এক্টু শহরের বাইরে বেরোচ্ছি। ফিরে এসে বিস্তারিত বলবো, যদি ফিরে আসা হয়। ফিরে না এলে জেনে রাখবেন, আপনাদের সব অপরাধ ক্ষমা করে দিয়ে গেলাম। আর যদি ফিরে আসি, তাহলে আগের স্টেটমেন্ট ইনভ্যালিড করে দিয়ে আবার নব উদ্যমে গিয়ানজাম করবো সবাই মিলে।
যাবার বেলায় এই সিনেমাঘন লগ্নে দুইটা সিনেমার্গান আর এক্টা লুলগীতি শুনিয়ে যাই। লুলগীতি কী জিনিস, শুনিবামাত্র বুঝিবার গ্যারান্টি দিলাম।
.
.
.
.
.
.
.
.
.
মন্তব্য
ফিরে না আসলে জানবেন আমিও উদারচিত্তে শেষমেষ আপনাকে ক্ষমা টমা করে দিয়েছি, আর ফিরে যদি নিতান্তই আসেন - নাহয় আরেকটা লুলগীতিই রচনা কর্ব্বেন
গান গাইয়া ললনা হরন করবা নাকি ????
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
দুইজনে এরকম মুখায় আসেন, কাহিনী কী? ট্যাগ টিম ম্যাচের মত গন ধোলাই দিতেসেন দেখি
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
হিংসুইট্যা দুই মহিলা, বুঝলেন ...
জানিনা কোথার এবং কেন যাচ্ছেন, তবে ভালয় ভালয় ফিরে আসুন।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
_____________________________
যতদূর গেলে পলায়ন হয়, ততদূর কেউ আর পারেনা যেতে।
কী সব অলক্ষুণে কথাবার্তা!
প্রথমটা আগে শুনেছিলাম। দ্বিতীয়টা খুবই সুন্দর হয়েছে। শেষেরটা যদি বলেন আপনি গেয়েছেন তাহলে বিশ্বাস করতে কষ্ট হবে।
আসেন, ঘুরে আসেন; ছবির ডালা খুলে দিবে হবে, বলে রাখছি।
- সুইসাইড খাইতে গেলি নাকি? "পৃথিবী কি তোরে চায় না?"
যাবি যা, কঁচু গাছের লগে তের হাত লম্বা দড়ি দিয়া মর, তাতে কার কী? শেষবারের জন্যও তুই পাব্লিকরে শান্তি দিবি না? তোর এই নাঁকি সুরের প্যানপ্যানানি শোনাইয়া যাইতে হবে ব্যাটা হামদু?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
আপনার ভ্রমন সুন্দর হোক। আপনার গানগুলো শুনলাম কিন্তু প্রথম গানটাইয় ধুগোদার গাওয়াটা বেশী জোশিলা লাগলো আমার কাছে।
খুদাপেজ
গানগুলোর গায়কী কিন্তু বেশ ভালো। কন্ঠস্বরে কুয়াশা কুয়াশা ব্যাপারটা আমার খুব ভালো লাগে। হিমু কি নিজেই গেয়েছেন এগুলো? বেশ সুন্দর!
........................................
......সবটুকু বুঝতে কে চায়!
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
এইত্তোহ! একজন বিবেকবতী "লিসেনার" পাওয়া গেলু !
১ম গানটা চিরকালের জন্য ধুসর গোধূলির গান হয়ে গেছে। আপনাকে পঁচিয়ে যা একখান গান ধরসিলেন ধুগো দাদা! অসামান্য! ওটাই কানে ভাসে।
২য়টা শুনে মনে হচ্ছিলো, হিমু ভাইরেও শেষতক বাঘে খাইলো।
৩য়টা শুনে আরও লুলগীতির অপেক্ষায় রইলাম।
বাই ফর নাও!
--------------------------------------------
<ঘ্যাচাত, ঘ্যাচাত, ঘ্যাচাত> - আমার সিগনেচার
--------------------------------------------
বানান ভুল হইতেই পারে........
গাঙ্গুলো ভাল্লাগলো। লুল্গীতিটা লাগ্লো সবচে ভালো।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
আমার বউ আপ্নের গান শুইনা কইলো, " এই লোকটা পারেনা কী?"। অনেকদিন পর আপনার গান শুনলাম!
-------------------------------------
হতাশাবাদীর হতাশাব্যঞ্জক হতশ্বাস!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
কই গেলেন? শৃগলায়তনে?
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
কতো ওভারে কত রান হইলো?
আমার দুই রান, পার্টনারিনের দুই রান, নোবল ওয়াইড লেগ বাই ধইরা সব মিলাইয়া স্কোর খ্রাপ না
ম্যাঁও ম্যাঁও ম্যাঁও ম্যাঁও...
এইটাও সিনেমার গান। সিনেমা এখনো মুক্তি পায়নি। গেয়েছে - টুনি
টুনির সাথে যোগাযোগের কোনো রাস্তা নাই?
নতুন মন্তব্য করুন