গোয়েন্দা ঝাকানাকা একটু চিন্তিত মুখে বললেন, "না মনে হয়!"
কিংকু চৌধারি বললেন, "দেখুন না স্যার, কী নৃশংস কারবার! নির্ঘাত বদরুর কাজ!"
মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছে ভিকটিম (নাম বলা বারণ)। মাথার পেছনটা থেঁতলে গেছে একেবারে। পাশেই পড়ে আছে অস্ত্রটা। ঝাকানাকা সাবধানে তুলে নিলেন সেটা।
একটা বাংলা অভিধান।
কিংকু চৌধারি বললেন, "স্যার, ডেডব...[justify]
কিংকু দারোগা বললেন, "স্যার, এ নির্ঘাত বদরু খাঁর কাজ!"
গোয়েন্দা ঝাকানাকা একটু চিন্তিত মুখে বললেন, "না মনে হয়!"
কিংকু চৌধারি বললেন, "দেখুন না স্যার, কী নৃশংস কারবার! নির্ঘাত বদরুর কাজ!"
মেঝেতে চিৎপাত হয়ে পড়ে আছে ভিকটিম (নাম বলা বারণ)। মাথার পেছনটা থেঁতলে গেছে একেবারে। পাশেই পড়ে আছে অস্ত্রটা। ঝাকানাকা সাবধানে তুলে নিলেন সেটা।
একটা বাংলা অভিধান।
কিংকু চৌধারি বললেন, "স্যার, ডেডবডির পাশে একটা চিরকুট পড়ে আছে!"
ঝাকানাকা চিরকুটটা তুলে নিয়ে ভুরু কোঁচকালেন।
কিংকু চৌধারি বললেন, "স্যার, কিছু বুঝলেন?"
ঝাকানাকা এগিয়ে গিয়ে একটা ডায়রি তুলে নিলেন টেবিল থেকে। ভিকটিমের নিজের ডায়রি। একটা ড়্যাণ্ডম পাতা খুলে পড়তে শুরু করলেন তিনি।
১৫ মে, ২০০৯। আজ কলিগ মিস চম্পা চামেলিকে জোরজার করে কষে চুমু খেয়েছি নির্জন লিফটে। প্রথমটায় খুব বাধা দিচ্ছিলো, পরে পোষ মেনে গেলো ...।
কিংকু চৌধারি উত্তেজিত হয়ে বললেন, "স্যার! নারীঘটিত কেস মনে হচ্ছে!"
ঝাকানাকা ভুরু কুঁচকে পৃষ্ঠা উল্টে আরো পড়তে লাগলেন।
১৭ জুন, ২০০৯। আজ বাড়িওয়ালার মেয়ে বুবলিকে জোরজার করে কষে চুমু খেয়েছি নির্জন লিফটে। প্রথমটায় খুব বাধা দিচ্ছিলো, পরে পোষ মেনে গেলো ...।
কিংকু চৌধারি আরো উত্তেজিত হয়ে পড়লেন। "স্যার, এ তো দেখছি নাম্বার ওয়ান লুল্পুরুষ!" মেঝেতে পড়ে থাকা দেহটার দিকে কটমটিয়ে তাকান তিনি।
ঝাকানাকা বললেন, "আবার জিগস!" তারপর ডায়রিটা খটাশ করে বন্ধ করে তিনি বললেন, "হাতের লেখা মিলিয়ে দেখলাম। চিরকুটটা ওরই লেখা।"
কিংকু চৌধারি বললেন, "চিরকুটে কী লেখা আছে স্যার?"
ঝাকানাকা পড়তে লাগলেন, "পাশের ফ্লাটের অরুনা ভাবীকে জোরজার করে কষে চুমু খাওয়া প্রতিবেশি হিসাবে আমার দ্বায়িত্ব। কারন অরুনা ভাবী সারাক্ষন গোমরা মুখে ঘুরাফিরা করেন ...।"
কিংকু চৌধারি মহা উত্তেজিত হয়ে বলেন, "স্যার! এ নির্ঘাত অরুণা ভাবীর স্বামীর কাজ!"
ঝাকানাকা বললেন, "এত জলদি সিদ্ধান্তে পৌঁছানো ঠিক নয়!"
চিরকুটটা ওল্টান তিনি। সেখানে গুটি গুটি হাতে লালকালিতে লেখা,
অরুনা নয়, অরুণা। প্রতিবেশি নয়, প্রতিবেশী। দ্বায়িত্ব নয়, দায়িত্ব। কারন নয়, কারণ। সারাক্ষন নয়, সারাক্ষণ। গোমরা নয়, গোমড়া। ঘুরাফিরা নয়, ঘোরাফেরা। লাম্পট্য দোষের কিছু নয়, কিন্তু বানানের প্রতি যত্নবান না হওয়া ক্ষমার অযোগ্য অপরাধ! Die Bad Boy, Die!
ঝাকানাকার মুখে হাসি ফুটে ওঠে। চিরকুটটা তিনি কিংকু দারোগার হাতে দিয়ে বলেন, "মূলত পাঠকের কাজ!"
