• Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_clear_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_electoral_list_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_results_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_votes_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).
  • Warning: call_user_func_array() expects parameter 1 to be a valid callback, function '_advpoll_writeins_access' not found or invalid function name in _menu_check_access() (line 454 of /var/www/sachalayatan/s6/includes/menu.inc).

নতুন শব্দ (সৌজন্যে ফেইসবুক)

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: রবি, ২০/০৯/২০০৯ - ৮:৩০অপরাহ্ন)
ক্যাটেগরি:

নতুন শব্দ বানানোর একটা ঝোঁক আমার মধ্যে কাজ করে। এর জন্যে দায়ী লোকটির নাম সুকুমার রায়। অত্যন্ত দুষ্ট প্রকৃতির লোক ছিলেন বলেই হাঁসজারু তত্ত্বে তিনি আমাকে দীক্ষা দিতে পেরেছিলেন। এই মজহাবে শামিল হয়ে আমি দেখলাম, আসলেই দেবদারু কাঙ্গারু হতে পারলে মজারু কেন হতে পারবে না? কেন চিমনিচাটা ভোঁপসামুখো ভ্যাঁপাটে লোকগুলিকে চিমনিচাটা ভোঁপসামুখো ভ্যাঁপাটে বলা যাবে না? অবশ্যই যাবে। এই আনন্দেই বহুদিন যাবত হট্টমূলার গাছে ঝুলছি।

ফেইসবুকে মাঝে মাঝে মাথায় নতুন শব্দ এলে স্ট্যাটাসে প্রস্তাবনা রাখি। সেগুলি জড়ো করে তুলে দিচ্ছি প্রথম দফা। এগুলোর মধ্যে নতুন শব্দ, পরিভাষা, বাগধারা সবই আছে।

  • ব্যাচেলরের দীর্ঘশ্বাস। উঠতে বসতে মুখোমুখি হতে হয় এমন কোনো কিছু বোঝানোর জন্যে ব্যবহৃত। উদাহরণ, উফফফ ঐ রাস্তায় জ্যাম তো ব্যাচেলরের দীর্ঘশ্বাস!

  • টক শো এর অনুবাদ = কথাম্যালা। যেখানে ম্যালা কথা বলা হয়।

  • ভুলবুলি। অর্থ, টকশোতে উপস্থিত হয়ে ক্রমাগত নানা মিথ্যা কথাবার্তা বকে যান যে বিশিষ্ট সুশীল।

  • নিরিবিড়ি। অর্থ, একান্তে বসে কোনো কিছু করার সাময়িক বিরতি। যেমন, কাজের ফাঁকে বারান্দায় গিয়ে বিড়ি টেনে আসা, ফেসবুকানো ইত্যাদির জন্যে নেয়া পাঁচ মিনিটের ব্রেক।

  • ঢংধনু। এর অর্থ, একসাথে নানা কিসিমের আহ্লাদ।

  • বৃথুলা। এর অর্থ, খামাকাই এইটা সেইটা খেয়ে ফুলে ঢোল হয়ে যাওয়া বালিকা। ভাংলে পাওয়া যায়, বৃথাই পৃথুলা যে বালিকা।

  • হাগুপ্সা। এর অর্থ, মলত্যাগের ইচ্ছা।

  • নুনূর্ষু। যৌবনজ্বালা নিয়ে বিয়াপক সমস্যায় আছেন, এমন অবস্থা বোঝানোর জন্যে এই শব্দটি ব্যবহার করা যেতে পারে।

  • হৃদয়াময়। এর অর্থ, কবিতার ডায়রিয়া। উদরাময়ের মতোই এই রোগ হলে আমসহ প্রচুর পাতলা কবিতার সাথে কবি ও পাঠকের শরীরের গুরুত্বপূর্ণ খনিজ ঘাম দিয়ে বের হয়ে যেতে পারে।

