সাময়িক পোস্টঃ কোন ছাগলের বাচ্চা বাংলাদেশ ক্রিকেট টীম চালায়?

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: সোম, ০৮/০৬/২০০৯ - ৭:২৯অপরাহ্ন)
ক্যাটেগরি:

রাগে আমার হাই প্রেশার উঠে গেছে। মাহমুদুল্লাহ আর রকিবুল মিল্লা লাস্ট ম্যাচটা পণ্ড করসে। আজকেও এই দুইজনের হাতে পড়সে খেলা। দশ ওভারে রান করসে পঁয়ষট্টি। নাইমের মতো হিটাররে বহাইয়া রাখসে মুশফিক গেলমানটার পরে। এইটা কি টেস্ট ম্যাচ পাইসে? টীম চালায় কোন ছাগলের বাচ্চা? অর বাপ অরে আয়োডিন খাওয়ায় নাই ছোটকালে?


মন্তব্য

রেনেট এর ছবি

হুদাই ঘুম থেকে উঠলাম সাত সকাল বেলা।
বাংলাদেশ আজকে জিতলে ভারী অবাক হব।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

মেজাজ কী পরিমান খারাপ তা বোঝানো যাবে না
রাগে গা জ্বলতেছে আমার...
চুতিয়াগুলা আজকেও হারবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

মুশফিক গেলমান ওব্রায়েনের কাছ থেকে শিখুক ক্যাম্নে স্টাম্প করতে হয়। রকিবুল গন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রেনেট এর ছবি

মাশরাফি আর নাইম বসে ঘাস চিবাচ্ছে, আর মুশফিক আর রকিবুল টেস্ট খেলতেসে
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

হিমু এর ছবি

মুশফিকুর রহিমকে দল থেকে বহিষ্কারের জন্য গণসংযোগ করা হোক। ব্লাডি রান্ট! খাড়াইয়া খাড়াইয়া বল নষ্ট করতাসে গর্দভটা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আমার দেখা পৃথিবীর সেরা স্ট্যাম্পিং... এক মুহূর্তই কাফি...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রেনেট এর ছবি

মুশফিক গন ৯৪/৭
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

শামীম এর ছবি

দেশে আইলে আয়োডিনে চুবাইতে হবে ঐগুলারে ....

আর ক্রিকেটারগণ যেইসব প্রোডাক্টের এ্যাড করছে ঐগুলা কেনা বন্ধ করা লাগবে।
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

মামুন হক এর ছবি

আমি খেলা দেখা বন্ধ কইরা দিছি অনেক আগে, আর কাহাঁতক এই যন্ত্রণা সহ্য করা যায়

অছ্যুৎ বলাই এর ছবি

বাংলাদেশের খেলা বিকালে না?

---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো

হিমু এর ছবি

আমি খালি জিগাই, নাইম পোলাডা কার পাতে ছাই দিসিল? ওরে মুশফিক গেলমানের পরে নামায় কী যুক্তিতে? মুশফিক আর রকিবুল মাজা ঘুরাইয়া একটা শট খ্যালতারেনা! অগোরে দুইটা হাই প্রোটিন বিস্কুট দিয়া দেশে ফিরত পাঠায় দেওয়া হোক।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলায়তনের একটা ক্রিকেট টিম বানাই চলেন... তারপর এই অথর্ব টিমরে চ্যালেঞ্জ জানাই...
আমি নিশ্চিত এরা হারবো...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

বাংলাদেশরে হারাইতে হইলে সাকিব পর্যন্ত উইকেট ফালাইয়া দিলেই চলবো। এরপর মুশফিক আর রকিবরে আউট না কইরা খেলতে দিতে হবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রেনেট এর ছবি

মাশরাফি বাঘের বাচ্চা।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দেবোত্তম দাশ এর ছবি

খেলল তো মোর্তাজা, শেষ অভারে ২০ রান, এবার চান্স আছে মনে হয়
------------------------------------------------------
স্বপ্নকে জিইয়ে রেখেছি বলেই আজো বেঁচে আছি

------------------------------------------------------
হারিয়ে যাওয়া স্বপ্ন’রা কি কখনো ফিরে আসে !

