কাঠামো নিয়ে পাঁঠামো

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শনি, ০৯/০৬/২০০৭ - ৬:১৪অপরাহ্ন)
ক্যাটেগরি:
সামহোয়্যারে ব্লগিং করে করে আমাদের একটা কাঠামোগত ক্ষীণদৃষ্টি তৈরি হয়েছে বোধহয়। ঘুরে ফিরে আমরা বোধহয় সামহোয়্যার ইনকে বেঞ্চমার্ক ধরে সচলায়তনের পরিবেশের উপাদানগুলি দাঁড় করাতে চাইছি। যদি তা-ই হয়ে থাকে, একটু সরে আসি আমরা এই পথ থেকে। সৃজনশীলতাকে উসকে দিই। এমন কিছুর কথা ভাবি যা হয়তো কোত্থাও আগে ছিলো না। ঘুরে ফিরে ব্লগিং আবহাওয়া কিছু জিনিস থাকবেই। সেই আরএসএস ফিড, ভিজিটর কাউন্টার, প্রিয় পোস্টের লিঙ্ক, হ্যানো ত্যানো। এই বাক্স থেকে একটু বেরিয়ে এসে কিছু ফীচার যোগ করতে পারি আমরা সহজেই। দুর্ধর্ষ কিছু কোডারু আছেন সচলায়তনের সাথে, জানেন বোধহয়। তবে এখনো অনেক পথ চলা বাকি। পথ চলতে চলতেই দুয়েকটা করে বুনো ফুল তুলে গুঁজে দিন সচলায়তনের খোঁপায়। অন্য থেকে অন্যতর হয়ে উঠুক সচলায়তন। ধন্যবাদ।

মন্তব্য

অরূপ এর ছবি
সেই ফীচার গুলো কি কি?
হিমু এর ছবি
মাঘের কথা আগে বলি কিভাবে?
সৌরভ এর ছবি
হুমম, ব্যাপারটা আসলেই তাই। সচলায়তন হতেই পারে অন্যরকম অনন্য।

আবার লিখবো হয়তো কোন দিন

হযবরল এর ছবি
ঠিক মাঘ মাস আগে আসুক।
ধুসর গোধূলি এর ছবি
তাইলে কইলাম লেপ আর বাইর করলাম না, মাঘ আসুক আগে! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>
উৎস এর ছবি
হিমু, তোমার সেই রহস্য গল্পের কি হলো?
ধুসর গোধূলি এর ছবি
মাঘ মাস আসুক উৎস ভাই। বিবস্ত্র করে শারমিন রে ফেলে রাখছে এই ব্যাটা হনুমান। মাঘ মাস আসলে পরে গায়ে চাদর দিবে নে, এখন যেই গরম পড়ছে! _________________________________ <স্বাক্ষর দিমুনা, পরে জমিজমা সব লেইখা লইলে!>

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।