লোডশেডিঙের গান ০৩

হিমু এর ছবি
লিখেছেন হিমু (তারিখ: বুধ, ১১/১১/২০০৯ - ২:০৭পূর্বাহ্ন)
ক্যাটেগরি:

এখন যা লিখছি, সবই পোস্টের সতর ঢাকার জন্য। সচলায়তনে কবিতার ঊরু দেখা যায় প্রথম পাতায়, তাই ছাতামাথা বলে সেটা ঢাকার ব্যবস্থা করতে হয়।

এটা কবিতাই ছিলো, অনেক পুরনো আর অপ্রকাশিত। সারা শরীর ব্যথা, মাথাও শরীরের সিলেবাসে পড়ে দেখে মাথাব্যথাও (অসহনীয় মাথাব্যথা নয়) আছে সাথে। কবিতাটা খোঁচাচ্ছিলো, ভাবলাম সুর দেই। নতুন একটা সফটওয়্যার পেয়েছি বীট জেনারেট করার জন্যে, সেটা নিয়ে একটু গুঁতিয়ে দেখাও হলো।

আমার উরুশ্চারণ ভালো নয়, তাই গানের সাথে গানের কথাও চোথা আকারে সরবরাহ করলাম।


কোন দূরে কাঁদো ক্রন্দসী আমার
তোমার জানুর কাছে ভিজতে আসে নদী
শিশির শেখে
সঞ্চয়।

বাতাসের তৃষ্ণা মেটে তোমার চোখের জলে
ঈর্ষিত হয় দূরে মেঘদল
সূর্য নিজেকে দেখে অশ্রুর আয়নায়

কোন দূরে কাঁদো ক্রন্দসী আমার
তোমার চোখের কাছে
থামে অবাক ভ্রমর
কান্না পরাগ নেবার অপেক্ষায়
.
.
.

Get this widget | Track details | eSnips Social DNA



লোডশেডিঙের গান ০১ শিরোনামে একটা পোস্ট দিয়েছিলাম অনেক আগে। এটা ভালো লাগলে সেটাও শুনে দেখতে পারেন। খারাপ লাগলে দুই চারটা কথা শুনিয়ে যান।


মন্তব্য

অনিকেত এর ছবি

বেশ বেশ
হিমু'র গুনের তালিকায় আরো একটা বাড়তি পালক এসে জুড়ল।
ইয়ে বলছিলাম কি ভায়া, একেবারে আমাদের জানিয়ে দিলে হয় না---তুমি আর কি কি পার? কিছুদিন পর পর থলের ভেতর থেকে এক একটা বেড়াল বের করো আর আমাদের ভিরমি খাইয়ে দাও---

গানের কথায় আসি।

গানের সুর ভালই। তবে কেন জানি মনে হচ্ছিল একটা স্থির কাঠামো পেতে পেতে পায় নি। অনেকটা বাতাসে ওড়া জানালার পর্দার মত--- একবার হাতের মুঠোয় ধরা দেয়, আরেকবার দেয় না-- তার বদলে ওপারের দৃশ্যাবলী দেখায়।

গাওয়ার ভঙ্গিমাতে বেশ আনুনাসিকতা পেলাম। তোমার প্রিয় বেরাদর ধু গো মনে হয় এইটার কথাই বলে, নাকি? আস্তে আস্তে কাটানোর চেষ্টা করলে খুব ভাল হয়।

আর এখন আরেকটা জরুরি কথা।
তুমি মতামত জানতে চেয়েছ বলেই আমার একেবারে অনেস্ট একটা অপিনিয়ন দিলাম। কাজেই মন্তব্য শুনে রাগ করলে চলবে না।

সামনে আরো ভাল কাজ শোনার অপেক্ষায় রইলাম।

হিমু এর ছবি

বস, আমি মন্তব্য শুনে রাগ করতে পারি, এমনটা ভাবলেন দেখে রাগ করলাম। আপনার মূল্যায়ন যথার্থ।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রেশনুভা এর ছবি

অনিকেত'দা প্রথমেই আমার কথা বইলা দিছে।
আপনি আর কী কী পারেন? ভালো লাগলো।

হিমু এর ছবি
হিমু এর ছবি

তোর অসহনীয় মাথাব্যথার ওষুধ হেবোর কাছে পাবি রে মনিরা।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

সুমন চৌধুরী এর ছবি

কারেন্ট গেলে এগুলা মনে হয়?



