প্রাগ গিয়েছিলাম। বিশদ পরে লিখবো। আপাতত শুধু ছবি দিয়ে যাই।
ছবিগুলি আমার সিগমা ১০-২০ ৪-৫.৬ লেন্স দিয়ে তোলা। লেন্সটা কিনে কিঞ্চিৎ ঠকে গিয়েছি, কিন্তু এর চেয়ে কম দামে ওয়াইড অ্যাঙ্গল লেন্স পাওয়া মুশকিল। ফোটোগ্রাফিতে কড়ি না ফেললে তেল মাখা যায় না, তাই খুব অভিযোগ করা চলে না। ছবির কোয়ালিটি খুব একটা ভালো আসে না এই লেন্সে , আপনারা কেউ ওয়াইড অ্যাঙ্গলে ফোটোগ্রাফিতে উৎসাহী হলে আমি বলবো, রয়েসয়ে টাকা জমিয়ে অন্য কোন লেন্স কিনুন।
নিচের সব ছবিই এক্সপোজার ব্লেন্ড করা। পাঁচটা করে ছবি তুলে পরে ঘুঁটা দিয়ে মেশানো। সর্বমোট ৪৫৯টা ছবি তুলেছি দুই দিনের ভ্রমণে, তার মধ্যে যেগুলি শেয়ার করা যায় সবার সাথে, সেগুলি তুলে দিলাম। পরে ভ্রমণ নিয়ে বিশদ পোস্টে আরো কিছু ছবি শেয়ার করবো।
পুরনো শহরের চত্বর
.
.
.
.
.
.
.
ভেনৎসেলপ্লাৎস
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
চেক সিনেট
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
অ্যাস্ট্রোনমিক্যাল ক্লক
.
.
.
.
.
.
.
.
.
.
.
কার্লের সেতু থেকে শহর
.
.
.
.
.
চতুর্থ কার্লের মূর্তি
মন্তব্য
আমিতো সিগমা ১০-২০ কিনার ধান্দায় ছিলাম। এখন আপ্নের কথা শুনে চিন্তায় পড়ে গেলাম। কিনবো কি তাইলে ওয়াইড ?
ছবিতো দারুণ আসছে।
------------
উদ্ভ্রান্ত পথিক
সিগমার কোয়ালিটি কন্ট্রোল নাকি ভালো না। মানে এক ব্যাচে ভুয়া লেন্স আর ভালো লেন্স চলে আসে। কার কপালে কী পড়ে বলা মুশকিল। লেন্সটার রিভিউ পড়েছিলাম বেশ কিছু, টেকনিক্যাল পারফরম্যান্স ক্যাননের ১০-২২ এর চেয়ে খুব খারাপ নাকি নয়। আমি ক্যানন ১০-২২ ব্যবহার করিনি, ফলে বলতে পারছি না, ওটা কেমন ভালো। ক্যাননের একটা ১৬-২২ মনে হয় আছে, সেটা নাকি খুবই ভালো। তবে কিনতে গেলে হলুদ প্যান্ট পরে যেতে হবে আর কি।
১৬-৩৫ এর ম্যালা দাম। আর ১০-২২ এর ইমেজ কোয়ালিটি এবং গঠন এল-লেন্সের তুলনায় খারাপ। সহনীয় দামের মধ্যে আছে ১৭-৪০ এফ/৪ L, তাও দাম ৭০০মার্কিন ডলার।
ফটোগ্রাফিতে শুধু ঢালো কড়ি মাখো তেলই নয়, আপনার থাকতে হবে অন্তত ৩ খানা লেন্স। একটা ওয়াইড, একটা নরমাল, আরেকটা জুম/টেলি। অঢেল টাকা না থাকলে কোনটা রেখে কোনটা নিবেন সেই হিসাব কষতেই দিন চলে যাবে।
একটা ছবিতে মনে হলো ঘোড়াকে উল্টো করে ঝুলিয়ে তার উপর এক মহাশয় বসে আছেন
প্রাগের রাস্তায় এত ভূত!!