নানা গুণে গুণী সচল, মূলত পাঠক ওরফে রাজর্ষি দেবনাথের জন্মদিন আজ। তাঁকে জানাই শুক্না অভিধানের শুভেচ্ছা।
মন্তব্য
শুভ জন্মদিন রাজর্ষি দা
----------------------------------------------------------------------------
zahidripon এট gmail ডট কম
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
।ব্যক্তিগত ওয়েবসাইট।
কৃতজ্ঞতা স্বীকারঃ অভ্র।
:))
শুভ জর্মদিন পাঠকদা
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
লেখাটা সিরাম হইসে।
রাজর্ষি দা কে শুভেচ্ছা।
***********************************************
সিগনেচার কই??? আমি ভাই শিক্ষিৎ নই। চলবে টিপসই???
হা হা হা !
জন্মদিনের এই অদ্ভুত তরিকায় বড়ই প্রীত হওয়া গেলো ! ধন্যবাদ হিমু।
জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা পাঠক দা। সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন। সবসময়, সবাইকে নিয়ে।
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভ জন্মদিন পাঠক দা (হাসি)
হিমু ভাই জন্মদিনের পোস্টটাও দারুণ হয়েছে
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
মানুষ তার স্বপ্নের সমান বড় ।
সচল জাহিদ, ফক্সিয়ালভায়া, ওসিরিস, যোগ্রাজ্রন্দীপম্বসু ও নিবিড়কে,
জন্মদিনের শুভেচ্ছোপলক্ষ্যে অনেক অনেক ধন্যবাদ জানাই।
এমন জন্মদিনের উপহার পেয়ে আহ্লাদে বিগলিত হয়ে গেলাম! এই রকম মুডে খাঞ্জা খাঁ টাইপের লোকেরা বলেন, ড্রিঙ্ক ইস অন দ্য হাউস! আমি গরীবগুর্বো মানুষ, তাই অন্য ব্যবস্থা: সচলের সব্বাইকে আগামী এক সপ্তাহ বানান ভুল ও পলিটিক্যাল ইনকারেক্টনেস নিয়ে তাড়া দেবো না। যার যা প্রাণে চায় লিখুন :)
অনেক ধন্যবাদ হিমু! ঝাকানাকা অনেকগুলোই পড়া হয় নি, এবার ফেরত গিয়ে খুঁজে খুঁজে পড়তে হবে!
বানান ভুল এমনই এক জিনিস, আপনি তার পিছু ছাড়লেও সে আপনার পিছু ছাড়বে না! কাজেই কর্তব্যে অবহেলাফেলা করে পার পাবেন না :D।
আজকাল ভয়ে ভয়ে থাকি একটু (বেশি না, জাস্ট এক্টু, ভুল ধরার নেশা এমনই যে ভয়টয়ও হার মেনে যায় তার সামনে)। যুধিষ্ঠির যেমন বলেছেন যে আমি বানানকাকু শিরোপায় ভীত, সেটা পুরোটা ভুল না। তবে কিনা ভয় কিম্বা হেলাফেলা নয়, এই এক সপ্তাহ হলো সক্কলের গরমের ছুটি, কাঁচা আম ঢিলিয়ে পাড়ো আর আচারের বয়ামে এঁটো হাত ঢোকাও, কোনো শাসন থাকছে না।
কিন্তু সে ব্যাস এক সপ্তাহ, তারপরেই ছুটি শেষ!
সাধু সাধু ... ভাবছিলাম এই সপ্তাহ একটু কম লিখুম। য়ো্যাও!!!!!!!!!!
এখনি লেখা ধরতাছি ;-)
শুভাশীষ
অসাধারণ।
সচলায়তন নাম পাল্টায়ে এটারে জন্মায়তন দিলে কেমন হয়।
কারো জন্মদিন আসলেই পাবলিক সবচে ভালো লেখাটা দিয়ে ফেলে।
মূপাকে ঝাকানাকা চুবেচ্চা ;-)
শুভাশীষ দাশ
আপনার এক চৌবাচ্চা চুবেচ্চা পেয়ে বেজায় খুশি হলাম। জন্মদিন যদিও আজ নয়, কিন্তু ভালো জিনিস এক দিন আগাম হলে তো আরো ভালো।
আমরা আসলে ঢাকা মান সময় অনুসরণ করি এক্ষেত্রে। ঢাকায় বারোটা বাজলেই সচলে বারোটা বাজিয়ে দিই।
বুঝলাম। ঘরের ত্রিসীমানার মধ্যে সংসদ বাংলা অভিধান রাখা যাবে না। কালকেই আমারটা নীলক্ষেতে বেচে কটকটি কিনে ফেলতে হবে। মার্ডার ওয়েপন ছাড়া ত আর মার্ডার সম্ভব নয় ... মুহাহাহাহা :D
শুভ জন্মদিন পাঠকদা।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। :-?
