...
মোবাইলে বেজে উঠলো "রূপভানে নাচে কোমর দুলাইয়া"। রবি হাত বাড়িয়ে ফোনটা তুলে নিলেন।
"রবি চৌধুরী বলছেন?" ওপাশ থেকে খনখনে গলা ভেসে আসে।
রবি থতমত খেয়ে বললেন, "না ... কোন নাম্বারে ডায়াল করেছেন বলুন তো?"
ওপাশ থেকে খনখনে গলা নাম্বারটা আওড়ায়।
রবি বলেন, "নাম্বার তো ঠিক আছে। কিন্তু আমি তো চৌধুরী নই।"
খনখনে গলা বলে, "আমারই ভুল। থুক্কু। গলতি সে মিসটেক হো গ্যয়ি। ... আমি বিজ্ঞাপনী সংস্থা ধারাগোল অ্যাডভার্টাইজিং থেকে বলছি।"
রবি ধারাগোল নামটা নোট করে রাখেন প্যাডে। বেশ নামটা। কোন গল্পে ব্যবহার করা যাবে'খন। "হ্যাঁ, বলুন?"
"খবর-টবর পড়েন, নাকি শুধু কোবতে রচনা-ই করেন?" খনখনে গলা শুধায়।
রবি একটু গম্ভীর হন। "দেখুন, কী চান এই বেলা বলে ফেলুন ঝটপট। জলখাবার খেয়ে আবার জিমে যেতে হবে, সেখান থেকে আজিজে ... ফিরে এসে ফেসবুকে দু'চার গণ্ডা মামদোকে পেঁদিয়ে বিষ ঝাড়তে হবে ... ম্যালা কাম।"
খনখনে গলা বলে, "কালো টাকা সাদা করার মোচ্ছব লেগে গেছে। টাকায় দু'আনা করে দণ্ডি দিয়ে সব কালো টাকা কেচে সফেদ করা যাবে আগামী তিন বছর'তক।"
রবি উদাস গলায় বলেন, "তাতে আমার কী?"
খনখনে গলা বললো, "আপনার কিছু না মশাই, খদ্দেরদের তো পোয়াবারো। এই টঙ্কাধোলাই নিয়ে ব্যাঙ্কগুলির মধ্যে এখন হুড়োহুড়ি পড়ে গেছে, একের পর এক মুৎসুদ্দিগিরির সার্ভিস অফার করছে তারা, ফাঁকতালে দু'পয়সা কমিশন খেতে চায়। সে খবরই তারা বিজ্ঞাপন বাজিয়ে জাহির করতে ক্ষেপে উঠেছে অ্যাকেবারে। আমাদের কারবার রমরমা। আপনাকে একটা কোবতে লিখে দিতে হবে এ নিয়ে। টিভিতে আর এফএম রেডিওতে যাবে বিজ্ঞাপনের সাথে। একটা কালা সাঁওতাল ছেমরিকে ব্যাঙ্কের দরজা দিয়ে ঢুকিয়ে দোবো, আর বেরিয়ে আসবে ধলা মডেল সোনালিমা ...।"
রবি দোনোমোনো করতে লাগলেন। "দেখুন, এসব নিয়ে লেখাটা আমার ঠিক আসে না, বুঝলেন ...।"
খনখনে গলা খনখন করে ওঠে, "আরে মশাই, আপনি বললেই হবে নাকি? একটা বিড়ি ধরিয়ে টয়লেটে যান, হুড়হুড়িয়ে পদ্য বেরোবে মাথা থেকে। এখন রাখি, সন্ধ্যে বেলা একটা ছোকরাকে পাঠাবো, তার হাতে দিয়ে দেবেন। কালো টাকা নিয়ে কবিতা, এ আর এমন কঠিন কী? খুদাপেজ!"
রবি ফোন নামিয়ে আড়মোড়া ভেঙে খাট ছেড়ে ওঠেন। তারপর একটা ক্যাপস্টান সিগারেট ধরিয়ে টয়লেটে ঢুকে দরজা লাগিয়ে দেন ঘটাশ করে।
ঘন্টা আধেক পর বেরিয়ে কাগজ কলম টেনে বসেন তিনি। আসলেই, সক্কালবেলাটা বিড়ি হাতে ওদিকটায় গেলে কবিতা যে কীভাবে বোল ফোটায় হাতে আর খাতার পাতে!
আসলেই তো। টাকার আবার সাদা-কালো কী? টাকা কি ভাগ্নের বিয়ের জন্যে দেখতে যাওয়া মেয়ে, যে কালো হলেই নাক সিঁটকাতে হবে? যতসব গাঁইয়া মানসিকতা!
নিবিষ্ট মনে তিনি লিখতে থাকেন,
"কালো তারে বলে গাঁয়ের লোক
দেখেছি তার কালো হরিণ চোখ
কৃষ্ণকলি আমি তারে বলি ...।"
...
