ভাবছি, গৃহক হয়ে যাবো

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ১৭/০৭/২০০৯ - ৫:১৯পূর্বাহ্ন)
ক্যাটেগরি:


আর টেনশন ভাল্লাগেনা। কোন ক্যারিয়ারপাগলী যুবতীকে বিয়ে করে গৃহক হয়ে যাবো মনস্থির করলাম।

গৃহক = গৃহিণীর ম্যাসকুলিন সংস্করণ, পুরোদস্তুর আবাসিক স্বামী। সকালে উঠে বউকে নাস্তা বানায় দিবো। বউ অফিসে চলে গেলে আবার কিছুক্ষণ শুয়ে ঝিমাবো। তারপর উঠে একটু এক্সারসাইজ করে রান্নাবান্না কোটাবাছা করবো। এর ফাঁকে ফাঁকে কিছুক্ষণ ফোনে আলাপ্সালাপ বন্ধুবান্ধবআত্মীয়স্বজনদের সাথে। শ্বশুরশাশুড়ির নামে ধুমাইয়া বদনাম করে নিবো কিছু। টিভিতে দুপুরের টক শো দেখতে দেখতে রান্নাবান্না শেষ করবো। পাশের বাড়ির ভাবীদেরও ডাক দিতে পারি একসাথে কোন হিন্দি সিরিয়াল দেখতে দেখতে কিছু সামাজিক আলাপ্সালাপের জন্য ...। সামাজিকতা ভালো জিনিস। গোসল করে বউকে ফোন দিয়ে নখড়ামি করবো, কী খাইলা, কই খাইলা, ইত্যাদি। নিজে খেয়েদেয়ে সচলায়তন খুলবো। দেখবো কে কী গিয়ানজাম করলো। তারপর একটা পোস্ট দিবো। কিছু কমেন্ট দিবো। তর্কবিতর্ক চলতে থাকবে। এর মধ্যে বউ সন্ধ্যায় বাসায় ফিরে আসবে (দেরি করলেও আমার কোন সমস্যা নাই, ভাবীদের সাথে আলাপ্সালাপ করে সময় কাটায় দিবো, সামাজিকতা ভালো জিনিস ...)। তাকে নাস্তাটাস্তা খেতে দিবো। এরপর তো কারেন্ট চলে যাবে। অন্ধকারে দুইজনে মিলে তো খুব বেশি কিছু করারও থাকে না ...। যাই হোক, কারেন্ট আসলে ভাত বেড়ে ডাক দিবো। তারপর খেয়েদেয়ে আবারও হিন্দি সিরিয়াল দেখতে বসবো। এরপর কী হবে, সেটা বউ সিদ্ধান্ত নিবে ...। ঘুমানোর আগে ফেসবুকে স্ট্যাটাস লিখবো, প্রোফাইলে ছবি পাল্টাবো। কিছু প্যাঁচ লাগাবো। এর কাছে ওর নামে চুক্লি কাটবো কিছু। পরদিন কী হবে জানার জন্য স্ক্রল করে আবার ওপরে গিয়ে পড়া শুরু করুন।

আপনি যদি বিবাহেচ্ছু ক্যারিয়ারপাগলী যুবতী হন, মাসে হাতখরচ কত দিবেন, সেইটা মেইলের সাবজেক্টে লিখে দুই কপি ছবিসহ (প্রোফাইল আর পোর্ট্রেট) অনতিবিলম্বে যোগাযোগ করুন। কাজকামের টেনশন আর ভাল্লাগেনা।


মন্তব্য

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পছন্দ হইসে ... আমিও লাইন্দিলাম দেঁতো হাসি
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

হিমু এর ছবি

ঐ মিয়া, কম্পিটিশন বাড়াও কেনু কেনু কেনু?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বিপ্রতীপ এর ছবি

কিংকংয়ের তো একজন আছেই... তাই হিমুভাইয়ের পরে আমি লাইন্দিলাম...এইসব বালছালের টেনশন আর ভালু লাগে না। আমি আবার রান্নাবান্না ভালোই পারি...প্রমানস্বরূপ এই পোস্টের লিঙ্ক ফালাইয়া গেলাম... খাইছে

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ব্যাক্তিগত ব্লগ | আমার ছবিঘর

প্রকৃতিপ্রেমিক এর ছবি

সমর্থন দিলাম। বিপ্র কীভাবে মুহূর্তের মধ্যেই খিচুড়ি রান্না করে ফেলেছিল সেটা এক বিরাট রহস্য আমার কাছে।