অজ্ঞাতবাস

খেকশিয়াল এর ছবি

কবিতা, গান দুইটাই জোস, ভাল কইরা আরেকবার রেকর্ডিং করেন

------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

-----------------------------------------------
'..দ্রিমুই য্রখ্রন ত্রখ্রন স্রবট্রাত্রেই দ্রিমু!'

হিমু এর ছবি

একদিন সব হবে। দামী মাইক, দামী সাউন্ড কার্ড, এমনকি গানের গলা পর্যন্ত হবে! সেদিন দেখ লেঙ্গে! তদ্দিন পন্ত সবুর করো।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আলমগীর এর ছবি

০১ এর পর ০৩?
০২ কই গেল মনির হোশেন জবাব দাও।

গিটারের সাউন্ড কম এসছে। তুলনামূলকভাবে বেইস ড্রামটা বেশী এসছে। গলা নিয়ে তো বহু আগেই মাশাল্লাহ বলছি।

ওভারঅল, আমার কাছে মোটামুটি ভাল্লাগছে (সুর সুন্দর, গলাটা একটু চিপে রেখেছেন)।

----------------
কী মিক ব্যবহার করেন? রেকর্ডিংএর উপর একটা ছোট্ট টিউট দেন না। মামুরে বলছিলাম, অনিকেতদারেও বলছিলাম। কেউই দেয় নাই। আমি রেকর্ডিংএর জন্য আটকে আছি। না হলে ২/৪টা গান পোস্টাতে পারতাম।

হিমু এর ছবি

মাইক্রোফোনের কথা জানতে চাইলেন বস? বুঝি নাই।

আমি অ্যাকাউস্টিকা মিক্সক্র্যাফট ব্যবহার করি। মাল্টি-ট্র্যাক রেকর্ডিঙের জন্যে মোটামুটি চলে। যদিও অনেক কাজের জিনিস নাই (যেমন মেট্রোনোম বা স্কেল শিফটার)। কিন্তু বেসিক এফেক্টগুলি আছে (রিভার্ব, ইকুয়ালাইজার, ইত্যাদি)।

আমার মাইক্রোফোনটা হেডগিয়ারের সাথে লাগানো। ফলে গীটারের বাজনা আসে না ঠিকমতো। এই গানে সব মিলিয়ে ট্র্যাক ছয়টা (বীট ট্র্যাক, গান, হারমোনাইজিং তিনটা, গীটার আলাদা করে একবার)। বীট ট্র্যাকটা ভালো কোয়ালিটির প্রিরেকর্ডেড ওয়েভ দিয়ে কম্পোজ করা, ফলে গেইন বাড়ালে ভয়েস বা গীটার যত না বাড়ে, তারচেয়ে এর শব্দ বেড়ে যায় বেশি। ফাইন টিউন করতে সময় লাগবে।

বদর বদর বলে হাঁটুপানিতে নেমে পড়েন।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রাহিন হায়দার এর ছবি

সঙ্গীতায়োজনের দিকে একটু খেয়াল করলে গানটি কিন্তু বেশ হবে। 'ক্রন্দসী আমার' -এ এসে বদলটা ভাল লাগলো। 'ঈর্ষিত হয় দূরে মেঘদল/ সূর্য নিজেকে দেখে অশ্রুর আয়নায়' এর সুরটাও দারুণ। তবে গানটির চাইতে কবিতা হিসেবে বেশি ভাল্লাগলো।

লোডশেডিঙের গান - ১ টাও শুনলাম। 'ঝরে পড়ি বাতাসে...টুকরোগুলি' আর 'হাওয়ায় দোলে' এইটুকুর সুরের জন্য সালাম নেন বস। ঘুম একটু পায় অবশ্য গানটা শুনলে, সেটা অবশ্য আমার গায়ে লাগে নাই। গান শুনে হার্টবিট বাড়ার চাইতে ঘুম পাওয়া ভাল।

লোডশেডিঙের গান - ২ কই?