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

মাশরাফিও ডাব্বা মারলে ব্যাপক হইতো দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

প্রকৃতিপ্রেমিক এর ছবি

বিনা যুদ্ধে নাহি দেব সূচাগ্র মেদিনী। এখনো আশা ছাড়িনি। দেখা যাক।

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

আজকের খেলায় জিতলেও সেটা কোনো খুশির খবর না।
হারা জিতার কথা না। কথা হইতেছে এরা এমন ছাগল কেন? আশরাফুল বাহিনীকে জবাবদিহি করানো উচিত। এদের পিছনে জাতির অনেক টাকা খরচা হয়। ফাইজলামির জন্য এতো টাকা খরচ করার কোনো মানে হয় না।
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

হিমু এর ছবি

৪৩টা ডট বল গেছে ১২০ বলের খেলায়।

আশরাফুলের আউটটা দেখে রাগে শরীরটা কষকষ করতেসে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

জয়ের আশাবাদ রেখে বাইরে যাচ্ছি। আশা করি ২ ঘন্টা পরে সুসংবাদটা পাব। আয়ারল্যান্ড নাকি ২০-২০তে ১১৯ এর বেশী রান করেনি। লক্ষণ দেখে মনে হচ্ছে দিনটা বাংলাদেশের হতেও পারে।

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

আয়ারল্যান্ড তো দিতেসে বাড়ি মন খারাপ
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

কইতে না কইতে আরেকটা সিক্স ... ধুর বাল ...

মাশ্রাফি তো সারা ম্যাচ আর বল করতে আসবে না ডরের চোটে ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

ব্যপারটা কি? একটা করে কমেন্ট পোস্ট করি আর একটা করে সিক্স খায় ... চিন্তিত
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ইশতিয়াক রউফ এর ছবি

নিল ওব্রায়েনের বাইরানি দেখে ভাবছিলাম এটা নিল ফেয়ারব্রাদার নামলো নাকি! খেলা নিয়ে মন্তব্য করবো না। অশ্লীল হয়ে যাবে। মন খারাপ

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

বহুদ্দিন পরে ফেয়ারব্রাদাররে মনে করায় দিলা ... এই ব্যাটা বাংলাদেশে আবাহনীর হয়ে খেলতে আসছিল ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

৭০ বলে ৮১ লাগবো... হাতে আছে ৯ উইকেট। এই জুটি ৩২ বলে করছে ৫০+

কিছুই বলার নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

মুস্তাফিজ এর ছবি

ক্রিকেট বোর্ডের সবার পদত্যাগ চাই
এইটা সময়ের দাবী

...........................
Every Picture Tells a Story

সাইফ এর ছবি

এই বেটাদের গুহ্যদ্বার দিয়া বাঁশ দিয়া রাস্তার মোড়ে দাড় করায় রাখা উচিত। অবশ্য ৯.৪ ওভারে ৬১, এখনো আশা ছাড়ি নাই।

হিমু এর ছবি

ওব্রায়েন গন। দেখি বোলাররা দলের তহবন সামলাইতে পারে কি না।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

হিমু এর ছবি

আচ্ছা, এই যে বাংলাদেশ বাজে খেলে আর আমরা খেলোয়াড়দের গালাগালি করি, মঞ্চে পর্দার আড়ালে যেই মাতবরগুলি আছে, এদের তো কিছু হয় না। সিলেকশন বোর্ডে কারা আছে? কারা কোচ ঠিক করে? কারা খেলোয়াড়দের ভালোমন্দ বিচার করে? এদের সম্পর্কে বিস্তারিত জানতে চাই।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাইফ এর ছবি

আরেকটা উইকেট গেসে, দেখা যাক, আশা ছাড়তে মন চায় না

সাইফ এর ছবি

মাহমুদুল্লাহ এর বাচ্চারে ধর, এই বেটা লাস্ট কয়েক ওভারে সৃষ্টি করা চাপ ছুটায় দিল, বেটা বান.....