সাইফ তাহসিন এর ছবি

ইসস!! বিয়া কইরা ফালানির জন্যে বিয়াফক আফসোস হইতাসে। তবে গৃহক হইতে বাধা নাই কোন দেঁতো হাসি, দেখি পত্নীদেবীকে পাম্প-পট্টি দিয়া চাকুরিতে পাঠানো যায় কিনা হো হো হো চোখ টিপি

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

যুধিষ্ঠির এর ছবি

আমার চিনা পরিচিত একজন আছে, এই মডেল বাস্তবায়ন কইরা ব্যাপক সাফল্য পাইসে। উপদেশ-টুপদেশ চাইলে যোগাযোগ করায়া দিতে পারি।

এই প্ল্যান বাস্তবায়নের আগে লিটল চিলড্রেন মুভিটা দেইখা নেওয়া অতি জরুরী।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি
ধুসর গোধূলি এর ছবি

- দোস্ত, তোর পাশের বাসার ভাবীদের হিন্দি সিরিয়ালে দাওয়াত দিলে আমারে জানাইস। আমিও আইসা তোরে সঙ্গ দিমু নে। হাজার হোক, তুই আমার দোস্ত মানুষ, তোরে একলা ছাড়ি ক্যামনে? কিন্তু খবরদার, আমি যে বাসার কাজকাম ফালায়া তোর ঐখানে গিয়া ভাবীদের লগে কাসুটি জিন্দেগী কি দেখি, এইটা জানি আমার বউ ভুলেও না জানে। তাইলে কইলাম ঘর থাইকা বাইর হওয়ার সময় বাইরে তালা লাগায়া যাবে! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

প্রকৃতিপ্রেমিক এর ছবি

কিছু কিছু ব্লগার আছে যারা প্রতিদিন পোস্ট দিলেও নতুন অনুভূতিতে মন্তব্য করতে বাধ্য হই। হিমুর লেখা পড়ে মনে হলো আরেকটু বড় করে কেন লেখলনা?

স্বপ্নহারা এর ছবি

বিয়া করার আগে আমার মাথায় এই চিন্তাটা আসছিল...কিন্তু প্রেম হয়ে যাওয়ায় আর বাস্তবায়িত হয় নাই...মন খারাপ

------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি) গড়াগড়ি দিয়া হাসি (গড়াগড়িহাসি)
______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

শান্ত [অতিথি] এর ছবি

আমার বউ চাকরী খুজতেছে। আমি মনে হয় চেষ্ঠা করতে পারি গৃহক হওয়ার।

মামুন হক এর ছবি

হিমু ভাই, আমি প্রস্তাব পাইছিলাম একবার ২০০৩ এ, স্পেনে। মেয়ের আগে বিয়া হইছিল, একটা বাচ্চাও ছিল, কিন্তু দেখতে সুবহানাল্লাহ। স্প্যানীশ মেয়ে কিছু আছেনা যে দেখলেই দিলের মধ্যে চাক্কু বিন্ধে? ঠিক সেই রকম। অবস্থা সম্পন্ন মেয়ে, পাহাড়ের উপর বিশাল ভিলায় থাকত। কিন্তু বস তখন বয়স কম ছিল, জোশ আছিল বেশী, গৃহক হবার আইডিয়াটা পছন্দ হয় নাই। কিন্তু এখন মনে হয় হইলে খারাপ হইত না।

মৃদুল আহমেদ এর ছবি

ঐ মাইয়া কি এখনো ফাঁকা আছে? থাকলে পরিচয় করাইয়া দে না হিমুর লগে! খামাখা শুকনা গল্প কইরা লাভ কী? নিজে মিস করছ ভালো কথা, আরেকজনরে মিসেস করতে দেও!
--------------------------------------------------------
বুদ্ধিমানেরা তর্ক করে, প্রতিভাবানেরা এগিয়ে যায়...

--------------------------------------------------------------------------------------------
বললুম, 'আমার মনের সব কপাট খোলা ভোজরাজজী। আমি হাঁচি-টিকটিকি-ভূত-প্রেত-দত্যি-দানো-বেদবেদান্ত-আইনস্টাইন-ফাইনস্টাইন সব মানি!'

