এই পোস্টে শুধুই ছবি থাকুক। কথা পরে হোক। কিন্তু কিছু কথা বলতেই হচ্ছে, নইলে প্রথম পাতা ভচকে যাচ্ছে ছবির সিরিয়ালের চাপে।
ছবিগুলো হল্যান্ডের লিসে শহরের বিখ্যাত টিউলিপ বাগান কয়কেনহোফে তোলা। এপ্রিল থেকে মে, মোটামুটি মাস দুয়েকের জন্যে কয়কেনহোফে টিউলিপ উৎসব হয়। ৮০ একর বিস্তৃত এই বাগানের ভেতরে কয়েকটা সরোবরের চারপাশে রয়েছে বিভিন্ন জাতের, বিভিন্ন রঙের, বিভিন্ন নকশার টিউলিপ।
১-১১ পর্যন্ত ছবি একটি শটে নেয়া, ১২ থেকে শুরু করে বাকিগুলো HDR করা।
১. |
২. |
৩. |
৪. |
৫. |
৬. |
৭. |
৮. |
৯. |
১০. |
১১. |
১২. |
১৩. |
১৪. |
১৫. |
১৬. |
১৭. |
১৮. |
১৯. |
২০. |
২১. |
২২. |
২৩. |
২৪. |
২৫. |
২৬. |
২৭. |
২৮. |
২৯. |
৩০. |
আরো ছবি আছে। পরে কথার সাথে সেসব যোগ করে দেবো।
মন্তব্য
- হ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
তাইতো বলি হিমুর দেখা নাই কেন?
ঠিকাছে।
টিউলিপ আমার খুব পছন্দের ফুল। ফুলগুলো দেখে ক্যানবেরার "ফ্লোরেইড" নামের ফুলের প্রদর্শনীর কথা মনে পড়ছে খুব।
---------------------------
--------------------------------------------------------
সুন্দর সব ছবি
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
আহ্!!
এটাকে তো ফেভারিটে নেয়াই যায়
...........................
Every Picture Tells a Story
খুবই সুন্দর ছবিগুলো।
দুই তিনটা ছবিতে কেমন যেন প্রতিবিম্বের মতো দেখা যাচ্ছে (যেমন পিঠে ব্যাকপ্যাক ঝুলানো ছবিটাতে), এটা কি মানুষগুলো নড়ার কারণে?
- রহস্যাবৃত!! [hdrকৃত?!]
কোনো ভূতুরে ছবির মতো মনে হচ্ছে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
দ্বাদশ ছবি থেকে শেষ পর্যন্ত এইচডিআর করা। প্রথম ১১টি সিঙ্গল শট। এইচডিআর ছবি বলেই দেখবে আলোছায়ার কাজ ভালোমতো বোঝা যাচ্ছে, সিঙ্গল শটে সেগুলো আসার সম্ভাবনা ক্ষীণ। আর এইচডিআর করলে মানুষের নড়াচড়া ঝাপসা হয়ে একটা ভৌতিক এফেক্ট চলে আসে। শেষের ছবিগুলোতে ক্লিক করে ফ্লিকারে গিয়ে সাইজ বড় করে দেখো, প্রত্যেকটাতেই প্রেতের উপস্থিতি টের পাওয়া যায়।
হুমম, এইবার বুঝলাম। টিউলিপগুলো অদ্ভুত সুন্দর আসছে। আলোছায়ার কাজও খুব ভালোভাবে বুঝতে পারা যাচ্ছে। হয়তো এই এইচডিআরের কারণেই।
ফ্লীকার থেকে ছবি বড়ো করে দেখে আসলাম। সত্যিই মনে হলো যেন প্রেতের উপস্থিতি দেখলাম।
জট্টিল!!!
ওরেব্বাপরে। খুব ভাল লাগলো ছবিগুলি দেখে হিমু ভাই। জার্মানরা জানেও সাজায় রাখতে হয় কিভাবে! ওউ!
সাজানোর কাজটা জার্মানরা মোটামুটি ভালোই জানে, কিন্তু কয়কেনহোফ জার্মানিতে নয়, হল্যান্ডে। এই সজ্জার জন্য ধন্যবাদার্হ ডাচ উদ্যানবিদ, নিসর্গপরিকল্পক আর ফুলচাষীরা। পরের পোস্টে বিস্তারিত লিখবো।
এই পুরো জায়গাটার, ইথারে ভেসে যাওয়া শব্দগুলো জড়ো করলে কি সবচেয়ে বেশি পাওয়া যাবে জানেন-"ওয়াও"
উরিব্বাস!!!!