______________________________________
যুদ্ধ শেষ হয়নি, যুদ্ধ শেষ হয় না
বুঝলাম। প্রোঅ্যাকটিভ জনতাকে মারতে এইবার তাইলে এক ডজন ডিক্সিনারি কিনে ফেলতে হবে। হাফ প্রাইসে পেলে আরো ভালো হয়, আপনি বরং নীলক্ষেতে না গিয়ে আমাকেই হাফদামে বেচে দ্যান।
থাংকু থাংকু (২য়টা হাফপ্রাইস বাবদ অগ্রিম)।
অরুণ অথবা অরুণা যেই হোন সকল প্রতিবেশী (প্রতিবেশি নয়), দুরবাসী এবং পরবাসীর দায়িত্ব হিম্ভাইরে ^:)^ করা কারণ সচলের কল্যাণে সারাক্ষণ আশেপাশে থেকে মুখের গোমড়া ভাব বদলে হাসিমুখে ঘোরাফেরা করার জন্য মজার মজার লেখা কেবল তিনিই লিখতে পারেন এবং লেখেন :D
শুব জম্মদিন মুলোতো পাটোক দা :D । (কিন্তু নিয়মিত আমাকে গুঁতা দিয়ে আমাকে বানান ভুল করা থেকে বিরত হতে সাহায্য না করলে আমি আপনারে 'চাড়মু না')
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
ওজোস্রো দোন্নোবাদ অনাজ্জো সোমগিতভাই। শিয়ালরে ভাঙা ব্যাড়া দেখাইলে সব ব্যাড়াছ্যাড়া হয়া যায় কিন্তু!
শুভ জন্মদিন মূলোদা
অজ্ঞাতবাস
অজ্ঞাতবাস
অনেক ধন্যবাদ, সুমঞ্চৌধুরী!
শুভ জন্মদিন পাঠুদা। আপনিতো পাকাপাকি বানানকাকু হয়ে গেলেন :-P
আমি আশাবাদী মানুষ, সব কিছুতে ভালোটার খোঁজ করি। লোকে যে জেঠু বলছে না এই বা কম কী!
ধন্যবাদ :)
শুভ জন্মদিন মূলোদা।
আগামীবার থেকে আপনাকে কাকাবাবু বলেই সম্বোধন করতে হবে দেকচি ;)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
তা তোমারে কি সন্তু বলবো ভায়া?
থাংকু :)
না জোজো
(রেগেটং)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
মোজোজোজো :D !
ব্রুটাস! আপনেও!
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
গোয়েন্দা ঝাকানাকা দেখেই ঢুকে পড়েছিলাম।
দারুণ চমক দেখিয়েছেন হিমু।
এর চেয়ে ভাল উপহার আর কী হতে পারে?
শুভজন্মদিন মূলত পাঠক!
শুভদিনে অনেক অনেক শুভেচ্ছা মূলত পাঠক!
ঝাকানাকা এবং কিংকু দারোগার জন্য জাঝা!
অনেক ধন্যবাদ, অনিন্দিতা চৌধুরী ও অসমাপ্ত।
ইদানিং জন্মদিনের ওপরে যেরকমক্রিয়েটিভ পোস্ট দেখছি, তাতে জন্মদিনসমগ্র বের করলে মন্দ হবে না।
মূলোদাকে জন্মদিনের নরম-গরম শুভেচ্ছা।
---------
চাবি থাকনই শেষ কথা নয়; তালার হদিস রাখতে হইবো
শুভ জন্মদিন পাঠক'দা!
হিমুরে নির্জন লিফটে কায়দামতো ধরেন।
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ
ধন্যবাদ, বলাইদা।
সুজঞ্চৌধুরী, আপনাকেও ধন্যবাদ। আপনার গিফটটা তো পেয়েইছি, আমার খোমাখাতায় ঐটাই এখন প্রোফাইল পিক্চার। আর লিফটের ব্যাপারটা কিন্তু বানানহন্তা লুল্পুরুষের অভ্যেস, আমি সেই সব কুকীর্তির মধ্যে নেই। সে ব্যাটা যখন মরেছে তখন হিমু এ যাত্রা বেঁচে গেলো।
শুভ জন্মদিন! আপনার মতো আমিও বলতে চাই - "আঁহা, হিঁমু নিঁকে ফেঁল্লো! নঁইলে তো ভেঁবেচিলুম আঁমিই নিঁকবো!" :D
আর, এখনও সময় আছে (সবে তো ২৯ হলেন) - ফুর্তি একটু কম করেন, সৎচিন্তায় মন দ্যান - দেখবেন দিল আপনিই সাফ হয়ে যাচ্ছে!
আচ্ছা আমাকে কেবল কুটনা বলেন, আপনিই বা কম কীসে? লিখবেন তো লিখুন না, আমার জন্মদিনে না হয় দুখানা পোস্টই বেরোলো, রামায়ণ মহাভারত ইলিয়াড ওডিসি কিছু অশুদ্ধ হয়ে যাবে না তাতে। সে তো লিখবেন না, কেবল নাকি কান্না... যাচ্ছেতাই! আর আমি চন্দ্রবিন্দুর গান ভালু পাই কিন্তু মামদোশাঁকচুন্নিবিনিন্দিত কণ্ঠে কাঁদি না মোটেও।
তবে বয়েসের ব্যাপারটা নিয়ে থাংকু জানালাম। দিল আমার সাফই আছে, সৎচিন্তা আপনিই করেন, ফূর্তিও কিছুমাত্র কমানোর ইচ্ছা নেই।
বেশ একচোট ঝগড়া করে এইবার মেজাজটা ফুরফুরে হলো। যাই কাজকম্মো সেরে এবার একটু ফূর্তি করে আসি। :)
মূলোদা, স্নিগ্ধাদি তো আপনার বয়স ২০ বছর কমিয়ে দিলেন!