মামুন হক এর ছবি

বিশ্বস্ত সুত্রের খবর অনুযায়ী হিমুর পেছনে বালিকাদের লাইন অনেক দীর্ঘ দেঁতো হাসি । মনে হয়না এই আইবুড়ো মেয়েকে তার দরকার হবে।

হিমু এর ছবি

আলাপ করাইয়া দিবেন্না সেইটা কন!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাইফ তাহসিন এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি চিন্তিত

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

রেনেট এর ছবি

আমি এখনও প্রেম ও করি নাই, বিয়াও করি নাই। আমি এই কাজের জন্য একেবারে যাকে বলে 'পারফেক্টো' দেঁতো হাসি
---------------------------------------------------------------------------
No one can save me
The damage is done

---------------------------------------------------------------------------
একা একা লাগে

ভূঁতের বাচ্চা এর ছবি

হাসতে হাসতে অবস্থা খারাপ !
গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি =))
---------------------------------------

--------------------------------------------------------

রণদীপম বসু এর ছবি

সমস্যা তো জটিলই দেখতেছি ! আসলেই অবস্থাটার একটা পুনর্বিন্যাস দরকার মনে হয় !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

মণিকা রশিদ এর ছবি

"পাশের বাড়ির ভাবীদেরও ডাক দিতে পারি একসাথে কোন হিন্দি সিরিয়াল দেখতে দেখতে কিছু সামাজিক আলাপ্সালাপের জন্য "
এটি করলে আর দেখতে হবে না! বউ বাড়ি ফেরার পর মাইর খাবার সম্ভাবনা আছে!

........................................
......সবটুকু বুঝতে কে চায়!

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

হিমু এর ছবি

বউ মারলে চেঁচিয়ে ভাবীদের শুনিয়ে শুনিয়ে কাঁদবো। পরদিন বউ আবার অফিসে গেলে ভাবীরা এসে শুশ্রুষা করবেন দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দ্রোহী এর ছবি

হুম!!!!!!

বিয়া নিয়া কত্তো ফ্যান্টাসী!!!!! একবার কোনরকমে বিয়েটা হয়ে যাক। ফ্যান্টাসী-ম্যান্টাসী লুঙ্গি তুলে পালাবে। তখন দেখবো নে!!!!!!!

কিউরিয়াস এর ছবি

"হোম মেকিং"-কে নিচু চোখে দেখার তীব্র নিন্দা জানাই।

হিমু এর ছবি

নিচু চোখে দেখলাম কই? হোমমেকিং-ই তো করতে চাই! আজব তো!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুর্দান্ত এর ছবি

পাঁচ ছয় বছর পরের সিনডা একটু খিয়াল কইরা।

ঘন্টায় ঘন্টায় পোলাপানের ন্যাপি পরিস্কার, সেই রাবনের গুষ্টিকে মুখে তুলে খাওয়ানো-গোসল করানো, টাম্বলার-ড্রায়ার থেকে গাদা গাদা কাপড় বের করে ইস্ত্রি, সোফা-আর টিভির পিছনে গিয়ে হুভার চালানো। কর্মক্ষেত্রে বৌ তার জন এব্রাহামের মত দেখতে কমবয়সী ব্যয়ামবীর কলিগের সাথে ফষ্টিনষ্টি করে - এইসব প্যারানয়ার কথা নাই তুললাম।

দাঁত থাকতে দাতের মর্ম কেউ বুঝে না।

হিমু এর ছবি

আমিও ভাবীদের সাথে জিমে গিয়ে ব্যায়াম করবো। রিঙ্কল-ফ্রি জামা কাপড় কিনে দিতে বলবো বউকে। হোস পাইপ দিয়ে গোসল করাবো বাচ্চাদের। তারপরও যদি বউ গিয়ানজাম করে, বাচ্চাকাচ্চা ফেলে বাপের বাড়ি চলে যাবো, হুঁহ!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দুষ্ট বালিকা এর ছবি

তারপরও যদি বউ গিয়ানজাম করে, বাচ্চাকাচ্চা ফেলে বাপের বাড়ি চলে যাবো, হুঁহ!