...............................
অন্ধকারে অন্ধ নদী
ছুটে চলে নিরবধি

হিমু এর ছবি

শোনার জন্যে ধন্যবাদ রাহিন। একটা উডউইন্ড টিউন ছিলো মাথায়, কিন্তু বাজানোর উপায় নাই। গানের মাঝে কয়েক জায়গায় বীট ট্র্যাক এক বা দুই মেজারের জন্যে থামানো দরকার ছিলো, সেটাও করা হয়নি। এই খামতিগুলি পুষিয়ে নেবার একটা প্রস্তাব দিয়েছিলাম এক পোস্টে, এক আলমগীর ভাই ছাড়া আর কেউ সাড়া দেন নাই মন খারাপ

লোডশেডিঙের গান ০২ রিলিজ করি নাই, সেইটা এখন খিয়াল করলাম। দেখি কয়েকদিন সকালে তানপুরাটা নিয়ে একটু রেওয়াজ করে, হেঁ হেঁ হেঁ ... দেঁতো হাসি



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

রাহিন হায়দার এর ছবি

এই রে...... শুনলে হতাশ হবেন যে আমি ঠিক প্রথাগত ভাবে বাঁশি শিখি নাই। কয়েকটা স্কেল, মোড, ঠাঁট আর কর্ড ছাড়া বিশেষ কিছু জানিনা। তবে ঠেকার কাজ চালায়ে নিতে পারবেন, এর বেশি কিছু না।

...............................
অন্ধকারে অন্ধ নদী
ছুটে চলে নিরবধি

সবজান্তা এর ছবি

হিমু ভাই, আপনার জন্য একদম পারফেক্ট একটা গান। অবশ্যই শুনে দেখবেন।


অলমিতি বিস্তারেণ

হিমু এর ছবি
ভুতুম এর ছবি

এক্কেবারে খাঁটি একখান গান হৈছে হিমুবাবুর জন্য!!
---------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

-----------------------------------------------------------------------------
সোনা কাঠির পাশে রুপো কাঠি
পকেটে নিয়ে আমি পথ হাঁটি

দ্রোহী এর ছবি

কারেন্ট গেলে আরো উত্তেজক কোন কাজ খুঁইজা পান না?

হিমু এর ছবি

সাপ্লাই চেইন প্রবলেম রে ভূতোদা। লোডশেডিং থাকলে উত্তেজনা থাকে না, উত্তেজনা থাকলে প্রাইভেসি থাকে না, প্রাইভেসি থাকলে লোডশেডিং থাকে না ... পাঁচে পদে সবকিছু মিলে গেলে দেখা যায় প্রতিরক্ষা নাই ... বুঝেনই তো ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

মণিকা রশিদ এর ছবি

খুব ভালো লেগেছে। হিমু, আপনার কন্ঠের কুয়াশা কুয়াশা ভাবটা খুবই রোমান্টিক লাগে আমার কাছে। আপনি নিয়মিত গান করেন, সংগীত শিল্পী হিসেবেও জনপ্রিয় হবেন, আমি নিশ্চিত।
_______________________________
শান্তিও যদি সিংহের মত গর্জায়, তাকে ডরাই।
--নরেশ গুহ

----------------------------------------------
We all have reason
for moving
I move
to keep things whole.
-Mark Strand

হিমু এর ছবি

সব কয়টা দাঁত বার হয়ে গেল মণিকা দেঁতো হাসি ! জনগণ আপনার মতো হতো যদি! পাপিষ্ঠগুলি ...



