• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

বদি হইতে সাবধান

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ০২/০৯/২০০৯ - ১:১৫পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

সাংসদ বদি মনে হয় একটা বড় লিস্ট করেছে (করেছে বললাম না, কারণ এরকম ইতরস্বভাব লোককে সম্মান দেখানোর কোনো মানে হয় না)। সব পেশার মানুষকেই সম্ভবত বদি প্যাঁদানোর প্রতিজ্ঞা করেছে।

এ পর্যন্ত বদির হাতে প্রহৃত মানুষদের পেশা হচ্ছে,

  • ব্যাঙ্ক কর্মকর্তা

  • বন কর্মকর্তা

  • আইনজীবী

  • শিক্ষক

বদির রাজ্যে পৃথিবী গদাময়। গদাধর একা বদি। বাকিরা গদাখোর।

যেহেতু এত পেশার মানুষকে প্যাঁদানোর পরও বদির কিছু হচ্ছে না, কাজেই বদির রাজ্যের চিকিৎসক, প্রকৌশলী, পুলিশ, সাংবাদিক, আতরব্যবসায়ী, কেউই নিরাপদ নন। সবারই উচিত প্রতিটি পেশা থেকে একজন স্বাস্থ্যবান ভলান্টিয়ার বাছাই করে বদির সামনে এগিয়ে দেয়া, যে মার খেয়ে নিজের পেশার বাকিদের বাঁচিয়ে দেবে। কারণ দেখা গেছে, বদি এক পেশার লোককে একাধিকবার প্যাঁদায় না। সেনাকর্তারা বোধহয় একটু নিরাপদ, কারণ বাংলাদেশে কিছুদিন পরপরই তারা হাঁকডাক দিয়ে রাস্তায় নেমে গদি পর্যন্ত চলে যান। বদি কোনো কর্ণেলকে ঠ্যাঙানোর আগে তাকে অ-নে-ক-ব-ড় বদি হতে হবে। তারপরও, সাবধানের মার নেই।

অপেক্ষায় আছি, কবে বদি কোনো মন্ত্রী বা সচিবকে ধরে ঠ্যাঙায়। কারণ উনাদের গায়ে আঁচড় না পড়লে উনারা কারো বিরুদ্ধেই কোনো ব্যবস্থা নেন না।

সব শেষে বদির জন্যে চার লাইনের একটি মিষ্টি ছড়া। সুরারোপ করে গান গাওয়া যেতে পারে।

.
.
.

বদি বদি বদি
থাকবে না গদি
ঠ্যাঙানোর কাজ তুমি
করে যাও যদি।
.
.
.


মন্তব্য

সুহান রিজওয়ান এর ছবি

প্রতিদিন বদিদের দিন, প্যাঁদানির বর্ণ রঙ্গিন...

আর বললাম না- আমারে তো এই দেশেই থাকতে হবে...
---------------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

ধুসর গোধূলি এর ছবি

- বদির বিরুদ্ধে দরকার একজন ভীম, গদা হস্তে। সেই গদায় আবার মাঁদার কাঁটা থাকবে, ইয়া বড় আর মোটা মোটা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

হিমু এর ছবি

ভীমকে তাহলে পেশায় ব্যাঙ্ককর্তা, বনকর্তা, আইনজীবী বা শিক্ষক হতে হবে।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

ধুসর গোধূলি এর ছবি

- এতো সুশীল হলে তো ভীমকে কাহিনীতে এনে লাভ হবে না। তার চেয়ে বদি ভাই যেহেতু সাংসদ, আমাদের আলোচ্য ভীমকে উপজেলা পরিষদের চেয়ারম্যান বানায়ে দেয়া যেতে পারে। জমবে ভালো।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক

সচল জাহিদ এর ছবি

বদিকে নিয়ে এই লেখাটি লেখেছিলাম যখন যে বন কর্মকর্তাকে পিটিয়েছিল। এর পরে সে আরো কুকর্ম করে যাচ্ছে অথচ সরকার একেবারেই নিশ্চুপ। আমি বুঝিনা নিজের দলের লোকের শাষন করতে আমাদের ক্ষমতাসীনদের এত অনীহা কেন? এরা কি মনে করে দোষ স্বীকার করে নেয়া সরকারের ব্যর্থতা ?