গড়াগড়ি দিয়া হাসি হাহাচেথেপগে!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শঙ্কর [অতিথি] এর ছবি

এককালে আমারও এই রকম একটা স্বপ্ন ছিল। এক কলিগের গল্প শুনে, সেটা ভাঙ্গলো কি করে এটাই আজ বলি।

মাঝেমধ্যে অফিসে এমন এক একটা ছুটি এসে যায়, যেদিন আর কোন অফিস ছুটি নেই। আমার বন্ধুটি খুব খুশি। একে নতুন বিয়ে, তায় বোনাস ছুটি। সকালবেলায় আরেকটু বেশি ঘুমিয়ে, আরেক কাপ বাড়তি চা খেয়ে, একটু দেরী করে বাজার থেকে ভালো মাছ কিনে সে যখন বাড়ি ফিরলো, অন্যরা তখন প্রায় অফিস পৌঁছে গেছে। পাড়ায় 'বাবু পালালো, পাড়া জুড়োলো, গিন্নি এলো পাটে।' তিন নং চায়ের সাথে খবরের কাগজের কথা সে যখন ভাবছে, তখনই কলিং বেলটা বাজলো। একের পর এক ভাবীদের আনাগোনা। ধীরে ধীরে তারা রানাঘর এবং বসার ঘর দখল করে ফেলল। আমার বন্ধুটি গরমের মধ্যে গায়ে জামা চাপিয়ে, শোয়ার ঘরে খবরের কাগজ হাতে, নিজভূমে পরবাসীর মত মাথা নিচু করে বসে রইল। হায় রে, কোথায় গেল তার নতুন বৌয়ের সাথে রোমান্স করার প্ল্যান। গোদের ওপর বিষফোড়া, গিন্নী তার বান্ধবীদের সাথে চুটিয়ে আড্ডা মারছেন।

এর মধ্যে আবার ভেজানো দরজার ফাঁক দিয়ে মন্তব্যগুলো ছুটে আসতে লাগলো। কি রে, তোর কর্তা আজ বাড়িতে দেখছি? অফিসে যায়নি? শরীর খারাপ বুঝি? তা নয়? তবে কি? অফিস ছুটি? আজ? কেন? ওমা, ওদের অফিস বুঝি এই সব দিনেও ছুটি দেয়? কেমন অফিস রে বাবা? অনেকেই আবার সন্দেহ প্রকাশ করল, মাত্র একদিনের ছুটি তো, নাকি একদম ঘ্যাচাং?

ছেলেটি প্ল্যান করেছিল, এর পর যদি কখনও এরকম ছুটি পরে, সে কিছুতেই বাড়ি থাকবে না। কোথাও বেড়াতে চলে যাবে। আর সমস্ত গৃহক হতে চাওয়া সচল ভাইদের বলছি, ঠিক এই থিয়োরীর ওপর সঞ্জীবকুমার-মৌসুমীর একটা সিনেমা আছে, 'ইতনি সি বাত'। একবার দেখে নিও।

হিমু এর ছবি

খ্রাপ কী? আমার বউ তো অফিসে থাকবে। তার বান্ধবীরা এলে আমি খুশিমনে দরজা খুলে দিবো। সামাজিকতা ভালো জিনিস ...।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতিথি লেখক এর ছবি

হাহাপগে!! গড়াগড়ি দিয়া হাসি
-----------
উদ্ভ্রান্ত পথিক

সুলতানা পারভীন শিমুল এর ছবি

হা হা হা
হিমু ছাড়া আর কার মাথা থেকে এইরকম আইডিয়া বের হবে... দেঁতো হাসি

...........................

সংশোধনহীন স্বপ্ন দেখার স্বপ্ন দেখি একদিন

...........................

একটি নিমেষ ধরতে চেয়ে আমার এমন কাঙালপনা

শামীম এর ছবি

যাই করেন মাথায় স্কার্ফ পইড়েন না ... থাকেন তো সেই দেশে যেখানে কোর্টরূমের মধ্যেই চাকু দিয়ে মানুষ মাইরা ফেলায় .. ...

যারা জানেন না তাঁরা: Marwa Sherbini দিয়ে একটু গুগল দেন।
খবর-১
খবর-২
________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

________________________________
সমস্যা জীবনের অবিচ্ছেদ্য অংশ; পালিয়ে লাভ নাই।

সৌরভ এর ছবি

বউ মারলে কাইন্দেন না।


আবার লিখবো হয়তো কোন দিন

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

এইটা একটা কমেন্ট করছেন, স্যার!
গড়াগড়ি দিয়া হাসি =)) গড়াগড়ি দিয়া হাসি
____________
অল্পকথা গল্পকথা