সাইফ এর ছবি

সাবাশ রাজ্জাক, ৪ রানে ওভার শেষ

সাইফ এর ছবি

RRR ৮.৪, ৫ ওভার বাকী, কোনমতে লুংগি কাচা দিয়া ওভার কয়টা পার করতে পারলেই হয়

সাইফ এর ছবি

ইয়া বেইবি, মাশরাফি বাঘের বাচ্চা, আরেকটা উইকেট

সাইফ এর ছবি

ধুর শালা, ৬ মারসে, ১০৪ হয়ে গেল

সাইফ এর ছবি

২৪ বলে ৩৩ রান, মেজাজটা খারাপ হয়ে যাইতেছে

সাইফ এর ছবি

হাকুল্লা রুবেল এর বাচ্চা, ৪ খাইসে, তারপর আবার ওয়াইড

জ্বিনের বাদশা এর ছবি

১৭তম ওভারে রুবেলকে বলটা দিয়াই ভুল করলো ... এখন পিটাইয়া চাপ কমাইয়া ফেলবে মন খারাপ

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

"put three fielders behind the wicketkeeper" -commentator
(সৌজন্যে জি এম তানিম)

গড়াগড়ি দিয়া হাসি
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

জি.এম.তানিম এর ছবি

হর্ষ ভোগলের মন্তব্য এইটা দেঁতো হাসি
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

জ্বিনের বাদশা এর ছবি

দুই ওব্রায়েন মিলে খেয়ে দিলো মন খারাপ
========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

========================
যার ঘড়ি সে তৈয়ার করে,ঘড়ির ভিতর লুকাইছে

সাইফ এর ছবি

রুবেলের চামড়া, তুলে নিব আমরা !!! রেগে টং
রামছাগলটা দিল সব ডুবাইয়া

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

খেলা শেষ হয় নাই এখনো? রেজাল্ট কী? .আমার এখানে কারেন্ট নাই...
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

রায়হান আবীর এর ছবি

বাংলাদেশ জিতছে। কাচাগু দিয়ে বানানো ট্রফি দেওয়া হইছে তাদের ...

সাইফ এর ছবি

কাচাগু দিয়ে বানানো ট্রফি

অনেক দু:খের মাঝেও হাসি পাইল। আসলেও বেটাদের এই ট্রফি দিয়া তারপর বলা উচিত ট্রফি চাটিতে হইবে

দ্রোহী এর ছবি

আয়ারল্যান্ডের কাছে ছয় উইকেটে হার। ঠিকই আছে। বাংলাদেশ নিজেদের মান অনুযায়ী খেলেছে।

আমি মনে করি না এর চেয়ে ভালো খেলার যোগ্যতা বাংলাদেশের খেলোয়াড়দের আছে।

রেনেট এর ছবি

সত্যি বলতে কি, বাংলাদেশের রাজসিক ব্যাটিং এর পর আমি চেয়েছি আয়ারল্যান্ডই জিতুক। এ ম্যাচে বাংলাদেশ জিতলে তা হতো ঘোরতর অন্যায়।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

দ্রোহী এর ছবি

কথাটা কিন্তু রাগের মাথায় বলিনি। ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন। সত্যিই কি বাংলাদেশের খেলোয়াড়দের আন্তর্জাতিক পর্যায়ে খেলার মতো যোগ্যতা আছে? আমার তো মনে হয় না। বছরে একটা ম্যাচ ভালো খেলা তো প্রফেশনাল কাজ না।