আমার সিগনেচারটা দেখে নিন ;)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
এরে কয় লেনদেন। না বুঝলে স্নিগ্ধার জন্মদিনের পোস্টটা দেখে নাও।
আর মাত্র বিশ বছর? :(
বহু লেনদেনের কথাই শুনেছি। আজ বয়েস লেনদেনের মাহাত্ম্য বুঝে বড়ই প্রাণিত হলাম। আমাদের স্নিগ্ধাপুমণিও যে তলে তলে ঝাড়ু দিয়ে বয়স সাফ করেন, তা তো জানতাম না...! ভালো ভালো !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
আচ্ছা অ-নেকো, বজ্রকন্ঠ, সাফ-দিল বাড্ডে খোকা - ছোট্ট একটা নিরীহমতো প্রশ্ন ছিলো আমার, ভিক্টিমকে চিঠিতে
আমিতো মুলত পাঠকদার পরিচিত কেউ না।
তাই ভাবছি জন্মদিনের শুভেচ্ছা জানাব কি না।
সালাম আদাব তো অপরিচিতদেরো দেখছি দেওয়া হয়। জন্মদিনের শুভেচছাও কি দিয়ে ফেলব?
হুমমমমমমমমমমমমমমমম দিলাম দাদা,
HAPPY BIRTH DAY TO YOU! (ভুল বানানের মূলোৎপাঠক দা)
মূলোৎপাটক! হা হা হা! মূলশুদ্ধ উৎপাটন করে বেড়ান যিনি!
হা হা হা হা ! এক্কেবারে জুৎসই !
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
শুভেচ্ছা জানাতে কোনোই সমস্যা নেই, পূর্বপরিচয় নেই তো কী, এবার হয়ে যাবে 'খন।
তবে নাম যা একখানা দিলেন, লা-জবাব!! এটা একটা দারুণ বার্থডে গিফট হলো!
:))
------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'
শুভ জন্মদিন পাঠকভাই। :)
সব মহান মানুষই দেখি বৃশ্চিক। ;-)
শুভ জন্মদিন পাঠক'দা।
হিমুর গল্প সিরাম হইছে। জন্মদিনের লেখার ধরণই বদলে গেছে। সাধু, সাধু।
@পরী, সত্যি কথা। :) যারা মানবে না তাদের জন্য বিছার কামড় বরাদ্দ রইলো। আপনাকে থাংকু।
স্বাধীনভাই, অনেক ধন্যবাদ। গপ্পোটা সিরাম ছাড়িয়ে বিশ লক্ষ মাইল গিয়ে তারায় ছাওয়া হাওয়ার রাত হয়ে গেছে (রাগ কইরেন না অনিকেতদা :) )।
:)) :)) :)) :)) লেখাটা বিয়াফক ফাডাফাডি হইছে। ক্যাটেগরি লক্ষ করি নাই, তাই ব্যাপক ধরা খাইসি, মাগার তাতে কোন আফসোস নাই।
পাঠকদা, জন্মদিনের অনেক শুভেচ্ছা। নেন ভুডু দেখেন
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদ্বপি গরীয়সী
=================================
বাংলাদেশই আমার ভূ-স্বর্গ, জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরিয়সী
থাংকু সাইফ, কিন্তু এইটা কী ভিডিও, ভয় পাইলাম অনেক! :)
শুভ জন্মদিন মূলো'দা!
আমার প্রথম লেখায় আপনার দেয়া মন্তব্যে কোন বানান ভুলের কথা ছিলো না, অনেক খুশি হয়েছিলাম তখন হে হে :)
কাল্পনিক কেক এর ইমো দিলাম :D
*(একটা কেক-এর ইমোর বড় প্রয়োজন সচলায়তনে!)
অনেক ধন্যবাদ, মৃত্তিকা।
বানান ভুল না থাকলে আর ভুল ধরি কেম্নে? আর লোকে ভুল না করলে নিষ্কর্মা হয়ে পড়বো, আলস্য আসবে, আর কে না জানে আলস্য দোষের আকর ইক্ষুরস অতি মিষ্ট ইত্যাদি। কাজেই বানান ভুল অতিশয় ভালু জিনিস।
কাল্পনিক কেক খেয়ে একটা কাল্পনিক ঢেঁকুর তুললাম... "এক্সকিউস মি!"
আমিও মূলোদাকে থুক্কু অরুণা ভাবীকে জোরজার করে কষে চুমু খেতে চাই নির্জন লিফটে।
শুভ জন্মদিন মূলোদা।
- লাইনে থাকেন মেম্বর। পিছে খাড়ান, ঠেলাঠেলি কৈরেন না!