সৌরভ এর ছবি

চিন্তা করছেন স্যার, এই লোক এক্টা পুরা পোস্ট লিখসে। কোথাও রিস্ক ম্যানেজমেন্টের কথা লেখা নাই।
যেমন ধরেন, তরকারিতে লবণের বদলে চিনি দিয়ে ফেললো, বউয়ে মনে হইতেসে মজা কইরা খাবে? দিবে তো মাইর। তারপরে ইস্ত্রি করতে গিয়ে বউয়ের জামা পুড়ায় ফেললো, এরপরে দেখা যাবে বউয়ে বলবে, আজকের শাস্তি সোফায় ঘুমাবা।

এইসব দুর্যোগ ক্যামনে ম্যানেজ করতে হবে, সেই কথা কোথাও ল্যাখে নাই।


আবার লিখবো হয়তো কোন দিন

হিমু এর ছবি

সব কথা কি লেখা যায় রে নাবালক? নাকি সব কথা লেখা উচিত?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- এইসব ব্যবস্থাপনার জন্য একটাই নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আছে।

'ওয়ানস্টপ মুছ-কিল আহছান'
প্রোঃ মাননীয় জনাব ধুগো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

মেঝে থেকে রক্তের দাগ সাফ করতে এই প্রতিষ্ঠানের জুড়ি নাই। তবে হাতে হারপিক দেখে একে ভুল বোঝে সবাই ...।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

হিমু এর ছবি

শোককে শক্তিতে পরিণত করতে বলতেসো তাহলে?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

তানবীরা এর ছবি

আমারো সেইরকমই স্বপ্ন ছিল। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে আমাকে আজও বেলুন আর কলম দুইই ঠেলে খেতে হয়।

তবে হিমুর গৃহক হওয়ার সাধ অপূর্ন থাকবে না। সেই দিন নাইগো নাতি, রসে ভর্তি পিঠা খাইতি, এখন অফিসও করবা, ন্যাপি পরিস্কার, রান্না সবই করবা যে জাতের, যে ধর্মের, যে বর্ণের কিংবা যে গোত্রের মেয়েই বিয়ে করো না কেনো, করতেই হবেগোওওওওওওওওও মুহাহাহাহাহাহা

---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

পারভেজ আহমেদ এর ছবি

ক্যারিয়ার পাগলা এক মেয়েকে এই পোস্ট দেখানোর জন্য আপনার অনুমতি প্রার্থনা করছি... না, না, আপনার জন্য না, আমার জন্য খাইছে

বস, জটিল হইছে!!! দেঁতো হাসি

হিমু এর ছবি

জলদি দেখান। ক্যারিয়ারপাগলী.কম এ তুইলা দেন পারলে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

পারভেজ আহমেদ এর ছবি

হিমু ভাই,
ক্যারিয়ার পাগলী.কম-এ তার ফেসবুক ওয়াল-এ তুলে দিছিলাম এই পোস্ট, মেয়ে বলে আমার নাকি আশা-ভরসা কিছুই নাই, একটা ক্যারিয়ার পাগলী নাকি আরেকটা ক্যারিয়ার পাগলাকেই বেশি পছন্দ করে... মন খারাপ

তবে লেখা পড়ে সে খুব মজা পাইছে বলল ... কিছুই বলা যায় না, এখন সে ক্যারিয়ার পাগলা কোন ছেলেকে গৃহক + চাকরী, এই দুটোর "মজা" একসাথে দেখানো শুরু করে কিনা... খাইছে

সবজান্তা এর ছবি

পুরা প্রোজেক্টে পাশের বাসার ভাবীদের সাথে সামাজিকীকরণের প্রক্রিয়ায় সবচেয়ে বেশি আগ্রহ বোধ করলাম।

তাই আমিও গৃহকেচ্ছু দলে নাম লেখালাম।


অলমিতি বিস্তারেণ

ধুসর গোধূলি এর ছবি

- খাইষ্টা পুলাপান সব।
বিয়ার পর আর এগুলার ত্রিসীমানায় বউ লইয়া শান্তি মতোন ঘর-সংসার-ভালোবাসা করোন যাইবো না! মন খারাপ
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

খেকশিয়াল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি গৃহক নামটা ভাল দিসেন, কিন্তু এইটা তো আমার প্রজেক্ট, আপ্নে জানলেন কেম্নে?
কিন্তু লোল্পুরুষ প্রোজেক্টের কি হইলো? ওইটা কি তাইলে প্রথম ধাপ? মানে অম্নে কইরা বিয়া?