ইশতিয়াক রউফ এর ছবি

বাংলাদেশের খেলোয়াড়দের দেওয়া উচিত চিয়ারলিডিং-এর কাজ। ভাল প্লেয়াররা ৫০ মারলে প্রদর্শনী হিসেবে তামিম-আশরাফুলরা নেমে দুইটা চার মারবে।

পূর্ণ সহমত আপনার কথার সাথে।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গত ৫ বছরে আজ এই প্রথম আমি বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে চ্রম বিরক্ত হলাম।

হ্যালু, হ্যালু উৎপল শুভ্র, হ্যালু মতিউর রহমান, হ্যালু প্রথম আলু, আমিও লাইনে দাড়াইলাম।
আমিও শপথ করিব আজ।

আমি শপথ করিতেছি যে, ২০০৯ এর ৩১ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট টিমের আর কোনো খেলা আমি টেলিভিশনে কিংবা ক্রিকইনফো বা অন্য কোনো মাধ্যমে ফলো করিবো না।

দ্রোহী এর ছবি

লোল। আমিতো প্রথম খেলার চার উইকেট পর্যন্ত পড়তে দেখেই বুঝে নিয়েছিলাম টুর্নামেন্টে বাংলাদেশ কেমন খেলবে। আজকে তাই খেলা দেখার গরজ ও করিনি। দেঁতো হাসি

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

আসসালামুয়ালাইকুম আশরাফুল গং। ভালো থাইকেন। আমার মন ভালো/খারাপ করানোর দায়িত্ব আর বাংলাদেশ ক্রিকেট টিমের উপরে রাখতে চাই না। ২০০৯ সাল অন্ততঃ এই অপদার্থ ক্রিকেট প্রতিভা থেকে মুক্তি চাই। জাঝাকুল্লাহ খাইরান। খুদাপেজ।

ইশতিয়াক রউফ এর ছবি

মুশফিক, রকিবুলদের কোন জায়গা থাকা উচিত না ২০-২০ তে।

আশরাফুলকে কোন পর্যায়ের ক্রিকেটেই অধিনায়ক রাখা উচিত না।

রুবেল বোলার মন্দ না, কিন্তু তাকে শেষ দিকে বল করানোর কোন অর্থ নেই।

মাশরাফি শেষ ওভারে মার খায়, কিন্তু তবু তাকেই শেষের জন্য রাখা উচিত ছিল, রুবেলকে না।

রাজ্জাক প্রথম দিকে বল করানোর জন্য অন্যতম কার্যকর স্পিনার। তাকে এত বসিয়ে রাখার কী অর্থ?

এতসব নিয়ে কিছু বলার প্রয়োজন পড়তো না, যদি ব্যাটিংটা উল্লুকিয় না হতো।

আমার চিরশান্ত বাবা এই মাত্র মারামারি করে ভাইয়ের কম্পিউটার বন্ধ করে দিলো। আশরাফুলের সাক্ষাৎকার শুনতে চাচ্ছিলো ভাই, সেজন্য এই প্রতিক্রিয়া। খাইছে

জি.এম.তানিম এর ছবি

কারে থুয়ে কারে বলবেন? টপ স্কোরার মাশরাফী। আমার মনে হয় ক্রিকেটের মত আজে বাজে খেলা না খেলে সাতচারা টুর্নামেন্ট খেলা ভালো... খাইছে
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

ইশতিয়াক রউফ এর ছবি

জাতীয় খেলাতেও আমরা বাঁশ খাই... সেখানে সাতচারা তো কোন ছাড়!