শুভেচ্ছা মূলা'দা।
___________
চাপা মারা চলিবে
কিন্তু চাপায় মারা বিপজ্জনক
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কর্মকাণ্ড । বিএসএফ ক্রনিক্যালস ব্লগ
থাংকু দ্রোহী আর ধূগো! কিন্তু কেসটা কী? অরুণা ভাবী থাকতে আমার উপর আক্রমণ কেন? :)
মূলোৎপাটকদাকে শুবেঞ্ছা। জর্মদিন পিরে আসুক বার্বার।
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি
ওরে মূলোদা, শুভ জন্মদিন।
কথাবার্তার ধরন দেখে ভাবতাম লোকটা মনে হয় আমার মতই বুড়ো।
এখন দেখি লেবেঞ্চুষ চোষা খোকা !!
এত অল্পেই পেকে গিয়েছ, সুনা?
যাই হোক, জন্মদিন উপলক্ষে ভাল একটা কিছু বলা দরকার,উমমম---
ওহ হ্যাঁ, মনে পড়েছে...আপনার জন্মদিনটা বয়েসের সীমানা
এই কামনা রইল!
আর হিমু, কী আর বলব ভাই, এই লেখাটার জন্যে তারায় ছাওয়া হাওয়ার রাত উপহার দিতাম--কিন্তু একটু আগেই মূলোদা কে দিয়ে ফেলায় তার বদলে তোমাকে দিলাম ঝলমলে শরতের এক সকাল...!!
আনন্দম......!!
শুভ জন্মদিন মূলোদা।
ধন্যবাদ ভুতুম, অনিকেত আর মামুন।
অনিকেত কি সত্যিই আমাকে অনূর্দ্ধত্রিশ ভাবলেন নাকি? :)
ভাল ভাল লোকজনেরা অক্টোবরে আর যত ইয়ে টাইপের লোকজন নভেম্বরে জন্মাইয়াছেন - এ তো সবাই জানে৷ মূলোভায়াও সেই নিয়ম অনুযায়ী নভেম্বরে৷ যাই হোক, বছরে একটা মাত্র জন্মদিন, চেষ্টাচরিত্র করেও নাহয় দু চারটে ভাল কথাই বলি৷ অবশ্য আমার ভূল ধরেন নি কখনও ..........
যাগ্গে ভ্যানতাড়া বাদ দিয়ে, শুভ জন্মদিন হে মূলোভায়া৷ হইহই করে ভাল থাকুন৷ একশো বছর পরমায়ু হোক, একশো খান ছেলেপুলে হোক ইত্যাদি .
(অন্য প্রসঙ্গ: আপনার সেই অতি বিনীত ভক্তকে বড় মিস করছি৷ :D)
হিমুর লেখাটা একেবারে ঝক্কাস হয়েছে৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
আরে মূলোদা, শুভ জন্মদিন :D
আর হ্যাঁ, দলছুটের তরফ থেকেও আমি আপনাকে হেপি বাড্ডে জানাতে চাই, যদিও জানি সে এসে একটু পরই আপনাকে উইশ করে যাবে ;)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
শুভ জন্মদিন "মূলত অনেক কিছু"। বয়স বাড়লো তাতে ক্ষতি কী? আনন্দ করতে তো দোষ নেই। সেই আনন্দের ভাগ আমাদেরও দিন গল্প, কবিতা, কমিকস্ট্রীপে সচলকে আগের মত ভরিয়ে দিয়ে।
পুনশ্চঃ পৃথিবীতে বিখ্যাত, ভদ্র, গুণবান মানুষ মাত্রই বৃশ্চিক।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
তোমার সঞ্চয়
দিনান্তে নিশান্তে শুধু পথপ্রান্তে ফেলে যেতে হয়।
পুনঃপুনশ্চ: বৃশ্চিকের আগে পরে তুলাকেও একটু সমীহ কইরেন ;)
অলমিতি বিস্তারেণ
অলমিতি বিস্তারেণ
ঠিক ঠিক আমিও তাই বলি৷
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
-----------------------------------------------------
"চিলেকোঠার দরজা ভাঙা, পাল্লা উধাও
রোদ ঢুকেছে চোরের মত, গঞ্জনা দাও'
ঘটনা কী ! কন্যারাশি কি এতোই ফেলনা !!
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
-------------------------------------------
‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই।’
ঠিক বলছেন রণ'দা, প্রয়োজনে কন্যাদের (রাশিগতভাবে) সম্মান প্রতিষ্ঠা করতে আমরা বৃহত্তর আন্দোলনে যাব।
জগতের কন্যারা এক হও, লড়াই করো :D
____________________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ !
______________________
নিজের ভেতর কোথায় সে তীব্র মানুষ!
