জলহস্তী

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ১৪/০৩/২০০৯ - ১০:২২অপরাহ্ন)
ক্যাটেগরি:

নদীতে তেষ্টা মেটাতে যেয়ে এক হাতির সাধ হলো, সে-ও জলহস্তীদের মতো ওরকম সারাদিন নদীর মাঝে ডুবে ডুবে জল খাবে।

যে-ই ভাবা সে-ই কাজ। নেমে পড়লো সে নদীতে।

কিছুদূর যেতেই হাজির হলো গাঁট্টাগোট্টা এক জলহস্তী। খ্যাঁক করে উঠলো সে, "এইখানে কী চাস ড়্যা?"

হাতি শুঁড় বাড়িয়ে জলহস্তীর বোঁচা নাকের সাথে নাসিকামর্দন করে বললো, "আজ থেকে আমিও এখানে তোমাদের সাথে মিলেমিশে নদীতে থাকবো।"

জলহস্তী বললো, "বটে? পুরান জলহস্তী ঘাস পায় না নতুন জলহস্তীর আমদানি?" এই বলে সে মারলো এক ঢুঁশ হাতির পেটে।

হাতি ককিয়ে উঠে তাড়াতাড়ি পা চালিয়ে আরেকটু সামনে গেলো। কিছুদূর যেতে না যেতেই দু'দু'টো ষন্ডা জলহস্তী তার পথ রুখে দাঁড়ালো। তাদের মুখেও সেই একই প্রশ্ন, "এইখানে কী চাস ড়্যা?"

হাতি ভয়ে ভয়ে বললো, "আজ থেকে আমিও এখানে তোমাদের সাথে মিলেমিশে নদীতে থাকবো।"

ষন্ডা দু'টো খ্যাঁক করে হাতির সামনের দুই পায়ে পেল্লায় কামড় মেরে বললো, "বটে? পুরান জলহস্তী ঘাস পায় না নতুন জলহস্তীর আমদানি?"

হাতি তাড়াহুড়ো করে আরো সামনে এগিয়ে গেলো।

কিছুদূর যেতেই সে দেখতে পেলো, একপাল মাদী জলহস্তী এক বিচিত্রমুখো জলহস্তীকে ঘিরে নানা গুনগুন গুঞ্জরণে ব্যস্ত।

হাতি তার ছোট ছোট চোখ দিয়ে কিছুক্ষণ তাকিয়ে ধুপধুপিয়ে এগিয়ে গেলো।

"আরে ঘোড়া ভায়া যে!" শুঁড় বাগিয়ে খুশি খুশি গলায় বললো সে। "খবর কী?"

ঘোড়া নাক অব্দি ডুবে ছিলো জলে, সে আশপাশটা ভালো করে দেখে নিয়ে হাতির মুখ চেপে ধরলো।

"চুপ চুপ! চুপ ব্যাটা!" ঘোড়া ফিসফিসিয়ে বললো।

হাতি থতমত খেয়ে বললো, "কেন কী হয়েছে?"

ঘোড়া বললো, "আমি আর শুধু ঘোড়া নই। এখন থেকে আমি নদীর ঘোড়া। হিপোপটেমাস। বুঝলি? কী চাস এখানে? যা ভাগ!"


মন্তব্য

ফারুক হাসান এর ছবি

জট্টিল চলুক
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

এনকিদু এর ছবি

হাসি


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...


অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...

সৌরভ এর ছবি

হাহ হা। চ্রম।


আবার লিখবো হয়তো কোন দিন

ইশতিয়াক রউফ এর ছবি

হাতি নই দেখে জলহস্তী হওয়ার চেষ্টা করলাম না এবারের মত...

অতন্দ্র প্রহরী এর ছবি

গাধা, গরু, শুয়োর, জলহস্তী - বাহ্, সচলায়তনে কি আজ "পশু দিবস" পালন করা হচ্ছে নাকি?

