে জাতিকে বিভক্ত করার কোন মানে হয় না। কেউ পাবে কেউ পাবে না, তা হবে না তা হবে না।
জাকাজা ভায়রাভাই পরিষদকে তাদের সাধারণ নীতিমালা ও শব্দাবলী সংশোধনের অনুরোধ জানানো হচ্ছে। এই মর্মে একটি দাপ্তরিক হিমেরিকঃ
সংশোধনী দিলাম কড়া পাল্টে লেখো সনদ
আজ থেকে নয় কেবল শালি সঙ্গে আনো ননদ!
বল দেয়া জীব বলদ হলে
জল দেয়া মেঘ জলদ হলে
আয় জাকাজা সবাই হবি তনদমনদধনদ!
এই রে...
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
আমি এখন কানতেও ভুলে গেছি।
আবার লিখবো হয়তো কোন দিন
মুসাফির!
মোছ রে আঁখিজল
ফিরে চল
জাকাজারে লিয়া ...
সাবধান!
দুষ্ট এবং একই সিরিঞ্জ ব্যবহারকারী ব্যক্তির শালীর মাধ্যমে এইডস, যৌনরোগ ইত্যাদী সংক্রমিত হবার খুবই সম্ভাবনা থাকে তাই শালী গ্রহনের পুর্বে পরীক্ষা করিয়ে নিন।
বিনামুল্য যত্ন সহকারে গোপনীয়তার সাহিত শালী পরীক্ষার জন্য যোগাযোগ করুন:
অপ্রিয়
শালীমার ক্লিনিক
শালীর গল্লি
ঢাকা
+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল
+++++++++++++++++++++++++++++
ঈশ্বরে বিশ্বাস নেই এই পাপীর, তবে বিশ্বাস করি এই আমি বিশ্বাসীদেরই প্রার্থনার ফসল
rolf - হা-হা-পা-এ-গে , ঘ্যাচাত
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
শ্যালিকা ও ননদ ব্যাঙ্কের লিস্টিটা এট্টুএইদিকেও পাঠিয়ে দিয়েন। কখন কোন জরুরি মুহূর্তে আবার দরকার পড়ে।
আমি আমার সর্বোচ্চ নির্বাহী ক্ষমতাবলে বাংলাদেশে জাকাজার সমস্ত কার্যক্রম স্থগিত করলাম।
গোয়ন্দা সূত্র জানিয়েছে, সংস্থায় 'পচুর গিয়ানজাম' আছে।
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ভারী ভারী পোস্ট এর মাঝে হাল্কা হুল্কা পোস্ট পইড়া মজা পাইলাম
তয় জাকাজা আর শালী কাহিনি ভালো বুঝতাছি না......... দুগ্ধপোষ্য শিশু কিনা !!!!!!
আইচ্ছা এডা কি ওপেন সোর্স টাইপের? সকলের জন্য নিবেদিত.........
লেখায় ব্যাপক জাঝা...
সিরাম হইছে...
লেখা পড়ে এখন নিজেকেও জাকাজা ভায়রা ভাই পরিষদের মেম্বার মনে হইতেছে...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
নাইস
তবে এ, এবি, ও ব্যপারটা কিলিয়ার করেন
------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে
লেট মি ট্রাই, মুমু ...
এ = সিরাম মরডান শালি
বি = বোরখাওয়ালি (চোখ ছাড়া বাকি সব ঢাকা) শালি
এবি = আধুনিক বোরখাবৃত শালি, যেই বোরখার মধ্যে দিয়ে জামাকাপড়ের রঙ এবং ডিজাইন সবই কিলিয়ার দেখা যায়
আর
ও =
...........................
সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন
...........................
একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা
জাকাজার এহেন সময়োপযোগী এবং জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের জন্য সাধুবাদ জানাই !
-------------------------
--------------------------------------------------------
"জাকাজা" জিন্দাবাদ!
- একচল্লিশ ইউরো চল্লিশ সেন্টের একখানা ভাউচার তৈয়ার হৈতেছে বন্ধু রেডি থাকো। অর্থ অনাদায়ে অনর্থক মাহনুং খাইয়ো না! তাহা হইলে পোফেচোর য়ুনুইচ্যার মতোন তোমার ঘটিবাটিলোটাকম্বল সব নিলামে তুলিয়া লৈবে মাহনুং কোং। তখন কী করিবে? সড়কে রাত্রিযাপন করিবে? বাঁচিতে চাও তো ভালোয় ভালোয় মুক্তাক্ষরে প্রেরিত ডাক খানার 'উন্টারলাগে' খানাও প্রকাশ করিয়া দাও। তোমার জিম্মায় যে চৈনিক কয়েক বস্তা বিদ্যমান তাহার পুঙ্খানুপুঙ্খ হিসাব জাকাজাদুদক জানিতে চায়।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
নতুন মন্তব্য করুন