অক্ষর যাপন
সঠিক। আমরা শ্রেষ্ঠ সেটা বুক ঠুকে জানাবো ;)
_________________
ঝাউবনে লুকোনো যায় না
_________________
ঝাউবনে লুকোনো যায় না
হুমমমমমমমম
অনেক ধন্যবাদ কন্যা তুলা বিছা সবাইকেই। দময়ন্তী একশো বছর আর বাচ্চা না দিয়ে একশো মিলিয়ন ডলার তো দিলে পারতেন? একেবারে ১০০% সহমত ৬ষ্ঠ পাণ্ডব, "পৃথিবীতে বিখ্যাত, ভদ্র, গুণবান মানুষ মাত্রই বৃশ্চিক।"
শুভ জন্মদিন রাজর্ষিদা। আপনার সতর্ক নজরদারির প্রত্যাশায় থাকলাম।
হিমু ভাইয়ের লেখা পুরা গুল্লি হইসে!
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
-----------------------------------------------------------------
কাচের জগে, বালতি-মগে, চায়ের কাপে ছাই,
অন্ধকারে ভূতের কোরাস, “মুন্ডু কেটে খাই” ।
শুভ জন্মদিন মূলোদা। আর হিমু লেখাটা জটিল হয়েছে। আমি ট্যাগ না দেখে পড়ছিলাম, শেষে এসে হাসতে হাসতে শেষ। আমার কেনো যেনো মনে হয় গল্পটি সত্যি হওয়া বিচিত্র কিছু নয়।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
********************************************************
আমার লেখায় বানান এবং বিরাম চিহ্নের সন্নিবেশনের ভুল থাকলে দয়া করে ধরিয়ে দিন।
সেইরকম একটা লেখা। চাচ্চুদাকে খোমাখাতায় শুভেচ্ছা জানাইছি এখন আবার দিলাম। :D
পুচ্ছে বেঁধেছি গুচ্ছ রজনীগন্ধা
ধন্যবাদ তানিম, বর্ষা ও রায়হানাবীর।
শুভ জন্মদিন রাজর্ষিদা।
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
নুরুজ্জামান মানিক
*******************************************
বলে এক আর করে আর এক যারা
তারাই প্রচণ্ড বাঁচা বেঁচে আছে দাপটে হরষে
এই প্রতারক কালে (মুজিব মেহদী)
জটিল ধরা খাইলাম! পড়ার ফাঁকে ফাঁকে দিনে দুইবার সচলে ঢুকি...পড়ে চলে যাই। তবু বাহবা না দিয়ে থাকতে পারলাম না...সচলে আধাসচল দের জন্য 'লাইক' আর 'লাভ' বাটনের ব্যবস্থা করা যায় না? :D
আর শুভ জন্মদিন রাজর্ষিদা...দেরি হয়ে গেল মনে হয়! খোমাখাতায় জানিয়েছি, এখানেও...:D
-------------------------------------------------------------
স্বপ্ন দিয়ে জীবন গড়া, কেড়ে নিলে যাব মারা!
-------------------------------------------------------------
জীবন অর্থহীন, শোন হে অর্বাচীন...
অনেক ধন্যবাদ, নুরুজ্জামান মানিক আর স্বপ্নহারা।
দূর্দান্ত লেখা... জন্মদিনের পোস্ট তো ক্লাসিক হয়ে যাচ্ছে।
আর মূলোদাকে ব্যাপক শুভেচ্ছা...
______________________________________
পথই আমার পথের আড়াল
______________________________________
পথই আমার পথের আড়াল
ব্যাপক ধন্যবাদ নাট্যকারসাহেব!
শুভ জন্মদিন
জীবন আনন্দময় হউক
ভালো কথাঃ এপিটাফ আগেই বানিয়ে রাখবেন, বানান ভুল হলে মরেও শান্তি পাবেননা।
.........................................
I think what I think because that's how I am. You think what you think because that's how you are.
...........................
Every Picture Tells a Story
এইটা ভালো বলেছেন, এপিটাফ নিজেই লিখে যেতে হবে। তবে আপনি যদি এপিটাফের জন্য একপিস ছবি তুলে দেন তো আর চিন্তা নেই, আপনার ছবি দিয়ে হাজার কথা বলাও হবে আর ভুলচুকের তো আশঙ্কাও নেই।
এই ছবিটা বার্থডে গিফট পেয়ে প্রচুর আনন্দ পেলাম। থাংকু থাংকু !
পুরা গুল্লিমারা টাইপ জন্মদিনের পোস্ট! ব্যাটা কেলুয়া, তুই একটা যা-তা।
মূলত পাঠকদাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা।
ভাল আছি, ভাল থেকো।
ভাল আছি, ভাল থেকো।
শুভ জন্মদিন! :)
ধন্যবাদ, মাশীদ আর ভ্রম।
শুভ জন্মদিন দাদা. :)
অনেক ধন্যবাদ। অনেক দিন আপনার ছবি দেখি না যে?
আমি কেবল দুটো কথা বলবো...
১/ মূলত পাঠক ওরফে মুলোদা ওরফে পাঠুদা ওরফে চাচ্চুদা ওরফেপ্রুফ রিডার... শুভ জন্মদিন !!!