দ্রোহী এর ছবি

সাতচারা জাতীয় দলে আমাকে অন্তর্ভুক্ত করার জন্য তীব্রভাবে দাবী জানাচ্ছি।

অতিথি লেখক এর ছবি

বাংলাদেশ এখন হাডুডুতে জাপানের কাছে হারে। তাই সাতচারাতেও যে বিশ্বকাপ জিতবে এই ব্যাপারে আমি আশাবাদি না!
-------------------
উদ্ভ্রান্ত পথিক

অতিথি লেখক এর ছবি

আয়ারল্যান্ড শেষ ৪ মারলো কারেন্টও গেলো। ডেসাও আমাদের আর খেলা দেখতে দিতে চায় না চোখ টিপি
----------------
উদ্ভ্রান্ত পথিক

রেনেট এর ছবি

টেস্ট খেলুড়ে দেশের লেবেল নিয়ে এরকম ছাগলামী বন্ধ হওয়া দরকার।
বাংলাদেশের পরিবর্তে আয়ারল্যান্ডকে স্ট্যাটাস দেয়ার চিন্তা করা যেতে পারে।
প্রফেশনালিজমের প ও নাই বাংলাদেশের খেলায়।
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

স্বপ্নহারা এর ছবি

আসলেই এই টিমের কিস্যু করার ক্ষমতা নাই। জাতীয় দলে এরা খেলা শিখতে যায়! আর আশার ফুল টারে বাসাবো মাঠে পান-দোকান দিয়া বসিয়ে দেয়া হোক...গেলমান টারে লাস-ভেগাস অথবা আমস্টারডাম পাঠাই দিলে কিছু রেমিটেন্স আসত। আসল কালপ্রিট BCB এর কর্তাগুলান রে হেমায়েতপুর পাঠাইয়া সুস্থ করার পর গুলিস্তান এ কাপড়ের-জুতার ব্যবসায় নামাইয়া দিলে ভাল উন্নতি করবে!

ইমরুল কায়েস এর ছবি

শূয়োরের বাচ্চারা।

আসেন এরা এয়ারপোর্টে নামলেই একেকটারে রামধোলাই দেই।
......................................................
পতিত হাওয়া

সাইফ এর ছবি

কয়ডার সময় নামবো, আওয়াজ দিয়েন, লোহার রড লইয়া যামু নে, হাকুল্লার ছাওগুলারে পিটায় ছেড়া বেড়া করা দরকার

খেকশিয়াল এর ছবি

মুশফিক গেলমান

গড়াগড়ি দিয়া হাসি

------------------------------
'..দ্রিমু য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সবজান্তা এর ছবি

মন্তব্যটা মুইছা দিলাম। মেজাজ বেশি খারাপ ছিলো। মুখ খারাপ করার জন্য দুঃখিত।


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি

বান্দররে নাকি পর্যাপ্ত সময় কীবোর্ড হাতে ছাইড়া দিলে সে একসময় অ্যাক্সিডেন্টালি মহাভারত লেইখা ফালাইতে পারে। আমার ধারণা গত পনেরো বছর পুরান ঢাকা থিকা বান্দর ধইরা ব্যাট বল স্টাম্প দিয়া মাঠে ছাইড়া দিলে তাদের নেক্সট জেনারেশনও এর থিকা ভালো খেলা দেখাইতে পারতো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অর্জুন মান্না [অতিথি] এর ছবি

অলক, শাহরিয়ার নাফিস আর আফতাবরে টিমে আনা উচিত।
আশারফুলেরে বাদ দিয়া নাফিসরে ক্যাপ্টেন বানাইলে কাম হইবার পারে।

অনীক আন্দালিব এর ছবি

আমরা আসলেই অনেক সহনশীল জাত। মনে আছে বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপ থেকে লাথি খাওয়ার পরে ভারতের খেলোয়াড়দের ঘরেও আক্রমণ হয়েছিল। সেটাকে সাপোর্ট করছি না, কারণ উগ্রতা আসলে কোনই ফলাফল বয়ে আনে না।

এখন মেজাজ এতটাই খারাপ, বিক্ষিপ্তভাবে কিছু কিছু কথা মনে হচ্ছে। এই কোচটাকে কে বাছাই করেছিল? সে আদৌ কী করে দলের জন্য? এরকম হারের পরে তাকে ফায়ার করাটা কি একটা বুদ্ধিমানের কাজ না?

