এটা একটা অনিয়মিত ছড়ার সিরিজ। চরিত্র দু'টি, মকবুল আর জগলুল। এদের ভূমিকা পাল্টাবে। বাস্তবের সাথে মিল কাকতালীয়, ছড়াকার বা আর কেউ দায়ী নন।
মকবুল স্মাগলার, জগলুল ঠোলা
দুইজনে একসাথে বড় হওয়া পোলা।
মকবুল বর্ডারে, জগলুল ঢাকা
দুইজনে দুই হাতে খাবলায় টাকা।
মকবুল আলহাজ্জ্ব, জগলুল হাজী
দুইজনে বদমাশ হাড়ে হাড়ে পাজি।
মকবুল বিবাহিত, জগলুলও স্বামী
তাহাদের বউগুলি গাড়ি চড়ে দামী।
মকবুল মদ খায়, জগলুলও গেলে
টিফিনেতে বিড়ি খায় তাহাদের ছেলে।
মকবুল ভোটে ওঠে, জগলুল হাসে
বদ কামে দুইজনে থাকে পাশে পাশে।
মকবুলে জগলুলে গলে গলে ভাব
জগলুলে খুশি হলে মকবুলে লাভ।
মকবুল জননেতা, জগলুল ঠোলা
সব দ্বার তাহাদের তরে রাখা খোলা।
মন্তব্য
:-))
চলুক...
:)
হিমু তোমার নিয়মিত ছড়া লেখার দরকারটা কি?
খামোখা আমাদের টেনসন বাড়িয়ে কী উপকারটা হবে তোমার শুনি?
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
বিয়াপক টেনশনে ফেলে দিলেন রিটন ভাই!
তুমিও তো আরেকটা বদের হাড্ডি।
আমার মূর্তি নিয়া দুই লাইনের ছড়া লিখসো। তারপর ম্যাঁও......।
ধুত্তুরি, তাইলে হালায় যুদ্ধেই যামু না.........
হাবু বেশ বড়সড়,গাবুটা তো পিচ্চি
হেরে গিয়ে হাবু বলে--উৎসাহ দিচ্ছি!
মারাক্কত ছোড়া। শেষ লাইনে ঘুমে একটু টাল খাইছে মনে হয়। ;)
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
==========================
পৃথিবীর তাবৎ গ্রাম আজ বসন্তের মতো ক্ষীণায়ু
দুর্দান্ত ! রিটন ভাইয়ের জন্য তো দুশ্চিন্তার বটেই ! হা হা হা !
একটু নুন দেই ! ছড়ার শেষ চরণটাতে একটা শব্দ 'তরে' পাল্টানো গেলে পুরা আধুনিক হয়ে যাবে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ধুর, যা কইতে চাইছিলাম পলাশদা কয়া দিছে
তাইলে হালায় যুদ্ধেই যামু না
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
এইটা "মকবুল-জগলুল ছড়া (১)"।
কুইনছেন দেহি, "মকবুল-জগলুল ছড়া (২)" কবে আইবো? :))
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু? :-?
যবে আপনি, মৃদুলদা, আক্তারাহ্মেদ, স্বপ্নাহত সকলেই খামোশ মারবেন, তখনই গ্যাপ বরাবর একখান স্কোয়্যার কাট ...।
বাহ বাহ (চলুক)
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
" সংসারে এক সন্ন্যাসী " এর ন্যায় একি প্রশ্ন, ২ লম্বর আইবো কবে? কবে? কবে?কবে?
বিয়াপক!! হিমুর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়্যা চাইর দিলাম। :)
====
চিত্ত থাকুক সমুন্নত, উচ্চ থাকুক শির
:))
মন্তব্যে (জাঝা)
মকবুল মামা হিট, জগলুলও কড়া!
নাইলে কি হিমু ভাই লিখতো এ ছড়া! :)
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
মজা লাগলো হিমু ভাই। ছন্দের কবিতা আমার বড়ই প্রিয়!
হ হ! ছন্দের কবিতাটা বড় মজার হইছে! :))
---------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...
--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'
শালার মকবুল হাজি আছিল আমার লেখার ক্যারেক্টার, হিমু ভাই টান মাইরা লইয়া গেল। খেলুম না খেলুম না খেলুম না!
ছড়া বিয়াপক চড়া হইছে ভাইজান, আগুনের গতিতে চলুক।
পুরা কড়া ছড়া !
বড় বিলাই গুল্লি চালাও !
বড় বিলাই
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
- নাশু ভাই, এইটা বিলাই না। বিলাতি ইন্দুর।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ফাটাফাটি ....
নতুন মন্তব্য করুন