২/ হিমু ভাই, আপনেরে পয়সা কামানোর একটা ভালা বুদ্ধি দেই। জর্মদিনের বিজ্ঞাপনের লেখক হইয়া যান- এইরাম পুস্ট দিলে সকলের জর্মদিন HAPPY হইতে বাইধ্য...
______________________________________________________
মধ্যরাতের কী-বোর্ড চালক
ঠিকাছে। তুমি আমার পয়লা কাশটোমার। হাদিয়া ১ হাজার ১ টাকা।
এক নম্বরটার জন্য অনেকগুলা থাংকু।
শুভ জন্মদিন মূলত পাঠক! আনন্দে কাটুক দিনটা আর শুভ হোক আরও একটা বছর। জন্মদিনের উপহার দিলাম এই বাচ্চাতোষ গানটা। অনেক কিছু করার আছে লেখাপড়ার পাশে...
হিমুর পোস্টে (জাঝা) ! আপনার ক্রিয়েটিভিটি অতুলনীয়!
অনেক অনেক ধন্যবাদ, যুধিষ্ঠির!
ওগো ডাডা, আপণাকে অনিক অনিক অনিক সুবেচ্চা! জর্মডিন ভালু কাঠুক! :D
---------------------------------------------------
সব মহান মানু্ষই বৃশ্চিক! কথা সইত্য! [ কলার তোলা ইমো! ]
**************************************************
“মসজিদ ভাঙলে আল্লার কিছু যায় আসে না, মন্দির ভাঙলে ভগবানের কিছু যায়-আসে না; যায়-আসে শুধু ধর্মান্ধদের। ওরাই মসজিদ ভাঙে, মন্দির ভাঙে।
মসজিদ তোলা আর ভাঙার নাম রাজনীতি, মন্দির ভাঙা আর তোলার নাম রাজনীতি।
এই লেখা পড়ার পর ফরজ কাজ হিসেবে প্রথমেই আমি ভয়ে ভয়ে অভিধান দুটো উঁচু তাকে তুলে রেখেছি।
দ্বিতীয় কাজ হিসেবে পাঠকদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি। শুভ জন্মদিন ভায়া! ভালো থাকবেন সবসময়। :)
তৃতীয় কাজ হিসেবে অবাক করে দেওয়ার জন্য হিমুকে লাল চা খাওয়াচ্ছি। কাহিনী কোত্থেকে কীভাবে নিয়ে গেলেন! অবাক! খাসা! তোফা!
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
শিক্ষাবিষয়ক সাইট ::: ফেসবুক
.............................................
আজকে ভোরের আলোয় উজ্জ্বল
এই জীবনের পদ্মপাতার জল - জীবনানন্দ দাশ
অনেক অনেক শুভেচ্ছা মূলত পাঠকদা। শুভ জন্মদিন।
ধন্যবাদ জানাই, দুষ্ট বালিকা, গৌতম ও অচেনা আমি।
শুব জন্মদীন
সুব ঝরমোধিণ
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
------------------------
ভুল সময়ের মর্মাহত বাউল
ভালো লাগলো লেখাটা!জন্মদিনের শুভেচ্ছা হিসেবে চমৎকার!
অনেক ধন্যবাদ, মাহবুব লীলেন, নজমুল আলবাব ও নক্ষত্র।
অসাধারণ! কি করে যে পারেন!
মূলত পাঠককে জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জিন্মদিন মূলোদা।
হিমুকেও অভিনন্দন।
মূপাদার জন্মদিন শুভ হোক।
লেখা পুরাটা না পড়লে তো ফস্কে গেছিলাম প্রায়।
অনেক অনেক থাংকু, রাহিন হায়দার, দুর্দান্ত ও আলমগীর।
৮৮ নাম্বার শুভে্চ্ছা
Not Bad :-D
ভালো থাকবেন
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
-----------------------------------
আমার মাঝে এক মানবীর ধবল বসবাস
আমার সাথেই সেই মানবীর তুমুল সহবাস
জন্মদিন শুভ হোক প্রিয় পাঠকদা।
**********************
ছায়া বাজে পুতুল রুপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ!
!কাঁশ বনের বাঘ!
**********************
ছায়াবাজি পুতুলরূপে বানাইয়া মানুষ
যেমনি নাচাও তেমনি নাচি, পুতুলের কী দোষ!
!কাশ বনের বাঘ!
আরে কী কান্ড! আপনার জন্মদিন? মানে আমি ধারনা করেছিলাম আপনি বিস্তর বড় বড় অভিধান নিয়ে মহাকাশ থেকে আবির্ভূত হয়েছিলেন! নেমেই বত্রিশপাটি বার করে এক ঝাঁকানাকা হাসি দিয়ে বলেছিলেন, "আমি এসে গেছি, আর চিন্তা নেই।" :-)
শুভ জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।
শুভকামান গর্জন, আর গরম ভাত বেগুনভাজা ও পটোলের দোর্মা। :-D
-----------------------------------------------
কোন্ দূর নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
-----------------------------------------------
কোনো এক নক্ষত্রের চোখের বিস্ময়
তাহার মানুষ-চোখে ছবি দেখে
একা জেগে রয় -
নট ব্যাড অ্যাট অল, রানা মেহের। জন্মদিনটা ৮৮ নম্বর হলে খবর ছিলো, শুভেচ্ছার আর নম্বর কী।
পুতুল আর তুলিরেখাকেও ধন্যবাদ। খাবারদাবারের নাম শুনে ভাল্লাগ্লো, কাল রাত্তিরের ভয়ানক হ্যাংওভার কাটিয়ে এই বিকেল হতে চললো এতোক্ষণে খাবারের নামে গা গুলোনো থেমেছে, এখন গরম ভাত, পাতলা মুসুর ডাল উইথ ধনেপাতা, আর চাকাচাকা বেগুন ভাজা হতে মন্দ হতো না।
মূলত পাঠকে জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন!