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

সুহান রিজওয়ান এর ছবি

অক্করে সঠিক বুদ্ধি দিলেন শিয়াল ভাই; আফনের লোল্পুরুষ আইডিয়া হিমু ভাইয়ের গৃহক এর চাইতে ঢের উত্তম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

খেকশিয়াল এর ছবি

আরে লোল্পুরুষও হিমু ভাইয়েরই আইডিয়া

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

অমিত এর ছবি

হিমু তোরে কি কইসিলাম গতকাল। কম্পিটিশন। বিশ্বাস তো করতে চাস নাই তখন। দেখ এখন পুরা সচলায়তন ঝাপায় পড়সে।

দুষ্ট বালিকা এর ছবি

সামাজিকতা ভাল জিনিস... চোখ টিপি কথা সইত্য!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

সামাজিকতা ভাল জিনিস... চোখ টিপি কথা সইত্য!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

দুষ্ট বালিকা এর ছবি

সামাজিকতা ভাল জিনিস... চোখ টিপি কথা সইত্য!

--------------------------------
কাঠবেড়ালি! তুমি মর! তুমি কচু খাও!!

**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।

মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।

শাহেনশাহ সিমন এর ছবি

আমি ভাই গৃহখবো, এটাই আমার অ্যাম্বিশন!

_________________
ঝাউবনে লুকোনো যায় না

সিরাত এর ছবি

জাঝা পোস্ট। হাসি

আমার মনে হয় না আপনে পারবেন।

তুলিরেখা এর ছবি

আরে পাশের বাসার ভাবী পাইবেন কই? ততদিনে তো আশেপাশের সব বাসায় গৃহক, কালের কি পরিবর্তন! সব ভাবীরা আপিসে, বাড়ীতে তাদের গৃহক স্বামীরা। দেঁতো হাসি
-----------------------------------------------
কোন দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -

অমিত আহমেদ এর ছবি

অতিত্তম অতিত্তম।
হো হো হো


ওয়েবসাইট | ব্লগস্পট | ফ্লিকার | ইমেইল

ভূঁতের বাচ্চা এর ছবি

হাসতে হাসতে অবস্থা খারাপ !
গড়াগড়ি দিয়া হাসি চ্রম মজার হইসে গড়াগড়ি দিয়া হাসি গড়াগড়ি দিয়া হাসি
-----------------------------------------

--------------------------------------------------------

পান্থ রহমান রেজা এর ছবি

আমি রান্না পারি না। আমার গৃহক হওয়ার আশা ইহজন্মে পূরণ হবে না!

সাতকাহন এর ছবি

আরে, আপনি দেখি কানাডাতেই থাকেন! ভাই, আমি আর আমার জামাই দুইজনই কানাডায় ইউনিভার্সিটিতে পড়ি। রান্না আর বাড়ি-ঘর পরিষ্কার রাখার কী যে কষ্ট বলার না। কেউ সময় পাইনা। আপনি যদি দ্বিতীয় জামাই হইতে মাইন্ড না খান, আমি আপনারে কবুল কইতে দুই পায়ে খাড়া... ...

হিমু এর ছবি

কানাডা থেকে এই কিংকি প্রস্তাব মনে হয় কিংকু আর বিপ্রর জন্য। সাতকাহন, আপনি একটু সবুর করুন, দ্বিতীয় না, তৃতীয় জামাইও পেয়ে যাবেন এক প্যাকেজে। একজন ভালো রাঁধে (প্রকৃতিপ্রেমিক-সার্টিফায়েড), আরেকজন দারুণ ঘর সাফ করে। এই ব্যবস্থায় সবাই হাতে সময় পাবেন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

গড়াগড়ি দিয়া হাসি

গড়াগড়ি দিয়া হাসি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

এইরকম থার্ড হ্যান্ড প্যাকেজ গছায়ে দেয়ার তীব্র নিন্দা জানাই রেগে টং
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

হিমু এর ছবি

শিব্রাম চকরবরতির এক্টা গল্প আছে, "অদ্বিতীয় পুরস্কার", ঐটা পড় মন্দিয়া।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

কিংকর্তব্যবিমূঢ় এর ছবি

পামু কৈ? অনলাইনে থাকলে আওয়াজ দেন, বহুদ্দিন শিব্রাম পড়ি না ...
................................................................................................
খাদে নামতে আজ ভয় করে, নেই যে কেউ আর হাতটাকে ধরা ...