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আহির ভৈরব এর ছবি

দুইটা কথা।

১। নাকি-টাকি বুঝিনা, টেকনিকাল ব্যাপার-স্যাপার তো মোটেই বুঝিনা, গান ভালো লেগেছে ।

২। আচ্ছা, ক্রন্দসী শব্দের অর্থ কী? কাঁদছেন, এমন কোনো মহিলা, তাই কী? অতুলপ্রসাদের একটা অদ্ভূত সুন্দর গান আছে "ক্রন্দসী পথচারিনী তুমি কোথা যাও, তুমি কারে চাও"। এ গানটা খুব শখ করে গেয়েছি বহুবছর, ক্রন্দসী শব্দের অর্থ ক্রন্দনরত মহিলা ভেবে নিয়েই। কিন্তু খুব সম্প্রতি একজন সংস্কৃতের শিক্ষকের কাছে শুনলাম ক্রন্দসী অর্থ হচ্ছে দিগন্তে বিলীন হয়ে যাওয়া, বা এধরনের কিছু। আপনি কি কিছু শুনেছেন এরকম? আমি আরেকবার একটু জিজ্ঞেস করে দেখবো ওনাকে, একটু ভালো মত বোঝার জন্য ব্যাপারটা।

৩। আসলে তিনটা কথা, দেশ রাগের শ্রেষ্ঠত্ব তাহলে মেনে নিচ্ছেন? খাইছে

৪। আসলে চারটা কথা, "আমার সোনার বাংলা"র মতো আরেকটা বাউলাঙ্গের গানের পোস্ট দেন অতি শীঘ্র, সেটা এখনও কানে লেগে আছে।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

হিমু এর ছবি

১. ধন্যবাদ!

২. দিলেন তো সমস্যায় ফেলে। ক্রন্দসী মানে ক্রন্দনরতা না হলে এমন ক্রন্দন ধরবো যে সে কাঁদনে আঁসু হানে সীমারেরও ছোরাতে ...। আপনি সত্বর তাঁকে জিজ্ঞেস করে আসুন, আর দুর্ভাগ্যক্রমে সেরকম কোনো দুর্ঘটনা ঘটেই যদি যায়, ক্রন্দনরতা রমণীর জন্যে লাগসই তিনমাত্রার একখানা শব্দ বাতলে দিতে অনুরোধ করুন আমার হয়ে।

৩. দেশ রাগ একটু গম্ভীর লাগে আমার কাছে। আমি একটু তরলমতি তো ...।

৪. আরে সবাই ঝাঁপিয়ে পড়ুন। সচলে বাঘা বাঘা সব গুপীবাঘা আছেন। আপনার এক মন্তব্য ওপরেই যিনি আসীন, সেই মণিকা রশিদ কিন্তু খুবই সুকণ্ঠী, আসুন সবাই মিলে তাঁকে খুব করে চেপে ধরি।



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

আহির ভৈরব এর ছবি

বাঃ বেশ বেশ! তাহলে মণিকা রশিদকেও জানিয়ে গেলাম অনুরোধ!

কিন্তু তাই বলে তাঁকে দিয়ে আপনি প্রক্সি দেবেন নাকি? মণিকা রশিদকেও চেপে ধরা হচ্ছে, আপনাকেও চেপে ধরা হচ্ছে, দু'জনেই আলাদা আলাদা ভাবে জলদি পোস্ট দেন, জাতির হাজারো দাবির সাথে এও যোগ হলো।
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

হিমু এর ছবি

আপনি কিন্তু শ্রোতার তাকিয়ায় বেশিক্ষণ বসে থাকতে পারবেন না। যা বুঝলাম, আপনি রীতিমতো ওস্তাদ লোক। টেকনিক্যাল হেল্প লাগলে শুধু আওয়াজ দিন, কিন্তু আমরা গান শুনতে চাই-ই চাই। পডকাস্টিঙের স্রোতটাই একেবারে হেজেমজে গেছে সচলে, একটু চাঙা করুন!