ছবি সুন্দর হইসে। আবার যে কবে যামু ইস্ট ইউরোপ...
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
-------------------------
হাজার বছর ব্লগর ব্লগর
আপনার ছবি দেখে মুগ্ধ হলাম, তবে সে আর আশ্চর্য কী। কোথায় কোথায় বেড়াতে যেতেই হবে এ জীবনে তার একটা খুব ছোটো লিস্ট আছে আমার, প্রাগ রয়েছে তার মধ্যে। মকবুল ফিদা হুসেইনের 'মীনাক্ষী' ছবিতে প্রাগের চমৎকার দৃশ্য রয়েছে।
দাদা, ছোট লিস্টিটা একটু তুলে দিন না। টুকে রাখি......
আর হাতে সময় থাকলে আর মর্জি থাকলে, যেসব জায়গায় ঘুরতে যাবার নেক মকছুদ আছে সেসব নিয়ে একটা পোস্ট দিন..."যেখানে ঘুরতে ঘুরতে মরতে রাজি" টাইপ।।
#ওসিরিস
ক্যানন ১৬-৩৫ আছে সেইটার দাম ১০০০ডলারের উপরে। ক্যানন ১০-২২ এর দামও ৬০০ডলারের উপরে মনে হয়। তাই সিগমা কিনার কথা ভাবতে হয়
প্রাগে আর কিছু দর্শনীয় ছিলো না ??
--------------------------
উদ্ভ্রান্ত পথিক
প্রতিটা ছবিই দারুন। কিন্তু কতগুলোর সামনে কিছু ভুত ঘোরাঘুরি করছে সেগুলোর রহস্য কি?
- প্রাগের প্রবাসীনি ললনাদের কী অবস্থা দোস্ত? ৪৫ জনের আশেপাশে আছে নাকি?
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
ছিঃ ধুগো...মুরুব্বীদের সামনে ললনাদের কথা জিগাইতে মুখে আটকায়না তোমার
এগুলা তো আমরা জিগামু... রয়ে সয়ে
ছবির মান নিয়ে এত অধৈর্য হওয়ার কিছু নাই।
সময়ে সব সংশয় দূর হবে। লেন্সের মান নিয়েও আতংকিত হওয়ার কিছু নাই। সিগমার ওয়াইড সস্তা বলেই সবচে বেশি ব্যবহৃত একটা লেন্স। এদিয়ে লোকে ছবি তুলে পুরষ্কারও পাচ্ছে।
ফটো ও ব্লেন্ডিং ভালো হয়েছে।
ব্লগারুরা কিন্তু ছবিতে ভূত দেখতে পাচ্ছে। আমি পাচ্ছি না। কারণ আমি অতোটা রক্ষণশীল না। 'পিপলস্কেপ' বলে নতুন যে স্টাইলটা এসেছে তার একটা লক্ষণ বলেই আমি ধরছি এটাকে। তবে ভূতের হাত থেকে পিপলস্কেপ বাঁচানোর কিছু কায়দা আছে। পরে না হয় ব্লগানো যাবে এ নিয়ে।
তবে ওয়াইড এ্যাংগেল লেন্স ব্যবহার করে ছবি তোলার ক্ষেত্রে বিষয় আর কম্পোজিশন দুটো নিয়েই মাথা ঘামাতে হয়। তাহলে ছবি ফুটে ভালো।
ফ্লিকারে ক্যামেরাবাজি গ্রুপে দিলে বিস্তারিত আলোচনা করা যাবে।
----------
-------------------------------------
;color=blue] সচল থাকুন... ...সচল রাখুন./
'.[/color]
-----------------------------------------------
মানুষ যদি উভলিঙ্গ প্রাণী হতো, তবে তার কবিতা লেখবার দরকার হতো না
মূল পোস্টের ছবিগুলো খুবই ভাল হয়েছে।
শোহেইল ভাইয়ের সাথে একমত হয়ে বলছি সিগমা বড় বড় ব্র্যান্ডের ক্যামেরার জন্যই ল্যান্স বানায়। এটা ক্যামেরাবাজদের জন্য একটা আশীর্বাদ বলা যায়। একারণে প্রায় সমান কোয়ালিটির ল্যান্স আমরা অর্ধেকেরও কম দামে পাচ্ছি।