গল্প দারুন লেগেছে চলুক

নিবিড় এর ছবি

চলুক


মানুষ তার স্বপ্নের সমান বড় ।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

এইবার একটা ছাগু শিরোনামে পোস্ট দরকার... তাইলেই ষোলকলা পূর্ণ হয়। আছেন কোনো মুমিন ভাই, ছাগু বিষয়ক পোস্ট লিখিয়া সচলায়তনের নীড়পাতাকে সমৃদ্ধ করিবেন?
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

অতন্দ্র প্রহরী এর ছবি

আপনে লেখেন না মিয়া! বারোটা বাজার আরো ২০ মিনিট বাকি। হয়ে যাবে। শুরু করে দেন...

ইশতিয়াক রউফ এর ছবি

সময়টা আরেকটু বাড়িয়ে আমেরিকার ১৪ই মার্চ পর্যন্ত রাখা হোক। এর মধ্যে মুখফোড়ের কাছ থেকে ছাগু বিষয়ক পোস্ট চাই একটা। উট নিয়ে কিছু হলেও মন্দ হত না।

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ঠিক আছে, তাহলে এটাও চলুক:

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

শুধু পোস্টগুলো দেখলে তো হবে না জনাব, সঙ্গে দেখতে হবে সচলের ব্যাণারটা, সেখানে আছে তিনখান বানর, আর দেখতে হবে যে উপস্থিত সচলদের মধ্যে আছেন একজন খেকশিয়াল মশাইও...

ছাগু ছাড়া জম্তেছেনা... মুখফোড়কে চাই ছাগু বিষয়ক পোস্টসমেত... এইটা জনতার দাবী।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ফারুক হাসান এর ছবি

জট্টিল অবজার্ভেশন নজরুল ভাই!
*********************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)

খেকশিয়াল এর ছবি

আঁই কিচ্চি ? ইয়ে, মানে...

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

দেখেন, নতুন কইরা খরগোশ আর কুকুর আসছে... খেয়াল কইরা দেখেন আজকে পাঠকের পছন্দের শীর্ষে আছে কোন পোস্টগুলা...

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

সবজান্তা এর ছবি

আমাদের গুরু, জর্জ অরওয়েল, 'দ্য এনিমেল ফার্ম'-এর লেখক। চোখ টিপি


অলমিতি বিস্তারেণ

মাহবুব লীলেন এর ছবি

স্নোবলরে ডাইকা আনো
একখান সংস্কার কর্মসূচি চালাক

খেকশিয়াল এর ছবি

"আমি আর শুধু ঘোড়া নই। এখন থেকে আমি নদীর ঘোড়া। হিপোপটেমাস। বুঝলি? কী চাস এখানে? যা ভাগ!"

হো হো হো

------------------------------
'এই ঘুম চেয়েছিলে বুঝি ?'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

ধুসর গোধূলি এর ছবি
কীর্তিনাশা এর ছবি

হিমু ভাই লোকটা চ্রম খ্রাপ ! দেঁতো হাসি

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

মুশফিকা মুমু এর ছবি

এইটার মেসেজটাও তো বুঝতে পারলাম না, ইয়ে, মানে... ‍‍

------------------------------
পুষ্পবনে পুষ্প নাহি আছে অন্তরে ‍‍

সুহান রিজওয়ান এর ছবি

"আমি আর শুধু ঘোড়া নই। এখন থেকে আমি নদীর ঘোড়া

একটা প্রশ্ন মনে জাগতেসে। 'নদী'-টা কে ভাই ??? !!!

সংসারে এক সন্ন্যাসী এর ছবি

ঈশপ-স্টাইলে কিছু গল্প নামিয়ে ফেলুন না!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যৌনদুর্বলতায় ভুগছি দীর্ঘকাল। দুর্বল হয়ে পড়ি রূপময়ী নারী দেখলেই...

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? চিন্তিত

দেবোত্তম দাশ এর ছবি

হিমু ভাইও পারে বটে, চরম হইছে রে ভাই
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

সবুজ পাহাড়ের রাজা এর ছবি

হা হা হা
চরম।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।