হাঁটুপানির জলদস্যু আলো দিয়ে লিখি

প্রকৃতিপ্রেমিক এর ছবি

ভাল লেগেছে, কিন্তু বিটটা চড়া লেগেছে। মনে হয় হিমুর গলার মত সফট বিট দিলে বেশী ভালো হতো।

আহির ভৈরব এর ছবি

ওস্তাদ লোক, তাও আবার রীতিমতো। দুঃখ একটাই, এই কথা শুধু আপনিই বুঝলেন, তাও গান না শুনেই। আচ্ছা, গান না শুনিয়ে মানুষকে নিজের ওস্তাদি সম্পর্কে নিশ্চিত করার বিদ্যাটা যে কীভাবে-কখন শিখলাম...এতই বিদ্যা যে নিজের সব বিদ্যার খোঁজ নিজেই রাখতে পারি না খাইছে
-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

-----------------------------------------------------
আর কিছু না চাই
যেন আকাশখানা পাই
আর পালিয়ে যাবার মাঠ।

নৈষাদ এর ছবি

ভাল লাগল। গানের সুরের সাথে বিটটাও তো ভাল লাগল।

অনিকেত ভাই তাঁর অনুভুতির একটা বর্ণনা দিলেন... অনেকটা বাতাসে ওড়া জানালার পর্দার মত--- একবার হাতের মুঠোয় ধরা দেয়, আরেকবার দেয় না-- তার বদলে ওপারের দৃশ্যাবলী দেখায়।...

খুব কম ভলিউমে ভাল একটা স্পিকারে আবার শুনলাম। আমার কাছে এটা এধরনের বিটের গানের জন্য উপরের অনুভুতিটাই পারফেক্ট মনে হল...।

নীড় সন্ধানী এর ছবি

গান শুনতে পারলাম না স্পীকার নাই,
তবে কবিতা পড়ে চমৎকৃত!
‍‌
-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-
সেই সুদুরের সীমানাটা যদি উল্টে দেখা যেত!

‍‌-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.--.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.-.
সকল লোকের মাঝে বসে, আমার নিজের মুদ্রাদোষে
আমি একা হতেছি আলাদা? আমার চোখেই শুধু ধাঁধা?

ভ্রম এর ছবি

কবিতা, গান, গায়কের কন্ঠ – সবই জোস!

সৌরভ এর ছবি

বদ্দার কথাই ধার করলাম।

কারেন্ট গেলে এইগুলান মনে হয়? অ্যাঁ


আবার লিখবো হয়তো কোন দিন

ওডিন এর ছবি

সুন্দর। আশা করি কারেন্ট ঘন ঘনই যাবে। লোডশেডিঙের গান ০২ রিলিজ করে ফেলেন।
---------------------------------------------
ফুল ফোটে? তাই বল! আমি ভাবি পটকা। চিন্তিত

মৃত্তিকা এর ছবি

উদ্ধৃতিঃ
"সচলায়তনে কবিতার ঊরু দেখা যায় প্রথম পাতায়, তাই ছাতামাথা বলে সেটা ঢাকার ব্যবস্থা করতে হয়।"
---- দেঁতো হাসি

আমার কাছে গানের সুরটা খুব ভালো লেগেছে। গলা নাকি লাগে নাই, তবে মনে হচ্ছিলো অনেকের থেকে লুকিয়ে আস্তে আস্তে গাচ্ছেন। গলা তো ভালোই, আরেকটু খুলে গান হাসি

অতিথি লেখক এর ছবি

আরে অ হিমুদা, আপ্নে তো দেখতাসি গুণের সাগরে হাবুডুবু খাইতাসেন। এতোগুণ হজম করেন কী কইরা???
কোন ব্র্যান্ডের হজমীগুল্লি খান আমারে কওন যায়?

মনজুর এলাহী
[মাকড়জাল]
{ঘরের কোনে থাকি,
কথা বলার ইচ্ছে হলে টিকটিকিকে ডাকি!}

নতুন মন্তব্য করুন

এই ঘরটির বিষয়বস্তু গোপন রাখা হবে এবং জনসমক্ষে প্রকাশ করা হবে না।