মন্তব্য
দুর্দান্ত!! পড়ে ভালো লাগলো।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি।
_________________________________________________________
খাতার দিকে তাকিয়ে দেখি,এক পৃথিবী লিখবো বলে-একটা পাতাও শেষ করিনি। ( জয় গোস্মামী)
লুল!!!!!!! আমার কাছে ৭০০ টাকা আছে। আসার সময় সাথে করে নিয়ে এসেছিলাম। টাকাগুলো বেশ ময়লা হয়ে কালো হয়ে গেছে। সাদা করতে চাই।
আপনার সেন্স অফ হিউমার আর গল্প বানানোর দক্ষতা অসাধারণ! একদম শেষে এসে বুঝলাম রবিটি কে।
হিমু রবি লিখলেই ধরে নিতে হবে ওইটা ঠাকুর্দা। ছোটখাটো কিছুতে হিমুর চলেই না!
ভারী চমৎকার লেখা। সাংঘাতিক বুদ্ধিদীপ্ত। এবং খুবই হাসির।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
মাইক্রোস্কোপের লেন্স বড় করেন, কবিতাটাও পড়তে চাই।
- দোস্ত, এই চান্সে কালো মানুষ শাদা করার একটা উপায় বের করে ফেললে হয়! এই ধর "এই সুযোগ মাত্র তিন মাহিনা'র জন্য, স্টক সীমিত"; "আজই নিকটস্থ যন্তরমন্তর কারখানায় যোগাযোগ করুণ" কিংবা "আগে আসলে আসলে পাবেন, কোটা সম্পূর্ণ হইয়া গেলে তিন মাহিনা না, তিন দিবসেই চাট্টিবাট্টি গোল"! বিজ্ঞাপনের সাথে এইসব বাক্যসমাহার সরবরাহ করা হবে। আর প্রথম তিন শাদা হওয়া আদমিকে শাদা শাদা আরও শাদা মাজনের তিনজন মডেলকে বিবাহে বাধ্য করা হইবে।
হযরত মাওলানা হুতিম লাম হুজুরের কাছে ল একটা অফলাইন পিটিশন কইরা দেই। একমাত্র তিনিই পারেন আমাদের এই মুছকিল আছান করতে!
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
একটু উপরেই দেখবি ইশতির পোস্ট। ঐখানে এক পুণ্যবান কালো থেকে সাদা হতে গিয়েছিলেন, খামাখাই। আজ থেকে তিনি ইতিহাস। ইতিহাস থেকে শিক্ষা নে।
হিমুর মন্তব্যে ঝাজা। খুব হাসি পেলো।
উনি অনেকেরই প্রিয় গায়ক বটে কিন্তু কি কি জানি পড়ছিলাম উনার সম্পর্কে বাচ্চা পুলাপান নিয়া তাই আমার প্রিয় লিষ্টে উনি ছিলেন না কখনোই
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দারুণ মজা পেলাম!
---------
জলের উজানে চলো। রাত্রির বিরুদ্ধে চাঁদ জ্বলো।
শত-শত চাঁদ তোমরা বিরুদ্ধতা ভেদ ক'রে চলো।
---আব্দুল মান্নান সৈয়দ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
অসামান্য, অসামান্য, অসামান্য। ছোট বেলায় নোংরা নোট সাবান দিয়ে ধুয়ে ইস্ত্রি করতাম। কড়কড়ে নোট নিয়ে ঘুরতাম। খরচ করতাম না, নোংরা নোট দিলে নিতাম না। তখন এই সুবিধা থাকলে ভালো হতো...
বস, কঠিন হয়েছে
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
জব্বর হইসে !
---------------------------
--------------------------------------------------------
as usual... অসাধারণ, হাসতে হাসতে পইড়াই গেলাম...
______________________________________
চোখ যে মনের কথা বলে, চোখ মেরেছি তাই
তোমার চোখের শূল হয়েছি, এখন ক্ষমা চাই
______________________________________
লীন
অসাধারণ, দুর্দান্ত।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
এই হইলো হিমু... ব্যাপক হইছে
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
রাস্ট্র ক্ষমতা দখল করতে পারলে আমি হিমুরে ধোলাই মন্ত্রনালয়ের দায়িত্ব দিতাম। তার চেয়ে ভালো করে এই কাম আর কেউ করতে পারবেনা।
জটিল। মাথা আছে বটে হিমু ভাইয়ের।
---------------------------------
ছেঁড়া স্যান্ডেল
অতি দুর্দান্ত!!
**********************************
কৌনিক দুরত্ব মাপে পৌরাণিক ঘোড়া!
**********************************
যাহা বলিব, সত্য বলিব
_________________
ঝাউবনে লুকোনো যায় না
ভাইজান, আপনি পারেন!
হাসতেই আছি।
আবার লিখবো হয়তো কোন দিন
মারাত্মক!!!
হা হা হা ! শেষপর্যন্ত রবিবাবু ...!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
এই বিজ্ঞাপনটার (চিত্রনাট্য ও জিঙ্গেলসহ) কপিরাইট আবেদন করে রাখুন। নয়তো অচিরেই দেখবেন ধারাগোল না হোক ইউরোপিক বা এই জাতীয় কোন বিজ্ঞাপনী সংস্থা এই ধারণাটা আদ্যপান্ত মেরে দিয়েছে।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
হুম!
নতুন মন্তব্য করুন