মিয়াভাই আপনার ছবিগুলা থিকা দুই একটা কি ওয়াল পেপার বানানোর অনুমতি দেয়া যায়? বউ টিউলিপের খুব ভক্ত তার আপনার ছবিগুলা খুব মনে ধরছে
জোয়ানা ভাবীরে কন ইমেইল ঠিকানাটা দিতে, হাই রেজোলিউশন সংস্করণ পাঠাইয়া দিমুনি। শালিটালি আছে তো দুই চাইরখান?
হায়রে আপনিও! ধুগো তো একলাই সব শালীগোরে বুকিং দিছে, সে নাকি একলাই কাফি! আফনেরে গোপনে জিগাই ধুগো পুলাডা আসলে কেমুন?
আমারেই ইমেইল কইরা দেন , আমি আসলে এই ছবিগুলা দিয়া কার্ড বানাইয়া আপ্নের ভাবীরে একটা সারপ্রাইজ দিতাম চাই। আইডিয়াটা খারাপ না , কি কন?
একটা বাছেন।
আমার কাছে বারো নম্বরটাই সবচেয়ে ভালো লাগে!! বাকীগুলাও অসাধারণ!!!
কোনটা? শালী না ছবি?
আপনে ছবিই বাছেন। শালি আমি বাছুম্নে।
শিওর মশায়, সিডনী যাচ্ছি জুলাইয়ের শেষে, টাইম পেলে চলে আসেন। কাউরে ভালো না লাগলে টিকেটের পয়সা ফেরৎ:)
ছবি দেখনের আগে মন্তব্য কইরা লই ! বুঝতে পারতেছি, ছবি খুলতে ঘণ্টা-চাইরেক সময় লাগবো ! এই সময় এমনে বইসা থাকি কেমনে !
তা, মন্তব্য সেইটাই- ছবি খুব ভালো হবে আমি জানি। কী, ঠিক কই নাই ?
(ছবি দেইখ্যা পরে মন্তব্যে ক্লিক করুম নে। ঠিক আছে ?)
দুর্দান্ত ! ডাবল এক্সপোজারের ছবিগুলাও মনে হয় মারাত্মক হইছে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ডাবল না, কোয়ান্টিপল।
কোয়ান্টিপল ? কিঞ্চিৎ ক্লিয়ার করবেন ?
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
পাঁচ এক্সপোজারে ছবি নিয়ে ঘুঁটা দেয়া হয়েছে ...
হাতে নিয়ে তোলা নাকি ট্রাইপডে?
- যেইভাবে ভূত-প্রেতের স্পেশাল ইফেক্ট আইছে তাতে তো মনেহয় ক্যামেরারে ফাঁসীতে ঝুলাইয়া ফটুক তুলছে হিমু মিয়া। মানে দড়িতে ঝুলাইয়া তারপর সমানে শাটার টিইপ্যা গেছে। ব্যাটা ইউনুইচ্চা, কতো কইরা কইলাম একটা ট্রাইপড কিন, ট্যাকা যা লাগে অর্থমন্ত্রী দিবো নে। হালায় কোনো কথাই শুনে না।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
হামদু, তোর কাছ থেকে চব্বিশ ইউরো আদায় করতে পারলেই কিনবো আরেকখান ট্রাইপড।
অবশ্যই ট্রাইপডে। হাতে পর পর পাঁচটা অবিকল একরকমের ফ্রেম তোলাই তো এক বিরাট হাঙ্গামার কাজ। ট্রাইপডে টাঙিয়ে এক্সপোজার পাল্টে পাল্টে তুলে গেছি। বিস্তারিত গল্প আসবে সামনে।
কেন, যাবে তো.. কন্টিনিউয়াস শ্যুটিং মোডে নিবেন। আমি তিনটা পর্যন্ত তুলেছি, আইএস অন রেখে-- খারাপ আসেনা। আপনি বোধ হয় সবসময় ম্যানুয়ালি ফোকাস করেন; ম্যানুয়ালি এটা অবশ্য অসম্ভব।
দারুণ, চমতকার, খাসা!
খুব ভালো লাগলো।
আপনে দুইদিন পর পর দশবিশবছরের জন্য কই ঘাপটি মারেন?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আপনাদের ভ্রমণের গোপন পরিকল্পনা আগেই জেনে গেছিলাম। জেনে গেছিলাম খাবারের বিবরণ। সব মিলায়া ঈর্ষান্বিত...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
জাস্ট সিরাম।
দুষ্খু লাগে এইগুলান দেখলে!
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
নতুন মন্তব্য করুন