  • হাগনখুশ। এর আক্ষরিক অর্থ, মলত্যাগের আনন্দ। যা করলে অপার আনন্দ মেলে, এবং যা থেকে বিরত থাকলে মলত্যাগে বিরতির মতো যন্ত্রণা অনুভূত হয়, তা-ই হাগনখুশ। যেমন, ফেসবুকিং এক হাগনখুশ কাজ।


সংযোজন, ৩০।০৮।১২

  • জ্ঞানজাম। জ্ঞানস্বল্পতার কারণে ঘটিত গ্যাঞ্জাম।

  • ত্যানালাইসিস। [বি.] প্রসঙ্গ থেকে দূরে সরে ঝোপেঝাড়ে পিটিয়ে ত্যানা প্যাঁচানো। উদাহরণ, "প্রথম আলোতে আবুল্মক্সুদের সেদিনের ত্যানালাইসিসটা পড়েছেন?

  • বলদবন্যা। [বি.] কোনো কিছুর বিপরীতে অগণিত বলদের অগ্রপশ্চাৎবিবেচনাশূন্য প্রতিক্রিয়াস্রোত।

  • দিক্কারহ্যাপি। [বিণ.] ট্রিগারহ্যাপির মতো, যারা সামান্য উছিলায় অগ্রপশ্চাৎবিবেচনা না করে ধিক্কার দিতে থাকে। দ্রষ্টব্য, ধিক্কারহ্যাপি নয়, দিক্কারহ্যাপি।

[/justify]


মন্তব্য

রণদীপম বসু এর ছবি

হা হা হা ! শব্দবন্ধনের শদ্ভিধান মারাত্মক হইছে ! এইটা চলতে থাকুক.....। অভিনন্দন !

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’

উদ্ভ্রান্ত পথিক এর ছবি

হাহাপগে!!! =))
-----------------------------
আমার ফ্লিকার

---------------------
আমার ফ্লিকার

খেকশিয়াল এর ছবি

হিমু ভাইয়ের গরমাগরম সংযোজন,
বালিকাঘ্রায়ী। সারাদিন যে মেয়ে শোঁকে

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

আলমগীর এর ছবি

নুনূর্ষু- এইটা লিঙ্গপাতিত্ব দোষে দুষ্ট।
বাকিগুলো ঠিক আছে।

হিমু এর ছবি

কতিপয় অস্থির বালিকাও এই অভিযোগ হেনেছেন। বিকল্পটা দিতে রীতিমতো শর্ম লাগ্লো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মূলত পাঠক এর ছবি

ফেসবুকে পড়েছিলাম, তবে মজা পেলাম তার পরেও।

হাগনখুশ'টা হাগন্সুখ হতে পারতো, খুশ শব্দটা তো বিশেষ্য, খুশ দিল জাতীয় ব্যবহার। কিংবা হাগনখুশি।

হিমু এর ছবি
কনফুসিয়াস এর ছবি

ব্যাপক পছন্দ হইছে সবগুলাই। :)
-----------------------------------
আমার জানলা দিয়ে একটু খানি আকাশ দেখা যায়-

-----------------------------------
বই,আর্ট, নানা কিছু এবং বইদ্বীপ

রেজুয়ান মারুফ এর ছবি

মারানত্নক আবিস্কার!!!!!!! এই সব শব্দের ব্যায়াপক সমৃদ্ধি কামনা করি!
যাই, এখনো বিলাতে কয়েক ঘন্টা ঈদ অবশিষ্ট আছে- আপনার আবিস্কার একটু ছড়াইয়া দিয়া আসি। ঈদের শুভেচ্ছা।
---------------------------------------------

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কাব্য নিয়ে ঘুরি।

আমার জীবন থেকে আধেক সময় যায় যে হয়ে চুরি
অবুঝ আমি তবু হাতের মুঠোয় কব্য নিয়ে ঘুরি।

সাইফ তাহসিন এর ছবি

৭ ৮ আর ১০ বিয়াফক মজারু লাগল

=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী

সুহান রিজওয়ান এর ছবি

"বয়স হয়ে যাচ্ছে, এরকম একটা পোস্ট লিখে ফেলতে হবে" !!!
-----------------------------------------------------------------------
- আমি ভালোবাসি মেঘ। যে মেঘেরা উড়ে যায় এই ওখানে- ওই সেখানে।সত্যি, কী বিস্ময়কর ওই মেঘদল !!!

রেনেসাঁ [অতিথি] এর ছবি

হাসতে হাসতে...

ধুতি নষ্ট, পুঁথি নষ্ট, চৌদ্দ আনা পয়সা নষ্ট
ইয়ে ঢিল কাপড় নষ্ট, তার উপর জানে কষ্ট!

লুৎফুল আরেফীন এর ছবি

যদিও লিঙ্গভ্রম ঘটেছে তথাপি নুনূর্ষু-ই আমার মতে সেরা!!!!

হাহাহাহাহাহাহাহাহাহাহাহাহা!

সৈয়দ নজরুল ইসলাম দেলগীর এর ছবি

সচলে ২টা মন্তব"্য ক্যাটাগরি করা দর্কার... আমি তো রসময়... পড়তে পড়তে ভূলে গেছি... হিমু য্যান এই পোসেট কী কইতে চাইছিলো?

______________________________________
পথই আমার পথের আড়াল

______________________________________
পথই আমার পথের আড়াল

ভ্রম এর ছবি

হাহাহাহা...কি অবস্থা এহহে!... যাক ঈদের দিন হাসতে পাইরা ভাল্লাগতেসে।

দ্রোহী এর ছবি

হা হা হা...........

নুনূর্ষু
পড়ে হাসতে হাসতে হেগেই দিলাম।

হিমু এর ছবি

হইসেটা কি আপনার? কয়েকদিন ধরে হাগা নিয়ে বিয়াপক উশতেজিত? পোস্টে হাগু কমেন্টে হাগু ... পাইসেনটা কী?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দ্রোহী এর ছবি

নতুন দেশে জামাইয়ের বেশে।

বেশি খাওয়া নিয়ে বেশ বিব্রত অবস্থায় আছি।

হিমু এর ছবি

পাড়াতুতো শালি বাগাইতার্লেন কয়েক্টা?



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

দ্রোহী এর ছবি

একগাদা! মুস্কিল হইলো সাথে শালিদের জামাই ও জুটে গেছে।

হিমু এর ছবি

ফিউজ বাল্ব প্যাচাইয়া লাগাইলেন :( । ধুক করে নিভে গেলো বুক ভরা আশা!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

অতন্দ্র প্রহরী এর ছবি

:-D

শাহেনশাহ সিমন এর ছবি

ROFL

_________________
ঝাউবনে লুকোনো যায় না

ভুতুম এর ছবি

নুনূর্ষু হাবার্তাবা কহিপ্তাশা হৈছে!!!

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

হিমু এর ছবি
সিরাত এর ছবি

Hagupsha aar nunurshu, LOL! Apnare ke biya korbo kon di Himu bhai emun korle!

:-D

ভূঁতের বাচ্চা এর ছবি

হিমুদা বলেই এমনসব শব্দ মাথা থিকা বাইর হইসে... নুনূর্ষু'র লিঙ্গান্তর জানতে চাই !
--------------------------------------------------------

--------------------------------------------------------

guest writer rajkonya এর ছবি

chatting: ইন্দ্রকথন, এটা আমি করেছি।
notification এর বাংলা কী?

স্যাম এর ছবি

ত্যানালাইসিস - =)) (গুলি)

অতিথি লেখক এর ছবি

হাগুপ্সা !!

=))

হাহালুখুগে (হাসতে হাসতে লুঙ্গি খুলে গেল)

-- রামগরুড়

অতিথি লেখক এর ছবি

পুরাই 'নুনূর্ষু' অবস্থা ! :D

হিল্লোল

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।