ঋদ্ধ [অতিথি] এর ছবি

আমারও পছন্দ হইছে।
তয় ভাবীদের সাবধানে থাকতে কমু ভাবতাছি...

বর্ষা [অতিথি] এর ছবি

আমি একজন ক্যারিয়ারপাগলী আইবুড়ো যুবতী। আমি গৃহক হতে ইচ্ছুক লেখক এবং পাঠকদের মাঝ হতে একজনের পাণি গ্রহন করতে ইচ্ছুক।তবে আমার কিছু শর্ত আছেঃ
১) যুবককে legends of thefall er Brad Pitt,ocean's eleven এর George Clooney, The Departed এর Leonardo DiCaprio,Bicycle Thief এর Lamberto Maggiorani এর মিক্সচার হতে হবে।
২)নিয়মিতো ব্যায়ামাগারে যাওয়া সুগঠিত শরীর হতে হবে। চুল এ জেল নামক জিনিসটির পর্যাপ্ত ব্যবহার জানতে হবে।
৩) মাসে ২টি সার্ট এ সন্তুষ্ট থাকতে হবে। বছরে ১টি সুট।
৪) প্রতি সপ্তাহে বাইরে ঘুরতে যাওয়ার বায়না ধরলে চলবে না।
৫)যেই রাত এ আমি পান করে আসবো, আমার মন রঞ্জনের জন্য নিত্যনতুন কাজকর্ম করতে হবে।
৬)আমার বাবা মা বোন কে নিজের বাবা মা বোন মনে করতে হবে।
৭) মাসোহারার বাইরে আমার রোজগারের টাকা আমি কোথায় খরচ করলাম, তা নিয়ে ঘ্যান ঘ্যান করা চলবে না।
রাজী থাকলে দুই কপি ছবিসহ (প্রোফাইল আর পোর্ট্রেট) অনতিবিলম্বে যোগাযোগ করুন। কাজকামের টেনশন আর না আর না।

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি

হিমু এর ছবি

কিংকু, বিপ্র, তোমাগো আগেই কইসিলাম, ব্যাম-ট্যাম করো। শুনলা না। খালি ব্লগিং কইরা কানি আঙুলের মাসল বাড়াইলা।

বর্ষা, তুমি একদাম কী দিবা ঠিক কইরা বলো। পোলা দুইটা ভালো। উপযুক্ত পরিবেশে ওদের ভিতর থেকে পিট-ক্লুনি-ডিকাপ্রিও-মাজ্জিওরানি সবই ফাইটা আর ফুইটা বাইর হইতে পারে। বেশি মুলামুলি করলে আমছালা সব যাবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

বর্ষা [অতিথি] এর ছবি

আমি এখন গরীব রিসার্চার......মাসে মাত্র ১০০০ ডলার পাই। আমি ভাল মেয়ে, আমার পানাহার এর খরচ বাদ দিয়ে সব গৃহক এর হাতেই তুলে দেবো কথা দিচ্ছি। উপযুক্ত পরিবেশ নিয়ে চিন্তা করতে মানা করো ওদের.........আমি কনফিডেন্ট মেয়ে...আমার গৃহককে আমি ঠিক সামলে রাখতে পারবো।

পান্থ রহমান রেজা এর ছবি

গড়াগড়ি দিয়া হাসি
..................................................................

ঐ যে হাঁটছি মুদ্রা দোষে নাকটা ঘষে
আড্ডা মানেই সেকেণ্ড হাফে খেলছি সোলো
গুজবো না শার্ট আমার পাড়া স্মার্ট পেরিয়ে
সে রোদ্দুরের স্মরণ সভাও লিখতে হল

লীনা ফেরদৌস এর ছবি

Lina Fardows

হিমু, আপনি বিশিষ্ট ঘটক লীনা আপার সহিত যোগাযোগ করুন, ব্লগের অনেকেই তার কাছে পাত্রীর জন্য আসিয়া খুশী মনে ঘরে ফিরিয়া গিয়াছে, তবে তাহার ঘটকালি ফি-টা একটু বেশি, অবশ্য বিফলে মুল্য ফিরত । তবে কাজের লিষ্টি এত ছোট না, আরো অনেক কাজ করিত হইবে। আপনি যোগাযোগ করিলে ডিটেইলস জানিতে পারিবেন।

Lina Fardows

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।