শোহেইল ভাইকে অনুরোধ করছি বিভিন্ন ধরনের ল্যান্স নিয়ে একটা পোস্ট দিলে আমার মত আনাড়ির উপকার হবে। তাছাড়া ক্যামেরাবাজদের পোস্টিং পড়ার পরই নিজে সাধ্যের বাইরে হাত বাড়িয়ে নাইকন ডি ৯০ ধরেছি। এখন এসব যন্ত্র চালানোর রাস্তাও পথিকৃতদের দেখাতে হবে।
___________________
সহজ কথা যায়না বলা সহজে
পুরনো শহরের চত্বরের ছবিগুলো তো অতি চমৎকার লাগলো। অন্যান্যগুলোও বেশ সৌন্দর্য।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
আহ! সেই কবে কুণ্ডেরার দ্য জোক-এ প্রাগের কথা পড়েছিলাম। সুন্দর ছবি সব।
ভুত বা পিপলস্কেপ যেটাই হোক, এই ছবি তোলার মেকানিজমটা একটু বলবেন?
ক্যাননের ১০-২২ টা সপ্তাহ শেষে হাতে পাব। ১৬-৩৫ টা কিনতে একটু কিন্তু কিন্তু লাগছিল। পরে অরূপের সংগে বাতচিত করে ঠিক করলাম যে ফুলফ্রেমে যাওয়ার আগে ঐটা কিন্যা লাভ নাই তেমন।
চেকের বিয়ার বলে সিরাম ?
ভালোই। জার্মানি থেকে চেক এ গিয়ে আসলে বিয়ার নিয়ে খুব বেশি উৎফুল্ল হবার স্কোপ কম।
কিন্তু মেয়েগুলি দারুণ!
তো বাড়িঘরের ছবি না দিয়া মেয়েগুলির ছবি দিলেই তো হইতো... এই পোস্টে মাইনাস
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ওয়াইড অ্যাঙ্গল দিয়া যা পাওয়া যাইতো সেগুলি জুইতের হইতো না। নেক্সট টাইম প্রাগে গেলে ভিডিও ক্যামেরা লইয়া যামু। কছম ছে।
প্রভা কেমুনাছে?
যাইতে মঞ্চায় !
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।
সবাইরে যে মাফ কইর্যা দিয়া গেছিলেন?! আইসা কি মাফ তুইল্যা নিলেন?
চেকলনার ছবি না দিলে কিন্তু আপনারে মাফ নাই।
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
::: http://www.bdeduarticle.com
::: http://www.facebook.com/profile.php?id=614262553/
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
দারুনসব ছবি দেখতে পারলাম।
--------------------------------------------------------
--------------------------------------------------------
নাহ, হিমু ভাইয়ের চেকমেট হবার দৃশ্য না দেখতে পেয়ে মন্টা খ্রাপ হইলো।
তবে ছবিতে তারা দিলুম...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!
অপূর্ব !!!
প্রাগ যেতে খুব মন চাইছে ছবিগুলো দেখে।
ধন্যবাদ অসাধারণ সব ছবির জন্য
হিমু, প্রাগ টাওয়ারে উঠো নাই, তাহলে হয়তো আরো ভালো ভালো ছবি তুলতে পারতা। সুন্দর হয়েছে ফটোগুলো।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা
*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়
ফটোগুলো খুবই সুন্দর।
আরে, এইখানেই তো ছবিগুলি দেখতে পারতাম! তাহলে শুধু শুধু আপনার ব্লগে কমেন্ট করলাম কেনু কেনু কেনু?
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
নতুন মন্তব্য করুন