আসুন, পোস্টার ব্লগিং শুরু করি। নকশা আর লেখা দিয়ে জমজমাট এক একটা পোস্টার তৈরি করুন, তারপর ফ্লিকারে আপলোড করে এমবেড করে দিন।
আজ তানভীর ভাই আর পিপিদার দুটো পোস্ট পরপর দেখে মাথায় আইডিয়া ঢুকলো, নিচের পোস্টারটা বানালাম। খুব একটা পদের হয়নি যদিও, কিন্তু এটা একটা উদাহরণ হিসেবে তুলে দিলাম।
ছবির জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করছি ক্রিকইনফো ডট কমের কাছে।
শুরু হোক পোস্টারায়তন।
মন্তব্য
আর আমরা যারা টেকি-কানা, তাঁরা কী করুম কইলেন না যে !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
উয়েল্কাম্ব্যাক হিমু ভাই...... আইডিয়া মাশাল্লাহ......পোস্টারায়তন সফল হোক। অগ্রপথিক হিসাবে মুশ'ফকির কে বেছে নেয়ার জন্য জাতি আপনার কাছে কৃতজ্ঞ......
#ওসিরিস
নাইস ওয়ান!! হা হা হা
আমিও একটা দিসি!
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
মুশফিকের ছবি তো হিরো মার্কা হইসে।...ডাব্বা মারতেসে এমন ছবি হলে মানানসই হতো। যেমন এইগুলা ---
চলুক !!
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
বস,
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
এইগুলা আমাদেরকে পরীক্ষায় ফেইল করানের বুদ্ধি
পুস্টার আকা আমাদের সিলেবাসে পড়ানো হয় নাই
হিমু ভাই- ব্লস্টারাইতে হইলে যে প্রাথমিক জ্ঞান দরকার- সেইটা কই পাওয়া যাইবো ??
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
ফোটোশপ (আমি ব্যবহার করি গিম্প) আর ইলাসট্রেটর (আমি ব্যবহার করি ইঙ্কস্কেইপ) লাগবে।
বাহ্ মজা তো... খাড়ান আমি কয়ডা বানাইতেছি...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
আমি পারুম্না করতে একটাও, এইগুলা কাজ শিকিওনাই কুনুদিন, ফেইল করনের চিন্তাও নাই, তয় আইডিয়াটা নিঃসন্দেহে ভালু।
___________
স্বাক্ষর?!
মাঝেসাঝে বুঝতে পাই- আমি
নিরক্ষর!
___________
সবকিছু নিয়ে এখন সত্যিই বেশ ত্রিধা'য় আছি
চরম আইডিয়া। আমি বৈজ্ঞানিক থিম নিয়ে কিছু শিক্ষামূলক পোস্টার বানানোর চেষ্টা করব। বিজ্ঞানীদের নিয়েও পোস্টার বানানো যায়।
— বিদ্যাকল্পদ্রুম
নেট ঘাঁইটা দেখলাম, পাবলিক এনিমিজ মুভি আর এর বিভিন্ন প্রোমোশনালে NEW DEAL টাইপোফেইস ব্যবহার করা হয়েছে। কিন্তু ফন্টটা পাইলাম না কোথাও। এক ফোরামে দেখলাম এক লোক গবেষণা করে রায় দিলেন যে কম্প্যাক্টা ফন্টটা বহুলাংশে মেলে। সেটা দিয়ে টেক্সটটা করলাম। "নিউ ডিল" পেলে আরো বেশি বাস্তবানুগ হতো।
ভালই তো হইসে।
মজা পাইলাম।
--------------------------------------------------------
--------------------------------------------------------
এর জন্য মনে হয় শৈল্পিক মন লাগবে
হা হা হা। দারুণ তো!
নতুন মন্তব্য করুন