লেখাটাও চ্রম :)
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
__________________________
ঈশ্বর সরে দাঁড়াও।
উপাসনার অতিক্রান্ত লগ্নে
তোমার লাল স্বর্গের মেঘেরা
আজ শুকনো নীল...
শুভ জন্মদিন!
..................................................................
আমি অতো তাড়াতাড়ি কোথাও যেতে চাই না;
আমার জীবন যা চায় সেখানে হেঁটে হেঁটে পৌঁছুবার সময় আছে,
পৌঁছে অনেকক্ষণ ব'সে অপেক্ষা করার সময় আছে।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা মূলোদা :)
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
........................................................................................................
সব মানুষ নিজের জন্য বাঁচেনা
লেখাটা চরম। বাসি (নাকি "বাসী") শুভেচ্ছা।
আবার লিখবো হয়তো কোন দিন
এত সুন্দর করে যে জন্মদিনের শুভেচ্ছা জানানো যায়, হিমুর এই লেখা না পড়লে তা কোনোদিন জানতাম না!
শুভ জন্মদিন মূলত পাঠক (অনেক দেরী করে ফেললাম যদিও)!
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ
----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand
নৈষাদ, অবাঞ্ছিত, পান্থ, কল্পনা আক্তার, সৌরভ, মণিকা রশিদ,
অনেক ধন্যবাদ শুভেচ্ছার জন্য।
হিমু ভাইয়ের পক্ষেই সম্ভব! (y)
দেরী হয়ে গেল আবারো। শুভ জন্মদিন পাঠুদা :)
দেরী হয় নি মোটেও, শুভেচ্ছা টাটকাই থাকে। অনেক ধন্যবাদ, মেহদী হাসান খান।
অনেক অনেক দেরী হয়ে গেল মূলোদা, তবে জন্মদিনের অশেষ শুভ কামনা রইল, দারুণ কাটুক বছরটা!
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।
অনেক ধন্যবাদ, আহির ভৈরব।
মূলত পাঠক,
আপনার বিশ্রাম নেয়ার আর কদ্দিন বাকী ?
বিশ্রাম নিচ্ছি না, দৌড়ের উপর আছি। বেস্পতিবার অবধি চলবে (এবং এই রুটিন প্রতি সপ্তাহেই চলবে), পেশার কারণে (পেষাও বলতে পারেন)। রাত এগারোটার আগে পোশাক বদলানো হয় না রে ভাই, শুধু ফাঁকফোক পেলে ঢুঁ মেরে যাই একটু।
উপন্যাসের প্রসঙ্গে কি প্রশ্নটা করলেন? আশা করছি এই উইকেন্ডে আরেক কিস্তি নামানো যাবে। কিস্তির হিসেবে সাপ্তাহিক ধারাবাহিক হলেও খারাপ না, তবে তার উপরে আরো গ্যাপ পড়লে বাজে ব্যাপার হবে।
আরেক কিস্তি এই সপ্তাহে নামান। বেশি গ্যাপ পড়লে আসলেই খারাপ।
উদ্ধৃতি
যুধিষ্ঠির যেমন বলেছেন যে আমি বানানকাকু শিরোপায় ভীত, সেটা পুরোটা ভুল না।
ভয় পাবার দরকার নেই, অন্য বানানকাকুরা কিন্তু পদ দখল করে নিবে। আলামত ও পাওয়া যাচ্ছে।
পাঠকদা, আজকে "শুভ জন্মদিন" বললাম, মশকরা না, সিরিয়াসলি :P
আর বানান্ভুল্ধরাযুদ্ধে আপনি কিন্তু য়্যাকেলা নন, আমিও আছি :D
হায় হায়, এইটা কি হইলো...
(লেখা ভালোইছে)
______________________________________
লীনলিপি
______________________________________
লীন
মূলত পাঠকদাকে জন্মদিনের বাসি শুভেচ্ছা। ভুল ধরিয়ে সচলের চাকাকে অবিরাম গতিশীল রাখার কাজটি করার জন্য আপনাকে ধন্যবাদ।
হিমুদা, বুবলির বাসার ঠিকানাটা দিনতো- পোষ মানাই...
গল্পের পাঠকের সাথে আমি একমত! বানান ভুল করা মহাপাপ!
অদ্বিতীয়
অদ্বিতীয়
নতুন মন্তব্য করুন