এটা একটা অনিয়মিত ছড়ার সিরিজ। চরিত্র দু'টি, মকবুল আর জগলুল। এদের ভূমিকা পাল্টাবে। বাস্তবের সাথে মিল কাকতালীয়, ছড়াকার বা আর কেউ দায়ী নন।
মকবুল মডারেটু, জগলুল বুনো
মকবুল আধাপাকা জগলুল ঝুনো।
মকবুল বাঁধাধরা, জগলুল খোলা
দুইজনে একই জল রোজ করে ঘোলা।
মকবুল ধেনো খায়, জগলুল কফি
মকবুল পানও খায়, জগলুল টফি।
মকবুল ঘ্যাঁচাঘ্যাঁচ, জগলুল ঠাঠা
মকবুল গরু কাটে, জগলুল পাঁঠা।
মকবুল কাটেছাঁটে, জগলুল ঢালে
দুইজনে ফোঁসফাঁস হাওয়া দেয় পালে।
মকবুল দ্যাখেশোনে, জগলুল কয়
মকবুল তাল গোণে, জগলুল লয়।
মকবুল মডারেটু, জগলুল হাওয়া
ফাঁকতালে ছাগু ভাজে কী গরম তাওয়া!
মন্তব্য
মজা পাইলাম!
হিমু, তার মানে পেট ঠান্ডা হইসে?
আমার আশঙ্কা ভুল প্রমাণ করে দিয়ে মকবুল-জগলুলের দ্রুত দ্বিতীয়-আগমন হলো বলে আমি বেজায় খুশি
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
টাকা দিয়ে যা কেনা যায় না, তার পেছনেই সবচেয়ে বেশি অর্থ ব্যয় করতে হয় কেনু, কেনু, কেনু?
শেষের লাইনের স্বত্ব দিতে হইবেক।
ছড়ায় মজা পেয়েছিলাম, কিন্তু ভাবার্থ ভাবিয়ে তুলল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
হ... ঘটনা সত্যি
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
হ
চ্রম হইসে
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
ঠিকআছে।
সুতিব্র ছড়া !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
[পরে কমু]
ছড়ার সাথে মকবুল আর জগলুলের কার্টুন হইলে মন্দ হয় না
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done
---------------------------------------------------------------------------
একা একা লাগে
সময়োপোযোগী ... ..
একটা ও-কার কোথায় জানি বেশী হইলো, বুঝতেছি না। থাক কারো ঠিক করা লাগবে না...ঐরকমই থাকুক!
___________________________
বাংলাদেশ আমার বাংলাদেশ
হ, প-য়ের মধ্যে ওকারটা নাই।
বাদ দিয়া দেন না!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
অক্করে সৈরম হইছে জনাব!
মজারু
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
ওরে খাইছে রে । পোস্টের চাইতে কমেন্টে দেখি বেশি পাওয়ার
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
অনেক দূরে যাব
যেখানে আকাশ লাল, মাটিটা ধূসর নীল ...
মানিক ভাই দ্রষ্টব্য।
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ব্যাপক!
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
একটা ঘাড় ভাঙা ঘোড়া, উঠে দাঁড়ালো
একটা পাখ ভাঙা পাখি, উড়াল দিলো...
হা হা হা, মজার
আহা, ২ লম্বরের আমদানী হইছে, ধন্যবাদ।
ইশারা হি কাফি হ্যায়!
মুসকুরানা ভি!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন