সচলায়তনের অলঙ্করণ

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: শুক্র, ০১/০৬/২০০৭ - ৯:৪৯অপরাহ্ন)
ক্যাটেগরি:
সচলায়তনের সচলীকরণে আমি উৎফুল্ল। কিন্তু আমাদের যেতে হবে আরো অনেক পথ। আমি যা বুঝতে পারছি, একা অরূপকে গোটা ডিজাইনের কাজ করতে হলে প্রচন্ড চাপ পড়বে, অথবা অনেক সময় লাগবে একটা স্ট্যান্ডার্ড চেহারায় পৌঁছতে। একটা বাঙলা ওয়েবভিত্তিক কীবোর্ড এখন সচলায়তনের মুখ্য প্রয়োজন। পাশাপাশি সচলায়তনে রিচটেক্সটফরম্যাটিঙের একটা মেনু বড় প্রয়োজন। আপাতত এ দু'টিকে কি টার্গেট করে কাজ করতে পারেন নকশী সদস্যরা? আপাতত আমরা ক'জন টুকিটাকি ব্লগিং চালিয়ে যেতে পারি, সমস্যাগুলোকে চিহ্নিত করার জন্য। কনফু-র পরামর্শটি আগেও আলোচিত ও সমাদৃত হয়েছে, সেটি হচ্ছে আমন্ত্রণের ভিত্তিতে ব্লগারকে সচলায়তনে স্থান করে দেয়া।

মন্তব্য

হযবরল এর ছবি
গুডু গুডু।
সাধক শঙ্কু এর ছবি
ঠিক। আমি তো কম্পু কানা। জ্ঞানীলোকেরা আউগাইয়া আহেন।

গড়ি দালানকোঠা ফেলে দিয়ে শ্মশাণে বৈঠকখানা

সুমন চৌধুরী এর ছবি
ঠিক। এই সময়টা ব্লগিং চালাইয়া যাইতে হইবো।
হযবরল এর ছবি
চালামু মানে, ভাসায়া দিমু। ফ্লাডিংয়ের টাইমতো এইটাই। পরে নানা জাতের কুতুব এসে নানা ফান্দা করবে।
সুমন চৌধুরী এর ছবি
হিমু এর ছবি
নানা জাতের কুতুবদের জন্যে আগাম দুৰখ প্রকাশ করতে হচ্ছে। যদিও আমরা নানা জাতের কুতুবদের আমন্ত্রণ জানাবো, কিন্তু অনামন্ত্রিত কোন কুতুবের এখানে পোদ্দারি করার সুযোগ থাকছে না।
হযবরল এর ছবি
পোদ্দার ডাক্তার মাথাভরা টাক তার ক্ষিদে পেলে পোস্ট খায় চিবিয়ে
সুমন চৌধুরী এর ছবি
পোদ্দার শব্দটা অশ্লিল।
সৌরভ এর ছবি

ঠিক ঠিক, পোদ্দার অচলিল।

------ooo0------
বিবর্ণ আকাশ এবং আমি ...


আবার লিখবো হয়তো কোন দিন

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।