-----------------------------------------------------------------------------
আমি বৃষ্টি চাই অবিরত মেঘ, তবুও সমূদ্র ছোবনা
মরুর আকাশে রোদ হব শুধু ছায়া হবনা ।।


এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
ব্যক্তিগত ওয়েবসাইট
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।

অমিত এর ছবি

বদির জন্য দরকার বোঙ্গা

হিমু এর ছবি

নতুন ঝাড়ি হতে পারে,

ঐ গেলি, না বদি ডাকুম!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সাইফ তাহসিন এর ছবি

বদিরে নিজামীর গ্যান্জামে নাঝায় দেওয়া যায় না? তাইলে তারা নিজেরা নিজেরা কুতাকুতি গুতাগুতি কইরা মরত :)

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

তানবীরা এর ছবি

ডাকতো দেখি।
---------------------------------------------------------
রাত্রে যদি সূর্যশোকে ঝরে অশ্রুধারা
সূর্য নাহি ফেরে শুধু ব্যর্থ হয় তারা

*******************************************
পদে পদে ভুলভ্রান্তি অথচ জীবন তারচেয়ে বড় ঢের ঢের বড়

প্রকৃতিপ্রেমিক এর ছবি

তাও যদি ঘুম ভাঙে...

ধূলিকণা [অতিথি] এর ছবি

দারুন ছড়া!

আনোয়ার সাদাত শিমুল এর ছবি

বদ + ই

তানভীর এর ছবি

বদির কী দোষ! গুরুজনরাই কয়া গ্যাছে-

মার, বদি আলম!!

এখন আর এর শানে নযুল নিয়ে চিন্তা করতে হবে না। বদি ইন একশন...

স্বাধীন এর ছবি

প্রকৌশলী, এখনো লিষ্টে উঠায়নি দেখছি। আপাতত দেশে ঘুরতে যাবার চিন্তা বাদ!!!!!

কীর্তিনাশা এর ছবি

বদি বদি বদি
থাকবে না গদি
ঠ্যাঙানোর কাজ তুমি
করে যাও যদি।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

-------------------------------
আকালের স্রোতে ভেসে চলি নিশাচর।

স্বপ্নহারা এর ছবি

এইসব বদ বদিগুলানের লাইগা এত দুর্নাম...এরাই একসময় ভাল সরকারও খাইয়া দেয়। তয় হালার এলেম আছে...:p
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!

-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...

সৈয়দ আখতারুজ্জামান এর ছবি

মন্তব্যের ভুমিকা:
ওর বাপ-মা আর স্কুলের মাষ্টররা ওরে বোধহয় ওই একটাই শিখাইছে সারা জীবন! ঠাঙ্গানি কারে কয়, কত প্রকার ও কি কি?

বর্তমান প্রেক্ষাপট:
ও এখন মনেহয় এই বিষয়ে আপগ্রেগেড কেলাশের ছাত্র, এমফিল করতাছে, কোন পেশার লোকরে ঠ্যাঙ্গাইলে কী কী ধরেনের প্রতিক্রিয়া হয় তার উপর থিসিস পেপার তৈরির কাজ কর্তেছে। (কোন প্রফেসেরের আন্ডারে নামটা মনে আসতাছে না, কেউ সাহায্য করেন আমারে) আর থিসিস জমা দেয়ার সময়ও আর বেশি বাকি নাই। তাই সমানে পেশাজীবী লোকদের খুঁইজা বেরাইতাছে আর ঠ্যাঙ্গাইতাছে। সচলের এই পোষ্ট ও বিষয়ভিত্তিক প্রতিক্রিয়ার অংশ হিসেবে থিসিসের ইন্ডেক্সে সংযুক্ত হওয়ার সমূহ সম্ভাবনা আছে।

সিরিয়াস নোট:

পেশাজীবীদের ওপর এই পেশীজীবীদের অত্যাচার আর কত?

শাহেনশাহ সিমন [অতিথি] এর ছবি

বদিরে যদি খোজা বানায় দেয়া যাইতো...

ফিরোজ জামান চৌধুরী এর ছবি

'বদি বদি বদি
থাকবে না গদি
ঠ্যাঙানোর কাজ তুমি
করে যাও যদি।'

দারুণ ছড়া।
চমৎকার পোস্ট।

ঝিনুক নীরবে সহো, নীরবে সয়ে যাও
ঝিনুক নীরবে সহো, মুখ বুঁজে মুক্তো ফলাও।

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।