সংশ্লিষ্ট বোর্ডের হর্তাকর্তাদের পদত্যাগ করা উচিত। ন্যূনতম দায়িত্ববোধ যদি তাদের থেকে থাকে। এইটাকে সহজভাবে দেখার কোনই উপায় নাই। একটা টেস্ট খেলুড়ে দেশের এমন হার, তাও এমন একজনের কাছে যে অভিজ্ঞতা, শক্তিমত্তা সবদিক দিয়েই তাদের হারিয়েছে, কোনভাবেই মেনে নেওয়া যায় না।

বাংলাদেশ যখন শক্তিশালী কোন দলকে হারায়, সেই ম্যাচে অনেক টেনশন থাকে। খেলার ভাগ্য শেষ বল না হওয়া পর্যন্ত ঠিক করে বলা যায় না। কিন্তু আজকের ম্যাচে ১ম দশ ওভারেই আয়ারল্যাণ্ডের হাতে কন্ট্রোল চলে গেছে, সেটা আর কখনোই বাংলাদেশের হাতে আসেনি!

আয়ারল্যাণ্ডের ভবিষ্যত উজ্জ্বল হউক। এরা খেটে, প্রমাণ করেই জিতেছে। বাংলাদেশের দল, খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সকলের জন্য শুধুই দুয়ো আর নিন্দা (জুতা মাইরা কাজ হইবো না, তাই)।

জি.এম.তানিম এর ছবি

হুমম! আমার মতে এই ধরণের সহনশীলতার দরকার আছে। তবে একি সাথে নীতিনির্ধারক মহলের নজরদারির দরকার। মানে মানুষের উগ্রতা চাই না, কিন্তু যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেটা ঠিক মত পালন করছে কি না সেটা দেখা আবশ্যক।

ক্যাপ্টেন হিসেবে আমার মতে সাকিব ভালো হতে পারে অন্যদের চেয়ে।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।

মুস্তাফিজ এর ছবি

এরা যাবার আগে প্র্যাক্টিস ম্যাচে এ দলের কাছে হারছিলো, তখন বলছে প্র্যাক্টিস ম্যাচ বলে ঐভাবে খেল ছে।

আচ্ছা আরেকটা কথা, দেশের লীগে সর্বোচ্চ রান পোলাটার কী যেন নাম, শুভ মনে হয়, ঐটাকে তো দলে নিছিলো কিন্তু খেলাইলো না কেন?

ইংল্যান্ডে নেমে আশরাফুল বলছিলো আমরা ২০-২০তে ওয়ার্ল্ডের ৪ নম্বর, আমার মনে হয় এই দম্ভ নিয়া সম্ভবত সে ক্যাপ্টেন হিসাবে তার শেষ খেলাটা খেলে ফেলছে। এখন আর যাই হোক ক্যাপ্টেন হিসাবে তার গ্রহনযোগ্যতা আর নাই।

এইরকম পারফরমেন্সের পর কর্মকর্তারা ঠিক থাকলেও কিছুদিন পর দেশে খেলা, তখন পাবলিক ঠিকই ঠেঙ্গানি দিবে।

অবশ্য এসব করে লাভও নাই, যেই লাউ সেই কদু, সবগুলারই একই অবস্থা

...........................
Every Picture Tells a Story

হিমু এর ছবি

আমি লক্ষ্য করেছি, এরা মাঠে কেউ জেতার জন্য নামে না। চাকরি করতে নামে, যে চাকরিতে হারজিতের ফল একই, মাস ঘুরলে তনখা মেলে। বিভিন্ন দেশে খেলতে যাওয়া যায়, শপিংটপিং করা যায়, একটু ফূর্তি, একটু হুল্লোড়। খেলার মাঠে না জিতলে তো কোন লস নাই। এদের জরিমানা করা উচিত।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

হিমু এর ছবি

দর্শকদেরই চাপ দিতে হবে দিন বদলানোর জন্য। এদের ভাতকাপড়ের চিন্তা নাই, বিলাসব্যসনে হাত দিতে হবে। আইডিয়াটা আমার না, কে যেন বললেন, খুঁজে পাচ্ছি না এখন।

আসুন আজ থেকে প্রতিজ্ঞা করি,

বাংলাদেশ ক্রিকেট টীমের খেলোয়াড়রা যে পণ্যের বিজ্ঞাপন করবেন, ক্রিকেটদর্শকরা তা বর্জন করবো, যতদিন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট সম্মানজনক স্থানে না পৌঁছায়।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ফাহিম এর ছবি

অশিক্ষিত একটা ছোকরাকে অধিনায়ক বানায় বসায় দিলে এর থেকে ভালো কি হবে? যেই বোর্ড ব্যাকিং এর জোরে মুশফিকুর রহিমের মতো পোলারে খেলায়, তাদের দ্বারা এর থেকে ভালো টিম কিভাবে সিলেক্ট হবে???

এই টুর্নামেন্ট থেকে এইভাবে বিতাড়নের দায় শুধু খেলোয়ার, কোচ কিংবা বোর্ডের না। ৫০% দায় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকদের, যারা শুধু মাত্র স্টার বানানোর জন্য সামান্যতম যোগ্যতার কাউকেও গাছে উঠাইতে দ্বিধা করে না... একটা ম্যাচে কোন রকম ২০/২৫ রান করতে পারলেই হইলো, টেন্ডুলকারের সাথে তুলনা শুরু করে। মাশরাফি ভালো বোলার, ঠিক আছে, তাই বইলা শোয়েব আখতারের মতো তারেও নড়াইল এক্সপ্রেস ডাকতে হইবো? বালখিল্যতার কি আর শেষ নাই???

প্রত্যেকটা টুর্নামেন্টের আগে এক কাহিনী, হেন করেঙ্গা তেন করেঙ্গা। করার বেলায় কাচকলা।

সবচেয়ে দুঃখজনক হইলো এদের লজ্জাহীনতা... বিন্দুমাত্র শরম বলতে এদের কিছু নাই। কত্তবড় ফাজিলের ফাজিল, এরা নাকি ৪ নম্বর দল। একটু গলাও কাপলো না এই কথাটা কইতে... রান করতে পারে না ২০টা, ৪ নাম্বার দল বানায় দিয়া বইসা আছে... শালার আজব কাজ কারবার...

=======================
ছায়ার সাথে কুস্তি করে গাত্রে হলো ব্যাথা!

=======================
কোথাও হরিণ আজ হতেছে শিকার;

হযবরল এর ছবি

বান্দরের হাতে খন্তা আর মুশফিকুরের হাতে গ্লাভস একই কথা। এক ম্যাচে দুটো ছক্কা মারলেই পরবর্তী তেরো ম্যাচ নিশ্চিত এই টিমে। আফতাব আহমেদ কি আনা দরকার, আশরাফুলকে টীম থেকে বাদ দেওয়া দরকার। ইনকন্সিসটেন্ট ব্যাটিং কত কনসিসটেন্টলি করা যায় আশরাফুল তার প্রমাণ।

ধুসর গোধূলি এর ছবি

- গত বিশ্বকাপেও তো বাংলাদেশ হারছিলো আয়ারল্যাণ্ডের কাছে।

আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলতে শুরু করার এতো সময় পরে এখন খেলোয়ারদের পিঠ বাঁচাতে কী অজুহাত দাড় করানো যেতে পারে সেটাই ভাবছি!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সবজান্তা এর ছবি

গেল রে গেল !

বাংলাদেশের সাথে সাথে অস্ট্রেলিয়াও গেলো !!


অলমিতি বিস্তারেণ

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।